
ঈদ উপলক্ষে প্রতিটি টিভি চ্যানেল নিয়ে আসে বিশেষ অনুষ্ঠান। ঈদুল ফিতরে দীপ্ত টিভি এবার ৭ দিনের বিশেষ অনুষ্ঠান প্রচারিত হবে। এর মধ্যে রয়েছে একগুচ্ছ বাংলা সিনেমা। থাকছে ‘তুফান’, ‘ওমর’ ও ‘মেঘনা কন্যা’—তিন সিনেমার ওয়ার্ল্ড প্রিমিয়ার।
ঈদের দ্বিতীয় দিন বেলা ১টায় প্রচারিত হবে রায়হান রাফী পরিচালিত ‘তুফান’। গত বছর মুক্তি পাওয়া এই ক্রাইম থ্রিলারে শাকিব খানের সঙ্গে অভিনয় করেছেন মিমি চক্রবর্তী, নাবিলা, চঞ্চল চৌধুরী প্রমুখ। ঈদের দ্বিতীয় দিন সকাল ৯টায় প্রচারিত হবে মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘ওমর’। অভিনয়ে শরিফুল রাজ, নাসির উদ্দিন খান ও দর্শনা বণিক। ঈদের দিন সকাল ৯টায় রয়েছে ‘মেঘনা কন্যা’ সিনেমার ওয়ার্ল্ড প্রিমিয়ার। ফুয়াদ চৌধুরীর পরিচালনায় এতে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, শতাব্দী ওয়াদুদ, সেমন্তি দাস সৌমি, সাজ্জাদ হোসেইন ও কাজী নওশাবা আহমেদ।
এ ছাড়া ঈদের দিন বেলা ১টায় দেখা যাবে শাকিব-শ্রাবন্তী অভিনীত ‘শিকারী’। ঈদের ৩য় দিন সকাল ৯টায় রয়েছে আদর আজাদ, শবনম বুবলীর ‘তালাশ’। একই দিন বেলা ১টায় বাংলা সিনেমা ‘নোলক’, অভিনয়ে শাকিব খান, ববি। ঈদের ৪র্থ দিনেও রয়েছে দুটি সিনেমা। সকাল ৯টায় প্রচারিত হবে সিয়াম ও বিদ্যা সিনহা মিম অভিনীত ‘অন্তর্জাল’। বেলা ১টায় থাকছে শাকিব-শুভশ্রী অভিনীত ‘নবাব’।

ঈদের ৫ম দিন সকাল ৯টায় রয়েছে মাহফুজ আহমেদ, শবনম বুবলী, নাসির উদ্দিন খান অভিনীত ‘প্রহেলিকা’। বেলা ১টায় প্রচারিত হবে শাকিব-বুবলীর ‘বীর’। ঈদের ৬ষ্ঠ দিন সকাল ৯টায় দেখা যাবে মোশাররফ করিম, পরীমণি ও রোশানের ‘মুখোশ’। একই দিন বেলা ১টায় রয়েছে ‘মন যেখানে হৃদয় সেখানে’, অভিনয়ে শাকিব খান, অপু বিশ্বাস। ৭ম দিন সকাল ৯টায় প্রচারিত হবে ওয়েব ফিল্ম ‘পয়জন’। অভিনয়ে তানজিন তিশা, আবু হুরায়রা তানভীর প্রমুখ। ওই দিন বেলা ১টায় প্রচারিত হবে শাকিব-অপু অভিনীত ‘ভালোবাসলেই ঘর বাঁধা যায় না’।

ঈদ উপলক্ষে প্রতিটি টিভি চ্যানেল নিয়ে আসে বিশেষ অনুষ্ঠান। ঈদুল ফিতরে দীপ্ত টিভি এবার ৭ দিনের বিশেষ অনুষ্ঠান প্রচারিত হবে। এর মধ্যে রয়েছে একগুচ্ছ বাংলা সিনেমা। থাকছে ‘তুফান’, ‘ওমর’ ও ‘মেঘনা কন্যা’—তিন সিনেমার ওয়ার্ল্ড প্রিমিয়ার।
ঈদের দ্বিতীয় দিন বেলা ১টায় প্রচারিত হবে রায়হান রাফী পরিচালিত ‘তুফান’। গত বছর মুক্তি পাওয়া এই ক্রাইম থ্রিলারে শাকিব খানের সঙ্গে অভিনয় করেছেন মিমি চক্রবর্তী, নাবিলা, চঞ্চল চৌধুরী প্রমুখ। ঈদের দ্বিতীয় দিন সকাল ৯টায় প্রচারিত হবে মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘ওমর’। অভিনয়ে শরিফুল রাজ, নাসির উদ্দিন খান ও দর্শনা বণিক। ঈদের দিন সকাল ৯টায় রয়েছে ‘মেঘনা কন্যা’ সিনেমার ওয়ার্ল্ড প্রিমিয়ার। ফুয়াদ চৌধুরীর পরিচালনায় এতে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, শতাব্দী ওয়াদুদ, সেমন্তি দাস সৌমি, সাজ্জাদ হোসেইন ও কাজী নওশাবা আহমেদ।
এ ছাড়া ঈদের দিন বেলা ১টায় দেখা যাবে শাকিব-শ্রাবন্তী অভিনীত ‘শিকারী’। ঈদের ৩য় দিন সকাল ৯টায় রয়েছে আদর আজাদ, শবনম বুবলীর ‘তালাশ’। একই দিন বেলা ১টায় বাংলা সিনেমা ‘নোলক’, অভিনয়ে শাকিব খান, ববি। ঈদের ৪র্থ দিনেও রয়েছে দুটি সিনেমা। সকাল ৯টায় প্রচারিত হবে সিয়াম ও বিদ্যা সিনহা মিম অভিনীত ‘অন্তর্জাল’। বেলা ১টায় থাকছে শাকিব-শুভশ্রী অভিনীত ‘নবাব’।

