বিনোদন প্রতিবেদক, ঢাকা

মাহদীয়া ঈশাল গান ভালোবাসেন, গাইতে ভালোবাসেন। ২০২৩ সালে ‘আরটিভি ইয়ং স্টার ২০২৩’ প্রতিযোগিতায় প্রথম রানার আপ হয়ে পরিচিতি পেয়েছেন, একই বছর উত্তর আমেরিকা ‘চ্যানেল আই সেরা কণ্ঠ’ প্রতিযোগিতায় চতুর্থ স্থান দখল করেছেন। সম্প্রতি প্রকাশিত হয়েছে তাঁর প্রথম মৌলিক গান ‘লাল-নীল ভালোবাসা’। গানটি লিখেছেন কবির বকুল, সুর করেছেন শেখ সাদী খান, মিউজিক করেছেন উজ্জ্বল সিনহা। এরই মধ্যে গানটি ‘মাহদীয়া ঈশাল’ ইউটিউব চ্যানেলসহ অডিও প্ল্যাটফর্ম স্পটিফাই, আইটিউন, আমাজন মিউজিকে রিলিজ দেওয়া হয়েছে। গানটির মিউজিক ভিডিওর শুটিং হয়েছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন লোকেশনে। কোরিওগ্রাফি করেছেন ঈশালের মা রোকেয়া জাহান হাসি, ভিডিও ধারণ করেছেন অ্যান্ড্রু বিরাজ। গানটি প্রকাশের পর থেকে দর্শকের প্রশংসা পাচ্ছেন বলে জানিয়েছেন ঈশাল।
ঈশালের বাবা মাহ্সাদুল আলম রূপম ও মা রোকেয়া জাহান হাসি যুক্তরাষ্ট্রে কর্মরত। থমাস জেফারসন হাই স্কুল ফর সায়েন্স অ্যান্ড টেকনোলজির দশম শ্রেণির শিক্ষার্থী ঈশাল নৃত্য, অভিনয় ও বেহালায় পারদর্শী। সাত বছর বয়স থেকে গান শেখা শুরু করেন। সম্প্রতি তাঁরা কয়েকজন বন্ধু মিলে ‘ল্যুমিনারি’ নামে একটি ব্যান্ড গঠন করেছেন। ঈশাল এই ব্যান্ডের লিড ভোকালিস্ট।
সাত বছর বয়সে হাস্তাসারা পারফর্মিং আর্টস থেকে সংগীতচর্চা শুরু করেন ঈশাল। ৯ বছর বয়স থেকে সংগীতগুরু উৎপল বড়ুয়ার কাছে তালিম নিচ্ছেন। এ ছাড়া ওয়াশিংটন ডিসি বাংলা স্কুলের সংগীতগুরু নাসের চৌধুরী এবং বাংলাদেশ বেতার ও টেলিভিশনের সংগীতশিল্পী বাসার শিকদারের কাছেও সংগীতের প্রশিক্ষণ নিয়েছেন। এ ছাড়া, ঈশাল নাচ শিখেছেন নিজের মায়ের কাছে।

মাহদীয়া ঈশাল বলেন, ‘ছোটবেলা থেকেই গান আর নাচের প্রতি আমার ভালোবাসা। মায়ের কাছে নাচের হাতেখড়ি, তিনিই আমার নাচের গুরু। আমি এই প্রজন্মের একজন শিল্পী হিসেবে সারা বিশ্বে বাংলা গানকে ছড়িয়ে দিতে চাই। লাল-নীল ভালোবাসা গানটি প্রকাশের পর থেকে অভূতপূর্ব সাড়া পেয়েছি। এর ফলে, নতুন গান করার অনুপ্রেরণা পেলাম।’

