বিনোদন প্রতিবেদক, ঢাকা

রোজার ঈদে নাটক নিয়ে বিশেষ আয়োজন সাজিয়েছে বৈশাখী টেলিভিশন। এবার ২৭টি নাটক প্রচার করবে বৈশাখী টেলিভিশন—১৫টি একক, ৫টি ৭ পর্বের ধারাবাহিক এবং ৭টি মেগা নাটক।
চাঁদরাতে ১০টায় প্রচার হবে নাজিমউদ্দিন পাপ্পুর রচনা ও পরিচালনায় একক নাটক ‘গহীনে বিজয়’। অভিনয়ে বিজরী বরকতউল্লাহ ও ইন্তেখাব দিনার। বাকি ১৪টি নাটক প্রচার হবে প্রতিদিন রাত ৮টা ১৫ মিনিটে এবং ৯টা ৫৫ মিনিটে।
এসব নাটকের তালিকায় রয়েছে মোশারফ করিম ও তানিয়া বৃষ্টি অভিনীত ‘টোনাটুনির সংসার’, খায়রুল বাসার ও সাফা কবির অভিনীত ‘প্রেম অথবা মায়া’, তৌসিফ ও কেয়া পায়েল অভিনীত ‘কামিনা আমিনা’, খায়রুল বাসার ও তানজিন তিশা অভিনীত ‘মন খারাপের ঘর’, মোশাররফ করিম ও রোবেনা জুঁই অভিনীত ‘প্যারা আজমল’, রাশেদ সীমান্ত, অলংকার চৌধুরী, সঞ্চিতা দত্ত অভিনীত ‘প্রেমের ফুল ফোটে না’, নিলয় ও হিমি অভিনীত ‘অকর্মা’, জোভান ও কেয়া পায়েল অভিনীত ‘ডাকাতিয়া প্রেম’, জোভান ও তানজিন তিশা অভিনীত ‘স্বপ্নের শেষ ঠিকানা’, মোশাররফ করিম ও প্রভা অভিনীত ‘সেইম সেইম’, আফজাল হোসেন ও সাদিয়া ইসলাম মৌ অভিনীত ‘কোন একদিন’, রাশেদ সীমান্ত ও ফারজানা আহসান মিহি অভিনীত ‘আফ্রিকান পরিবার’, শ্যামল মাওলা ও মাইমুনা মম অভিনীত ‘অভাবের সংসার’ এবং জাহের আলভী ও মায়শা প্রাপ্তি অভিনীত ‘আমার কোন গার্লফ্রেন্ড নাই’।
৭ পর্বের ধারাবাহিক ৫টি হলো আল হাজেনের পরিচালনায়, রাশেদ সীমান্ত ও অহনা অভিনীত ‘লন্ডনী জামাই’, ফরিদুল হাসানের পরিচালনায় জাহের আলভী ও -ফারজানা আহসান মিহি অভিনীত ‘মানি লোকের মান’, হাসান জাহাঙ্গীরের পরিচালনায় কাজী হায়াৎ, ওমর সানী, ডন, হাসান জাহাঙ্গীর অভিনীত ‘ব্ল্যাকমানি’, মাহমুদ হাসান রানার পরিচালনায় মীর সাব্বির, শমী, আ খ ম হাসান ও মিহি অভিনীত ‘শাশুড়ির বিয়ে’ এবং রুহুল আমিন শিশিরের পরিচালনায় শহীদুজ্জামান সেলিম, ফারহানা মিলি, ফারজানা ছবি, আইনুন পুতুল অভিনীত ‘ট্রাক ড্রাইভার’।
প্রতিদিন রাত ১১টা ৪০ মিনিটে প্রচার হবে ৭টি মেগা নাটক। নাটকগুলো হলো শিপন মিত্র, আঁচল আঁখি ও মানসী প্রকৃতি অভিনীত ‘কুবের মাঝি’, ইরফান সাজ্জাদ ও নাবিলা ইসলাম অভিনীত ‘সাহেব বিবি গোলাম’, আরফান আহমেদ ও মৌটুসী বিশ্বাস অভিনীত ‘আমি মানুষ’, সজল ও নাদিয়া মিম অভিনীত ‘হৃদয়ে তুমি’, মাসুদ রানা মিঠু ও ফারজানা আহসান মিহি অভিনীত ‘পাঁচ টন’, চিত্রনায়িকা পপি ও হাসান জাহাঙ্গীর অভিনীত ‘নায়িকার বিয়ে-২’ এবং আমিরুল হক চৌধুরী, শশী, আ খ ম হাসান, বীথি রানী সরকার অভিনীত ‘ভাগ্যবিবি’।

