বিনোদন ডেস্ক
সুপারহিরোদের নিয়ে গল্প বলার ক্ষেত্রে বরাবরই এগিয়ে হলিউড। কাল্পনিক জগতের অতিমানব, অদৃশ্য শক্তির হাত থেকে পৃথিবীকে বাঁচাতে তাদের নানা হিরোইজম হামেশায় দেখা যায় হলিউডের পর্দায়। এ ক্ষেত্রে অনেকটা পিছিয়ে ভারতীয় সিনেমা। এই প্রথম এমন একটি উদ্যোগ নিয়েছে মালয়ালম ইন্ডাস্ট্রি। তৈরি হচ্ছে ভারতের প্রথম মাল্টিভার্স সুপারহিরো সিনেমা। নাম ‘মাল্টিভার্স মন্মধন’। এতে সুপারহিরো হিসেবে হাজির হবেন নিভিন পাউলি।
গতকাল সোশ্যাল মিডিয়ায় পোস্টার প্রকাশ করে সিনেমাটির ঘোষণা দিয়েছেন নিভিন। মাল্টিভার্স মন্মধন বানাবেন আদিত্যায়ন চন্দ্রশেখর। ২০২৩ সালে মুক্তি পাওয়া ‘এনকিলুম চন্দ্রিকে’ ও ২০১৯ সালের মিনি সিরিজ ‘অ্যাভারেজ আম্বিলি’র জন্য পরিচিতি তিনি। শিগগিরই সিনেমাটির শুটিং শুরু হবে বলে জানা গেছে। নিভিন পাউলির এই নতুন সিনেমার ঘোষণা বেশ সাড়া ফেলেছে, কারণ অনেক দিন ধরেই কিছুটা ব্যাকফুটে ছিলেন তিনি।
মালয়ালম ইন্ডাস্ট্রির অন্যতম সেরা অভিনেতা নিভিন। ‘নেরাম’, ‘ওম শান্তি ওশানা’, ‘বেঙ্গালুরু ডেজ’, ‘প্রেমাম’, ‘কায়ামকুলাম কোচুন্নি’—২০১১ সাল থেকে এমন অনেক আলোচিত সিনেমা উপহার দিয়েছেন তিনি। গত কয়েকটা বছর নিভিনের সিনেমাগুলো তেমন সাড়া ফেলতে পারছিল না। এ ছাড়া গত বছর দুবাইয়ে আইনি জটিলতায় জড়িয়ে সমালোচিতও হন তিনি। যদিও পুলিশ পরবর্তী সময়ে জানিয়েছিল, ওই মামলায় উদ্দেশ্যমূলকভাবে জড়ানো হয়েছিল তাঁকে।
ওই দুঃসময়ের মধ্যে নিভিন ভক্তদের কথা দিয়েছিলেন, এ বছর দারুণ কিছু সিনেমা নিয়ে নতুনভাবে ফিরবেন। মাল্টিভার্স মন্মধনের মাধ্যমে সে কথাই রাখলেন নিভিন। শিগগিরই মুক্তি পাবে ‘ডিয়ার স্টুডেন্টস’, এতে তাঁর সঙ্গী নয়নতারা। আসবে তামিল সিনেমা ‘ইয়েজু কাদাল ইয়েজু মালাই’ এবং ওয়েব সিরিজ ‘ফার্মা’।
সুপারহিরোদের নিয়ে গল্প বলার ক্ষেত্রে বরাবরই এগিয়ে হলিউড। কাল্পনিক জগতের অতিমানব, অদৃশ্য শক্তির হাত থেকে পৃথিবীকে বাঁচাতে তাদের নানা হিরোইজম হামেশায় দেখা যায় হলিউডের পর্দায়। এ ক্ষেত্রে অনেকটা পিছিয়ে ভারতীয় সিনেমা। এই প্রথম এমন একটি উদ্যোগ নিয়েছে মালয়ালম ইন্ডাস্ট্রি। তৈরি হচ্ছে ভারতের প্রথম মাল্টিভার্স সুপারহিরো সিনেমা। নাম ‘মাল্টিভার্স মন্মধন’। এতে সুপারহিরো হিসেবে হাজির হবেন নিভিন পাউলি।
গতকাল সোশ্যাল মিডিয়ায় পোস্টার প্রকাশ করে সিনেমাটির ঘোষণা দিয়েছেন নিভিন। মাল্টিভার্স মন্মধন বানাবেন আদিত্যায়ন চন্দ্রশেখর। ২০২৩ সালে মুক্তি পাওয়া ‘এনকিলুম চন্দ্রিকে’ ও ২০১৯ সালের মিনি সিরিজ ‘অ্যাভারেজ আম্বিলি’র জন্য পরিচিতি তিনি। শিগগিরই সিনেমাটির শুটিং শুরু হবে বলে জানা গেছে। নিভিন পাউলির এই নতুন সিনেমার ঘোষণা বেশ সাড়া ফেলেছে, কারণ অনেক দিন ধরেই কিছুটা ব্যাকফুটে ছিলেন তিনি।
