অভিনয়: শাশ্বত চট্টোপাধ্যায়, সারা যাকের, ইন্তেখাব দিনার, মোস্তাফিজুর নূর ইমরান
মুক্তি: চরকি (১৫ মে)
গল্পসংক্ষেপ: পরিবারের চেনাজানা এক গল্প নিয়ে তৈরি হয়েছে গুলমোহর। এর সঙ্গে যুক্ত হয়েছে রহস্য, সন্দেহ ও রাজনীতি। পরিবারের সম্পর্কের বাঁধন আলগা করে দেয় ক্ষমতার লোভ। ক্ষমতা, লোভ, ঈর্ষা কীভাবে মানুষের বিশ্বাস, ভালোবাসা ও মানবিক সম্পর্কগুলোকে দুমড়েমুচড়ে দেয়; তারই চিত্র তুলে ধরা হয়েছে সিরিজটিতে।
কাবুলিওয়ালা (বাংলা সিনেমা)
অভিনয়: মিঠুন চক্রবর্তী, অনুমেঘ কাহালি, আবির চট্টোপাধ্যায়, সোহিনী সরকার
মুক্তি: হইচই (১৬ মে)
গল্পসংক্ষেপ: আফগানিস্তান থেকে মেয়ে রাজিয়াকে ছেড়ে পেটের টানে কলকাতায় আসে রহমত খান। উদ্দেশ্য, বাদাম, আখরোট, শীতপোশাক বিক্রি করে একমুঠো স্বপ্ন কিনে আবারও দেশে ফেরা। ছোট্ট মেয়েটি সেখানে অপেক্ষায় রয়েছে তার। কলকাতায় এসে রহমতের পরিচয় হয় মিনির সঙ্গে। মিনিকে দেখে নিজের মেয়ের কথা মনে পড়ে যায় রহমতের। অদ্ভুত এক সম্পর্কের মায়ায় জড়িয়ে যায় তার সঙ্গে। একদিন মিনিকে খুঁজে পায় না তার মা-বাবা। সবাই সন্দেহ করে রহমতকে।
‘ডিয়ার হংর্যাং’ সিরিজের দৃশ্য। ছবি: সংগৃহীত
ডিয়ার হংর্যাং (কে-ড্রামা)
অভিনয়: লি জ্যা-উক, জো বো-আহ, উম জি-ওন
মুক্তি: নেটফ্লিক্স (১৬ মে)
গল্পসংক্ষেপ: ৮ বছর বয়সে হারিয়ে যায় ধনী বণিক পরিবারের ছেলে হংর্যাং। তার সৎবোন জেই তাকে খুঁজতে থাকে। জেইয়ের বিশ্বাস, একদিন সে ভাইকে খুঁজে পাবে। ১২ বছর পর এক যুবক নিজেকে হংর্যাং বলে দাবি করে। কিন্তু অতীতের কোনো কিছুই মনে নেই তার। জেই জানতে পারে, যুবকটি প্রতারণা করছে তাদের সঙ্গে। তাহলে কে এই যুবক? তার ভাই কোথায়? রহস্য উদ্ঘাটন করতে নামে জেই।
গল্পসংক্ষেপ: সান ফ্রান্সিসকোর ব্ল্যাক নামের এক লেখক উত্তরাধিকার সূত্রে একটি বাগানবাড়ির মালিকানা পান। একসময় স্ত্রী শার্লট ও মেয়ে জিঞ্জারকে নিয়ে সেই বাগানবাড়ি ঠিকঠাক করতে যায়। সেখানে যাওয়ার পর অদ্ভুত এক প্রাণী আক্রমণ করে ব্ল্যাক ও তার পরিবারকে। সেই প্রাণীর হাত থেকে বাঁচতে আশ্রয় নেয় ফার্মহাউসে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে অদ্ভুত আচরণ করতে শুরু করে ব্ল্যাক। অচেনা এক রূপে রূপান্তর ঘটে ব্ল্যাকের।
মারানামাস (মালয়ালম সিনেমা)
অভিনয়: বাসিল জোসেফ, সিজু সানি, বাবু অ্যান্টোনি
মুক্তি: সনি লিভ (১৫ মে)
