বিনোদন প্রতিবেদক, ঢাকা

ইমরোজ শাওনের পরিচালনায় ‘আশিকি’ নাটকে রকস্টার চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান। ঈদের আগে নাটকের ট্রেলার প্রকাশের পর সোশ্যাল মিডিয়ায় ট্রলের মুখে পড়েন জোভান। গিটার হাতে গান গাওয়ার সময় তাঁর অভিব্যক্তিকে অনেকেই অতিনাটকীয় বলে উল্লেখ করেন। বিভিন্ন পেজ ও গ্রুপে চলে তুমুল সমালোচনা। অসংখ্য মিম ও ব্যঙ্গবিদ্রুপ দেখা গেছে অভিনেতাকে ঘিরে। কিন্তু ইউটিউবে মুক্তির পর সে নাটক দেখতেই হুমড়ি খেয়ে পড়েছেন দর্শক। মুক্তির দ্বিতীয় দিনেই ইউটিউব ট্রেন্ডিংয়ে দ্বিতীয় স্থানে রয়েছে আশিকি।
ঈদের দিন মাছরাঙা টেলিভিশনে প্রচার হওয়ার পর ৮ জুন সিএমভি ইউটিউব চ্যানেলে মুক্তি পায় আশিকি। মুক্তির দুই দিনের মাথায় নাটকটি পার করেছে ৬০ লাখ ভিউজের ঘর। বাংলাদেশ থেকে ইউটিউব ট্রেন্ডিংয়ে দ্বিতীয় স্থানে রয়েছে নাটকটি, যা নাটকের মধ্যে শীর্ষে। ৯ হাজারের বেশি মন্তব্য যুক্ত হয়েছে নাটকটির ইউটিউব লিঙ্কের নিচে।
মুক্তির আগেই জোভানের একটি গানের ক্লিপ ভাইরাল প্রসঙ্গে মহিম আহমেদ নামের এক দর্শক লিখেছেন, ‘নাটকের শেষের কাহিনির কারণে গানে এমন অভিনয়। বেশ ভালো লেগেছে। আসলে আমরা না বুঝে লাফাই বেশি। পরিশেষে জোভানকে বলি, ভাই এগিয়ে চলো। সমালোচকেরা অনেক কথা বলবে, কাজ দিয়ে প্রমাণ করবে তোমার যোগ্যতা।’
তোফাজ্জল আরমান নামের আরেক দর্শক লিখেছেন, ‘না দেখে অনেকেই সমালোচনার ঝড় বইয়ে দেয়। ভালো-খারাপ জাজ করতে আগে দেখতে হয়। ভালো হয়েছে কাজটা। এই নাটক হিট হবে।’

আশিকি নাটকের গল্পে দেখা যায়, বাবার স্বপ্ন পূরণের জন্য শহরে এসে কলেজে ভর্তি হয় আশিক। ভালো গান করে, স্বপ্ন দেখে বড় গায়ক হওয়ার। তবে সে দেখতে অসুন্দর, চেহারায় দাগ, দাঁত বড়। একসময় ধনী পরিবারের মেয়ে জেসিয়ার প্রেমে পড়ে আশিক। প্রেমের প্রস্তাব দিলে জনসমক্ষে আশিককে অপমান করে জেসিয়া। একদিন বড় এক সংগীত পরিচালকের সঙ্গে কাজ করার সুযোগ পায় আশিক। ধীরে ধীরে হয়ে ওঠে জনপ্রিয় গায়ক। নির্মাতা জানান, নাটকে অনেক বিষয় প্রতিফলিত হয়েছে। একজন শিল্পীর স্ট্রাগল এবং সেটি জয়ের গল্প যেমন আছে, তেমনি একজন ধনীর দুলালীর অসাধারণ এক প্রেমের বয়ানও আছে।
এই নাটকে জোভানের বিপরীতে জেসিয়া চরিত্রে অভিনয় করেছেন নাজনীন নিহা। চমক হিসেবে একটি দৃশ্যে রয়েছেন সংগীতশিল্পী দিলশাদ নাহার কণা।

ইমরোজ শাওনের পরিচালনায় ‘আশিকি’ নাটকে রকস্টার চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান। ঈদের আগে নাটকের ট্রেলার প্রকাশের পর সোশ্যাল মিডিয়ায় ট্রলের মুখে পড়েন জোভান। গিটার হাতে গান গাওয়ার সময় তাঁর অভিব্যক্তিকে অনেকেই অতিনাটকীয় বলে উল্লেখ করেন। বিভিন্ন পেজ ও গ্রুপে চলে তুমুল সমালোচনা। অসংখ্য মিম ও ব্যঙ্গবিদ্রুপ দেখা গেছে অভিনেতাকে ঘিরে। কিন্তু ইউটিউবে মুক্তির পর সে নাটক দেখতেই হুমড়ি খেয়ে পড়েছেন দর্শক। মুক্তির দ্বিতীয় দিনেই ইউটিউব ট্রেন্ডিংয়ে দ্বিতীয় স্থানে রয়েছে আশিকি।
ঈদের দিন মাছরাঙা টেলিভিশনে প্রচার হওয়ার পর ৮ জুন সিএমভি ইউটিউব চ্যানেলে মুক্তি পায় আশিকি। মুক্তির দুই দিনের মাথায় নাটকটি পার করেছে ৬০ লাখ ভিউজের ঘর। বাংলাদেশ থেকে ইউটিউব ট্রেন্ডিংয়ে দ্বিতীয় স্থানে রয়েছে নাটকটি, যা নাটকের মধ্যে শীর্ষে। ৯ হাজারের বেশি মন্তব্য যুক্ত হয়েছে নাটকটির ইউটিউব লিঙ্কের নিচে।
মুক্তির আগেই জোভানের একটি গানের ক্লিপ ভাইরাল প্রসঙ্গে মহিম আহমেদ নামের এক দর্শক লিখেছেন, ‘নাটকের শেষের কাহিনির কারণে গানে এমন অভিনয়। বেশ ভালো লেগেছে। আসলে আমরা না বুঝে লাফাই বেশি। পরিশেষে জোভানকে বলি, ভাই এগিয়ে চলো। সমালোচকেরা অনেক কথা বলবে, কাজ দিয়ে প্রমাণ করবে তোমার যোগ্যতা।’
তোফাজ্জল আরমান নামের আরেক দর্শক লিখেছেন, ‘না দেখে অনেকেই সমালোচনার ঝড় বইয়ে দেয়। ভালো-খারাপ জাজ করতে আগে দেখতে হয়। ভালো হয়েছে কাজটা। এই নাটক হিট হবে।’

আশিকি নাটকের গল্পে দেখা যায়, বাবার স্বপ্ন পূরণের জন্য শহরে এসে কলেজে ভর্তি হয় আশিক। ভালো গান করে, স্বপ্ন দেখে বড় গায়ক হওয়ার। তবে সে দেখতে অসুন্দর, চেহারায় দাগ, দাঁত বড়। একসময় ধনী পরিবারের মেয়ে জেসিয়ার প্রেমে পড়ে আশিক। প্রেমের প্রস্তাব দিলে জনসমক্ষে আশিককে অপমান করে জেসিয়া। একদিন বড় এক সংগীত পরিচালকের সঙ্গে কাজ করার সুযোগ পায় আশিক। ধীরে ধীরে হয়ে ওঠে জনপ্রিয় গায়ক। নির্মাতা জানান, নাটকে অনেক বিষয় প্রতিফলিত হয়েছে। একজন শিল্পীর স্ট্রাগল এবং সেটি জয়ের গল্প যেমন আছে, তেমনি একজন ধনীর দুলালীর অসাধারণ এক প্রেমের বয়ানও আছে।
এই নাটকে জোভানের বিপরীতে জেসিয়া চরিত্রে অভিনয় করেছেন নাজনীন নিহা। চমক হিসেবে একটি দৃশ্যে রয়েছেন সংগীতশিল্পী দিলশাদ নাহার কণা।

উপস্থাপক রাফসান সাবাবের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন সংগীতশিল্পী জেফার রহমান। গতকাল বুধবার দুপুরে সোশ্যাল মিডিয়ায় বিয়ের ছবি শেয়ার করে বিষয়টি নিশ্চিত করলেন জেফার ও রাফসান। জানা গেছে, ঢাকার অদূরে আমিনবাজারের একটি রিসোর্টে দুই পরিবারের সদস্য ও শোবিজ অঙ্গনের ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে বিয়ের আয়োজন করা হয়।
১ দিন আগে
রাজধানীর পাঁচটি মিলনায়তন এবং কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী বিচ পয়েন্টে ১০ জানুয়ারি থেকে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে দেখানো হচ্ছে দেশ-বিদেশের নির্মাতাদের কাজ। আজ যেসব সিনেমা প্রদর্শিত হবে, রইল সে তালিকা।
১ দিন আগে
বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ শেষে গত বছর একত্র হন বিটিএসের সাত সদস্য আর এম, জিন, জে হোপ, জিমিন, ভি, জাং কুক ও সুগা। ফিরেই ঘোষণা দেন নতুন অ্যালবাম এবং ওয়ার্ল্ড ট্যুর কনসার্টের। এ মাসের শুরুতে বিটিএস জানায়, আগামী ২০ মার্চ প্রকাশ পাবে বিটিএসের নতুন অ্যালবাম। এবার কে-পপ ব্যান্ডটি প্রকাশ করল...
১ দিন আগে
মুক্তির পর সিনেমা বিশ্লেষক থেকে শুরু করে সাধারণ দর্শকদের তোপের মুখে পড়ে অ্যাভাটার সিরিজের তৃতীয় কিস্তি ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’। গল্প নিয়ে তীব্র সমালোচনা আর অগোছালো প্লটের অভিযোগ—এসব নিয়েই বক্স অফিসে ঝড় তোলে অ্যাভাটারের তৃতীয় কিস্তি। দর্শকদের একটি বড় অংশ অসন্তোষ প্রকাশ করলেও মুক্তির...
১ দিন আগে