বিনোদন প্রতিবেদক, ঢাকা

মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৪৭তম আসরে ফেডারেশন অব ফিল্ম সোসাইটির ‘স্পেশাল মেনশন অ্যাওয়ার্ড’ (জুরি) জিতেছে বাংলাদেশের সিনেমা ‘মাস্তুল’।
আজ বৃহস্পতিবার স্থানীয় সময় রাত সোয়া ৮টায় বসছে মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৪৭তম আসরের সমাপনী অনুষ্ঠান। এর আগে সকালে হয়ে গেল ‘ফার্স্ট প্রাইজ’ সেরেমনি। সেখানে নির্মাতা মোহাম্মদ নূরুজ্জামানের হাতে এই প্রশংসাপত্র তুলে দেন ফেডারেশন অব ফিল্ম সোসাইটি কর্তৃপক্ষ।
মস্কো থেকে নির্মাতা মোহাম্মদ নূরুজ্জামানের বলেন, ‘মস্কোতে মাস্তুলের প্রিমিয়ারে ভূয়সী প্রশংসা পেয়েছি। বিভিন্ন দেশের সাধারণ দর্শক থেকে ফিল্ম ক্রিটিক, সাংবাদিকেরা সিনেমাটি নিয়ে আগ্রহ প্রকাশ করেছেন। বিভিন্ন খুঁটিনাটি বিষয়ে জানতে চেয়েছেন। মাস্তুল নিয়ে এত মানুষের আগ্রহই আমার কাছে বড় প্রাপ্তি বলে মনে হয়েছে। এর মধ্যে ফার্স্ট প্রাইজ সেরেমনিতে ফেডারেশন অব ফিল্ম সোসাইটি কর্তৃক “স্পেশাল মেনশন” পাওয়া সন্দেহাতীতভাবে মাস্তুলের জন্য বিশেষ অর্জন!’
পুরস্কার দেওয়ার মধ্য দিয়ে ৪৭তম মস্কো চলচ্চিত্র উৎসবের পর্দা নামছে বাংলাদেশ সময় আজ মধ্যরাতে। পুরস্কার প্রদান অনুষ্ঠানে ‘মাস্তুল’ চমক দেখাতে পারবে কি না, এমন প্রশ্নে নির্মাতা বলেন, ‘মস্কোর মতো প্রেস্টিজিয়াস উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে যখন মাস্তুল নির্বাচিত হওয়ার খবর পেয়েছিলাম, সেটাই ছিল আমার জন্য বড় চমক। তার ওপর মস্কোতে মানুষ সিনেমাটি দেখেছে, প্রশংসা করেছে-—অন্য একটা স্বাধীন সংগঠনের তরফে স্পেশাল মেনশনও পেলাম, আর কী চাই!’
জলে ভাসমান জাহাজিদের গল্প নিয়ে নির্মিত হয়েছে মাস্তুল। সিনেমাটিতে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, দীপক সুমন, আমিনুর রহমান মুকুল, আরিফ হাসান, সিফাত বন্যা প্রমুখ। সিনেমাটির ডিজিটাল ডিস্ট্রিবিউশন ও প্রমোশনে আছে টঙঘর টকিজ।
মাস্তুল ছাড়াও ফার্স্ট প্রাইজ-স্লটে নেটপ্যাক জুরি পুরস্কার জিতেছে ভারতীয় খাসিয়া ভাষার সিনেমা ‘এলেসিয়াম’। এটি পরিচালনা করেছেন প্রদীপ কুর্বা। রুশ চলচ্চিত্র সমালোচকদের জুরি পুরস্কার পেয়েছে আর্জেন্টিনার ‘নন স্ট্যান্ডার্ড থিংকিং’। আন্তর্জাতিক সিনেমা ক্লাব ফেডারেশনের তরফে ‘বিশেষ স্বীকৃতি’ পেয়েছে কাজাখস্তানের ‘ইভাকউশন’। নন-ফিকশন ফিল্ম ও টিভি গিল্ডের জুরি পুরস্কার পেয়েছে চীনের ‘আন্ট হু অ্যান্ড হার প্যারাডাইস গারডেন’। দর্শক বিচারে সেরা সিনেমার পুরস্কার পেয়েছে রাশিয়ার ‘টু ইন ওয়ান লাইফ, নট কাউন্টিং ডগস’, পরিচালনা করেছেন আন্দ্রেই জাইতসেভ।

মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৪৭তম আসরে ফেডারেশন অব ফিল্ম সোসাইটির ‘স্পেশাল মেনশন অ্যাওয়ার্ড’ (জুরি) জিতেছে বাংলাদেশের সিনেমা ‘মাস্তুল’।
আজ বৃহস্পতিবার স্থানীয় সময় রাত সোয়া ৮টায় বসছে মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৪৭তম আসরের সমাপনী অনুষ্ঠান। এর আগে সকালে হয়ে গেল ‘ফার্স্ট প্রাইজ’ সেরেমনি। সেখানে নির্মাতা মোহাম্মদ নূরুজ্জামানের হাতে এই প্রশংসাপত্র তুলে দেন ফেডারেশন অব ফিল্ম সোসাইটি কর্তৃপক্ষ।
মস্কো থেকে নির্মাতা মোহাম্মদ নূরুজ্জামানের বলেন, ‘মস্কোতে মাস্তুলের প্রিমিয়ারে ভূয়সী প্রশংসা পেয়েছি। বিভিন্ন দেশের সাধারণ দর্শক থেকে ফিল্ম ক্রিটিক, সাংবাদিকেরা সিনেমাটি নিয়ে আগ্রহ প্রকাশ করেছেন। বিভিন্ন খুঁটিনাটি বিষয়ে জানতে চেয়েছেন। মাস্তুল নিয়ে এত মানুষের আগ্রহই আমার কাছে বড় প্রাপ্তি বলে মনে হয়েছে। এর মধ্যে ফার্স্ট প্রাইজ সেরেমনিতে ফেডারেশন অব ফিল্ম সোসাইটি কর্তৃক “স্পেশাল মেনশন” পাওয়া সন্দেহাতীতভাবে মাস্তুলের জন্য বিশেষ অর্জন!’
পুরস্কার দেওয়ার মধ্য দিয়ে ৪৭তম মস্কো চলচ্চিত্র উৎসবের পর্দা নামছে বাংলাদেশ সময় আজ মধ্যরাতে। পুরস্কার প্রদান অনুষ্ঠানে ‘মাস্তুল’ চমক দেখাতে পারবে কি না, এমন প্রশ্নে নির্মাতা বলেন, ‘মস্কোর মতো প্রেস্টিজিয়াস উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে যখন মাস্তুল নির্বাচিত হওয়ার খবর পেয়েছিলাম, সেটাই ছিল আমার জন্য বড় চমক। তার ওপর মস্কোতে মানুষ সিনেমাটি দেখেছে, প্রশংসা করেছে-—অন্য একটা স্বাধীন সংগঠনের তরফে স্পেশাল মেনশনও পেলাম, আর কী চাই!’
জলে ভাসমান জাহাজিদের গল্প নিয়ে নির্মিত হয়েছে মাস্তুল। সিনেমাটিতে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, দীপক সুমন, আমিনুর রহমান মুকুল, আরিফ হাসান, সিফাত বন্যা প্রমুখ। সিনেমাটির ডিজিটাল ডিস্ট্রিবিউশন ও প্রমোশনে আছে টঙঘর টকিজ।
মাস্তুল ছাড়াও ফার্স্ট প্রাইজ-স্লটে নেটপ্যাক জুরি পুরস্কার জিতেছে ভারতীয় খাসিয়া ভাষার সিনেমা ‘এলেসিয়াম’। এটি পরিচালনা করেছেন প্রদীপ কুর্বা। রুশ চলচ্চিত্র সমালোচকদের জুরি পুরস্কার পেয়েছে আর্জেন্টিনার ‘নন স্ট্যান্ডার্ড থিংকিং’। আন্তর্জাতিক সিনেমা ক্লাব ফেডারেশনের তরফে ‘বিশেষ স্বীকৃতি’ পেয়েছে কাজাখস্তানের ‘ইভাকউশন’। নন-ফিকশন ফিল্ম ও টিভি গিল্ডের জুরি পুরস্কার পেয়েছে চীনের ‘আন্ট হু অ্যান্ড হার প্যারাডাইস গারডেন’। দর্শক বিচারে সেরা সিনেমার পুরস্কার পেয়েছে রাশিয়ার ‘টু ইন ওয়ান লাইফ, নট কাউন্টিং ডগস’, পরিচালনা করেছেন আন্দ্রেই জাইতসেভ।

প্রতি বছর শীতের মৌসুমে নতুনভাবে জেগে ওঠে সংগীতাঙ্গন। এ সময়ে শহরে গ্রামে আয়োজিত হয় গানের অনুষ্ঠান। শিল্পীরা ব্যস্ত সময় কাটান ইনডোর ও আউটডোরে আয়োজিত এসব কনসার্টে। শ্রোতারাও সামনাসামনি প্রিয় শিল্পী ও ব্যান্ডের পারফরম্যান্স উপভোগের সুযোগ পান।
৮ ঘণ্টা আগে
রাজধানীর কয়েকটি মিলনায়তন এবং কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী বিচ পয়েন্টে ১০ জানুয়ারি থেকে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে দেখানো হচ্ছে দেশ-বিদেশের নির্মাতাদের কাজ। উৎসবে আজ প্রিমিয়ার হবে আহমেদ হাসান সানি পরিচালিত বাংলাদেশের সিনেমা ‘এখানে রাজনৈতিক...
৮ ঘণ্টা আগে
নতুন বছরের প্রথম দুই শুক্রবার মুক্তি পায়নি কোনো সিনেমা। অবশেষে তৃতীয় শুক্রবার থেকে নতুন সিনেমার পোস্টার পড়ল প্রেক্ষাগৃহে। দেশের সিনেমা ‘এখানে রাজনৈতিক আলাপ জরুরি’র সঙ্গে মুক্তি পাচ্ছে স্প্যানিশ নির্মাতা ইসাবেল হারগুয়েরা পরিচালিত অ্যানিমেশন সিনেমা ‘সুলতানাস ড্রিম’।
৮ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
৮ ঘণ্টা আগে