বিনোদন ডেস্ক

আলোচিত অ্যানিমেশন সিনেমা ইনক্রেডিবলসের তৃতীয় পর্ব নিয়ে প্রস্তুত হচ্ছে পিক্সার অ্যানিমেশন স্টুডিও ও ওয়াল্ট ডিজনি স্টুডিওস মোশন পিকচারস। ‘ইনক্রেডিবলস থ্রি’ পরিচালনা করবেন ‘দ্য গুড ডাইনোসর’ ও ‘এলিমেন্টাল’খ্যাত নির্মাতা পিটার সোন। এর আগের দুটি পর্ব পরিচালনার দায়িত্বে ছিলেন ব্র্যাড বার্ড। ২০০৪ সালে মুক্তি পাওয়া ‘দ্য ইনক্রেডিবলস’ ও ২০১৮ সালে মুক্তি পাওয়া এর সিকুয়েল ‘ইনক্রেডিবল টু’র চিত্রনাট্যও লিখেছিলেন বার্ড। তৃতীয় পর্বে তিনি থাকবেন চিত্রনাট্যকার ও প্রযোজক হিসেবে।
অন্য সিনেমার কাজে ব্যস্ত থাকায় ইনক্রেডিবলস থ্রি পরিচালনার ভার ব্র্যাড বার্ড তুলে দিয়েছেন পিটার সোনের হাতে। ব্র্যাড বার্ড ও পিটার সোন দীর্ঘদিন ধরে একসঙ্গে কাজ করছেন। পিক্সার অ্যানিমেশন স্টুডিওতে অ্যানিমেটর, স্টোরিবোর্ড আর্টিস্ট ও কণ্ঠাভিনেতা হিসেবে কাজ করেন পিটার সোন। ‘রাটাটুইল’, ‘মনস্টার ইউনিভার্সিটি’ ও ‘লাইটইয়ার’-এর মতো আলোচিত সিনেমায় কণ্ঠ দিয়েছেন তিনি। তাঁর দ্বিতীয় সিনেমা এলিমেন্টাল গত বছর অস্কারে সেরা অ্যানিমেশন ফিচার বিভাগে মনোনীত হয়েছিল। ইনক্রেডিবলস থ্রির পরিচালক হিসেবে পিটার সোন তাই ব্র্যাড বার্ডের যোগ্য উত্তরসূরি।
দ্য ইনক্রেডিবলস এক সুপারহিরো দম্পতির গল্প। সুপারপাওয়ারের ওপর সরকারি নিষেধাজ্ঞা জারির পর তিন সন্তানকে নিয়ে তারা এক শহরতলিতে সাধারণ জীবনযাপন করতে থাকে। ইনক্রেডিবলস টুতে সাধারণ মানুষের আস্থা ফিরিয়ে আনার চেষ্টা করতে থাকে এই সুপারহিরো দম্পতি। কারণ, নতুন এক সাইবার অপরাধী হুমকি হয়ে দাঁড়িয়েছে মানবজাতির জন্য।
ইনক্রেডিবলস সিরিজের প্রথম সিনেমাটি বিশ্বব্যাপী ৬৩০ মিলিয়ন ডলার আয় করে। অস্কারে পায় সেরা অ্যানিমেশন সিনেমার পুরস্কার। আর দ্বিতীয় পর্ব ১ দশমিক ২৪ বিলিয়ন ডলার আয় করে পিক্সারের সর্বোচ্চ ব্যবসাসফল সিনেমার রেকর্ড করে। তৃতীয় পর্বটি আগের সব রেকর্ড ছাড়িয়ে যাবে, এমনটাই আশা নির্মাতাদের। তবে এ পর্বের গল্প কী হবে, কবে মুক্তি পাবে—জানানো হয়নি এখনো।

