ভালোবাসা দিবসকে সুরে সুরে রাঙাতে শিল্পীরা প্রকাশ করেছেন নতুন গান। নির্বাচিত সেসব গানের খবর থাকছে এই প্রতিবেদনে।
বিনোদন প্রতিবেদক, ঢাকা

আসিফের ‘কষ্ট ভীষণ’
ভালোবাসা দিবস উপলক্ষে কণ্ঠশিল্পী আসিফ আকবর নিয়ে এসেছেন ‘কষ্ট ভীষণ’ শিরোনামের গান। আহমেদ রিজভীর লেখা গানটির সুর দিয়েছেন মনোয়ার হোসেন টুটুল। সংগীত আয়োজন করেছেন পার্থ মজুমদার। গানটির ভিডিও নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী। রূপগঞ্জের সুবর্ণভূমি গ্রামে হয়েছে ভিডিওর শুটিং। মডেল হয়েছেন আসিফ আকবর ও মৌরী মাহদী। ধ্রুব মিউজিক স্টেশন থেকে প্রকাশ হবে গানটি।

ন্যান্সির দুই গান
নিজের ইউটিউব চ্যানেল থেকে নতুন দুটি গান প্রকাশ করেছেন নাজমুন মনিরা ন্যান্সি। ‘প্রেমে পড়ার গান’ শিরোনামের গানটি লিখেছেন তারিক তুহিন, সংগীত জাহিদ নিরব। গুঞ্জন রহমানের লেখা ‘তোমারই আছি’ গানের কম্পোজিশন, মিক্স ও মাস্টারিং করেছেন হৃদয় খান। ভিডিও বানিয়েছেন ইব্রাহিম মাহাদি। দুটি গানের সঙ্গেই যুক্ত আছেন ন্যান্সির মেয়ে রোদেলা। প্রেমে পড়ার গানের ভিডিও পরিচালনা করার পাশাপাশি তোমারই আছি গানের ভিডিওতে মডেল হয়েছেন রোদেলা।

আট বছর পর ফুয়াদ-ইমরান
আট বছর পর আবারও জুটি বেঁধেছেন ফুয়াদ আল-মুক্তাদির ও ইমরান মাহমুদুল। ভালোবাসা দিবস উপলক্ষে ইমরানের ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে তাঁদের নতুন গান ‘মন বুঝলি না’। গানটির কথা লিখেছেন আবদার রহমান। সুর করেছেন ফুয়াদ আল-মুক্তাদির। যৌথভাবে সংগীতায়োজন করেছেন ফুয়াদ ও সঞ্জয়। কণ্ঠ দিয়েছেন ইমরান মাহমুদুল। সৈকত রেজার পরিচালনায় গানের ভিডিওতে মডেল হয়েছেন সুমনা।

হাবিবের ‘পাগলা হাওয়া’
শ্রাবণের লেখা গানটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি গানের সুর ও সংগীত পরিচালনা করেছেন হাবিব ওয়াহিদ। এ গান দিয়ে চার বছর পর হাবিবের সঙ্গে মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন তাঁর স্ত্রী আফসানা চৌধুরী শিফা। এইচ ডব্লিউ প্রোডাকশন হাউস থেকে তৈরি পাগল হাওয়া গানের ভিডিওটি মুক্তি পাবে হাবিব ওয়াহিদের ইউটিউব চ্যানেলে।

