বিনোদন প্রতিবেদক, ঢাকা

মুক্তির প্রথম দিন থেকে দর্শকের আগ্রহের কেন্দ্রে শাকিব খানের নতুন সিনেমা ‘তাণ্ডব’। দর্শক চাহিদার কারণে ইতিমধ্যে প্রদর্শনীর সংখ্যা বাড়িয়েছে স্টার সিনেপ্লেক্স। নিজের সিনেমার এমন সাফল্যের মাঝে ঈদে মুক্তি পাওয়া আরিফিন শুভর ‘নীলচক্র’ সিনেমার টিমকে শুভকামনা জানালেন শাকিব খান।
গতকাল সন্ধ্যায় ফেসবুকে নীলচক্র সিনেমার একটি পোস্টার শেয়ার করে শাকিব খান লেখেন, ‘নীলচক্র টিমের জন্য শুভকামনা।’ পোস্টটিতে আজ দুপুর পর্যন্ত ৭২ হাজারেরও বেশি রিঅ্যাকশন পড়েছে, মন্তব্য জমা পড়েছে তিন হাজারের বেশি। ইন্ডাস্ট্রির সিনিয়র হিসেবে অন্যদের সিনেমার পাশে থাকার জন্য শাকিব খানকে কৃতজ্ঞতা জানাতে ভোলেননি সিনেমাপ্রেমী থেকে শুরু করে তাঁর ভক্তরা। কেউ কেউ বলছেন, ‘দারুণ একটা কাজ করেছেন কিং খান, এভাবেই অন্যদের নতুনদের পাশে থাকুন।’
শাকিব খানের এমন পোস্টের পর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নীলচক্রের পরিচালক মিঠু খান। শাকিবের পোস্ট শেয়ার করে এই নির্মাতা ফেসবুকে লেখেন, ‘নীলচক্রের নির্মাতা হিসেবে এই প্রাপ্তি অসাধারণ! আপনি বাংলা সিনেমার ধারক এবং বাহক। আপনি যে বাংলা সিনেমার পাশে সব সময় সর্বদা জাগ্রত, এই পোস্ট তার-ই প্রমাণস্বরূপ রেখে দিলাম। নিশ্চয়ই সামনে আপনি নিজেই নিজেকে ছাড়িয়ে যাবেন, চমক তুলে রাখলাম।’
প্রযুক্তির কল্যাণে সোশ্যাল মিডিয়া ও গেমের নেশায় বুঁদ হয়ে আছে তরুণ প্রজন্ম। সেই সুযোগ কাজে লাগিয়ে নানা ফাঁদ তৈরি করে অনেকে নিজেদের কার্য সিদ্ধি করে নিচ্ছে। অনেকে পা দিচ্ছে সেই ফাঁদে। প্রযুক্তির সেই ফাঁদের গল্প নিয়ে তৈরি হয়েছে নীলচক্র। আরিফিন শুভ ছাড়া এই সিনেমায় আরও অভিনয় করেছেন মন্দিরা চক্রবর্তী, ফজলুর রহমান বাবু, প্রিয়ন্তী ঊর্বী প্রমুখ।
এর আগে, ২০২৩ সালের কোরবানির ঈদে মাহফুজ আহমেদের ‘প্রহেলিকা’ সিনেমাকে শুভকামনা জানিয়ে ফেসবুকে পোস্ট করেছিলেন শাকিব খান। ওই ঈদে মুক্তি পেয়েছিল শাকিব অভিনীত ‘প্রিয়তমা’। যে সিনেমার মাধ্যমে ক্যারিয়ারের নতুন অধ্যায় শুরু হয় তাঁর।

