আজকের পত্রিকা ডেস্ক

ভারতের জনপ্রিয় গায়ক ও অভিনেতা, ইন্ডিয়ান আইডল সিজন-৩-এর বিজয়ী প্রশান্ত তামাং মারা গেছেন। রোববার (১১ জানুয়ারি) ইন্ডিয়ান এক্সপ্রেসসহ একাধিক ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, হৃদ্রোগে আক্রান্ত হয়ে নয়াদিল্লির নিজ বাসভবনে মাত্র ৪৩ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রশান্ত।
দার্জিলিংয়ে জন্ম নেওয়া এবং নেপালি বংশোদ্ভূত প্রশান্ত তামাং ২০০৪ সালে সনি এন্টারটেইনমেন্ট টেলিভিশনের জনপ্রিয় রিয়্যালিটি শো ইন্ডিয়ান আইডলের তৃতীয় আসরের শিরোপা জিতে দেশজুড়ে পরিচিতি পান। ওই আসরের ফাইনালে তিনি বিপুল ব্যবধানে জয়ী হন। ভোটের হিসাবে তিনি পেয়েছিলেন প্রায় সাত কোটি ভোট; যা একই পর্বে রানার্সআপ অমিত পালের প্রাপ্ত ভোটের তুলনায় প্রায় ১০ গুণ বেশি।
ইন্ডিয়ান আইডলের সাফল্যের পর প্রশান্ত তামাং সংগীতজগতে স্বতন্ত্র ক্যারিয়ার গড়ে তোলেন। তিনি প্রকাশ করেন তাঁর প্রথম অ্যালবাম ‘ধন্যবাদ’, যেখানে হিন্দি ও নেপালি—উভয় ভাষার গান স্থান পায়। পাশাপাশি তিনি নেপালি চলচ্চিত্রেও কণ্ঠশিল্পী হিসেবে কাজ করেন। তাঁর গাওয়া উল্লেখযোগ্য নেপালি চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘গোরখা পাল্টান’ (২০১০), ‘আঁগালো ইয়ো মায়া কো’ এবং ‘হিম্মত ২’ (২০১৩)।
সংগীতের পাশাপাশি অভিনয়েও নিজেকে প্রতিষ্ঠিত করেন প্রশান্ত তামাং। নেপালি চলচ্চিত্র ‘গোরখা পাল্টান’-এর মাধ্যমে তাঁর অভিনয়জীবনের সূচনা। এরপর তিনি ‘আঁগালো ইয়ো মায়া কো’, ‘কিনা মায়া মা’ (২০১১), ‘নিশানি’ (২০১৪), ‘পরদেশি’ (২০১৫) এবং ‘ইয়ে মায়া হানাইমা’সহ একাধিক চলচ্চিত্রে অভিনয় করেন। এর মধ্যে ‘গোরখা পাল্টান’ ও ‘নিশানি’ চলচ্চিত্র দুটি গোরখা বীরত্বকে কেন্দ্র করে নির্মিত হয় এবং নেপালে ব্যাপক ব্যবসা সফলতা পায়।
হিন্দি বিনোদন জগতে প্রশান্ত তামাংয়ের অভিষেক ঘটে অ্যামাজন প্রাইম ভিডিওর জনপ্রিয় ক্রাইম থ্রিলার সিরিজ ‘পাতাল লোকে’র দ্বিতীয় সিজনে। সেখানে তিনি ডেনিয়েল আচো চরিত্রে অভিনয় করে দর্শকদের নজর কাড়েন। তাঁর সর্বশেষ বলিউড প্রকল্প ছিল অপূর্ব লাখিয়ার পরিচালনায় নির্মিত সামরিক নাট্যচিত্র ‘ব্যাটল অব গালওয়ান’। সালমান খান ফিল্মস প্রযোজিত এই ছবিতে অভিনয় করেছেন সালমান খান ও চিত্রাঙ্গদা সিং। চলচ্চিত্রটি লাদাখের গালওয়ান উপত্যকায় ভারত-চীন সীমান্ত সংঘাতের প্রেক্ষাপটে নির্মিত।
প্রশান্ত তামাংয়ের অকাল প্রয়াণে সংগীত ও চলচ্চিত্র অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। তাঁর ভক্ত, সহশিল্পী ও শুভানুধ্যায়ীরা সামাজিক যোগাযোগমাধ্যমে গভীর শোক ও শ্রদ্ধা জানাচ্ছেন।

