
ভারতের লোকসভা নির্বাচনের তৃতীয় ধাপের আগে আজ বুধবার ভারতীয় জনতা পার্টিতে (বিজেপি) যোগ দিয়েছেন কলকাতার টিভি অভিনেত্রী রুপালি গাঙ্গুলি। জনপ্রিয় ‘অনুপমা’ টিভি সিরিজে অভিনয় করে বেশ প্রশংসা কুড়িয়েছেন রুপালি। প্রধানমন্ত্রী মোদির কাজে মুগ্ধ হয়েই তিনি বিজেপিতে যোগদানের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছে এনডিটিভি।
প্রতিবেদনে বলা হয়েছে, রুপালি গাঙ্গুলির যোগদানের অনুষ্ঠানটি কলকাতায় বিজেপি দলের সদর দপ্তরে অনুষ্ঠিত হয়েছে। এতে মহারাষ্ট্রের বিজেপি নেতা বিনোদ তাওদেসহ বিজেপির বেশ কয়েকজন সিনিয়র নেতা উপস্থিত ছিলেন।
যোগদান অনুষ্ঠানে রুপালি জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং তাঁর কাজ তাঁকে বিজেপির প্রতি আকৃষ্ট করেছে।
রুপালি বলেন, ‘আমি আসলে উন্নয়নের এই মহা কর্মযজ্ঞে যোগ দিতে চেয়েছি। পরবর্তী কালে যা-ই করি না কেন, আপনাদের আশীর্বাদ কাম্য।’
গণমাধ্যমকে তিনি আরও বলেন, ‘আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজির পদাঙ্ক অনুসরণ করতে চাই এবং আমাকে যে ভূমিকাই দেওয়া হোক না কেন, নাগরিকদের সেবা করতে চাই। আমি অমিত শাহজির নির্দেশনায় কাজ করতে চাই এবং আমার সমস্ত নেতা ও কর্মীকে আমার জন্য গর্বিত করতে চাই।’
রুপালি গাঙ্গুলিকে দলে স্বাগত জানাতে গিয়ে বিজেপি নেতা বিনোদ তাওদে সমাজবাদী পার্টির নেত্রী মারিয়া আলমের ‘ভোট জেহাদ’-এর প্রসঙ্গ টেনে আনেন এবং বিরোধীদের আক্রমণ করেন।
সম্প্রতি পশ্চিমবঙ্গের ফারুখাবাদ লোকসভা আসন থেকে কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া ব্লকের প্রার্থীর জন্য ভোট চাইতে গিয়ে মারিয়া আলম ‘ভোট জেহাদের’ ডাক দিয়ে বলেছিলেন, সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য বর্তমান পরিস্থিতিতে বিজেপিকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া প্রয়োজন।
মারিয়া আলমের মন্তব্যের জবাবে তাওদে বলেন, ‘বিরোধীরা, যারা মিথ্যা প্রচার করছে, তারা এখন ভোট জিহাদের প্রচার শুরু করেছে। এটি দেখায় যে তারা বিচলিত।’

ভারতের লোকসভা নির্বাচনের তৃতীয় ধাপের আগে আজ বুধবার ভারতীয় জনতা পার্টিতে (বিজেপি) যোগ দিয়েছেন কলকাতার টিভি অভিনেত্রী রুপালি গাঙ্গুলি। জনপ্রিয় ‘অনুপমা’ টিভি সিরিজে অভিনয় করে বেশ প্রশংসা কুড়িয়েছেন রুপালি। প্রধানমন্ত্রী মোদির কাজে মুগ্ধ হয়েই তিনি বিজেপিতে যোগদানের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছে এনডিটিভি।
প্রতিবেদনে বলা হয়েছে, রুপালি গাঙ্গুলির যোগদানের অনুষ্ঠানটি কলকাতায় বিজেপি দলের সদর দপ্তরে অনুষ্ঠিত হয়েছে। এতে মহারাষ্ট্রের বিজেপি নেতা বিনোদ তাওদেসহ বিজেপির বেশ কয়েকজন সিনিয়র নেতা উপস্থিত ছিলেন।
