বিনোদন ডেস্ক
অল্পের জন্য বড় বিপদ থেকে বেঁচে গেলেন কোরিয়ান ব্যান্ড বিটিএসের অন্যতম সদস্য জাংকুক। শেয়ারবাজারে প্রতারণার কবলে পড়েছিলেন তিনি। বিটিএসের কোম্পানি হাইব করপোরেশনের মাধ্যমে পরিচালিত জাংকুকের শেয়ার চুরির চেষ্টা হয়েছিল। দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যম বিজ কোরিয়া জানিয়েছে, জাংকুক যখন সামরিক বাহিনীতে প্রশিক্ষণে ছিলেন, ওই সুযোগে প্রতারকেরা তাঁর ৫ দশমিক ৬ মিলিয়ন ডলারের শেয়ার বিক্রির চেষ্টা করেছিল।
জানা গেছে, প্রতারকেরা জাংকুকের ৩৩ হাজার ৫০০টি শেয়ার নতুন একটি অ্যাকাউন্টে স্থানান্তর করেও ফেলেছিল। তার মধ্যে ৫০০টি শেয়ার তৃতীয় পক্ষের কাছে বিক্রি করতে সক্ষম হয়, যার মূল্য প্রায় ৮৬ হাজার ডলার। এই ঘটনা ঘটে এ বছরের শুরুর দিকে। ২০২৩ সালের ডিসেম্বরে জাংকুক বিটিএসের আরেক সদস্য জিমিনের সঙ্গে বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণে যান। সেখানে যাওয়ার এক মাস পরে, গত বছরের ৬ জানুয়ারি জাংকুকের নামে তিনটি ভুয়া অ্যাকাউন্ট খুলে এই জালিয়াতির চেষ্টা করা হয়।
জাংকুকের পক্ষ থেকে এ বিষয়ে গত বছরের মার্চে একটি মামলা করা হয়। তৃতীয় পক্ষের কাছে বিক্রি হওয়া ওই ৫০০টি শেয়ার ফেরত চান তিনি। সিউলের ডিস্ট্রিক্ট কোর্ট জাংকুকের পক্ষেই রায় দিয়েছেন। জানিয়েছেন, এটা কোনো বৈধ ট্রান্সফার ছিল না, জাংকুক পরিচয়চুরির শিকার। আদালত তৃতীয় পক্ষকে ওই শেয়ার ফেরত দেওয়ার নির্দেশ দেন। যারা শেয়ারগুলো কিনেছিল, তাদের আত্মপক্ষ সমর্থনের জবাবে আদালত বলেছেন, তাদের উচিত ছিল স্টকহোল্ডারের পরিচয় ভালোভাবে যাচাই করে শেয়ারগুলো কেনা, বিশেষ করে শেয়ারগুলো যখন একজন গুরুত্বপূর্ণ শেয়ারহোল্ডারের।
এ জালিয়াতির পেছনে কাদের হাত রয়েছে, তা এখনো জানা যায়নি। জাংকুকের ব্যাংক অ্যাকাউন্টের তথ্য ও পাসওয়ার্ডের অ্যাকসেস যেভাবে পেয়েছে প্রতারকেরা, তা থেকে ধারণা করা হচ্ছে, তারা জাংকুকের ঘনিষ্ঠ কেউ হবে। এ বিষয়ে জোর তদন্ত চালাচ্ছে পুলিশ। আশা করা হচ্ছে, দ্রুতই সামনে আসবে প্রতারকদের পরিচয়।
অল্পের জন্য বড় বিপদ থেকে বেঁচে গেলেন কোরিয়ান ব্যান্ড বিটিএসের অন্যতম সদস্য জাংকুক। শেয়ারবাজারে প্রতারণার কবলে পড়েছিলেন তিনি। বিটিএসের কোম্পানি হাইব করপোরেশনের মাধ্যমে পরিচালিত জাংকুকের শেয়ার চুরির চেষ্টা হয়েছিল। দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যম বিজ কোরিয়া জানিয়েছে, জাংকুক যখন সামরিক বাহিনীতে প্রশিক্ষণে ছিলেন, ওই সুযোগে প্রতারকেরা তাঁর ৫ দশমিক ৬ মিলিয়ন ডলারের শেয়ার বিক্রির চেষ্টা করেছিল।