গল্পসংক্ষেপ: কেরালার ভাল্লিকুন্নু গ্রামে খুন হচ্ছে একের পর এক বৃদ্ধ। সিরিয়াল কিলার তাদের অপহরণ করে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করে এবং মুখে কলা ভরে তাদের মৃতদেহ ফেলে দেয়। হত্যাকারীর সন্ধানে নামে পুলিশ কর্মকর্তা অজয় রামচন্দন। লুক পিপি নামের এক যুবককে সন্দেহভাজন হিসেবে আটক করে পুলিশ; যার নামে রয়েছে স্কুলের স্টাফ রুম পুড়িয়ে দেওয়া এবং একজন রাজনীতিকের গোপন খবর ফাঁস করে দেওয়ার রেকর্ড। তবে গ্রামের মানুষ তাকে ভালোবাসে এবং বিশ্বাস করে সে হত্যাকারী নয়। তারা পিপিকে পুলিশ স্টেশন থেকে ছাড়িয়ে নেয়। এরপর পিপি কয়েকজনের সঙ্গে মিলে খুঁজতে থাকে সিরিয়াল কিলারকে।
‘গুলমোহর’ সিরিজের দৃশ্য। ছবি: সংগৃহীত
গুলমোহর (বাংলা সিরিজ)
অভিনয়: শাশ্বত চট্টোপাধ্যায়, সারা যাকের, ইন্তেখাব দিনার, মোস্তাফিজুর নূর ইমরান
মুক্তি: চরকি (১৫ মে)
গল্পসংক্ষেপ: পরিবারের চেনাজানা এক গল্প নিয়ে তৈরি হয়েছে গুলমোহর। এর সঙ্গে যুক্ত হয়েছে রহস্য, সন্দেহ ও রাজনীতি। পরিবারের সম্পর্কের বাঁধন আলগা করে দেয় ক্ষমতার লোভ। ক্ষমতা, লোভ, ঈর্ষা কীভাবে মানুষের বিশ্বাস, ভালোবাসা ও মানবিক সম্পর্কগুলোকে দুমড়েমুচড়ে দেয়; তারই চিত্র তুলে ধরা হয়েছে সিরিজটিতে।
কাবুলিওয়ালা (বাংলা সিনেমা)
অভিনয়: মিঠুন চক্রবর্তী, অনুমেঘ কাহালি, আবির চট্টোপাধ্যায়, সোহিনী সরকার
মুক্তি: হইচই (১৬ মে)
গল্পসংক্ষেপ: আফগানিস্তান থেকে মেয়ে রাজিয়াকে ছেড়ে পেটের টানে কলকাতায় আসে রহমত খান। উদ্দেশ্য, বাদাম, আখরোট, শীতপোশাক বিক্রি করে একমুঠো স্বপ্ন কিনে আবারও দেশে ফেরা। ছোট্ট মেয়েটি সেখানে অপেক্ষায় রয়েছে তার। কলকাতায় এসে রহমতের পরিচয় হয় মিনির সঙ্গে। মিনিকে দেখে নিজের মেয়ের কথা মনে পড়ে যায় রহমতের। অদ্ভুত এক সম্পর্কের মায়ায় জড়িয়ে যায় তার সঙ্গে। একদিন মিনিকে খুঁজে পায় না তার মা-বাবা। সবাই সন্দেহ করে রহমতকে।
‘ডিয়ার হংর্যাং’ সিরিজের দৃশ্য। ছবি: সংগৃহীত
ডিয়ার হংর্যাং (কে-ড্রামা)
অভিনয়: লি জ্যা-উক, জো বো-আহ, উম জি-ওন
মুক্তি: নেটফ্লিক্স (১৬ মে)
গল্পসংক্ষেপ: ৮ বছর বয়সে হারিয়ে যায় ধনী বণিক পরিবারের ছেলে হংর্যাং। তার সৎবোন জেই তাকে খুঁজতে থাকে। জেইয়ের বিশ্বাস, একদিন সে ভাইকে খুঁজে পাবে। ১২ বছর পর এক যুবক নিজেকে হংর্যাং বলে দাবি করে। কিন্তু অতীতের কোনো কিছুই মনে নেই তার। জেই জানতে পারে, যুবকটি প্রতারণা করছে তাদের সঙ্গে। তাহলে কে এই যুবক? তার ভাই কোথায়? রহস্য উদ্ঘাটন করতে নামে জেই।
