বিনোদন ডেস্ক

প্রায় ১০ বছর পর কাছাকাছি এলেন তাঁরা। পাশাপাশি বসলেন, আড্ডা দিলেন। একে অপরের প্রশংসা যেমন করলেন, তেমনি ছুড়ে দিলেন কিছু বেয়াড়া প্রশ্নও। চলল খুনসুটি। দক্ষিণ কলকাতার নজরুল মঞ্চে দেব-শুভশ্রীর সামনে তখন হলভর্তি দর্শক। সবাই করতালি ও উল্লাসধ্বনি দিয়ে স্মরণীয় করে রাখলেন দেব-শুভশ্রীর এই রি-ইউনিয়ন।
কৌশিক গাঙ্গুলির পরিচালনায় এক দশক আগে ‘ধূমকেতু’ সিনেমায় অভিনয় করেছিলেন দেব ও শুভশ্রী। সেটি তাঁদের জুটি বেঁধে সর্বশেষ একসঙ্গে অভিনয়। তারপর সম্পর্কে ছেদ পড়ে। ধূমকেতুর ভাগ্যও ঝুলে যায়। অবশেষে ধূমকেতু আলোর মুখ দেখছে। ১৪ আগস্ট মুক্তি পাবে সিনেমাটি। তার আগে গত সোমবার সন্ধ্যায় সিনেমার ট্রেলার মুক্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এক দশক পর একসঙ্গে দেখা গেল দেব-শুভশ্রীকে।

এত দিন পর দেখা হয়ে প্রথম কী কথা বললেন দুজন? দেবের উত্তর, ‘ওর অনেক ইন্টারভিউ দেখেছি। যখনই দেব বা ধূমকেতুর প্রসঙ্গ আসে, ওর মুখ অন্ধকার হয়ে যায়। তাই দেখা হওয়ার পর বললাম, একটু হেসো, তাহলে খারাপ কথাগুলোও শুনতে ভালো লাগবে। তোমার হাসিটা মিস করছিলাম।’
আর শুভশ্রী কী বললেন? তাঁর মুখ থেকে কথা কেড়ে নিয়ে উত্তর দিলেন দেব, ‘ও বলেছে, আমার সঙ্গে ফ্রেন্ডশিপ করবে।’ যদিও এটা মজা করে বলা।
শুভশ্রী জানালেন, এটি প্রথম নয়, আগেও বেশ কয়েকবার দেখা হয়েছে তাঁদের। বিভিন্ন সিনেমার প্রিমিয়ারে, চলচ্চিত্র উৎসবে; কিন্তু কথা তেমন হতো না। ধূমকেতুর মুক্তি উপলক্ষে পুরোনো অভিমান ভুলে একই মঞ্চে এলেন তাঁরা। দেব বলেন, ‘আমাদের জীবন অনেক পাল্টে গেছে। চিন্তাভাবনা পাল্টেছে। আমাদের মধ্যে দূরত্ব চলে এসেছে। ঝগড়া হয়েছে, অশান্তি হয়েছে, অনেক গ্যাপ বেড়েছে। তবে রাগ, অভিমান—সব ভুলে গিয়ে একটা সিনেমার জন্য আমরা এই মঞ্চে এসেছি।’
সোশ্যাল মিডিয়ায় এত দিন শুভশ্রীকে ব্লক করে রেখেছিলেন দেব। সোশ্যাল মিডিয়ার প্রসঙ্গ আসতেই শুভশ্রী আরেকবার খোঁচা দিলেন দেবকে, ‘ওকে জিজ্ঞেস করো, কে ব্লক করেছে। আমি তো করিনি।’ এরপর দুজন মঞ্চে বসে ইনস্টাগ্রামে ফলো করেন। দুজন একসঙ্গে সেলফি তোলেন। ভালো চিত্রনাট্য পেলে আবারও একসঙ্গে অভিনয় করবেন বলে জানান।
একসময় দেব-শুভশ্রী ছিল টালিউডের হিট জুটি। ব্যক্তিগত জীবনে তাঁদের প্রেমের গল্প অজানা ছিল না কারও। ২০০৯ সালে ‘চ্যালেঞ্জ’ দিয়ে তাঁদের সাফল্যের শুরু। এরপর ‘পরাণ যায় জ্বলিয়া রে’, ‘রোমিও’, ‘খোকাবাবু’ ও ‘খোকা ৪২০’ জনপ্রিয়তা পায়। আর কখনো একসঙ্গে দেখা যায়নি এই জুটিকে। এরপর প্রেম ভাঙে তাঁদের। সময়ের নিয়মে নিজেদের জীবন সাজিয়ে নিয়েছেন দুজনেই। পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে সুখী দাম্পত্য শুভশ্রীর আর অভিনেত্রী রুক্মিণীর সঙ্গে সম্পর্ক রয়েছে দেবের।

