বিনোদন ডেস্ক

আলোচিত অ্যানিমেশন সিনেমা ইনক্রেডিবলসের তৃতীয় পর্ব নিয়ে প্রস্তুত হচ্ছে পিক্সার অ্যানিমেশন স্টুডিও ও ওয়াল্ট ডিজনি স্টুডিওস মোশন পিকচারস। ‘ইনক্রেডিবলস থ্রি’ পরিচালনা করবেন ‘দ্য গুড ডাইনোসর’ ও ‘এলিমেন্টাল’খ্যাত নির্মাতা পিটার সোন। এর আগের দুটি পর্ব পরিচালনার দায়িত্বে ছিলেন ব্র্যাড বার্ড। ২০০৪ সালে মুক্তি পাওয়া ‘দ্য ইনক্রেডিবলস’ ও ২০১৮ সালে মুক্তি পাওয়া এর সিকুয়েল ‘ইনক্রেডিবল টু’র চিত্রনাট্যও লিখেছিলেন বার্ড। তৃতীয় পর্বে তিনি থাকবেন চিত্রনাট্যকার ও প্রযোজক হিসেবে।
অন্য সিনেমার কাজে ব্যস্ত থাকায় ইনক্রেডিবলস থ্রি পরিচালনার ভার ব্র্যাড বার্ড তুলে দিয়েছেন পিটার সোনের হাতে। ব্র্যাড বার্ড ও পিটার সোন দীর্ঘদিন ধরে একসঙ্গে কাজ করছেন। পিক্সার অ্যানিমেশন স্টুডিওতে অ্যানিমেটর, স্টোরিবোর্ড আর্টিস্ট ও কণ্ঠাভিনেতা হিসেবে কাজ করেন পিটার সোন। ‘রাটাটুইল’, ‘মনস্টার ইউনিভার্সিটি’ ও ‘লাইটইয়ার’-এর মতো আলোচিত সিনেমায় কণ্ঠ দিয়েছেন তিনি। তাঁর দ্বিতীয় সিনেমা এলিমেন্টাল গত বছর অস্কারে সেরা অ্যানিমেশন ফিচার বিভাগে মনোনীত হয়েছিল। ইনক্রেডিবলস থ্রির পরিচালক হিসেবে পিটার সোন তাই ব্র্যাড বার্ডের যোগ্য উত্তরসূরি।
দ্য ইনক্রেডিবলস এক সুপারহিরো দম্পতির গল্প। সুপারপাওয়ারের ওপর সরকারি নিষেধাজ্ঞা জারির পর তিন সন্তানকে নিয়ে তারা এক শহরতলিতে সাধারণ জীবনযাপন করতে থাকে। ইনক্রেডিবলস টুতে সাধারণ মানুষের আস্থা ফিরিয়ে আনার চেষ্টা করতে থাকে এই সুপারহিরো দম্পতি। কারণ, নতুন এক সাইবার অপরাধী হুমকি হয়ে দাঁড়িয়েছে মানবজাতির জন্য।
ইনক্রেডিবলস সিরিজের প্রথম সিনেমাটি বিশ্বব্যাপী ৬৩০ মিলিয়ন ডলার আয় করে। অস্কারে পায় সেরা অ্যানিমেশন সিনেমার পুরস্কার। আর দ্বিতীয় পর্ব ১ দশমিক ২৪ বিলিয়ন ডলার আয় করে পিক্সারের সর্বোচ্চ ব্যবসাসফল সিনেমার রেকর্ড করে। তৃতীয় পর্বটি আগের সব রেকর্ড ছাড়িয়ে যাবে, এমনটাই আশা নির্মাতাদের। তবে এ পর্বের গল্প কী হবে, কবে মুক্তি পাবে—জানানো হয়নি এখনো।