ভারতের জনপ্রিয় গায়ক ও অভিনেতা, ইন্ডিয়ান আইডল সিজন-৩-এর বিজয়ী প্রশান্ত তামাং মারা গেছেন। রোববার (১১ জানুয়ারি) ইন্ডিয়ান এক্সপ্রেসসহ একাধিক ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, হৃদ্রোগে আক্রান্ত হয়ে নয়াদিল্লির নিজ বাসভবনে মাত্র ৪৩ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রশান্ত।
দার্জিলিংয়ে জন্ম নেওয়া এবং নেপালি বংশোদ্ভূত প্রশান্ত তামাং ২০০৪ সালে সনি এন্টারটেইনমেন্ট টেলিভিশনের জনপ্রিয় রিয়্যালিটি শো ইন্ডিয়ান আইডলের তৃতীয় আসরের শিরোপা জিতে দেশজুড়ে পরিচিতি পান। ওই আসরের ফাইনালে তিনি বিপুল ব্যবধানে জয়ী হন। ভোটের হিসাবে তিনি পেয়েছিলেন প্রায় সাত কোটি ভোট; যা একই পর্বে রানার্সআপ অমিত পালের প্রাপ্ত ভোটের তুলনায় প্রায় ১০ গুণ বেশি।
ইন্ডিয়ান আইডলের সাফল্যের পর প্রশান্ত তামাং সংগীতজগতে স্বতন্ত্র ক্যারিয়ার গড়ে তোলেন। তিনি প্রকাশ করেন তাঁর প্রথম অ্যালবাম ‘ধন্যবাদ’, যেখানে হিন্দি ও নেপালি—উভয় ভাষার গান স্থান পায়। পাশাপাশি তিনি নেপালি চলচ্চিত্রেও কণ্ঠশিল্পী হিসেবে কাজ করেন। তাঁর গাওয়া উল্লেখযোগ্য নেপালি চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘গোরখা পাল্টান’ (২০১০), ‘আঁগালো ইয়ো মায়া কো’ এবং ‘হিম্মত ২’ (২০১৩)।
সংগীতের পাশাপাশি অভিনয়েও নিজেকে প্রতিষ্ঠিত করেন প্রশান্ত তামাং। নেপালি চলচ্চিত্র ‘গোরখা পাল্টান’-এর মাধ্যমে তাঁর অভিনয়জীবনের সূচনা। এরপর তিনি ‘আঁগালো ইয়ো মায়া কো’, ‘কিনা মায়া মা’ (২০১১), ‘নিশানি’ (২০১৪), ‘পরদেশি’ (২০১৫) এবং ‘ইয়ে মায়া হানাইমা’সহ একাধিক চলচ্চিত্রে অভিনয় করেন। এর মধ্যে ‘গোরখা পাল্টান’ ও ‘নিশানি’ চলচ্চিত্র দুটি গোরখা বীরত্বকে কেন্দ্র করে নির্মিত হয় এবং নেপালে ব্যাপক ব্যবসা সফলতা পায়।
হিন্দি বিনোদন জগতে প্রশান্ত তামাংয়ের অভিষেক ঘটে অ্যামাজন প্রাইম ভিডিওর জনপ্রিয় ক্রাইম থ্রিলার সিরিজ ‘পাতাল লোকে’র দ্বিতীয় সিজনে। সেখানে তিনি ডেনিয়েল আচো চরিত্রে অভিনয় করে দর্শকদের নজর কাড়েন। তাঁর সর্বশেষ বলিউড প্রকল্প ছিল অপূর্ব লাখিয়ার পরিচালনায় নির্মিত সামরিক নাট্যচিত্র ‘ব্যাটল অব গালওয়ান’। সালমান খান ফিল্মস প্রযোজিত এই ছবিতে অভিনয় করেছেন সালমান খান ও চিত্রাঙ্গদা সিং। চলচ্চিত্রটি লাদাখের গালওয়ান উপত্যকায় ভারত-চীন সীমান্ত সংঘাতের প্রেক্ষাপটে নির্মিত।
প্রশান্ত তামাংয়ের অকাল প্রয়াণে সংগীত ও চলচ্চিত্র অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। তাঁর ভক্ত, সহশিল্পী ও শুভানুধ্যায়ীরা সামাজিক যোগাযোগমাধ্যমে গভীর শোক ও শ্রদ্ধা জানাচ্ছেন।

আওয়ামী লীগ সরকারের আমলে শেখ মুজিবুর রহমানকে নিয়ে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগের মোবাইল গেম ও অ্যাপ্লিকেশনের দক্ষতা উন্নয়ন প্রকল্প থেকে তৈরি হয়েছিল অ্যানিমেশন সিনেমা ‘মুজিব ভাই’ ও সিরিজ ‘খোকা’।
২১ ঘণ্টা আগে
রাজধানীর পাঁচটি মিলনায়তন এবং কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী বিচ পয়েন্টে ১০ জানুয়ারি থেকে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে দেখানো হচ্ছে দেশ-বিদেশের নির্মাতাদের কাজ।
২১ ঘণ্টা আগে
নানা বাধা ও চ্যালেঞ্জ মোকাবিলা করে ২০২৫ সালে ইউসিবি রেকর্ড সাফল্য অর্জন করেছে, যা ব্যাংকটির ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা করেছে। এই অর্জন উদ্যাপনের মাধ্যমে গ্রাহক, স্টেকহোল্ডার ও শিল্প-সহযোগীদের কৃতজ্ঞতা জানাতে ৯ জানুয়ারি ইউসিবি আয়োজন করে জমকালো এক অনুষ্ঠান।
২১ ঘণ্টা আগে
প্রেক্ষাগৃহে ততটা সুবিধা করতে পারেনি ইমরান হাশমি ও ইয়ামি গৌতম অভিনীত ‘হক’। গত ৭ নভেম্বর মুক্তি পাওয়া সিনেমাটি সমালোচকদের বিস্তর প্রশংসা পেয়েছিল। কিন্তু সাধারণ দর্শকদের সাড়া সেভাবে পাননি নির্মাতা সুপর্ণ ভার্মা। সেই ব্যর্থতা মাথায় নিয়েই ২ জানুয়ারি নেটফ্লিক্সে আসে হক।
২১ ঘণ্টা আগে