বিনোদন ডেস্ক

অল্পের জন্য বড় বিপদ থেকে বেঁচে গেলেন কোরিয়ান ব্যান্ড বিটিএসের অন্যতম সদস্য জাংকুক। শেয়ারবাজারে প্রতারণার কবলে পড়েছিলেন তিনি। বিটিএসের কোম্পানি হাইব করপোরেশনের মাধ্যমে পরিচালিত জাংকুকের শেয়ার চুরির চেষ্টা হয়েছিল। দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যম বিজ কোরিয়া জানিয়েছে, জাংকুক যখন সামরিক বাহিনীতে প্রশিক্ষণে ছিলেন, ওই সুযোগে প্রতারকেরা তাঁর ৫ দশমিক ৬ মিলিয়ন ডলারের শেয়ার বিক্রির চেষ্টা করেছিল।
জানা গেছে, প্রতারকেরা জাংকুকের ৩৩ হাজার ৫০০টি শেয়ার নতুন একটি অ্যাকাউন্টে স্থানান্তর করেও ফেলেছিল। তার মধ্যে ৫০০টি শেয়ার তৃতীয় পক্ষের কাছে বিক্রি করতে সক্ষম হয়, যার মূল্য প্রায় ৮৬ হাজার ডলার। এই ঘটনা ঘটে এ বছরের শুরুর দিকে। ২০২৩ সালের ডিসেম্বরে জাংকুক বিটিএসের আরেক সদস্য জিমিনের সঙ্গে বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণে যান। সেখানে যাওয়ার এক মাস পরে, গত বছরের ৬ জানুয়ারি জাংকুকের নামে তিনটি ভুয়া অ্যাকাউন্ট খুলে এই জালিয়াতির চেষ্টা করা হয়।
জাংকুকের পক্ষ থেকে এ বিষয়ে গত বছরের মার্চে একটি মামলা করা হয়। তৃতীয় পক্ষের কাছে বিক্রি হওয়া ওই ৫০০টি শেয়ার ফেরত চান তিনি। সিউলের ডিস্ট্রিক্ট কোর্ট জাংকুকের পক্ষেই রায় দিয়েছেন। জানিয়েছেন, এটা কোনো বৈধ ট্রান্সফার ছিল না, জাংকুক পরিচয়চুরির শিকার। আদালত তৃতীয় পক্ষকে ওই শেয়ার ফেরত দেওয়ার নির্দেশ দেন। যারা শেয়ারগুলো কিনেছিল, তাদের আত্মপক্ষ সমর্থনের জবাবে আদালত বলেছেন, তাদের উচিত ছিল স্টকহোল্ডারের পরিচয় ভালোভাবে যাচাই করে শেয়ারগুলো কেনা, বিশেষ করে শেয়ারগুলো যখন একজন গুরুত্বপূর্ণ শেয়ারহোল্ডারের।
এ জালিয়াতির পেছনে কাদের হাত রয়েছে, তা এখনো জানা যায়নি। জাংকুকের ব্যাংক অ্যাকাউন্টের তথ্য ও পাসওয়ার্ডের অ্যাকসেস যেভাবে পেয়েছে প্রতারকেরা, তা থেকে ধারণা করা হচ্ছে, তারা জাংকুকের ঘনিষ্ঠ কেউ হবে। এ বিষয়ে জোর তদন্ত চালাচ্ছে পুলিশ। আশা করা হচ্ছে, দ্রুতই সামনে আসবে প্রতারকদের পরিচয়।

