বিনোদন ডেস্ক

বিগ বসের ১৯তম সিজন দিয়ে আবার ছোট পর্দায় ফিরছেন সালমান খান। আজ ২৪ আগস্ট বাংলাদেশ সময় রাত ১১টায় কালারস টিভিতে দেখা যাবে বিগ বস ১৯-এর গ্র্যান্ড প্রিমিয়ার। তার আগে রাত সাড়ে ৯টায় প্রচারিত হবে জিও হটস্টারে। বিগ বসের প্রায় দুই দশকের ইতিহাসে এবারই প্রথম, টিভির আগে প্রচারিত হচ্ছে ওটিটিতে।
বিগ বসের কল্যাণে ভারতীয় টেলিভিশন ইন্ডাস্ট্রিতে বর্তমানে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া তারকা সালমান খান। এ শোর গত সিজনেও ২০০ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন তিনি। তবে এবার প্রায় ১০০ কোটি কম পারিশ্রমিক পাচ্ছেন। কী তার কারণ?

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, বিগ বসের নতুন সিজনে প্রতি উইকেন্ডে ১০ কোটি রুপি পারিশ্রমিক নেবেন সালমান। তবে এবার পুরো শো উপস্থাপনায় থাকতে পারবেন না। পাঁচ মাস ধরে চলা এ শোর প্রথম তিন মাস দেখা যাবে সালমানকে, এরপর বিরতি দিয়ে ফিরবেন গ্র্যান্ড ফিনালেতে।
সব মিলিয়ে মোট ১৫ সপ্তাহ শোটি উপস্থাপনা করবেন সালমান। সপ্তাহে ১০ কোটির হিসেবে তাই বিগ বসের এ সিজন থেকে ১৫০ কোটি রুপি আয় হবে তাঁর। বিগ বসের আগের সিজনগুলোর তুলনায় এ অঙ্ক অনেকটা কম। ১৮তম সিজনে সালমান পেয়েছিলেন ২৫০ কোটি রুপি, তার আগের সিজনে নিয়েছিলেন ২০০ কোটি। এবার যেহেতু তিনি পুরো সিজন জুড়ে থাকছেন না, তাই পারিশ্রমিকও কমেছে।
সালমানের অনুপস্থিতিতে এবারের বিগ বসে উপস্থাপক হিসেবে দেখা যাবে ফারাহ খান ও করণ জোহরকে। আগেও বিভিন্ন সময় বিগ বসের উপস্থাপনায় দেখা গেছে তাঁদের।

১৯তম সিজনে বদলে গেছে বিগ বসের থিম। এসেছে নতুন নিয়ম। ‘ঘরওয়ালো কি সরকার’ থিমে নতুন সিজনটি সাজিয়েছেন নির্মাতারা। অর্থাৎ এবার বাড়ির সিদ্ধান্ত কেবল বিগ বসের একার হাতে নয়। বরং এই সিজনে অনুষ্ঠানটি বাড়ির সদস্যদের মতামত অনুসারে পরিচালিত হবে, যা শোতে যোগ করবে ভিন্নমাত্রা।
বিগ বসের এ সিজনে থাকবেন ১৯ জন প্রতিযোগী। তাঁদের মধ্যে আছেন ছোট পর্দার বেশ কয়েকজন অভিনয়শিল্পী, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ও কয়েকজন বাস্তবের জুটি। প্রতিযোগী হিসেবে গৌরব খান্না, আশনূর কৌর, আমল মালিক, নাগমা মিরাজকর, ডিনো জেমস, তানিয়া মিত্তাল, জিসান কাদেরি, কনিকা সদানন্দসহ বেশ কিছু নাম শোনা যাচ্ছে।

বিগ বসের ১৯তম সিজন দিয়ে আবার ছোট পর্দায় ফিরছেন সালমান খান। আজ ২৪ আগস্ট বাংলাদেশ সময় রাত ১১টায় কালারস টিভিতে দেখা যাবে বিগ বস ১৯-এর গ্র্যান্ড প্রিমিয়ার। তার আগে রাত সাড়ে ৯টায় প্রচারিত হবে জিও হটস্টারে। বিগ বসের প্রায় দুই দশকের ইতিহাসে এবারই প্রথম, টিভির আগে প্রচারিত হচ্ছে ওটিটিতে।
বিগ বসের কল্যাণে ভারতীয় টেলিভিশন ইন্ডাস্ট্রিতে বর্তমানে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া তারকা সালমান খান। এ শোর গত সিজনেও ২০০ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন তিনি। তবে এবার প্রায় ১০০ কোটি কম পারিশ্রমিক পাচ্ছেন। কী তার কারণ?

