কনসার্ট ঘিরে শিরোনামে উঠে এসেছেন জনপ্রিয় সংগীত শিল্পী দিলজিত দোসাঞ্জ। মঞ্চে মাদক ও কনসার্টে টিকিট বিক্রির বিষয়ে কথা বলায় আলোচনা ও সমালোচনার কেন্দ্র বিন্দুতে তিনি। এর মধ্যে ভারতে আর লাইভ পারফর্ম করবেন না বলে জানান এই গায়ক ও অভিনেতা। কী কারণে এমন সিদ্ধান্ত নিলেন দিলজিত?
প্রথমবার দিলজিত তাঁর ‘দিল-লুমিনাটি ইন্ডিয়া ট্যুর’-এ ভারতজুড়ে লাইভ পারফরম্যান্স করছেন। তবে কনসার্টগুলোর অবকাঠামো নিয়ে তিনি খুশি নন। গত শনিবার চন্ডিগড় কনসার্ট দিলজিত ঘোষণা করেন যতক্ষণ না অবকাঠামো উন্নত করা হয়, ততক্ষণ তিনি ভারতের কোথাও লাইভ পারফর্ম করবেন না। এই ঘোষণার একটি ভিডিও ইন্টারনেটে ভাইরাল হয়েছে।
ভিডিওটিতে দিলজিতকে পাঞ্জাবিতে বলছেন, ‘এখানে লাইভ শো করার জন্য অবকাঠামো নেই। এটি বড় আয়ের উৎস, অনেক মানুষ এখানে কাজ পান...আমি পরের বার চেষ্টা করব যাতে মঞ্চটা মাঝখানে থাকে যাতে আপনারা এর চারপাশে থাকতে পারেন। যত দিন এটা ঠিক না হয়, তত দিন আমি ভারতের কোথাও শো করব না, এই বিষয়টি নিশ্চিত।’
চণ্ডীগড়ের কনসার্টে দিলজিত তাঁর ভক্তদের জন্য কিছু স্মরণীয় মুহূর্ত উপহার দেন। তিনি আবেগপ্রবণ হয়ে নিজের শহর চণ্ডীগড়ে পারফর্ম করার অনুভূতি শেয়ার করেন এবং পুরো কনসার্টটি তিনি নতুনভাবে আন্তর্জাতিক দাবা চ্যাম্পিয়ন (FIDE) গুকেশ ডোমারাজুকে উৎসর্গ করেন।
একপর্যায়ে দিলজিত ‘পুশপা’ সিনেমার একটি আইকনিক ডায়ালগ দেন। এতেই পুনরায় উজ্জীবিত হয়ে যান তাঁর ভক্ত-অনুরাগীরা। ‘ঝুঁকেগা নেহি’—ডায়ালগটি মঞ্চে দেন। যদিও দিলজিত বলেন তিনি ‘পুশপা ২’ সিনেমা এখনো দেখেননি।
তরুণ প্রজন্মের অত্যন্ত জনপ্রিয় তারকা হলেন দিলজিত্। দেশ হোক কিংবা বিদেশ তিনি যেখানেই কনসার্ট করুন না কেন উপচে পড়ে ভিড়। কয়েক দিন আগে দিল্লির জওহরলাল নেহেরু স্টেডিয়ামেও সেই একই দৃশ্য ধরা পড়েছিল। কনসার্ট শেষের পর মাঠ জুড়ে দেখা যায় শুধুই ছড়িয়ে রয়েছে মাংসের হাড়, মদের বোতল! তা নিয়েও রীতিমতো সমালোচনা হয়। এবার হায়দরাবাদে শোয়ের আগে তাই তেলেঙ্গানা সরকারের তরফে তাই আইনি নোটিশ পাঠানো হয় পাঞ্জাবি পপতারকাকে।