সেলিম মার্চেন্টের সঙ্গে সিঁথি
নিজের ইউটিউব চ্যানেলে নতুন গান নিয়ে এসেছেন সিঁথি সাহা। ‘বৃষ্টি বিলাস’ শিরোনামের গানটিতে সিঁথির সঙ্গে কণ্ঠ দিয়েছেন বলিউডের সংগীতশিল্পী ও সুরকার সেলিম মার্চেন্ট। সোমেশ্বর অলির লেখা গানটির সংগীত আয়োজন করেছেন সাজিদ সরকার।
আরও যাদের গান
এ ছাড়াও ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশ পেয়েছে তাহসান প্লেলিস্ট সিজন টু-এর প্রথম গান ‘প্রেমাতাল’। তালিকায় আরও আছে আগুন ও সালমার ‘আমি তোমারে হারালে মরিবো’, আকাশ মাহমুদ ও সালমার ‘জাদুরে মধুরে’, সানিয়া সুলতানা লিজার ‘তুমি এলে’, বাঁধন সরকার পূজার ‘এক জনমে হাজার মরণ’, আতিয়া আনিসার ‘মন পাখি’, ফাহিম ইসলামের ‘আদুরে দিন’, অন্তু দাসের ‘মন্দ হতো না’, কিশোর দাসের ‘প্রেমে পড়ে যাই’, মনির খান ও প্রমা ইসলামের ‘তোমাকে চাই আমি এমন করে’, দিলশাদ নাহার কণা ও অয়ন চাকলাদারের ‘মন বলেছে চুপি চুপি’ ইত্যাদি।

আসিফের ‘কষ্ট ভীষণ’
ভালোবাসা দিবস উপলক্ষে কণ্ঠশিল্পী আসিফ আকবর নিয়ে এসেছেন ‘কষ্ট ভীষণ’ শিরোনামের গান। আহমেদ রিজভীর লেখা গানটির সুর দিয়েছেন মনোয়ার হোসেন টুটুল। সংগীত আয়োজন করেছেন পার্থ মজুমদার। গানটির ভিডিও নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী। রূপগঞ্জের সুবর্ণভূমি গ্রামে হয়েছে ভিডিওর শুটিং। মডেল হয়েছেন আসিফ আকবর ও মৌরী মাহদী। ধ্রুব মিউজিক স্টেশন থেকে প্রকাশ হবে গানটি।

ন্যান্সির দুই গান
নিজের ইউটিউব চ্যানেল থেকে নতুন দুটি গান প্রকাশ করেছেন নাজমুন মনিরা ন্যান্সি। ‘প্রেমে পড়ার গান’ শিরোনামের গানটি লিখেছেন তারিক তুহিন, সংগীত জাহিদ নিরব। গুঞ্জন রহমানের লেখা ‘তোমারই আছি’ গানের কম্পোজিশন, মিক্স ও মাস্টারিং করেছেন হৃদয় খান। ভিডিও বানিয়েছেন ইব্রাহিম মাহাদি। দুটি গানের সঙ্গেই যুক্ত আছেন ন্যান্সির মেয়ে রোদেলা। প্রেমে পড়ার গানের ভিডিও পরিচালনা করার পাশাপাশি তোমারই আছি গানের ভিডিওতে মডেল হয়েছেন রোদেলা।

আট বছর পর ফুয়াদ-ইমরান
আট বছর পর আবারও জুটি বেঁধেছেন ফুয়াদ আল-মুক্তাদির ও ইমরান মাহমুদুল। ভালোবাসা দিবস উপলক্ষে ইমরানের ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে তাঁদের নতুন গান ‘মন বুঝলি না’। গানটির কথা লিখেছেন আবদার রহমান। সুর করেছেন ফুয়াদ আল-মুক্তাদির। যৌথভাবে সংগীতায়োজন করেছেন ফুয়াদ ও সঞ্জয়। কণ্ঠ দিয়েছেন ইমরান মাহমুদুল। সৈকত রেজার পরিচালনায় গানের ভিডিওতে মডেল হয়েছেন সুমনা।

হাবিবের ‘পাগলা হাওয়া’
শ্রাবণের লেখা গানটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি গানের সুর ও সংগীত পরিচালনা করেছেন হাবিব ওয়াহিদ। এ গান দিয়ে চার বছর পর হাবিবের সঙ্গে মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন তাঁর স্ত্রী আফসানা চৌধুরী শিফা। এইচ ডব্লিউ প্রোডাকশন হাউস থেকে তৈরি পাগল হাওয়া গানের ভিডিওটি মুক্তি পাবে হাবিব ওয়াহিদের ইউটিউব চ্যানেলে।

সেলিম মার্চেন্টের সঙ্গে সিঁথি
নিজের ইউটিউব চ্যানেলে নতুন গান নিয়ে এসেছেন সিঁথি সাহা। ‘বৃষ্টি বিলাস’ শিরোনামের গানটিতে সিঁথির সঙ্গে কণ্ঠ দিয়েছেন বলিউডের সংগীতশিল্পী ও সুরকার সেলিম মার্চেন্ট। সোমেশ্বর অলির লেখা গানটির সংগীত আয়োজন করেছেন সাজিদ সরকার।
আরও যাদের গান
এ ছাড়াও ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশ পেয়েছে তাহসান প্লেলিস্ট সিজন টু-এর প্রথম গান ‘প্রেমাতাল’। তালিকায় আরও আছে আগুন ও সালমার ‘আমি তোমারে হারালে মরিবো’, আকাশ মাহমুদ ও সালমার ‘জাদুরে মধুরে’, সানিয়া সুলতানা লিজার ‘তুমি এলে’, বাঁধন সরকার পূজার ‘এক জনমে হাজার মরণ’, আতিয়া আনিসার ‘মন পাখি’, ফাহিম ইসলামের ‘আদুরে দিন’, অন্তু দাসের ‘মন্দ হতো না’, কিশোর দাসের ‘প্রেমে পড়ে যাই’, মনির খান ও প্রমা ইসলামের ‘তোমাকে চাই আমি এমন করে’, দিলশাদ নাহার কণা ও অয়ন চাকলাদারের ‘মন বলেছে চুপি চুপি’ ইত্যাদি।

রায়হান রাফীর ‘পরাণ’ সিনেমায় প্রথম জুটি বেঁধেছিলেন শরিফুল রাজ ও বিদ্যা সিনহা মিম। সিনেমার ব্যবসায়িক সাফল্যের পাশাপাশি প্রশংসিত হয় রাজ-মিম জুটির রসায়ন। এরপর একই নির্মাতার ‘দামাল’ সিনেমাতেও দেখা যায় তাঁদের।
১২ ঘণ্টা আগে
২০০৮ সালের ১৪ জানুয়ারি না ফেরার দেশে পাড়ি জমান নাট্যাচার্য সেলিম আল দীন। এ বছর তাঁর ১৮তম প্রয়াণ দিবস উপলক্ষে নাট্যসংগঠন স্বপ্নদল ১৪ থেকে ১৬ জানুয়ারি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটারে আয়োজন করেছে তিন দিনব্যাপী নাট্যাচার্য সেলিম আল দীন স্মরণোৎসব।
১২ ঘণ্টা আগে
রাজধানীর পাঁচটি মিলনায়তন এবং কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী বিচ পয়েন্টে ১০ জানুয়ারি থেকে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে দেখানো হচ্ছে দেশ-বিদেশের নির্মাতাদের কাজ।
১২ ঘণ্টা আগে
তামিল সুপারস্টার থালাপতি বিজয় ‘জন নায়াগন’ দিয়ে শেষ করবেন অভিনয়ের ক্যারিয়ার। এরপর পাকাপাকিভাবে নামবেন রাজনীতির ময়দানে। এরই মধ্যে শুটিং শেষ, ৯ জানুয়ারি মুক্তির তারিখ চূড়ান্ত ছিল। ভক্তদের মধ্যেও ব্যাপক আগ্রহ ছিল বিজয়ের শেষ সিনেমা নিয়ে। তবে শেষ মুহূর্তে সেন্সর বোর্ডের নিষেধাজ্ঞায় আটকে যায় সিনেমাটি।
১২ ঘণ্টা আগে