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, বিগ বসের নতুন সিজনে প্রতি উইকেন্ডে ১০ কোটি রুপি পারিশ্রমিক নেবেন সালমান। তবে এবার পুরো শো উপস্থাপনায় থাকতে পারবেন না। পাঁচ মাস ধরে চলা এ শোর প্রথম তিন মাস দেখা যাবে সালমানকে, এরপর বিরতি দিয়ে ফিরবেন গ্র্যান্ড ফিনালেতে।
সব মিলিয়ে মোট ১৫ সপ্তাহ শোটি উপস্থাপনা করবেন সালমান। সপ্তাহে ১০ কোটির হিসেবে তাই বিগ বসের এ সিজন থেকে ১৫০ কোটি রুপি আয় হবে তাঁর। বিগ বসের আগের সিজনগুলোর তুলনায় এ অঙ্ক অনেকটা কম। ১৮তম সিজনে সালমান পেয়েছিলেন ২৫০ কোটি রুপি, তার আগের সিজনে নিয়েছিলেন ২০০ কোটি। এবার যেহেতু তিনি পুরো সিজন জুড়ে থাকছেন না, তাই পারিশ্রমিকও কমেছে।
সালমানের অনুপস্থিতিতে এবারের বিগ বসে উপস্থাপক হিসেবে দেখা যাবে ফারাহ খান ও করণ জোহরকে। আগেও বিভিন্ন সময় বিগ বসের উপস্থাপনায় দেখা গেছে তাঁদের।

১৯তম সিজনে বদলে গেছে বিগ বসের থিম। এসেছে নতুন নিয়ম। ‘ঘরওয়ালো কি সরকার’ থিমে নতুন সিজনটি সাজিয়েছেন নির্মাতারা। অর্থাৎ এবার বাড়ির সিদ্ধান্ত কেবল বিগ বসের একার হাতে নয়। বরং এই সিজনে অনুষ্ঠানটি বাড়ির সদস্যদের মতামত অনুসারে পরিচালিত হবে, যা শোতে যোগ করবে ভিন্নমাত্রা।
বিগ বসের এ সিজনে থাকবেন ১৯ জন প্রতিযোগী। তাঁদের মধ্যে আছেন ছোট পর্দার বেশ কয়েকজন অভিনয়শিল্পী, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ও কয়েকজন বাস্তবের জুটি। প্রতিযোগী হিসেবে গৌরব খান্না, আশনূর কৌর, আমল মালিক, নাগমা মিরাজকর, ডিনো জেমস, তানিয়া মিত্তাল, জিসান কাদেরি, কনিকা সদানন্দসহ বেশ কিছু নাম শোনা যাচ্ছে।

সংগীতশিল্পী হিসেবেই অঞ্জন দত্তের জনপ্রিয়তা বেশি। গান লেখা, সুর করা, গাওয়া ছাড়াও তিনি আপাদমস্তক সিনেমার মানুষ। অনেক জনপ্রিয় নির্মাতার সিনেমায় অভিনয় করেছেন। তিনি নিজেও পরিচালনা করেছেন। লেখালেখিও করেন নিয়মিত। নিজের জীবনের গল্প টুকরোভাবে বিভিন্ন সময়ে উঠে এসেছে অঞ্জনের কলমে।
২০ ঘণ্টা আগে
‘জামাই বউ অতি চালাক’, ‘প্রেমের কোনো বয়স নাই’, ‘রঙ্গিলা মজিদ’, ‘ফিটফাট বাবু’, ‘বিড়ম্বনায় বাবু’সহ বেশ কয়েকটি নাটকে একসঙ্গে অভিনয় করেছেন মোশাররফ করিম ও লাক্স তারকাখ্যাত নীলাঞ্জনা নীলা। এবার আরও এক নাটকে জুটি বাঁধলেন তাঁরা।
২০ ঘণ্টা আগে
অস্কারজয়ী হলিউড অভিনেত্রী মিশেল ইয়োর সঙ্গে জেমস ক্যামেরনের কাজ করার ইচ্ছা দীর্ঘদিনের। সদ্য মুক্তি পাওয়া ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’ সিনেমায় তাঁকে নিতে চেয়েছিলেন। তবে শেষ পর্যন্ত সেটা সম্ভব হয়নি। সম্প্রতি জেমস ক্যামেরন জানিয়েছেন, সবকিছু পরিকল্পনা মতো এগোলে ‘অ্যাভাটার ৪’-এ মিশেল ইয়োর উপস্থিতি প্র
২০ ঘণ্টা আগে
রাজধানীর কয়েকটি মিলনায়তন এবং কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী বিচ পয়েন্টে ১০ জানুয়ারি থেকে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে দেখানো হচ্ছে দেশ-বিদেশের নির্মাতাদের কাজ। উৎসবে আজ যেসব সিনেমা প্রদর্শিত হবে, রইল সে তালিকা।
২০ ঘণ্টা আগে