মালয়ালম ইন্ডাস্ট্রির অন্যতম সেরা অভিনেতা নিভিন। ‘নেরাম’, ‘ওম শান্তি ওশানা’, ‘বেঙ্গালুরু ডেজ’, ‘প্রেমাম’, ‘কায়ামকুলাম কোচুন্নি’—২০১১ সাল থেকে এমন অনেক আলোচিত সিনেমা উপহার দিয়েছেন তিনি। গত কয়েকটা বছর নিভিনের সিনেমাগুলো তেমন সাড়া ফেলতে পারছিল না। এ ছাড়া গত বছর দুবাইয়ে আইনি জটিলতায় জড়িয়ে সমালোচিতও হন তিনি। যদিও পুলিশ পরবর্তী সময়ে জানিয়েছিল, ওই মামলায় উদ্দেশ্যমূলকভাবে জড়ানো হয়েছিল তাঁকে।
ওই দুঃসময়ের মধ্যে নিভিন ভক্তদের কথা দিয়েছিলেন, এ বছর দারুণ কিছু সিনেমা নিয়ে নতুনভাবে ফিরবেন। মাল্টিভার্স মন্মধনের মাধ্যমে সে কথাই রাখলেন নিভিন। শিগগিরই মুক্তি পাবে ‘ডিয়ার স্টুডেন্টস’, এতে তাঁর সঙ্গী নয়নতারা। আসবে তামিল সিনেমা ‘ইয়েজু কাদাল ইয়েজু মালাই’ এবং ওয়েব সিরিজ ‘ফার্মা’।
প্রতি ঈদেই কোনো না কোনো সিনেমার গানে পাওয়া যায় উৎসবের আমেজ। এবার ঈদ ও বৈশাখ উদ্যাপনে ‘জ্বীন থ্রি’ সিনেমা নিয়ে এসেছে ‘কন্যা’ শিরোনামের গান। গতকাল সোমবার সন্ধ্যায় প্রকাশ পাওয়া গানটিতে কণ্ঠ দিয়েছেন ইমরান মাহমুদুল ও দিলশাদ নাহার কনা। রবিউল ইসলাম জীবনের লেখা গানটির সুর ও সংগীতায়োজন করেছেন ইমরান।
১ ঘণ্টা আগেআবারও প্রধান বিচারকের আসনে বসলেন চিত্রনায়িকা পূর্ণিমা। মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হচ্ছে ‘সেরা রাঁধুনী সিজন ৮’ নামক রান্নাবিষয়ক রিয়েলিটি শোর জেলাভিত্তিক পর্বগুলো। এখান থেকে নির্বাচিত ২০ জন প্রতিযোগী সুযোগ পাবেন স্টুডিও রাউন্ডে যাওয়ার। সেই রাউন্ডের প্রধান বিচারক হিসেবে থাকছেন পূর্ণিমা।
১ ঘণ্টা আগেরোজার ঈদের এখনো বাকি প্রায় দুই সপ্তাহ। মুক্তির তালিকায় শোনা যাচ্ছে হাফ ডজনের বেশি সিনেমার নাম। শাকিব খানের ‘বরবাদ’, আফরান নিশোর ‘দাগি’ ও সিয়াম আহমেদের ‘জংলি’ সিনেমা তিনটি রয়েছে আলোচনার কেন্দ্রে। ঈদের সেরা সিনেমা হবে কোনটি, তা নিয়ে ইতিমধ্যে তিন নায়কের ভক্তদের মাঝে শুরু হয়েছে বাগ্যুদ্ধ।
১ ঘণ্টা আগেখাদ্যদ্রব্য থেকে শুরু করে শিক্ষা, চিকিৎসাসহ সমাজের নানা স্তরে ছেয়ে গেছে ভেজাল। খাদ্যদ্রব্যে ভেজালের কারণে তাৎক্ষণিক অসুস্থতাসহ দীর্ঘমেয়াদি নানা রোগে আক্রান্ত হচ্ছে মানুষ। খাদ্যে ভেজাল নতুন কিছু নয়, বহুকাল আগে থেকে অসাধু ব্যবসায়ীরা বাড়তি আয়ের আশায় এ ধরনের ঘৃণ্য কাজ করছেন।
২ ঘণ্টা আগে