Ajker Patrika

সোশ্যাল মিডিয়া থেকে মেয়ের সব ছবি সরিয়ে ফেললেন আলিয়া

সোশ্যাল মিডিয়া থেকে মেয়ের সব ছবি সরিয়ে ফেললেন আলিয়া
বিমানবন্দরে পাপারাজ্জিদের দেখে এভাবেই উড়ন্ত চুমু ছুড়ে দেন রণবীর-আলিয়ার কন্যা রাহা। ছবি: সংগৃহীত

বছরের শুরুর দিকেই নিজের বাসভবন সদগুরু শরণে হামলার ঘটনা ঘটে সাইফ আলী খানের ওপর। জানা গেছে, হামলাকারীর লক্ষ্য ছিল সাইফ-কারিনার ছোট সন্তান জেহ। এরপর থেকেই জেহ-তৈমুরকে পাপারাজ্জিদের ক্যামেরার আড়ালে রাখছেন কারিনা। শুধু তাই নয়, ফটোসাংবাদিকদেন কঠোরভাবে সতর্ক করে দেন- যেন বাচ্চার ছবি তোলা না হয়।

এবার মেয়ের বিষয়ে একই পথে হাঁটলেন আলিয়া ভাট। সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা ছোট্ট মেয়ের রাহার সব ছবি সরিয়ে ফেলেছেন এ অভিনেত্রী। এ নিয়ে ভক্তদের মনে উদ্রেক ঘটেছে আফসোস, হতাশার! আবার এ সিদ্ধান্তকে সাধুবাদও জানিয়েছেন অনেকেই। সব মিলিয়ে এ নিয়ে সরগরম নেটপাড়া। তবে এ বিষয়ে এখনো স্পষ্ট করে কিছু বলেননি রণবীর-আলিয়া দম্পতি।

রণবীর-আলিয়া দম্পতির প্রথম কন্যাসন্তান ‘রাহা’র বছর মাত্র দু বছর। কিন্তু এরই মধ্যে সে রীতিমতো স্টার। ক্যামেরা দেখলেই দিয়ে দেয় পোজ, ছুড়ে দেয় চুমু। এমন মিষ্টি আচরণেই সকলের মন কেড়েছে রাহা। কিন্তু নিরাপত্তার স্বার্থে মেয়েকে বাড়তি ‘স্পটলাইট’ থেকে দূরে রাখতে বড় এ সিদ্ধান্ত নিয়েছেন আলিয়া।

মিষ্টি রাহাকে দেখতে না পাওয়ার আশঙ্কায় মন খারাপ খারাপের সঙ্গে ভক্তদের মন্তব্য, ‘রাহার ছবি কি আর কখনো সোশ্যাল মিডিয়ায় দেখতে পাব না?’

সাধুবাদ জানিয়ে অনেকেই লিখেছেন, ‘মা হিসেবে শতভাগ ঠিক কাজ করেছেন।’ কেউ লিখেছেন, ‘মিষ্টি বাচ্চাদের ছবি দেখে অনেকেই কুনজর দেন বা হিংসা করেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

অভিজ্ঞতা ছাড়াই কর্মী নেবে আরএফএল

শিগগির চালু হচ্ছে বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, সক্ষমতা ৮.২ গিগাওয়াট

ক্রিকেট: সফট পাওয়ারকে বিজেপির হাতিয়ার বানাতে গিয়ে উল্টো চাপে ভারত

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত