বিনোদন প্রতিবেদক, ঢাকা
সম্প্রতি ভালোবাসা দিবস উপলক্ষে কণ্ঠশিল্পী আগুনের সঙ্গে একটি গান গেয়েছেন সালমা। ‘আমি তোমারে হারালে মরিবো’ শিরোনামের গানটি ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। এম মুকুলের সংগীতায়োজনে এবং এ আর রাজের লেখা ও সুর করা গানটি পছন্দ করছেন শ্রোতারা। আগুনের সঙ্গে গানটি গেয়ে সালমাও ভীষণ উচ্ছ্বসিত। এবার আরও এক নতুন গানের খবর জানালেন সালমা। গানের শিরোনাম ‘জাদুরে মধুরে’।
জাদুরে মধুরে গানটির কথা লিখেছেন আশিক মাহমুদ, সুর ও সংগীত আয়োজন করেছেন আকাশ মাহমুদ। এতে সালমার সঙ্গে দ্বৈত কণ্ঠে গেয়েছেন আকাশ মাহমুদ। গানের কথা ও সুর মুগ্ধ করেছে সালমাকে। গানটি নিয়ে তাই ভীষণ প্রত্যাশা তাঁর।
ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশিত নতুন গান প্রসঙ্গে সালমা বলেন, ‘শ্রদ্ধেয় আগুন ভাইয়ের সঙ্গে প্রকাশিত গানটির জন্য বেশ সাড়া পাচ্ছি। এ আর রাজের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা এমন চমৎকার একটি গান করার জন্য। গানটির প্রতি শ্রোতা-দর্শকের আগ্রহ ক্রমেই বাড়ছে। এ ছাড়া, আশিক মাহমুদের লেখা এবং আকাশ মাহমুদের সুর ও সংগীতে জাদুরে মধুরে গানটি নিয়েও আমি ভীষণ আশাবাদী। কারণ গানের কথা ও সুর আমার কাছে সত্যিই অন্য রকম লেগেছে। গানটি ভালোবাসা দিবসে ইউটিউবে প্রকাশিত হবে।’
সালমা জানিয়েছেন, নতুন আরও চারটি গানের ভয়েস রেকর্ডিং ও মিউজিক ভিডিওর কাজ করছেন তিনি। এরই মধ্যে ১৯ ফেব্রুয়ারি মাদারীপুর, ২০ ফেব্রুয়ারি গাজীপুর, ২২ ফেব্রুয়ারি হবিগঞ্জ, ২৩ ফেব্রুয়ারি ফেঞ্চুগঞ্জ ও ২৬ ফেব্রুয়ারি কিশোরগঞ্জে স্টেজ শোতে গাইবেন সালমা।
সম্প্রতি ভালোবাসা দিবস উপলক্ষে কণ্ঠশিল্পী আগুনের সঙ্গে একটি গান গেয়েছেন সালমা। ‘আমি তোমারে হারালে মরিবো’ শিরোনামের গানটি ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। এম মুকুলের সংগীতায়োজনে এবং এ আর রাজের লেখা ও সুর করা গানটি পছন্দ করছেন শ্রোতারা। আগুনের সঙ্গে গানটি গেয়ে সালমাও ভীষণ উচ্ছ্বসিত। এবার আরও এক নতুন গানের খবর জানালেন সালমা। গানের শিরোনাম ‘জাদুরে মধুরে’।
জাদুরে মধুরে গানটির কথা লিখেছেন আশিক মাহমুদ, সুর ও সংগীত আয়োজন করেছেন আকাশ মাহমুদ। এতে সালমার সঙ্গে দ্বৈত কণ্ঠে গেয়েছেন আকাশ মাহমুদ। গানের কথা ও সুর মুগ্ধ করেছে সালমাকে। গানটি নিয়ে তাই ভীষণ প্রত্যাশা তাঁর।
ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশিত নতুন গান প্রসঙ্গে সালমা বলেন, ‘শ্রদ্ধেয় আগুন ভাইয়ের সঙ্গে প্রকাশিত গানটির জন্য বেশ সাড়া পাচ্ছি। এ আর রাজের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা এমন চমৎকার একটি গান করার জন্য। গানটির প্রতি শ্রোতা-দর্শকের আগ্রহ ক্রমেই বাড়ছে। এ ছাড়া, আশিক মাহমুদের লেখা এবং আকাশ মাহমুদের সুর ও সংগীতে জাদুরে মধুরে গানটি নিয়েও আমি ভীষণ আশাবাদী। কারণ গানের কথা ও সুর আমার কাছে সত্যিই অন্য রকম লেগেছে। গানটি ভালোবাসা দিবসে ইউটিউবে প্রকাশিত হবে।’
সালমা জানিয়েছেন, নতুন আরও চারটি গানের ভয়েস রেকর্ডিং ও মিউজিক ভিডিওর কাজ করছেন তিনি। এরই মধ্যে ১৯ ফেব্রুয়ারি মাদারীপুর, ২০ ফেব্রুয়ারি গাজীপুর, ২২ ফেব্রুয়ারি হবিগঞ্জ, ২৩ ফেব্রুয়ারি ফেঞ্চুগঞ্জ ও ২৬ ফেব্রুয়ারি কিশোরগঞ্জে স্টেজ শোতে গাইবেন সালমা।
ম্যানচেস্টারের প্রথম কনসার্টে জেমস ক্যামেরনের সঙ্গে কাজের কথা প্রকাশ করেন বিলি আইলিশ। যেহেতু জেমস ক্যামেরনের মতো বিশ্ববিখ্যাত নির্মাতার সঙ্গে প্রথম কাজ, বিলি আইলিশ তাই খবরটি ভক্তদের জানানোর জন্য উন্মুখ হয়ে ছিলেন।
৩ ঘণ্টা আগেচন্দ্র বারোটের প্রথম পরিচালনা ডন। প্রথম সিনেমাতেই ইতিহাস সৃষ্টি করেন তিনি। সেলিম-জাভেদের চিত্রনাট্যে নির্মিত ডন অমিতাভ বচ্চনের ক্যারিয়ারের অন্যতম আলোচিত সিনেমা।
৬ ঘণ্টা আগেকোনালের সঙ্গে গানটিতে কণ্ঠ দিয়েছেন নিলয় ডি রকস্টার। ময়না গানের ভিডিওতে মডেল হয়েছেন চিত্রনায়িকা শবনম বুবলী এবং অভিনেতা ও নির্মাতা শরাফ আহমেদ জীবন।
৭ ঘণ্টা আগেদুজন হাতে হাত ধরে ঢোকেন অনুষ্ঠানে। সারাক্ষণ তাঁরা একসঙ্গেই ছিলেন। সুস্মিতাকে মুহূর্তের জন্যও চোখের আড়াল করতে চাইছিলেন না সৃজিত। সুস্মিতার হাত ছেড়ে অন্য কোথাও যেতে দেখা যায়নি পরিচালককে।
১০ ঘণ্টা আগে