প্রায় ১০ বছর পর কাছাকাছি এলেন তাঁরা। পাশাপাশি বসলেন, আড্ডা দিলেন। একে অপরের প্রশংসা যেমন করলেন, তেমনি ছুড়ে দিলেন কিছু বেয়াড়া প্রশ্নও। চলল খুনসুটি। দক্ষিণ কলকাতার নজরুল মঞ্চে দেব-শুভশ্রীর সামনে তখন হলভর্তি দর্শক। সবাই করতালি ও উল্লাসধ্বনি দিয়ে স্মরণীয় করে রাখলেন দেব-শুভশ্রীর এই রি-ইউনিয়ন।
কৌশিক গাঙ্গুলির পরিচালনায় এক দশক আগে ‘ধূমকেতু’ সিনেমায় অভিনয় করেছিলেন দেব ও শুভশ্রী। সেটি তাঁদের জুটি বেঁধে সর্বশেষ একসঙ্গে অভিনয়। তারপর সম্পর্কে ছেদ পড়ে। ধূমকেতুর ভাগ্যও ঝুলে যায়। অবশেষে ধূমকেতু আলোর মুখ দেখছে। ১৪ আগস্ট মুক্তি পাবে সিনেমাটি। তার আগে গত সোমবার সন্ধ্যায় সিনেমার ট্রেলার মুক্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এক দশক পর একসঙ্গে দেখা গেল দেব-শুভশ্রীকে।

