নিজস্ব প্রতিবেদক, ঢাকা

কথিত তৌহিদী জনতার হুমকিতে মহিলা সমিতিতে বন্ধ হয়ে গিয়েছিল প্রাঙ্গণেমোর প্রযোজিত ‘শেষের কবিতা’ নাটক প্রদর্শনী। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রশাসনের নিরাপত্তা সহযোগিতায় এবার নাটকটির পয়লা বৈশাখ ও এর পরদিন দুটো প্রদর্শনী হচ্ছে।
প্রাঙ্গণেমোরের কর্ণধার অনন্ত হিরা আজকের পত্রিকাকে বলেন, ‘প্রশাসন আমাদের নিরাপত্তার বিষয়ে আশ্বস্ত করেছে। আমরা আগামীকাল ও পরের দিন শো দুটো করছি। আমাদের কাজ যেহেতু নাটক প্রদর্শনী, তাই আমাদের নাটক বন্ধ হওয়ার বিরুদ্ধে যে প্রতিবাদ কর্মসূচি ছিল, সেটি আর হবে না।’
বাংলাদেশ মহিলা সমিতির ব্যবস্থাপনা কর্মকর্তা গাজী ফিরোজ আহমেদও জানিয়েছেন, প্রাঙ্গণেমোরের সঙ্গে আলোচনা হয়েছে। নাটকের প্রদর্শনী হচ্ছে কাল।
আজ সকালে অভিনেতা ও নির্দেশক অনন্ত হিরা এক ফেসবুক পোস্টে জানান, চৈত্রসংক্রান্তি ও পয়লা বৈশাখে মহিলা সমিতির মঞ্চে তাঁরা নাটক করতে পারছেন না। তিনি লেখেন, ‘মহিলা সমিতি আজ সকাল দশটায় ফোন করে জানাল তৌহিদী জনতা তাঁদেরকে চিঠি দিয়েছে, মহিলা সমিতিতে যেন কোনো প্রদর্শনী করতে দেওয়া না হয়। আজ চৈত্রসংক্রান্তি এবং আগামীকাল পয়লা বৈশাখ আমাদের ‘‘শেষের কবিতা’’ নাটকের প্রদর্শনী হওয়ার কথা।’
অনন্ত হিরা আরও লিখেছেন, ‘আমরা মহিলা সমিতিকে দুই দিনের হল ভাড়া দিয়েছি। প্রচার, প্রকাশনায় সকল খরচ করা হয়ে গেছে। আমাদের সকল প্রস্তুতি, সকল আয়োজন সম্পন্ন।’
তিনি আরও লিখেছেন, ‘আমরা মহিলা সমিতিকে বলেছি আপনারা প্রশাসনের সাহায্য নেন, প্রশাসন অপারগতা প্রকাশ করলে না হয় আমরা প্রদর্শনী নাইবা করলাম। মহিলা সমিতি জানাল কত কিছুই তো নষ্ট হয়ে যাচ্ছে প্রশাসন তো বন্ধ করতে পারছে না। প্রশাসন কি সহযোগিতা করবেন আমাদের?’
এর পরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হয়। অবশেষে প্রাঙ্গণেমোর থেকে জানানো হয়েছে, প্রশাসন আশ্বস্ত করেছে নিরাপত্তা দিতে।