আলোচিত অ্যানিমেশন সিনেমা ইনক্রেডিবলসের তৃতীয় পর্ব নিয়ে প্রস্তুত হচ্ছে পিক্সার অ্যানিমেশন স্টুডিও ও ওয়াল্ট ডিজনি স্টুডিওস মোশন পিকচারস। ‘ইনক্রেডিবলস থ্রি’ পরিচালনা করবেন ‘দ্য গুড ডাইনোসর’ ও ‘এলিমেন্টাল’খ্যাত নির্মাতা পিটার সোন। এর আগের দুটি পর্ব পরিচালনার দায়িত্বে ছিলেন ব্র্যাড বার্ড। ২০০৪ সালে মুক্তি পাওয়া ‘দ্য ইনক্রেডিবলস’ ও ২০১৮ সালে মুক্তি পাওয়া এর সিকুয়েল ‘ইনক্রেডিবল টু’র চিত্রনাট্যও লিখেছিলেন বার্ড। তৃতীয় পর্বে তিনি থাকবেন চিত্রনাট্যকার ও প্রযোজক হিসেবে।
অন্য সিনেমার কাজে ব্যস্ত থাকায় ইনক্রেডিবলস থ্রি পরিচালনার ভার ব্র্যাড বার্ড তুলে দিয়েছেন পিটার সোনের হাতে। ব্র্যাড বার্ড ও পিটার সোন দীর্ঘদিন ধরে একসঙ্গে কাজ করছেন। পিক্সার অ্যানিমেশন স্টুডিওতে অ্যানিমেটর, স্টোরিবোর্ড আর্টিস্ট ও কণ্ঠাভিনেতা হিসেবে কাজ করেন পিটার সোন। ‘রাটাটুইল’, ‘মনস্টার ইউনিভার্সিটি’ ও ‘লাইটইয়ার’-এর মতো আলোচিত সিনেমায় কণ্ঠ দিয়েছেন তিনি। তাঁর দ্বিতীয় সিনেমা এলিমেন্টাল গত বছর অস্কারে সেরা অ্যানিমেশন ফিচার বিভাগে মনোনীত হয়েছিল। ইনক্রেডিবলস থ্রির পরিচালক হিসেবে পিটার সোন তাই ব্র্যাড বার্ডের যোগ্য উত্তরসূরি।
দ্য ইনক্রেডিবলস এক সুপারহিরো দম্পতির গল্প। সুপারপাওয়ারের ওপর সরকারি নিষেধাজ্ঞা জারির পর তিন সন্তানকে নিয়ে তারা এক শহরতলিতে সাধারণ জীবনযাপন করতে থাকে। ইনক্রেডিবলস টুতে সাধারণ মানুষের আস্থা ফিরিয়ে আনার চেষ্টা করতে থাকে এই সুপারহিরো দম্পতি। কারণ, নতুন এক সাইবার অপরাধী হুমকি হয়ে দাঁড়িয়েছে মানবজাতির জন্য।
ইনক্রেডিবলস সিরিজের প্রথম সিনেমাটি বিশ্বব্যাপী ৬৩০ মিলিয়ন ডলার আয় করে। অস্কারে পায় সেরা অ্যানিমেশন সিনেমার পুরস্কার। আর দ্বিতীয় পর্ব ১ দশমিক ২৪ বিলিয়ন ডলার আয় করে পিক্সারের সর্বোচ্চ ব্যবসাসফল সিনেমার রেকর্ড করে। তৃতীয় পর্বটি আগের সব রেকর্ড ছাড়িয়ে যাবে, এমনটাই আশা নির্মাতাদের। তবে এ পর্বের গল্প কী হবে, কবে মুক্তি পাবে—জানানো হয়নি এখনো।

কয়েকজন তরুণ নাট্যকর্মী নতুন ধারার থিয়েটার নির্মাণের স্বপ্ন নিয়ে গঠন করেছেন ‘থেসপিয়ানস দ্য ঢাকা’ নামের নতুন নাট্যদল। এ মাসেই ঢাকার মঞ্চে যাত্রা শুরু করবে দলটি। থেসপিয়ানস দ্য ঢাকার প্রথম প্রযোজনার নাম ‘দ্য সি অব সাইলেন্স’। নাটকটির রচনা ও নির্দেশনায় রয়েছেন তাজউদ্দিন তাজু।
১৩ ঘণ্টা আগে
ফজলু নামের পেনশন অফিসের তৃতীয় শ্রেণির এক অসৎ কর্মচারী এবং তার পরিণতির গল্প নিয়ে তৈরি হয়েছিল নাটক ‘কাঁটা’। ২০২৪ সালে প্রচারিত হয়েছিল বঙ্গতে। এবার আসছে নাটকটির সিকুয়েল। ১৫ জানুয়ারি বঙ্গতে মুক্তি পাবে রিয়াদ মাহমুদ রচিত ও পরিচালিত ‘কাঁটা ২’।
১৩ ঘণ্টা আগে
রাজধানীর পাঁচটি মিলনায়তন এবং কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী বিচ পয়েন্টে ১০ জানুয়ারি থেকে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে দেখানো হচ্ছে দেশ-বিদেশের নির্মাতাদের কাজ।
১৩ ঘণ্টা আগে
শুরু হয়ে গেছে হলিউডের পুরস্কারের মৌসুম। বছরভর যাঁদের অভিনয় মুগ্ধ করেছে দর্শকদের, এবার তাঁদের পুরস্কৃত করার পালা। গত সপ্তাহে ক্রিটিকস চয়েসের পর গতকাল অনুষ্ঠিত হলো ৮৩তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস।
১৩ ঘণ্টা আগে