গল্পসংক্ষেপ: সান ফ্রান্সিসকোর ব্ল্যাক নামের এক লেখক উত্তরাধিকার সূত্রে একটি বাগানবাড়ির মালিকানা পান। একসময় স্ত্রী শার্লট ও মেয়ে জিঞ্জারকে নিয়ে সেই বাগানবাড়ি ঠিকঠাক করতে যায়। সেখানে যাওয়ার পর অদ্ভুত এক প্রাণী আক্রমণ করে ব্ল্যাক ও তার পরিবারকে। সেই প্রাণীর হাত থেকে বাঁচতে আশ্রয় নেয় ফার্মহাউসে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে অদ্ভুত আচরণ করতে শুরু করে ব্ল্যাক। অচেনা এক রূপে রূপান্তর ঘটে ব্ল্যাকের।
মারানামাস (মালয়ালম সিনেমা)
অভিনয়: বাসিল জোসেফ, সিজু সানি, বাবু অ্যান্টোনি
মুক্তি: সনি লিভ (১৫ মে)
গল্পসংক্ষেপ: কেরালার ভাল্লিকুন্নু গ্রামে খুন হচ্ছে একের পর এক বৃদ্ধ। সিরিয়াল কিলার তাদের অপহরণ করে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করে এবং মুখে কলা ভরে তাদের মৃতদেহ ফেলে দেয়। হত্যাকারীর সন্ধানে নামে পুলিশ কর্মকর্তা অজয় রামচন্দন। লুক পিপি নামের এক যুবককে সন্দেহভাজন হিসেবে আটক করে পুলিশ; যার নামে রয়েছে স্কুলের স্টাফ রুম পুড়িয়ে দেওয়া এবং একজন রাজনীতিকের গোপন খবর ফাঁস করে দেওয়ার রেকর্ড। তবে গ্রামের মানুষ তাকে ভালোবাসে এবং বিশ্বাস করে সে হত্যাকারী নয়। তারা পিপিকে পুলিশ স্টেশন থেকে ছাড়িয়ে নেয়। এরপর পিপি কয়েকজনের সঙ্গে মিলে খুঁজতে থাকে সিরিয়াল কিলারকে।
কয়েকজন তরুণ নাট্যকর্মী নতুন ধারার থিয়েটার নির্মাণের স্বপ্ন নিয়ে গঠন করেছেন ‘থেসপিয়ানস দ্য ঢাকা’ নামের নতুন নাট্যদল। এ মাসেই ঢাকার মঞ্চে যাত্রা শুরু করবে দলটি। থেসপিয়ানস দ্য ঢাকার প্রথম প্রযোজনার নাম ‘দ্য সি অব সাইলেন্স’। নাটকটির রচনা ও নির্দেশনায় রয়েছেন তাজউদ্দিন তাজু।
ফজলু নামের পেনশন অফিসের তৃতীয় শ্রেণির এক অসৎ কর্মচারী এবং তার পরিণতির গল্প নিয়ে তৈরি হয়েছিল নাটক ‘কাঁটা’। ২০২৪ সালে প্রচারিত হয়েছিল বঙ্গতে। এবার আসছে নাটকটির সিকুয়েল। ১৫ জানুয়ারি বঙ্গতে মুক্তি পাবে রিয়াদ মাহমুদ রচিত ও পরিচালিত ‘কাঁটা ২’।
রাজধানীর পাঁচটি মিলনায়তন এবং কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী বিচ পয়েন্টে ১০ জানুয়ারি থেকে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে দেখানো হচ্ছে দেশ-বিদেশের নির্মাতাদের কাজ।
শুরু হয়ে গেছে হলিউডের পুরস্কারের মৌসুম। বছরভর যাঁদের অভিনয় মুগ্ধ করেছে দর্শকদের, এবার তাঁদের পুরস্কৃত করার পালা। গত সপ্তাহে ক্রিটিকস চয়েসের পর গতকাল অনুষ্ঠিত হলো ৮৩তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস।