বিনোদন ডেস্ক

গত ৭ ফেব্রুয়ারি মধ্যরাতে এক্স হ্যান্ডেলে অমিতাভ বচ্চন লেখেন—‘টাইম টু গো...’। অর্থাৎ চলে যাওয়ার সময় হয়েছে। এরপর তাঁর অনুরাগীদের মনে প্রশ্ন জাগে, কোথায় যাচ্ছেন বিগ বি! গুঞ্জন ছড়িয়ে পড়ে, অভিনয়কে বিদায় বলে দিয়েছেন বিগ বি অমিতাভ। অবশেষে মাসখানেক পর সেই রহস্য ভাঙলেন বলিউড শাহেন শাহ। জানালেন, অভিনয়কে বিদায় বলেননি, বরং অনুষ্ঠানের শুটিং শেষে বাড়ি ফেরার প্রসঙ্গে এমন কথা লিখেছিলেন তিনি।
সম্প্রতি ‘কোন বনেগা ক্রোড়পতি’র একটি পর্বের শুটিং চলাকালে এক প্রতিযোগী জানতে চান এই পোস্টের নেপথ্যের কথা। যাওয়ার সময় চলে এসেছে বলতে কী বোঝাতে চেয়েছেন অমিতাভ? প্রশ্ন শুনে অমিতাভ নীরব হয়ে যান। দর্শক আসনে থাকা এক ব্যক্তি জানতে চান, তিনি কোথায় যাচ্ছেন? অমিতাভ উত্তর দিতে যাবেন, ঠিক তখনই স্টুডিওতে উপস্থিত সবাই একযোগে বলে ওঠেন, ‘আপনি এখান থেকে কোথাও যেতে পারবেন না।’
পরিস্থিতি স্বাভাবিক করতে সেই স্ট্যাটাসের ব্যাখ্যা দেন অমিতাভ বচ্চন। তিনি বলেন, ‘রিয়েলিটি শোর সেট থেকে রাত ১টার আগে ছুটি পাওয়া যায় না। বাড়ি ফিরতে রাত ২টা বেজে যায়। গভীর রাতে বাড়ি ফেরার পথে ঘুমে চোখ বন্ধ হয়ে আসে। ওই অবস্থাতেই সেদিন লিখেছিলাম, যাওয়ার সময় হয়েছে। অর্থাৎ বাড়ি যাওয়ার সময় হয়েছে। পরের দিন আবার কাজে ফিরতে হবে। কিন্তু ঘুম জড়ানো ক্লান্ত শরীরে পুরোটা আর লিখতে পারিনি। ওই অর্ধেক পোস্ট পড়েই শঙ্কিত অনুরাগীরা।’
অমিতাভের এমন ব্যাখ্যায় স্বস্তি ফিরেছে ভক্তদের মধ্যে। উপস্থাপনার পাশাপাশি এখনো অভিনয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন অমিতাভ। জানা গেছে, শিগগির তিনি শুরু করবেন ‘কল্কি ২৮৯৮ এডি’র সিকুয়েলের শুটিং। এ ছাড়া দীপিকা পাড়ুকোনের সঙ্গে ‘দ্য ইন্টার্ন’-এর ভারতীয় রিমেকেও অভিনয় করবেন বিগ বি অমিতাভ বচ্চন।

গত ৭ ফেব্রুয়ারি মধ্যরাতে এক্স হ্যান্ডেলে অমিতাভ বচ্চন লেখেন—‘টাইম টু গো...’। অর্থাৎ চলে যাওয়ার সময় হয়েছে। এরপর তাঁর অনুরাগীদের মনে প্রশ্ন জাগে, কোথায় যাচ্ছেন বিগ বি! গুঞ্জন ছড়িয়ে পড়ে, অভিনয়কে বিদায় বলে দিয়েছেন বিগ বি অমিতাভ। অবশেষে মাসখানেক পর সেই রহস্য ভাঙলেন বলিউড শাহেন শাহ। জানালেন, অভিনয়কে বিদায় বলেননি, বরং অনুষ্ঠানের শুটিং শেষে বাড়ি ফেরার প্রসঙ্গে এমন কথা লিখেছিলেন তিনি।
সম্প্রতি ‘কোন বনেগা ক্রোড়পতি’র একটি পর্বের শুটিং চলাকালে এক প্রতিযোগী জানতে চান এই পোস্টের নেপথ্যের কথা। যাওয়ার সময় চলে এসেছে বলতে কী বোঝাতে চেয়েছেন অমিতাভ? প্রশ্ন শুনে অমিতাভ নীরব হয়ে যান। দর্শক আসনে থাকা এক ব্যক্তি জানতে চান, তিনি কোথায় যাচ্ছেন? অমিতাভ উত্তর দিতে যাবেন, ঠিক তখনই স্টুডিওতে উপস্থিত সবাই একযোগে বলে ওঠেন, ‘আপনি এখান থেকে কোথাও যেতে পারবেন না।’
পরিস্থিতি স্বাভাবিক করতে সেই স্ট্যাটাসের ব্যাখ্যা দেন অমিতাভ বচ্চন। তিনি বলেন, ‘রিয়েলিটি শোর সেট থেকে রাত ১টার আগে ছুটি পাওয়া যায় না। বাড়ি ফিরতে রাত ২টা বেজে যায়। গভীর রাতে বাড়ি ফেরার পথে ঘুমে চোখ বন্ধ হয়ে আসে। ওই অবস্থাতেই সেদিন লিখেছিলাম, যাওয়ার সময় হয়েছে। অর্থাৎ বাড়ি যাওয়ার সময় হয়েছে। পরের দিন আবার কাজে ফিরতে হবে। কিন্তু ঘুম জড়ানো ক্লান্ত শরীরে পুরোটা আর লিখতে পারিনি। ওই অর্ধেক পোস্ট পড়েই শঙ্কিত অনুরাগীরা।’
অমিতাভের এমন ব্যাখ্যায় স্বস্তি ফিরেছে ভক্তদের মধ্যে। উপস্থাপনার পাশাপাশি এখনো অভিনয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন অমিতাভ। জানা গেছে, শিগগির তিনি শুরু করবেন ‘কল্কি ২৮৯৮ এডি’র সিকুয়েলের শুটিং। এ ছাড়া দীপিকা পাড়ুকোনের সঙ্গে ‘দ্য ইন্টার্ন’-এর ভারতীয় রিমেকেও অভিনয় করবেন বিগ বি অমিতাভ বচ্চন।

রায়হান রাফীর ‘পরাণ’ সিনেমায় প্রথম জুটি বেঁধেছিলেন শরিফুল রাজ ও বিদ্যা সিনহা মিম। সিনেমার ব্যবসায়িক সাফল্যের পাশাপাশি প্রশংসিত হয় রাজ-মিম জুটির রসায়ন। এরপর একই নির্মাতার ‘দামাল’ সিনেমাতেও দেখা যায় তাঁদের।
৭ ঘণ্টা আগে
২০০৮ সালের ১৪ জানুয়ারি না ফেরার দেশে পাড়ি জমান নাট্যাচার্য সেলিম আল দীন। এ বছর তাঁর ১৮তম প্রয়াণ দিবস উপলক্ষে নাট্যসংগঠন স্বপ্নদল ১৪ থেকে ১৬ জানুয়ারি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটারে আয়োজন করেছে তিন দিনব্যাপী নাট্যাচার্য সেলিম আল দীন স্মরণোৎসব।
৭ ঘণ্টা আগে
রাজধানীর পাঁচটি মিলনায়তন এবং কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী বিচ পয়েন্টে ১০ জানুয়ারি থেকে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে দেখানো হচ্ছে দেশ-বিদেশের নির্মাতাদের কাজ।
৭ ঘণ্টা আগে
তামিল সুপারস্টার থালাপতি বিজয় ‘জন নায়াগন’ দিয়ে শেষ করবেন অভিনয়ের ক্যারিয়ার। এরপর পাকাপাকিভাবে নামবেন রাজনীতির ময়দানে। এরই মধ্যে শুটিং শেষ, ৯ জানুয়ারি মুক্তির তারিখ চূড়ান্ত ছিল। ভক্তদের মধ্যেও ব্যাপক আগ্রহ ছিল বিজয়ের শেষ সিনেমা নিয়ে। তবে শেষ মুহূর্তে সেন্সর বোর্ডের নিষেধাজ্ঞায় আটকে যায় সিনেমাটি।
৭ ঘণ্টা আগে