বিনোদন প্রতিবেদক, ঢাকা

দীর্ঘ সময় ধরে বেহাল বাংলা চলচ্চিত্রের আঁতুড়ঘর বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি)। একসময় বিএফডিসির প্রতিটি জায়গা লাইট, ক্যামেরা, অ্যাকশনে মুখর থাকলেও এখন তা অতীত। অতিরিক্ত খরচের কারণে পরিচালকেরা বিএফডিসির বাইরে শুটিং করছেন। প্রায় কর্মশূন্য বিএফডিসির কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতাও অনিয়মিত। সার্বিক বিবেচনায় বিএফডিসিকে আবার চাঙা করতে ভাড়া কমিয়ে শুটিং বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
পরীক্ষামূলকভাবে ছয় মাসের জন্য শুটিং যন্ত্রপাতি ও ফ্লোর ভাড়ার হার পুনর্নির্ধারণ করা হয়েছে। বিএফডিসির পরিচালক (প্রকল্প) মো. রেজাউল হকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। বিএফডিসির ১ ও ৬ নম্বর ফ্লোরের সেট নির্মাণকালীন ভাড়া ও শুটিংকালীন ভাড়া ছিল যথাক্রমে ২ হাজার ৫৫০ ও ৬ হাজার ৫০০ টাকা। এ ভাড়া কমে দাঁড়িয়েছে যথাক্রমে ২ হাজার ও ৫ হাজার টাকা। ২ নম্বর ফ্লোরের (এসি ছাড়া) সেট নির্মাণ ও শুটিংকালীন ভাড়া ছিল যথাক্রমে ৫ হাজার ১০০ ও ১৩ হাজার টাকা। এখন তা যথাক্রমে ৪ হাজার ও ৯ হাজার টাকা। ২ নম্বর ফ্লোরের (এসিসহ) সেট নির্মাণ ও শুটিংকালীন ভাড়া ছিল যথাক্রমে ৫ হাজার ১০০ ও ১৮ হাজার ৫৪০ টাকা, এটি হয়েছে যথাক্রমে ৪ হাজার ও ১১ হাজার ৫০০ টাকা।
রেড ড্রাগন ক্যামেরার ভাড়া ৬ হাজার ১২০ টাকার পরিবর্তে নির্ধারণ করা হয়েছে ৩ হাজার টাকা, দেশে আউটডোরে ৩ হাজার ৫০০, আগে যা ছিল ৬ হাজার ৬৩০ টাকা এবং দেশের বাইরে ১০ হাজার টাকা, যার ভাড়া আগে ছিল ১৯ হাজার ৫০০।
সনি ক্যামেরার আগের ভাড়া ছিল ৫ হাজার ১০০ টাকা, এখন ২ হাজার। দেশে আউটডোরে ভাড়া ছিল ৫ হাজার ৬১০, এখন ২ হাজার ৫০০ টাকা এবং বিদেশে শুটিংয়ের জন্য আগে ছিল ১৬ হাজার ৫০০, এখন ৭ হাজার টাকা। ডিজিটাল সম্পাদনা মেশিন চার্জ (প্রতি শিফট) আগে ছিল ২ হাজার ১০০, এখন ১ হাজার ৫০০ টাকা। ডিজিটাল কালার গ্রেডিং (প্রতি শিফট) আগে ছিল ৩ হাজার ১৫০, এখন হয়েছে ২ হাজার ৫০০ টাকা। এ ছাড়া ক্যামেরার যন্ত্রপাতি, লাইট, অডিও ও সেট নির্মাণসামগ্রীর ভাড়া কমানো হয়েছে।
নতুন দরের ভাড়ার ক্ষেত্রে কিছু শর্ত প্রযোজ্য হবে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো, বাইরে থেকে কোনো যন্ত্রপাতি এনে ব্যবহার করলে এফডিসি কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে এবং শিফটভিত্তিক বিদ্যুৎ বিল প্রদান করতে হবে। সব ধরনের ভাড়া/বরাদ্দ শিডিউলের মাধ্যমে প্রদান করা হবে।

দীর্ঘ সময় ধরে বেহাল বাংলা চলচ্চিত্রের আঁতুড়ঘর বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি)। একসময় বিএফডিসির প্রতিটি জায়গা লাইট, ক্যামেরা, অ্যাকশনে মুখর থাকলেও এখন তা অতীত। অতিরিক্ত খরচের কারণে পরিচালকেরা বিএফডিসির বাইরে শুটিং করছেন। প্রায় কর্মশূন্য বিএফডিসির কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতাও অনিয়মিত। সার্বিক বিবেচনায় বিএফডিসিকে আবার চাঙা করতে ভাড়া কমিয়ে শুটিং বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
পরীক্ষামূলকভাবে ছয় মাসের জন্য শুটিং যন্ত্রপাতি ও ফ্লোর ভাড়ার হার পুনর্নির্ধারণ করা হয়েছে। বিএফডিসির পরিচালক (প্রকল্প) মো. রেজাউল হকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। বিএফডিসির ১ ও ৬ নম্বর ফ্লোরের সেট নির্মাণকালীন ভাড়া ও শুটিংকালীন ভাড়া ছিল যথাক্রমে ২ হাজার ৫৫০ ও ৬ হাজার ৫০০ টাকা। এ ভাড়া কমে দাঁড়িয়েছে যথাক্রমে ২ হাজার ও ৫ হাজার টাকা। ২ নম্বর ফ্লোরের (এসি ছাড়া) সেট নির্মাণ ও শুটিংকালীন ভাড়া ছিল যথাক্রমে ৫ হাজার ১০০ ও ১৩ হাজার টাকা। এখন তা যথাক্রমে ৪ হাজার ও ৯ হাজার টাকা। ২ নম্বর ফ্লোরের (এসিসহ) সেট নির্মাণ ও শুটিংকালীন ভাড়া ছিল যথাক্রমে ৫ হাজার ১০০ ও ১৮ হাজার ৫৪০ টাকা, এটি হয়েছে যথাক্রমে ৪ হাজার ও ১১ হাজার ৫০০ টাকা।
রেড ড্রাগন ক্যামেরার ভাড়া ৬ হাজার ১২০ টাকার পরিবর্তে নির্ধারণ করা হয়েছে ৩ হাজার টাকা, দেশে আউটডোরে ৩ হাজার ৫০০, আগে যা ছিল ৬ হাজার ৬৩০ টাকা এবং দেশের বাইরে ১০ হাজার টাকা, যার ভাড়া আগে ছিল ১৯ হাজার ৫০০।
সনি ক্যামেরার আগের ভাড়া ছিল ৫ হাজার ১০০ টাকা, এখন ২ হাজার। দেশে আউটডোরে ভাড়া ছিল ৫ হাজার ৬১০, এখন ২ হাজার ৫০০ টাকা এবং বিদেশে শুটিংয়ের জন্য আগে ছিল ১৬ হাজার ৫০০, এখন ৭ হাজার টাকা। ডিজিটাল সম্পাদনা মেশিন চার্জ (প্রতি শিফট) আগে ছিল ২ হাজার ১০০, এখন ১ হাজার ৫০০ টাকা। ডিজিটাল কালার গ্রেডিং (প্রতি শিফট) আগে ছিল ৩ হাজার ১৫০, এখন হয়েছে ২ হাজার ৫০০ টাকা। এ ছাড়া ক্যামেরার যন্ত্রপাতি, লাইট, অডিও ও সেট নির্মাণসামগ্রীর ভাড়া কমানো হয়েছে।
নতুন দরের ভাড়ার ক্ষেত্রে কিছু শর্ত প্রযোজ্য হবে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো, বাইরে থেকে কোনো যন্ত্রপাতি এনে ব্যবহার করলে এফডিসি কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে এবং শিফটভিত্তিক বিদ্যুৎ বিল প্রদান করতে হবে। সব ধরনের ভাড়া/বরাদ্দ শিডিউলের মাধ্যমে প্রদান করা হবে।

সংগীতশিল্পী হিসেবেই অঞ্জন দত্তের জনপ্রিয়তা বেশি। গান লেখা, সুর করা, গাওয়া ছাড়াও তিনি আপাদমস্তক সিনেমার মানুষ। অনেক জনপ্রিয় নির্মাতার সিনেমায় অভিনয় করেছেন। তিনি নিজেও পরিচালনা করেছেন। লেখালেখিও করেন নিয়মিত। নিজের জীবনের গল্প টুকরোভাবে বিভিন্ন সময়ে উঠে এসেছে অঞ্জনের কলমে।
১২ ঘণ্টা আগে
‘জামাই বউ অতি চালাক’, ‘প্রেমের কোনো বয়স নাই’, ‘রঙ্গিলা মজিদ’, ‘ফিটফাট বাবু’, ‘বিড়ম্বনায় বাবু’সহ বেশ কয়েকটি নাটকে একসঙ্গে অভিনয় করেছেন মোশাররফ করিম ও লাক্স তারকাখ্যাত নীলাঞ্জনা নীলা। এবার আরও এক নাটকে জুটি বাঁধলেন তাঁরা।
১২ ঘণ্টা আগে
অস্কারজয়ী হলিউড অভিনেত্রী মিশেল ইয়োর সঙ্গে জেমস ক্যামেরনের কাজ করার ইচ্ছা দীর্ঘদিনের। সদ্য মুক্তি পাওয়া ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’ সিনেমায় তাঁকে নিতে চেয়েছিলেন। তবে শেষ পর্যন্ত সেটা সম্ভব হয়নি। সম্প্রতি জেমস ক্যামেরন জানিয়েছেন, সবকিছু পরিকল্পনা মতো এগোলে ‘অ্যাভাটার ৪’-এ মিশেল ইয়োর উপস্থিতি প্র
১২ ঘণ্টা আগে
রাজধানীর কয়েকটি মিলনায়তন এবং কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী বিচ পয়েন্টে ১০ জানুয়ারি থেকে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে দেখানো হচ্ছে দেশ-বিদেশের নির্মাতাদের কাজ। উৎসবে আজ যেসব সিনেমা প্রদর্শিত হবে, রইল সে তালিকা।
১২ ঘণ্টা আগে