আলোচিত অ্যানিমেশন সিনেমা ইনক্রেডিবলসের তৃতীয় পর্ব নিয়ে প্রস্তুত হচ্ছে পিক্সার অ্যানিমেশন স্টুডিও ও ওয়াল্ট ডিজনি স্টুডিওস মোশন পিকচারস। ‘ইনক্রেডিবলস থ্রি’ পরিচালনা করবেন ‘দ্য গুড ডাইনোসর’ ও ‘এলিমেন্টাল’খ্যাত নির্মাতা পিটার সোন। এর আগের দুটি পর্ব পরিচালনার দায়িত্বে ছিলেন ব্র্যাড বার্ড। ২০০৪ সালে মুক্তি পাওয়া ‘দ্য ইনক্রেডিবলস’ ও ২০১৮ সালে মুক্তি পাওয়া এর সিকুয়েল ‘ইনক্রেডিবল টু’র চিত্রনাট্যও লিখেছিলেন বার্ড। তৃতীয় পর্বে তিনি থাকবেন চিত্রনাট্যকার ও প্রযোজক হিসেবে।
অন্য সিনেমার কাজে ব্যস্ত থাকায় ইনক্রেডিবলস থ্রি পরিচালনার ভার ব্র্যাড বার্ড তুলে দিয়েছেন পিটার সোনের হাতে। ব্র্যাড বার্ড ও পিটার সোন দীর্ঘদিন ধরে একসঙ্গে কাজ করছেন। পিক্সার অ্যানিমেশন স্টুডিওতে অ্যানিমেটর, স্টোরিবোর্ড আর্টিস্ট ও কণ্ঠাভিনেতা হিসেবে কাজ করেন পিটার সোন। ‘রাটাটুইল’, ‘মনস্টার ইউনিভার্সিটি’ ও ‘লাইটইয়ার’-এর মতো আলোচিত সিনেমায় কণ্ঠ দিয়েছেন তিনি। তাঁর দ্বিতীয় সিনেমা এলিমেন্টাল গত বছর অস্কারে সেরা অ্যানিমেশন ফিচার বিভাগে মনোনীত হয়েছিল। ইনক্রেডিবলস থ্রির পরিচালক হিসেবে পিটার সোন তাই ব্র্যাড বার্ডের যোগ্য উত্তরসূরি।
দ্য ইনক্রেডিবলস এক সুপারহিরো দম্পতির গল্প। সুপারপাওয়ারের ওপর সরকারি নিষেধাজ্ঞা জারির পর তিন সন্তানকে নিয়ে তারা এক শহরতলিতে সাধারণ জীবনযাপন করতে থাকে। ইনক্রেডিবলস টুতে সাধারণ মানুষের আস্থা ফিরিয়ে আনার চেষ্টা করতে থাকে এই সুপারহিরো দম্পতি। কারণ, নতুন এক সাইবার অপরাধী হুমকি হয়ে দাঁড়িয়েছে মানবজাতির জন্য।
ইনক্রেডিবলস সিরিজের প্রথম সিনেমাটি বিশ্বব্যাপী ৬৩০ মিলিয়ন ডলার আয় করে। অস্কারে পায় সেরা অ্যানিমেশন সিনেমার পুরস্কার। আর দ্বিতীয় পর্ব ১ দশমিক ২৪ বিলিয়ন ডলার আয় করে পিক্সারের সর্বোচ্চ ব্যবসাসফল সিনেমার রেকর্ড করে। তৃতীয় পর্বটি আগের সব রেকর্ড ছাড়িয়ে যাবে, এমনটাই আশা নির্মাতাদের। তবে এ পর্বের গল্প কী হবে, কবে মুক্তি পাবে—জানানো হয়নি এখনো।

রায়হান রাফীর ‘তাণ্ডব’ সিনেমায় অভিনয়ের কথা ছিল নিদ্রা নেহার। খবরটি নিজেই জানিয়েছিলেন সংবাদমাধ্যমে। আনুষ্ঠানিক ঘোষণার আগে এই খবর প্রকাশ করায় পরে সিনেমাটি থেকে বাদ দেওয়া হয় অভিনেত্রীকে।
১৭ ঘণ্টা আগে
কবীর সুমনের সঙ্গে আসিফ আকবরের যুগলবন্দী অনেক দিনের। ছোটবেলা থেকেই কবীর সুমনের গানের বড় ভক্ত আসিফ। সে মুগ্ধতা থেকেই একসময় তাঁর কথা ও সুরে কাজ করতে আগ্রহ প্রকাশ করেন। তাঁর সঙ্গে যোগাযোগও হয়। কবীর সুমনেরও ভালো লাগে আসিফের গায়কি।
১৭ ঘণ্টা আগে
পুরস্কার প্রদানের মধ্য দিয়ে গতকাল শেষ হলো সিনেমা নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় আয়োজন ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৪তম আসর। সমাপনী অনুষ্ঠানে সাংস্কৃতিক পর্বে সংগীত পরিবেশন করেন আহমেদ হাসান সানি।
১৭ ঘণ্টা আগে
দর্শকদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খানের উপস্থাপনায় আবারও পর্দায় ফিরছে জনপ্রিয় ফ্যামিলি গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’। বঙ্গ প্রযোজিত এই শোয়ের সিজন ২-এর প্রচার শুরু হবে আগামীকাল ১৯ জানুয়ারি থেকে।
২ দিন আগে