Ajker Patrika

মঞ্চে আসছে নতুন দলের নতুন নাটক ‘দ্য সি অব সাইলেন্স’

বিনোদন প্রতিবেদক, ঢাকা
‘দ্য সি অব সাইলেন্স’ নাটকের মহড়ার দৃশ্য। ছবি: সংগৃহীত
‘দ্য সি অব সাইলেন্স’ নাটকের মহড়ার দৃশ্য। ছবি: সংগৃহীত

কয়েকজন তরুণ নাট্যকর্মী নতুন ধারার থিয়েটার নির্মাণের স্বপ্ন নিয়ে গঠন করেছেন ‘থেসপিয়ানস দ্য ঢাকা’ নামের নতুন নাট্যদল। এ মাসেই ঢাকার মঞ্চে যাত্রা শুরু করবে দলটি। থেসপিয়ানস দ্য ঢাকার প্রথম প্রযোজনার নাম ‘দ্য সি অব সাইলেন্স’। নাটকটির রচনা ও নির্দেশনায় রয়েছেন তাজউদ্দিন তাজু।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে ১৫ জানুয়ারি সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে দেখা যাবে দ্য সি অব সাইলেন্স নাটকের উদ্বোধনী মঞ্চায়ন। পরদিন একই মিলনায়তনে বিকেল ৫টা ৪৫ মিনিটে এবং সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে রয়েছে নাটকটির আরও দুটি প্রদর্শনী।

দ্য সি অব সাইলেন্স নাটকের গল্পে দেখা যাবে, ভিয়েতনামের হাইফোং বন্দর থেকে একটি যাত্রীবাহী জাহাজ যাত্রা করে লন্ডনের উদ্দেশে। নানা শ্রেণি-পেশার মানুষে ভরা এ জাহাজে রয়েছে এক ছোট পরিবার। সোফিয়া, তার স্বামী ডেভিড আর কিশোরী জেনি। এক ঝোড়ো রাতে তাদের সম্পর্কের সীমারেখা মুছে দেয় সমুদ্রের ঢেউ, আকাশের মেঘ আর একটি মাউথঅর্গানের সুর। ধীরে ধীরে খুলে যায় মানুষের স্মৃতি, ভয়, আর গোপন অতীতের পরত। জাহাজের দুলুনির মতোই চরিত্রগুলোর জীবনে ওঠানামা করে সন্দেহ, ভালোবাসা, অপরাধবোধ ও মুক্তির আকাঙ্ক্ষা।

দ্য সি অব সাইলেন্স নাটকের নির্দেশক তাজউদ্দিন তাজু বলেন, ‘গল্প, মঞ্চ, আলো, কস্টিউমস, প্রপস, শব্দ—এসব উপাদান দিয়ে আমরা বানাই এক স্বপ্নের বাস্তবতা। এ নাটকে চেয়েছি সমুদ্রকে একটি চরিত্রে পরিণত করতে। এই মঞ্চায়ন কোনো রোমাঞ্চকর রহস্য নয়; বরং মানুষের আত্মার এক যাত্রা—পাপ থেকে অনুতাপ, অনুতাপ থেকে মুক্তির দিকে। আমি শুধু চেষ্টা করেছি দর্শকের চোখের সামনে সে যাত্রাটুকু সত্য হয়ে উঠুক।’

নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তাজউদ্দিন তাজু, অরুণা সিক্ত সাচী, কাজী আমিন, নুসরাত রেজা খান, সুলায়হা তারজিয়া, মাহাফুজ মুন্না, ফরহাদ আহমেদ শামীম, অহৃত জোয়ার্দার, স্যান্ডি রনি, সম্রাট, সোহাগ প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কী শর্তে গাজায় ট্রাম্পের বাহিনীতে যোগ দেবে বাংলাদেশ, জানালেন প্রেস সচিব

এ দেশে আমাদের বহু সুখস্মৃতি, ফিরে আসতে পেরে দারুণ আনন্দিত: নতুন মার্কিন রাষ্ট্রদূত

২০১৪ সালের নির্বাচনে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্তে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার বন্দোবস্ত হয়

তেহরানের একটি মর্গেই ১৮২ মরদেহ, ভিডিও ভাইরাল

৭ মাসেই বরখাস্ত আলোনসো, রিয়ালের নতুন কোচ হয়েছেন কে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত