
ইমরোজ শাওনের পরিচালনায় ‘আশিকি’ নাটকে রকস্টার চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান। ঈদের আগে নাটকের ট্রেলার প্রকাশের পর সোশ্যাল মিডিয়ায় ট্রলের মুখে পড়েন জোভান। গিটার হাতে গান গাওয়ার সময় তাঁর অভিব্যক্তিকে অনেকেই অতিনাটকীয় বলে উল্লেখ করেন। বিভিন্ন পেজ ও গ্রুপে চলে তুমুল সমালোচনা। অসংখ্য মিম ও ব্যঙ্গবিদ্রুপ দেখা গেছে অভিনেতাকে ঘিরে। কিন্তু ইউটিউবে মুক্তির পর সে নাটক দেখতেই হুমড়ি খেয়ে পড়েছেন দর্শক। মুক্তির দ্বিতীয় দিনেই ইউটিউব ট্রেন্ডিংয়ে দ্বিতীয় স্থানে রয়েছে আশিকি।
ঈদের দিন মাছরাঙা টেলিভিশনে প্রচার হওয়ার পর ৮ জুন সিএমভি ইউটিউব চ্যানেলে মুক্তি পায় আশিকি। মুক্তির দুই দিনের মাথায় নাটকটি পার করেছে ৬০ লাখ ভিউজের ঘর। বাংলাদেশ থেকে ইউটিউব ট্রেন্ডিংয়ে দ্বিতীয় স্থানে রয়েছে নাটকটি, যা নাটকের মধ্যে শীর্ষে। ৯ হাজারের বেশি মন্তব্য যুক্ত হয়েছে নাটকটির ইউটিউব লিঙ্কের নিচে।
মুক্তির আগেই জোভানের একটি গানের ক্লিপ ভাইরাল প্রসঙ্গে মহিম আহমেদ নামের এক দর্শক লিখেছেন, ‘নাটকের শেষের কাহিনির কারণে গানে এমন অভিনয়। বেশ ভালো লেগেছে। আসলে আমরা না বুঝে লাফাই বেশি। পরিশেষে জোভানকে বলি, ভাই এগিয়ে চলো। সমালোচকেরা অনেক কথা বলবে, কাজ দিয়ে প্রমাণ করবে তোমার যোগ্যতা।’
তোফাজ্জল আরমান নামের আরেক দর্শক লিখেছেন, ‘না দেখে অনেকেই সমালোচনার ঝড় বইয়ে দেয়। ভালো-খারাপ জাজ করতে আগে দেখতে হয়। ভালো হয়েছে কাজটা। এই নাটক হিট হবে।’

আশিকি নাটকের গল্পে দেখা যায়, বাবার স্বপ্ন পূরণের জন্য শহরে এসে কলেজে ভর্তি হয় আশিক। ভালো গান করে, স্বপ্ন দেখে বড় গায়ক হওয়ার। তবে সে দেখতে অসুন্দর, চেহারায় দাগ, দাঁত বড়। একসময় ধনী পরিবারের মেয়ে জেসিয়ার প্রেমে পড়ে আশিক। প্রেমের প্রস্তাব দিলে জনসমক্ষে আশিককে অপমান করে জেসিয়া। একদিন বড় এক সংগীত পরিচালকের সঙ্গে কাজ করার সুযোগ পায় আশিক। ধীরে ধীরে হয়ে ওঠে জনপ্রিয় গায়ক। নির্মাতা জানান, নাটকে অনেক বিষয় প্রতিফলিত হয়েছে। একজন শিল্পীর স্ট্রাগল এবং সেটি জয়ের গল্প যেমন আছে, তেমনি একজন ধনীর দুলালীর অসাধারণ এক প্রেমের বয়ানও আছে।
এই নাটকে জোভানের বিপরীতে জেসিয়া চরিত্রে অভিনয় করেছেন নাজনীন নিহা। চমক হিসেবে একটি দৃশ্যে রয়েছেন সংগীতশিল্পী দিলশাদ নাহার কণা।

সার্কাসকন্যা তারা ও হোসেন মাঝির গল্প নিয়ে অরুণ চৌধুরী বানিয়েছেন ‘জলে জ্বলে তারা’। সরকারি অনুদানে নির্মিত সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল গত বছর ফেব্রুয়ারিতে। এবার সেটি মুক্তি পেল ইউটিউবে। তবে বদলে গেছে নাম। টেন স্টুডিওস নামের ইউটিউব চ্যানেলে ‘তারার সার্কাস’ নামে দেখা যাচ্ছে সিনেমাটি।
৩ ঘণ্টা আগে
গত নভেম্বরে খবর ছড়িয়েছিল, আবু হায়াত মাহমুদের ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম’ সিনেমায় শাকিব খানের নায়িকা হচ্ছেন পশ্চিমবঙ্গের জ্যোতির্ময়ী কুণ্ডু। তবে এমন খবরের কোনো নিশ্চয়তা দেননি নির্মাতা। শুধু জানিয়েছিলেন, বাংলাদেশের পাশাপাশি এই সিনেমায় দেখা যাবে ভারতের একজন নায়িকাকে।
৭ ঘণ্টা আগে
এই সময়ের অন্যতম সেরা কমেডিয়ানের নাম জাকির খান। ভারতীয় এই স্ট্যান্ডআপ কমেডিয়ানের জনপ্রিয়তা ছড়িয়ে আছে সারা বিশ্বে। আমাজন প্রাইমে প্রচারিত হয়েছে তাঁর একাধিক কমেডি শো। প্রথম ভারতীয় কমেডিয়ান হিসেবে ম্যাডিসন স্কয়ার গার্ডেনে পারফর্ম করেছেন জাকির। বেশ কিছু ওয়েব সিরিজেও অভিনয় করেছেন।
১৩ ঘণ্টা আগে
মারা গেছেন বাংলা সিনেমার সোনালি যুগের অভিনেতা ইলিয়াস জাভেদ। অনেক দিন ধরে ক্যানসারে ভুগছিলেন। আজ বুধবার সকাল সাড়ে ১১টার দিকে ঢাকার উত্তরার একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
১ দিন আগে