ঈদের ৫ম দিন সকাল ৯টায় রয়েছে মাহফুজ আহমেদ, শবনম বুবলী, নাসির উদ্দিন খান অভিনীত ‘প্রহেলিকা’। বেলা ১টায় প্রচারিত হবে শাকিব-বুবলীর ‘বীর’। ঈদের ৬ষ্ঠ দিন সকাল ৯টায় দেখা যাবে মোশাররফ করিম, পরীমণি ও রোশানের ‘মুখোশ’। একই দিন বেলা ১টায় রয়েছে ‘মন যেখানে হৃদয় সেখানে’, অভিনয়ে শাকিব খান, অপু বিশ্বাস। ৭ম দিন সকাল ৯টায় প্রচারিত হবে ওয়েব ফিল্ম ‘পয়জন’। অভিনয়ে তানজিন তিশা, আবু হুরায়রা তানভীর প্রমুখ। ওই দিন বেলা ১টায় প্রচারিত হবে শাকিব-অপু অভিনীত ‘ভালোবাসলেই ঘর বাঁধা যায় না’।

রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ‘শাস্তি’ নিয়ে ২০০৪ সালে সিনেমা বানিয়েছিলেন চাষী নজরুল ইসলাম। একই গল্প আবার আসছে পর্দায়। তবে হুবহু নয়, গল্পটিকে এই সময়ের প্রেক্ষাপটে পরিবর্তন করে লেখা হয়েছে চিত্রনাট্য। ‘শাস্তি’ নামের সিনেমাটি বানাচ্ছেন লিসা গাজী। এর আগে ‘বাড়ির নাম শাহানা’ বানিয়ে প্রশংসিত হয়েছিলেন লিসা।
১ দিন আগে
বাংলাদেশে থিয়েটার বিস্তারে এবং দক্ষ থিয়েটার কর্মী তৈরিতে দীর্ঘ ২৫ বছর কাজ করে চলেছে প্রাচ্যনাট স্কুল অব অ্যাকটিং অ্যান্ড ডিজাইন। এই স্কুলের ৬ মাসের পাঠ্যসূচিতে প্রশিক্ষণার্থীরা থিয়েটারের আনুষঙ্গিক বিষয়ে স্পষ্ট ধারণা পায়। এরই মধ্যে এই স্কুলের ৪৮টি ব্যাচ সফলভাবে কোর্স সম্পন্ন করেছে।
১ দিন আগে
সমুদ্রপৃষ্ঠ থেকে ২ হাজার ৭৬০ মিটার উচ্চতায় অবস্থিত নেপালের মুস্তাং জেলার জমসম শহর। বিখ্যাত কালী গান্ধাকী নদীর তীরে গড়ে ওঠা এই শহরকে বলা হয় নেপালের সর্বোচ্চ তুষারপাতপ্রবণ নগর। তুষারে মোড়া পাহাড়, নীল আকাশ—সব মিলিয়ে প্রকৃতির অপূর্ব মেলবন্ধন।
১ দিন আগে
কয়েক দিন আগেই তালিকার শীর্ষে জ্বলজ্বল করছিল ‘ইনসাইড আউট ২’-এর নাম। ২০২৪ সালে মুক্তি পাওয়া পিক্সার অ্যানিমেশন স্টুডিওসের এ সিনেমা আয় করেছিল ১ দশমিক ৬৯৮ বিলিয়ন ডলার। এ সিনেমাকে টপকে হলিউডের ইতিহাসের সর্বোচ্চ ব্যবসাসফল অ্যানিমেশন সিনেমার রেকর্ড গড়ল ডিজনির ‘জুটোপিয়া ২’।
১ দিন আগে