অল্পের জন্য বড় বিপদ থেকে বেঁচে গেলেন কোরিয়ান ব্যান্ড বিটিএসের অন্যতম সদস্য জাংকুক। শেয়ারবাজারে প্রতারণার কবলে পড়েছিলেন তিনি। বিটিএসের কোম্পানি হাইব করপোরেশনের মাধ্যমে পরিচালিত জাংকুকের শেয়ার চুরির চেষ্টা হয়েছিল। দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যম বিজ কোরিয়া জানিয়েছে, জাংকুক যখন সামরিক বাহিনীতে প্রশিক্ষণে ছিলেন, ওই সুযোগে প্রতারকেরা তাঁর ৫ দশমিক ৬ মিলিয়ন ডলারের শেয়ার বিক্রির চেষ্টা করেছিল।
জানা গেছে, প্রতারকেরা জাংকুকের ৩৩ হাজার ৫০০টি শেয়ার নতুন একটি অ্যাকাউন্টে স্থানান্তর করেও ফেলেছিল। তার মধ্যে ৫০০টি শেয়ার তৃতীয় পক্ষের কাছে বিক্রি করতে সক্ষম হয়, যার মূল্য প্রায় ৮৬ হাজার ডলার। এই ঘটনা ঘটে এ বছরের শুরুর দিকে। ২০২৩ সালের ডিসেম্বরে জাংকুক বিটিএসের আরেক সদস্য জিমিনের সঙ্গে বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণে যান। সেখানে যাওয়ার এক মাস পরে, গত বছরের ৬ জানুয়ারি জাংকুকের নামে তিনটি ভুয়া অ্যাকাউন্ট খুলে এই জালিয়াতির চেষ্টা করা হয়।
জাংকুকের পক্ষ থেকে এ বিষয়ে গত বছরের মার্চে একটি মামলা করা হয়। তৃতীয় পক্ষের কাছে বিক্রি হওয়া ওই ৫০০টি শেয়ার ফেরত চান তিনি। সিউলের ডিস্ট্রিক্ট কোর্ট জাংকুকের পক্ষেই রায় দিয়েছেন। জানিয়েছেন, এটা কোনো বৈধ ট্রান্সফার ছিল না, জাংকুক পরিচয়চুরির শিকার। আদালত তৃতীয় পক্ষকে ওই শেয়ার ফেরত দেওয়ার নির্দেশ দেন। যারা শেয়ারগুলো কিনেছিল, তাদের আত্মপক্ষ সমর্থনের জবাবে আদালত বলেছেন, তাদের উচিত ছিল স্টকহোল্ডারের পরিচয় ভালোভাবে যাচাই করে শেয়ারগুলো কেনা, বিশেষ করে শেয়ারগুলো যখন একজন গুরুত্বপূর্ণ শেয়ারহোল্ডারের।
এ জালিয়াতির পেছনে কাদের হাত রয়েছে, তা এখনো জানা যায়নি। জাংকুকের ব্যাংক অ্যাকাউন্টের তথ্য ও পাসওয়ার্ডের অ্যাকসেস যেভাবে পেয়েছে প্রতারকেরা, তা থেকে ধারণা করা হচ্ছে, তারা জাংকুকের ঘনিষ্ঠ কেউ হবে। এ বিষয়ে জোর তদন্ত চালাচ্ছে পুলিশ। আশা করা হচ্ছে, দ্রুতই সামনে আসবে প্রতারকদের পরিচয়।

উপস্থাপক রাফসান সাবাবের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন সংগীতশিল্পী জেফার রহমান। গতকাল বুধবার দুপুরে সোশ্যাল মিডিয়ায় বিয়ের ছবি শেয়ার করে বিষয়টি নিশ্চিত করলেন জেফার ও রাফসান। জানা গেছে, ঢাকার অদূরে আমিনবাজারের একটি রিসোর্টে দুই পরিবারের সদস্য ও শোবিজ অঙ্গনের ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে বিয়ের আয়োজন করা হয়।
১১ ঘণ্টা আগে
রাজধানীর পাঁচটি মিলনায়তন এবং কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী বিচ পয়েন্টে ১০ জানুয়ারি থেকে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে দেখানো হচ্ছে দেশ-বিদেশের নির্মাতাদের কাজ। আজ যেসব সিনেমা প্রদর্শিত হবে, রইল সে তালিকা।
১২ ঘণ্টা আগে
বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ শেষে গত বছর একত্র হন বিটিএসের সাত সদস্য আর এম, জিন, জে হোপ, জিমিন, ভি, জাং কুক ও সুগা। ফিরেই ঘোষণা দেন নতুন অ্যালবাম এবং ওয়ার্ল্ড ট্যুর কনসার্টের। এ মাসের শুরুতে বিটিএস জানায়, আগামী ২০ মার্চ প্রকাশ পাবে বিটিএসের নতুন অ্যালবাম। এবার কে-পপ ব্যান্ডটি প্রকাশ করল...
১২ ঘণ্টা আগে
মুক্তির পর সিনেমা বিশ্লেষক থেকে শুরু করে সাধারণ দর্শকদের তোপের মুখে পড়ে অ্যাভাটার সিরিজের তৃতীয় কিস্তি ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’। গল্প নিয়ে তীব্র সমালোচনা আর অগোছালো প্লটের অভিযোগ—এসব নিয়েই বক্স অফিসে ঝড় তোলে অ্যাভাটারের তৃতীয় কিস্তি। দর্শকদের একটি বড় অংশ অসন্তোষ প্রকাশ করলেও মুক্তির...
১৩ ঘণ্টা আগে