এত দিন পর দেখা হয়ে প্রথম কী কথা বললেন দুজন? দেবের উত্তর, ‘ওর অনেক ইন্টারভিউ দেখেছি। যখনই দেব বা ধূমকেতুর প্রসঙ্গ আসে, ওর মুখ অন্ধকার হয়ে যায়। তাই দেখা হওয়ার পর বললাম, একটু হেসো, তাহলে খারাপ কথাগুলোও শুনতে ভালো লাগবে। তোমার হাসিটা মিস করছিলাম।’
আর শুভশ্রী কী বললেন? তাঁর মুখ থেকে কথা কেড়ে নিয়ে উত্তর দিলেন দেব, ‘ও বলেছে, আমার সঙ্গে ফ্রেন্ডশিপ করবে।’ যদিও এটা মজা করে বলা।
শুভশ্রী জানালেন, এটি প্রথম নয়, আগেও বেশ কয়েকবার দেখা হয়েছে তাঁদের। বিভিন্ন সিনেমার প্রিমিয়ারে, চলচ্চিত্র উৎসবে; কিন্তু কথা তেমন হতো না। ধূমকেতুর মুক্তি উপলক্ষে পুরোনো অভিমান ভুলে একই মঞ্চে এলেন তাঁরা। দেব বলেন, ‘আমাদের জীবন অনেক পাল্টে গেছে। চিন্তাভাবনা পাল্টেছে। আমাদের মধ্যে দূরত্ব চলে এসেছে। ঝগড়া হয়েছে, অশান্তি হয়েছে, অনেক গ্যাপ বেড়েছে। তবে রাগ, অভিমান—সব ভুলে গিয়ে একটা সিনেমার জন্য আমরা এই মঞ্চে এসেছি।’
সোশ্যাল মিডিয়ায় এত দিন শুভশ্রীকে ব্লক করে রেখেছিলেন দেব। সোশ্যাল মিডিয়ার প্রসঙ্গ আসতেই শুভশ্রী আরেকবার খোঁচা দিলেন দেবকে, ‘ওকে জিজ্ঞেস করো, কে ব্লক করেছে। আমি তো করিনি।’ এরপর দুজন মঞ্চে বসে ইনস্টাগ্রামে ফলো করেন। দুজন একসঙ্গে সেলফি তোলেন। ভালো চিত্রনাট্য পেলে আবারও একসঙ্গে অভিনয় করবেন বলে জানান।
একসময় দেব-শুভশ্রী ছিল টালিউডের হিট জুটি। ব্যক্তিগত জীবনে তাঁদের প্রেমের গল্প অজানা ছিল না কারও। ২০০৯ সালে ‘চ্যালেঞ্জ’ দিয়ে তাঁদের সাফল্যের শুরু। এরপর ‘পরাণ যায় জ্বলিয়া রে’, ‘রোমিও’, ‘খোকাবাবু’ ও ‘খোকা ৪২০’ জনপ্রিয়তা পায়। আর কখনো একসঙ্গে দেখা যায়নি এই জুটিকে। এরপর প্রেম ভাঙে তাঁদের। সময়ের নিয়মে নিজেদের জীবন সাজিয়ে নিয়েছেন দুজনেই। পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে সুখী দাম্পত্য শুভশ্রীর আর অভিনেত্রী রুক্মিণীর সঙ্গে সম্পর্ক রয়েছে দেবের।

কয়েকজন তরুণ নাট্যকর্মী নতুন ধারার থিয়েটার নির্মাণের স্বপ্ন নিয়ে গঠন করেছেন ‘থেসপিয়ানস দ্য ঢাকা’ নামের নতুন নাট্যদল। এ মাসেই ঢাকার মঞ্চে যাত্রা শুরু করবে দলটি। থেসপিয়ানস দ্য ঢাকার প্রথম প্রযোজনার নাম ‘দ্য সি অব সাইলেন্স’। নাটকটির রচনা ও নির্দেশনায় রয়েছেন তাজউদ্দিন তাজু।
১০ ঘণ্টা আগে
ফজলু নামের পেনশন অফিসের তৃতীয় শ্রেণির এক অসৎ কর্মচারী এবং তার পরিণতির গল্প নিয়ে তৈরি হয়েছিল নাটক ‘কাঁটা’। ২০২৪ সালে প্রচারিত হয়েছিল বঙ্গতে। এবার আসছে নাটকটির সিকুয়েল। ১৫ জানুয়ারি বঙ্গতে মুক্তি পাবে রিয়াদ মাহমুদ রচিত ও পরিচালিত ‘কাঁটা ২’।
১০ ঘণ্টা আগে
রাজধানীর পাঁচটি মিলনায়তন এবং কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী বিচ পয়েন্টে ১০ জানুয়ারি থেকে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে দেখানো হচ্ছে দেশ-বিদেশের নির্মাতাদের কাজ।
১০ ঘণ্টা আগে
শুরু হয়ে গেছে হলিউডের পুরস্কারের মৌসুম। বছরভর যাঁদের অভিনয় মুগ্ধ করেছে দর্শকদের, এবার তাঁদের পুরস্কৃত করার পালা। গত সপ্তাহে ক্রিটিকস চয়েসের পর গতকাল অনুষ্ঠিত হলো ৮৩তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস।
১০ ঘণ্টা আগে