প্রসঙ্গত, দেশ হোক কিংবা বিদেশ দিলজিত যেখানেই কনসার্ট করুন না কেন উপচে থাকে পড়ে ভিড়। কয়েক দিন আগে দিল্লির জওহরলাল নেহেরু স্টেডিয়ামেও ছিল একই দৃশ্য। কনসার্ট শেষের পর মাঠজুড়ে দেখা যায় ছড়িয়ে রয়েছে মাংসের হাড়, মদের বোতল। এ নিয়ে চলে তুমুল সমালোচনা। এমনকি ‘লেমোনেড’ এবং ‘পাঁচ তারা’ এই দুটি গান নিয়েই বিতর্কে জড়িয়েছিলেন দিলজিত। এর জেরে তেলঙ্গানা এবং গুজরাটে সমস্যায় পড়তে হয়েছিল গায়ককে। এবার হায়দরাবাদে শোয়ের আগে তেলেঙ্গানা সরকারের তরফে তাই আইনি নোটিশ পাঠানো হয় এই পাঞ্জাবি পপতারকাকে। তাঁর বিরুদ্ধে গানে মাদকের প্রচার করা হয়—এমন অভিযোগও ওঠে। যদিও এর বিরুদ্ধে মুখ খুলেছিলেন দিলজিত নিজেও। বলেছিলেন, ‘আগে দেশে মদ নিষিদ্ধ হোক, এরপর আমাকে শাসাবে।’

দক্ষিণ কোরিয়ার বিনোদন অঙ্গনে আবারও নেমে এল শোকের ছায়া। জনপ্রিয় কোরিয়ান গায়িকা মো সু-জিন মাত্র ২৭ বছর বয়সে মারা গেছেন। তাঁর পরিবার মৃত্যুর কারণ প্রকাশ না করার সিদ্ধান্ত নিয়েছে। তাঁর এজেন্সি ‘প্যানিক বাটন’ এক বিবৃতিতে এই দুঃসংবাদ নিশ্চিত করেছে।
৭ ঘণ্টা আগে
বিটিভিতে শুরু হচ্ছে বিনোদনমূলক নতুন ম্যাগাজিন অনুষ্ঠান ‘অভিনন্দন’। আজ ৩০ জানুয়ারি রাত ৯টায় প্রচারিত হবে অনুষ্ঠানটির প্রথম পর্ব। উপস্থাপনায় রশিদ সাগর। একক গান, লোকগান, পুঁথিপাঠ, নাচ, নাটিকা, নৃত্যনাট্য, তারকা আড্ডাসহ নানা বর্ণিল আয়োজনে সাজানো হয়েছে অনুষ্ঠানটি। প্রতি মাসেই ম্যাগাজিন অনুষ্ঠানটির নতুন
৯ ঘণ্টা আগে
বর্তমান যুগ যেখানে অবিরাম কাজ, ক্রমাগত কন্টেন্ট উৎপাদন এবং সারাক্ষণ নিজেকে জাহির করার নেশায় মত্ত, সেখানে দাঁড়িয়ে হুট করে ‘না’ বলাটা অনেকটা বৈপ্লবিক সিদ্ধান্তের মতো শোনায়। ঠিক এই কাজটিই করে দেখালেন ভারতীয় সংগীত জগতের রাজপুত্র অরিজিৎ সিং এবং জনপ্রিয় স্ট্যান্ড-আপ কমেডিয়ান জাকির খান।
১৩ ঘণ্টা আগে
গতকাল নেদারল্যান্ডসের রটারড্যাম শহরে শুরু হয়েছে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল রটারড্যামের ৫৫তম আসর। এবারের আসরে জায়গা করে নিয়েছে রেজওয়ান শাহরিয়ার সুমিতের রাজনৈতিক থ্রিলার ‘মাস্টার’। উৎসবের গুরুত্বপূর্ণ প্রতিযোগিতা বিভাগ বিগ স্ক্রিন কম্পিটিশনে লড়বে সিনেমাটি।
১৯ ঘণ্টা আগে