রোজার ঈদে নাটক নিয়ে বিশেষ আয়োজন সাজিয়েছে বৈশাখী টেলিভিশন। এবার ২৭টি নাটক প্রচার করবে বৈশাখী টেলিভিশন—১৫টি একক, ৫টি ৭ পর্বের ধারাবাহিক এবং ৭টি মেগা নাটক।
চাঁদরাতে ১০টায় প্রচার হবে নাজিমউদ্দিন পাপ্পুর রচনা ও পরিচালনায় একক নাটক ‘গহীনে বিজয়’। অভিনয়ে বিজরী বরকতউল্লাহ ও ইন্তেখাব দিনার। বাকি ১৪টি নাটক প্রচার হবে প্রতিদিন রাত ৮টা ১৫ মিনিটে এবং ৯টা ৫৫ মিনিটে।
এসব নাটকের তালিকায় রয়েছে মোশারফ করিম ও তানিয়া বৃষ্টি অভিনীত ‘টোনাটুনির সংসার’, খায়রুল বাসার ও সাফা কবির অভিনীত ‘প্রেম অথবা মায়া’, তৌসিফ ও কেয়া পায়েল অভিনীত ‘কামিনা আমিনা’, খায়রুল বাসার ও তানজিন তিশা অভিনীত ‘মন খারাপের ঘর’, মোশাররফ করিম ও রোবেনা জুঁই অভিনীত ‘প্যারা আজমল’, রাশেদ সীমান্ত, অলংকার চৌধুরী, সঞ্চিতা দত্ত অভিনীত ‘প্রেমের ফুল ফোটে না’, নিলয় ও হিমি অভিনীত ‘অকর্মা’, জোভান ও কেয়া পায়েল অভিনীত ‘ডাকাতিয়া প্রেম’, জোভান ও তানজিন তিশা অভিনীত ‘স্বপ্নের শেষ ঠিকানা’, মোশাররফ করিম ও প্রভা অভিনীত ‘সেইম সেইম’, আফজাল হোসেন ও সাদিয়া ইসলাম মৌ অভিনীত ‘কোন একদিন’, রাশেদ সীমান্ত ও ফারজানা আহসান মিহি অভিনীত ‘আফ্রিকান পরিবার’, শ্যামল মাওলা ও মাইমুনা মম অভিনীত ‘অভাবের সংসার’ এবং জাহের আলভী ও মায়শা প্রাপ্তি অভিনীত ‘আমার কোন গার্লফ্রেন্ড নাই’।
৭ পর্বের ধারাবাহিক ৫টি হলো আল হাজেনের পরিচালনায়, রাশেদ সীমান্ত ও অহনা অভিনীত ‘লন্ডনী জামাই’, ফরিদুল হাসানের পরিচালনায় জাহের আলভী ও -ফারজানা আহসান মিহি অভিনীত ‘মানি লোকের মান’, হাসান জাহাঙ্গীরের পরিচালনায় কাজী হায়াৎ, ওমর সানী, ডন, হাসান জাহাঙ্গীর অভিনীত ‘ব্ল্যাকমানি’, মাহমুদ হাসান রানার পরিচালনায় মীর সাব্বির, শমী, আ খ ম হাসান ও মিহি অভিনীত ‘শাশুড়ির বিয়ে’ এবং রুহুল আমিন শিশিরের পরিচালনায় শহীদুজ্জামান সেলিম, ফারহানা মিলি, ফারজানা ছবি, আইনুন পুতুল অভিনীত ‘ট্রাক ড্রাইভার’।
প্রতিদিন রাত ১১টা ৪০ মিনিটে প্রচার হবে ৭টি মেগা নাটক। নাটকগুলো হলো শিপন মিত্র, আঁচল আঁখি ও মানসী প্রকৃতি অভিনীত ‘কুবের মাঝি’, ইরফান সাজ্জাদ ও নাবিলা ইসলাম অভিনীত ‘সাহেব বিবি গোলাম’, আরফান আহমেদ ও মৌটুসী বিশ্বাস অভিনীত ‘আমি মানুষ’, সজল ও নাদিয়া মিম অভিনীত ‘হৃদয়ে তুমি’, মাসুদ রানা মিঠু ও ফারজানা আহসান মিহি অভিনীত ‘পাঁচ টন’, চিত্রনায়িকা পপি ও হাসান জাহাঙ্গীর অভিনীত ‘নায়িকার বিয়ে-২’ এবং আমিরুল হক চৌধুরী, শশী, আ খ ম হাসান, বীথি রানী সরকার অভিনীত ‘ভাগ্যবিবি’।

সংগীতশিল্পী হিসেবেই অঞ্জন দত্তের জনপ্রিয়তা বেশি। গান লেখা, সুর করা, গাওয়া ছাড়াও তিনি আপাদমস্তক সিনেমার মানুষ। অনেক জনপ্রিয় নির্মাতার সিনেমায় অভিনয় করেছেন। তিনি নিজেও পরিচালনা করেছেন। লেখালেখিও করেন নিয়মিত। নিজের জীবনের গল্প টুকরোভাবে বিভিন্ন সময়ে উঠে এসেছে অঞ্জনের কলমে।
১ দিন আগে
‘জামাই বউ অতি চালাক’, ‘প্রেমের কোনো বয়স নাই’, ‘রঙ্গিলা মজিদ’, ‘ফিটফাট বাবু’, ‘বিড়ম্বনায় বাবু’সহ বেশ কয়েকটি নাটকে একসঙ্গে অভিনয় করেছেন মোশাররফ করিম ও লাক্স তারকাখ্যাত নীলাঞ্জনা নীলা। এবার আরও এক নাটকে জুটি বাঁধলেন তাঁরা।
১ দিন আগে
অস্কারজয়ী হলিউড অভিনেত্রী মিশেল ইয়োর সঙ্গে জেমস ক্যামেরনের কাজ করার ইচ্ছা দীর্ঘদিনের। সদ্য মুক্তি পাওয়া ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’ সিনেমায় তাঁকে নিতে চেয়েছিলেন। তবে শেষ পর্যন্ত সেটা সম্ভব হয়নি। সম্প্রতি জেমস ক্যামেরন জানিয়েছেন, সবকিছু পরিকল্পনা মতো এগোলে ‘অ্যাভাটার ৪’-এ মিশেল ইয়োর উপস্থিতি প্র
১ দিন আগে
রাজধানীর কয়েকটি মিলনায়তন এবং কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী বিচ পয়েন্টে ১০ জানুয়ারি থেকে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে দেখানো হচ্ছে দেশ-বিদেশের নির্মাতাদের কাজ। উৎসবে আজ যেসব সিনেমা প্রদর্শিত হবে, রইল সে তালিকা।
১ দিন আগে