জানা গেছে, প্রতারকেরা জাংকুকের ৩৩ হাজার ৫০০টি শেয়ার নতুন একটি অ্যাকাউন্টে স্থানান্তর করেও ফেলেছিল। তার মধ্যে ৫০০টি শেয়ার তৃতীয় পক্ষের কাছে বিক্রি করতে সক্ষম হয়, যার মূল্য প্রায় ৮৬ হাজার ডলার। এই ঘটনা ঘটে এ বছরের শুরুর দিকে। ২০২৩ সালের ডিসেম্বরে জাংকুক বিটিএসের আরেক সদস্য জিমিনের সঙ্গে বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণে যান। সেখানে যাওয়ার এক মাস পরে, গত বছরের ৬ জানুয়ারি জাংকুকের নামে তিনটি ভুয়া অ্যাকাউন্ট খুলে এই জালিয়াতির চেষ্টা করা হয়।
জাংকুকের পক্ষ থেকে এ বিষয়ে গত বছরের মার্চে একটি মামলা করা হয়। তৃতীয় পক্ষের কাছে বিক্রি হওয়া ওই ৫০০টি শেয়ার ফেরত চান তিনি। সিউলের ডিস্ট্রিক্ট কোর্ট জাংকুকের পক্ষেই রায় দিয়েছেন। জানিয়েছেন, এটা কোনো বৈধ ট্রান্সফার ছিল না, জাংকুক পরিচয়চুরির শিকার। আদালত তৃতীয় পক্ষকে ওই শেয়ার ফেরত দেওয়ার নির্দেশ দেন। যারা শেয়ারগুলো কিনেছিল, তাদের আত্মপক্ষ সমর্থনের জবাবে আদালত বলেছেন, তাদের উচিত ছিল স্টকহোল্ডারের পরিচয় ভালোভাবে যাচাই করে শেয়ারগুলো কেনা, বিশেষ করে শেয়ারগুলো যখন একজন গুরুত্বপূর্ণ শেয়ারহোল্ডারের।
এ জালিয়াতির পেছনে কাদের হাত রয়েছে, তা এখনো জানা যায়নি। জাংকুকের ব্যাংক অ্যাকাউন্টের তথ্য ও পাসওয়ার্ডের অ্যাকসেস যেভাবে পেয়েছে প্রতারকেরা, তা থেকে ধারণা করা হচ্ছে, তারা জাংকুকের ঘনিষ্ঠ কেউ হবে। এ বিষয়ে জোর তদন্ত চালাচ্ছে পুলিশ। আশা করা হচ্ছে, দ্রুতই সামনে আসবে প্রতারকদের পরিচয়।
ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত নৃশংসতার প্রতিবাদে শুরু থেকেই সরব হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। দুই দশকের বেশি সময় ধরে জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআরের শুভেচ্ছাদূত ও বিশেষ দূত হিসেবে কাজ করছেন তিনি। পৃথিবীর যেকোনো প্রান্তে মানুষের সঙ্গে ঘটে চলা অমানবিক ঘটনার বিরুদ্ধে...
১২ ঘণ্টা আগেনতুন সিজন নিয়ে ফিরছে জনপ্রিয় ওয়েব সিরিজ ‘ফারজি’। জাল নোটের কারবার নিয়ে তৈরি এ সিরিজে শহিদ কাপুর ও বিজয় সেতুপতি পরস্পরকে যেভাবে টেক্কা দিয়েছিলেন, তাতে বুঁদ হয়েছিল দর্শক। টান টান উত্তেজনায় শেষ হয়েছিল ২০২৩ সালের ফেব্রুয়ারিতে আমাজন প্রাইম ভিডিওতে মুক্তি পাওয়া ফারজির প্রথম সিজন। তখন থেকে অপেক্ষা...
১২ ঘণ্টা আগেজাতীয় চলচ্চিত্র অনুদান নীতিমালা ২০২৫-এর ৬.৫ ধারা নিয়ে চলচ্চিত্র সংস্কার রোডম্যাপ ২০২৪-এর কমিউনিকেশন উইংয়ের পক্ষ থেকে প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন ১১৯ জন চলচ্চিত্র নির্মাতা ও কর্মী। এই ধারায় উল্লেখ আছে, ‘প্রস্তাবিত বাজেটের কমপক্ষে শতকরা ১০ ভাগ অর্থ প্রযোজক/প্রস্তাব দাখিলকারীর ব্যাংক হিসাবে জমা...
১২ ঘণ্টা আগেদোহায় ‘আর্থনা শীর্ষ সম্মেলন ২০২৫’-এ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও ব্রিটিশ অভিনেতা ইদ্রিস এলবার সাক্ষাৎ হয়েছে। সম্মেলনের ফাঁকে হাসিমুখে একে অপরের সঙ্গে সময় কাটান তাঁরা। জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন ও যুবসম্পৃক্ততা নিয়ে আলোচনায় অংশ নিচ্ছেন দুজনেই।
১ দিন আগে