কথিত তৌহিদী জনতার হুমকিতে মহিলা সমিতিতে বন্ধ হয়ে গিয়েছিল প্রাঙ্গণেমোর প্রযোজিত ‘শেষের কবিতা’ নাটক প্রদর্শনী। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রশাসনের নিরাপত্তা সহযোগিতায় এবার নাটকটির পয়লা বৈশাখ ও এর পরদিন দুটো প্রদর্শনী হচ্ছে।
প্রাঙ্গণেমোরের কর্ণধার অনন্ত হিরা আজকের পত্রিকাকে বলেন, ‘প্রশাসন আমাদের নিরাপত্তার বিষয়ে আশ্বস্ত করেছে। আমরা আগামীকাল ও পরের দিন শো দুটো করছি। আমাদের কাজ যেহেতু নাটক প্রদর্শনী, তাই আমাদের নাটক বন্ধ হওয়ার বিরুদ্ধে যে প্রতিবাদ কর্মসূচি ছিল, সেটি আর হবে না।’
বাংলাদেশ মহিলা সমিতির ব্যবস্থাপনা কর্মকর্তা গাজী ফিরোজ আহমেদও জানিয়েছেন, প্রাঙ্গণেমোরের সঙ্গে আলোচনা হয়েছে। নাটকের প্রদর্শনী হচ্ছে কাল।
আজ সকালে অভিনেতা ও নির্দেশক অনন্ত হিরা এক ফেসবুক পোস্টে জানান, চৈত্রসংক্রান্তি ও পয়লা বৈশাখে মহিলা সমিতির মঞ্চে তাঁরা নাটক করতে পারছেন না। তিনি লেখেন, ‘মহিলা সমিতি আজ সকাল দশটায় ফোন করে জানাল তৌহিদী জনতা তাঁদেরকে চিঠি দিয়েছে, মহিলা সমিতিতে যেন কোনো প্রদর্শনী করতে দেওয়া না হয়। আজ চৈত্রসংক্রান্তি এবং আগামীকাল পয়লা বৈশাখ আমাদের ‘‘শেষের কবিতা’’ নাটকের প্রদর্শনী হওয়ার কথা।’
অনন্ত হিরা আরও লিখেছেন, ‘আমরা মহিলা সমিতিকে দুই দিনের হল ভাড়া দিয়েছি। প্রচার, প্রকাশনায় সকল খরচ করা হয়ে গেছে। আমাদের সকল প্রস্তুতি, সকল আয়োজন সম্পন্ন।’
তিনি আরও লিখেছেন, ‘আমরা মহিলা সমিতিকে বলেছি আপনারা প্রশাসনের সাহায্য নেন, প্রশাসন অপারগতা প্রকাশ করলে না হয় আমরা প্রদর্শনী নাইবা করলাম। মহিলা সমিতি জানাল কত কিছুই তো নষ্ট হয়ে যাচ্ছে প্রশাসন তো বন্ধ করতে পারছে না। প্রশাসন কি সহযোগিতা করবেন আমাদের?’
এর পরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হয়। অবশেষে প্রাঙ্গণেমোর থেকে জানানো হয়েছে, প্রশাসন আশ্বস্ত করেছে নিরাপত্তা দিতে।

রায়হান রাফীর ‘পরাণ’ সিনেমায় প্রথম জুটি বেঁধেছিলেন শরিফুল রাজ ও বিদ্যা সিনহা মিম। সিনেমার ব্যবসায়িক সাফল্যের পাশাপাশি প্রশংসিত হয় রাজ-মিম জুটির রসায়ন। এরপর একই নির্মাতার ‘দামাল’ সিনেমাতেও দেখা যায় তাঁদের।
৮ ঘণ্টা আগে
২০০৮ সালের ১৪ জানুয়ারি না ফেরার দেশে পাড়ি জমান নাট্যাচার্য সেলিম আল দীন। এ বছর তাঁর ১৮তম প্রয়াণ দিবস উপলক্ষে নাট্যসংগঠন স্বপ্নদল ১৪ থেকে ১৬ জানুয়ারি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটারে আয়োজন করেছে তিন দিনব্যাপী নাট্যাচার্য সেলিম আল দীন স্মরণোৎসব।
৯ ঘণ্টা আগে
রাজধানীর পাঁচটি মিলনায়তন এবং কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী বিচ পয়েন্টে ১০ জানুয়ারি থেকে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে দেখানো হচ্ছে দেশ-বিদেশের নির্মাতাদের কাজ।
৯ ঘণ্টা আগে
তামিল সুপারস্টার থালাপতি বিজয় ‘জন নায়াগন’ দিয়ে শেষ করবেন অভিনয়ের ক্যারিয়ার। এরপর পাকাপাকিভাবে নামবেন রাজনীতির ময়দানে। এরই মধ্যে শুটিং শেষ, ৯ জানুয়ারি মুক্তির তারিখ চূড়ান্ত ছিল। ভক্তদের মধ্যেও ব্যাপক আগ্রহ ছিল বিজয়ের শেষ সিনেমা নিয়ে। তবে শেষ মুহূর্তে সেন্সর বোর্ডের নিষেধাজ্ঞায় আটকে যায় সিনেমাটি।
৯ ঘণ্টা আগে