যোগদান অনুষ্ঠানে রুপালি জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং তাঁর কাজ তাঁকে বিজেপির প্রতি আকৃষ্ট করেছে।
রুপালি বলেন, ‘আমি আসলে উন্নয়নের এই মহা কর্মযজ্ঞে যোগ দিতে চেয়েছি। পরবর্তী কালে যা-ই করি না কেন, আপনাদের আশীর্বাদ কাম্য।’
গণমাধ্যমকে তিনি আরও বলেন, ‘আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজির পদাঙ্ক অনুসরণ করতে চাই এবং আমাকে যে ভূমিকাই দেওয়া হোক না কেন, নাগরিকদের সেবা করতে চাই। আমি অমিত শাহজির নির্দেশনায় কাজ করতে চাই এবং আমার সমস্ত নেতা ও কর্মীকে আমার জন্য গর্বিত করতে চাই।’
রুপালি গাঙ্গুলিকে দলে স্বাগত জানাতে গিয়ে বিজেপি নেতা বিনোদ তাওদে সমাজবাদী পার্টির নেত্রী মারিয়া আলমের ‘ভোট জেহাদ’-এর প্রসঙ্গ টেনে আনেন এবং বিরোধীদের আক্রমণ করেন।
সম্প্রতি পশ্চিমবঙ্গের ফারুখাবাদ লোকসভা আসন থেকে কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া ব্লকের প্রার্থীর জন্য ভোট চাইতে গিয়ে মারিয়া আলম ‘ভোট জেহাদের’ ডাক দিয়ে বলেছিলেন, সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য বর্তমান পরিস্থিতিতে বিজেপিকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া প্রয়োজন।
মারিয়া আলমের মন্তব্যের জবাবে তাওদে বলেন, ‘বিরোধীরা, যারা মিথ্যা প্রচার করছে, তারা এখন ভোট জিহাদের প্রচার শুরু করেছে। এটি দেখায় যে তারা বিচলিত।’

কয়েকজন তরুণ নাট্যকর্মী নতুন ধারার থিয়েটার নির্মাণের স্বপ্ন নিয়ে গঠন করেছেন ‘থেসপিয়ানস দ্য ঢাকা’ নামের নতুন নাট্যদল। এ মাসেই ঢাকার মঞ্চে যাত্রা শুরু করবে দলটি। থেসপিয়ানস দ্য ঢাকার প্রথম প্রযোজনার নাম ‘দ্য সি অব সাইলেন্স’। নাটকটির রচনা ও নির্দেশনায় রয়েছেন তাজউদ্দিন তাজু।
২ ঘণ্টা আগে
ফজলু নামের পেনশন অফিসের তৃতীয় শ্রেণির এক অসৎ কর্মচারী এবং তার পরিণতির গল্প নিয়ে তৈরি হয়েছিল নাটক ‘কাঁটা’। ২০২৪ সালে প্রচারিত হয়েছিল বঙ্গতে। এবার আসছে নাটকটির সিকুয়েল। ১৫ জানুয়ারি বঙ্গতে মুক্তি পাবে রিয়াদ মাহমুদ রচিত ও পরিচালিত ‘কাঁটা ২’।
৩ ঘণ্টা আগে
রাজধানীর পাঁচটি মিলনায়তন এবং কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী বিচ পয়েন্টে ১০ জানুয়ারি থেকে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে দেখানো হচ্ছে দেশ-বিদেশের নির্মাতাদের কাজ।
৩ ঘণ্টা আগে
শুরু হয়ে গেছে হলিউডের পুরস্কারের মৌসুম। বছরভর যাঁদের অভিনয় মুগ্ধ করেছে দর্শকদের, এবার তাঁদের পুরস্কৃত করার পালা। গত সপ্তাহে ক্রিটিকস চয়েসের পর গতকাল অনুষ্ঠিত হলো ৮৩তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস।
৩ ঘণ্টা আগে