মাহদীয়া ঈশাল গান ভালোবাসেন, গাইতে ভালোবাসেন। ২০২৩ সালে ‘আরটিভি ইয়ং স্টার ২০২৩’ প্রতিযোগিতায় প্রথম রানার আপ হয়ে পরিচিতি পেয়েছেন, একই বছর উত্তর আমেরিকা ‘চ্যানেল আই সেরা কণ্ঠ’ প্রতিযোগিতায় চতুর্থ স্থান দখল করেছেন। সম্প্রতি প্রকাশিত হয়েছে তাঁর প্রথম মৌলিক গান ‘লাল-নীল ভালোবাসা’। গানটি লিখেছেন কবির বকুল, সুর করেছেন শেখ সাদী খান, মিউজিক করেছেন উজ্জ্বল সিনহা। এরই মধ্যে গানটি ‘মাহদীয়া ঈশাল’ ইউটিউব চ্যানেলসহ অডিও প্ল্যাটফর্ম স্পটিফাই, আইটিউন, আমাজন মিউজিকে রিলিজ দেওয়া হয়েছে। গানটির মিউজিক ভিডিওর শুটিং হয়েছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন লোকেশনে। কোরিওগ্রাফি করেছেন ঈশালের মা রোকেয়া জাহান হাসি, ভিডিও ধারণ করেছেন অ্যান্ড্রু বিরাজ। গানটি প্রকাশের পর থেকে দর্শকের প্রশংসা পাচ্ছেন বলে জানিয়েছেন ঈশাল।
ঈশালের বাবা মাহ্সাদুল আলম রূপম ও মা রোকেয়া জাহান হাসি যুক্তরাষ্ট্রে কর্মরত। থমাস জেফারসন হাই স্কুল ফর সায়েন্স অ্যান্ড টেকনোলজির দশম শ্রেণির শিক্ষার্থী ঈশাল নৃত্য, অভিনয় ও বেহালায় পারদর্শী। সাত বছর বয়স থেকে গান শেখা শুরু করেন। সম্প্রতি তাঁরা কয়েকজন বন্ধু মিলে ‘ল্যুমিনারি’ নামে একটি ব্যান্ড গঠন করেছেন। ঈশাল এই ব্যান্ডের লিড ভোকালিস্ট।
সাত বছর বয়সে হাস্তাসারা পারফর্মিং আর্টস থেকে সংগীতচর্চা শুরু করেন ঈশাল। ৯ বছর বয়স থেকে সংগীতগুরু উৎপল বড়ুয়ার কাছে তালিম নিচ্ছেন। এ ছাড়া ওয়াশিংটন ডিসি বাংলা স্কুলের সংগীতগুরু নাসের চৌধুরী এবং বাংলাদেশ বেতার ও টেলিভিশনের সংগীতশিল্পী বাসার শিকদারের কাছেও সংগীতের প্রশিক্ষণ নিয়েছেন। এ ছাড়া, ঈশাল নাচ শিখেছেন নিজের মায়ের কাছে।

মাহদীয়া ঈশাল বলেন, ‘ছোটবেলা থেকেই গান আর নাচের প্রতি আমার ভালোবাসা। মায়ের কাছে নাচের হাতেখড়ি, তিনিই আমার নাচের গুরু। আমি এই প্রজন্মের একজন শিল্পী হিসেবে সারা বিশ্বে বাংলা গানকে ছড়িয়ে দিতে চাই। লাল-নীল ভালোবাসা গানটি প্রকাশের পর থেকে অভূতপূর্ব সাড়া পেয়েছি। এর ফলে, নতুন গান করার অনুপ্রেরণা পেলাম।’

উপস্থাপক রাফসান সাবাবের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন সংগীতশিল্পী জেফার রহমান। গতকাল বুধবার দুপুরে সোশ্যাল মিডিয়ায় বিয়ের ছবি শেয়ার করে বিষয়টি নিশ্চিত করলেন জেফার ও রাফসান। জানা গেছে, ঢাকার অদূরে আমিনবাজারের একটি রিসোর্টে দুই পরিবারের সদস্য ও শোবিজ অঙ্গনের ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে বিয়ের আয়োজন করা হয়।
১২ ঘণ্টা আগে
রাজধানীর পাঁচটি মিলনায়তন এবং কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী বিচ পয়েন্টে ১০ জানুয়ারি থেকে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে দেখানো হচ্ছে দেশ-বিদেশের নির্মাতাদের কাজ। আজ যেসব সিনেমা প্রদর্শিত হবে, রইল সে তালিকা।
১২ ঘণ্টা আগে
বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ শেষে গত বছর একত্র হন বিটিএসের সাত সদস্য আর এম, জিন, জে হোপ, জিমিন, ভি, জাং কুক ও সুগা। ফিরেই ঘোষণা দেন নতুন অ্যালবাম এবং ওয়ার্ল্ড ট্যুর কনসার্টের। এ মাসের শুরুতে বিটিএস জানায়, আগামী ২০ মার্চ প্রকাশ পাবে বিটিএসের নতুন অ্যালবাম। এবার কে-পপ ব্যান্ডটি প্রকাশ করল...
১২ ঘণ্টা আগে
মুক্তির পর সিনেমা বিশ্লেষক থেকে শুরু করে সাধারণ দর্শকদের তোপের মুখে পড়ে অ্যাভাটার সিরিজের তৃতীয় কিস্তি ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’। গল্প নিয়ে তীব্র সমালোচনা আর অগোছালো প্লটের অভিযোগ—এসব নিয়েই বক্স অফিসে ঝড় তোলে অ্যাভাটারের তৃতীয় কিস্তি। দর্শকদের একটি বড় অংশ অসন্তোষ প্রকাশ করলেও মুক্তির...
১৪ ঘণ্টা আগে