মুক্তির প্রথম দিন থেকে দর্শকের আগ্রহের কেন্দ্রে শাকিব খানের নতুন সিনেমা ‘তাণ্ডব’। দর্শক চাহিদার কারণে ইতিমধ্যে প্রদর্শনীর সংখ্যা বাড়িয়েছে স্টার সিনেপ্লেক্স। নিজের সিনেমার এমন সাফল্যের মাঝে ঈদে মুক্তি পাওয়া আরিফিন শুভর ‘নীলচক্র’ সিনেমার টিমকে শুভকামনা জানালেন শাকিব খান।
গতকাল সন্ধ্যায় ফেসবুকে নীলচক্র সিনেমার একটি পোস্টার শেয়ার করে শাকিব খান লেখেন, ‘নীলচক্র টিমের জন্য শুভকামনা।’ পোস্টটিতে আজ দুপুর পর্যন্ত ৭২ হাজারেরও বেশি রিঅ্যাকশন পড়েছে, মন্তব্য জমা পড়েছে তিন হাজারের বেশি। ইন্ডাস্ট্রির সিনিয়র হিসেবে অন্যদের সিনেমার পাশে থাকার জন্য শাকিব খানকে কৃতজ্ঞতা জানাতে ভোলেননি সিনেমাপ্রেমী থেকে শুরু করে তাঁর ভক্তরা। কেউ কেউ বলছেন, ‘দারুণ একটা কাজ করেছেন কিং খান, এভাবেই অন্যদের নতুনদের পাশে থাকুন।’
শাকিব খানের এমন পোস্টের পর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নীলচক্রের পরিচালক মিঠু খান। শাকিবের পোস্ট শেয়ার করে এই নির্মাতা ফেসবুকে লেখেন, ‘নীলচক্রের নির্মাতা হিসেবে এই প্রাপ্তি অসাধারণ! আপনি বাংলা সিনেমার ধারক এবং বাহক। আপনি যে বাংলা সিনেমার পাশে সব সময় সর্বদা জাগ্রত, এই পোস্ট তার-ই প্রমাণস্বরূপ রেখে দিলাম। নিশ্চয়ই সামনে আপনি নিজেই নিজেকে ছাড়িয়ে যাবেন, চমক তুলে রাখলাম।’
প্রযুক্তির কল্যাণে সোশ্যাল মিডিয়া ও গেমের নেশায় বুঁদ হয়ে আছে তরুণ প্রজন্ম। সেই সুযোগ কাজে লাগিয়ে নানা ফাঁদ তৈরি করে অনেকে নিজেদের কার্য সিদ্ধি করে নিচ্ছে। অনেকে পা দিচ্ছে সেই ফাঁদে। প্রযুক্তির সেই ফাঁদের গল্প নিয়ে তৈরি হয়েছে নীলচক্র। আরিফিন শুভ ছাড়া এই সিনেমায় আরও অভিনয় করেছেন মন্দিরা চক্রবর্তী, ফজলুর রহমান বাবু, প্রিয়ন্তী ঊর্বী প্রমুখ।
এর আগে, ২০২৩ সালের কোরবানির ঈদে মাহফুজ আহমেদের ‘প্রহেলিকা’ সিনেমাকে শুভকামনা জানিয়ে ফেসবুকে পোস্ট করেছিলেন শাকিব খান। ওই ঈদে মুক্তি পেয়েছিল শাকিব অভিনীত ‘প্রিয়তমা’। যে সিনেমার মাধ্যমে ক্যারিয়ারের নতুন অধ্যায় শুরু হয় তাঁর।

সংগীতশিল্পী হিসেবেই অঞ্জন দত্তের জনপ্রিয়তা বেশি। গান লেখা, সুর করা, গাওয়া ছাড়াও তিনি আপাদমস্তক সিনেমার মানুষ। অনেক জনপ্রিয় নির্মাতার সিনেমায় অভিনয় করেছেন। তিনি নিজেও পরিচালনা করেছেন। লেখালেখিও করেন নিয়মিত। নিজের জীবনের গল্প টুকরোভাবে বিভিন্ন সময়ে উঠে এসেছে অঞ্জনের কলমে।
১২ ঘণ্টা আগে
‘জামাই বউ অতি চালাক’, ‘প্রেমের কোনো বয়স নাই’, ‘রঙ্গিলা মজিদ’, ‘ফিটফাট বাবু’, ‘বিড়ম্বনায় বাবু’সহ বেশ কয়েকটি নাটকে একসঙ্গে অভিনয় করেছেন মোশাররফ করিম ও লাক্স তারকাখ্যাত নীলাঞ্জনা নীলা। এবার আরও এক নাটকে জুটি বাঁধলেন তাঁরা।
১২ ঘণ্টা আগে
অস্কারজয়ী হলিউড অভিনেত্রী মিশেল ইয়োর সঙ্গে জেমস ক্যামেরনের কাজ করার ইচ্ছা দীর্ঘদিনের। সদ্য মুক্তি পাওয়া ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’ সিনেমায় তাঁকে নিতে চেয়েছিলেন। তবে শেষ পর্যন্ত সেটা সম্ভব হয়নি। সম্প্রতি জেমস ক্যামেরন জানিয়েছেন, সবকিছু পরিকল্পনা মতো এগোলে ‘অ্যাভাটার ৪’-এ মিশেল ইয়োর উপস্থিতি প্র
১২ ঘণ্টা আগে
রাজধানীর কয়েকটি মিলনায়তন এবং কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী বিচ পয়েন্টে ১০ জানুয়ারি থেকে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে দেখানো হচ্ছে দেশ-বিদেশের নির্মাতাদের কাজ। উৎসবে আজ যেসব সিনেমা প্রদর্শিত হবে, রইল সে তালিকা।
১২ ঘণ্টা আগে