Ajker Patrika

স্বপ্নদল ও ঢাকা থিয়েটারের আয়োজনে সেলিম আল দীন স্মরণোৎসব

বিনোদন প্রতিবেদক, ঢাকা
স্বপ্নদল ও ঢাকা থিয়েটারের আয়োজনে সেলিম আল দীন স্মরণোৎসব

২০০৮ সালের ১৪ জানুয়ারি না ফেরার দেশে পাড়ি জমান নাট্যাচার্য সেলিম আল দীন। এ বছর তাঁর ১৮তম প্রয়াণ দিবস উপলক্ষে নাট্যসংগঠন স্বপ্নদল ১৪ থেকে ১৬ জানুয়ারি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটারে আয়োজন করেছে তিন দিনব্যাপী নাট্যাচার্য সেলিম আল দীন স্মরণোৎসব।

এ আয়োজনে প্রদর্শিত হবে স্বপ্নদলের দুটি নাটক ‘চিত্রাঙ্গদা’ ও ‘হরগজ’। দুটি নাটকের নির্দেশনা দিয়েছেন জাহিদ রিপন। এ ছাড়া থাকছে স্মরণ শোভাযাত্রা, সমাধিতে পুষ্পাঞ্জলি অর্পণ, নাট্যাচার্যের প্রতিকৃতিসহকারে শিল্পকলা চত্বর সজ্জা, তাঁর জীবন-কর্ম-দর্শন নিয়ে আলোচনাসহ নানা আয়োজন।

উৎসবে প্রথম দিন ১৪ জানুয়ারি বুধবার সকাল ১০টায় থাকবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পুরাতন কলাভবন থেকে সেলিম আল দীনের সমাধি অভিমুখে স্মরণ শোভাযাত্রা ও পুষ্পাঞ্জলি অর্পণ। দ্বিতীয় দিন সন্ধ্যা ৭টায় স্টুডিও থিয়েটার হলে প্রদর্শিত হবে রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যনাট্য চিত্রাঙ্গদার ১২১তম মঞ্চায়ন।

সমাপনী দিন শুক্রবার সন্ধ্যা ৭টায় স্টুডিও থিয়েটার হলে অনুষ্ঠিত হবে সেলিম আল দীনের চিরায়ত সৃজন হরগজ নাটকের ৫০তম প্রদর্শনী। নির্দেশক জাহিদ রিপন বলেন, ‘নাট্যগুরু সেলিম আল দীনের পরামর্শে কাব্যনাট্য চিত্রাঙ্গদা প্রযোজনা নির্মাণ করেছিলাম। তিনি সমগ্র জীবন ব্যয় করেছেন বাংলা নাট্যরীতি পুনর্নির্মাণ ও গবেষণায়। সেলিম আল দীনের প্রতি শ্রদ্ধা জানাতেই মঞ্চে এনেছি তাঁর রচনা হরগজ। এ স্মরণোৎসবে চিত্রাঙ্গদা ও হরগজ মঞ্চায়ন তাই বিশেষ তাৎপর্য বহন করে।’

ঢাকা থিয়েটারের আয়োজন

নাট্যদল ঢাকা থিয়েটারও সেলিম আল দীনের প্রয়াণ দিবস উপলক্ষে তিন দিনের অনুষ্ঠান আয়োজন করেছে। ১৪ জানুয়ারি সকাল ১০টায় নাট্যাচার্যের সমাধিতে পুষ্পস্তবক অপর্ণ, বিকেল ৪টায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল হলে হবে ‘বাঙালির নন্দনসূত্র ও দ্বৈতাদ্বৈতবাদী শিল্পতত্ত্ব’ শীর্ষক সেমিনার। সন্ধ্যা ৭টায় মঞ্চস্থ হবে সেলিম আল দীন রচিত নাটক ‘দেয়াল’, নির্দেশনা অনিক ইসলাম। পরদিন ১৫ জানুয়ারি সন্ধ্যা সাড়ে ৬টায় থাকবে ‘নিমজ্জন’ নাটকের প্রদর্শনী, নির্দেশনা নাসির উদ্দীন ইউসুফ। এছাড়া, ১৭ জানুয়ারি জাতীয় নাট্যশালার মূল হলে রয়েছে ‘রঙমহাল’ নাটকের প্রদর্শনী, নির্দেশনা ফারুক আহমেদ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৫১ বছর পর মার্কিন আকাশে ডুমসডে প্লেন, পারমাণবিক যুদ্ধের শঙ্কায় কাঁপছে সোশ্যাল মিডিয়া

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেন্ডুলকারকে ছাড়িয়ে ২৮ হাজারে দ্রুততম কোহলি

গণভোটে ‘হ্যাঁ’ জিতলে বিসমিল্লাহ ও আল্লাহর নাম পরাজিত হবে: কৃষক দল নেতা

রুবিও হবেন কিউবার প্রেসিডেন্ট—কোন হিসেবে বললেন ট্রাম্প

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত