Ajker Patrika

এ সপ্তাহে যা দেখবেন ওটিটিতে

বিনোদন ডেস্ক
‘পাতাললোক’ সিরিজের দৃশ্য
‘পাতাললোক’ সিরিজের দৃশ্য

প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও বিভিন্ন প্ল্যাটফর্মে মুক্তি পাবে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খবর থাকছে এই প্রতিবেদনে।

দরদ (বাংলা সিনেমা)

অভিনয়: শাকিব খান, সোনাল চৌহান, পায়েল সরকার

মুক্তি: ১৬ জানুয়ারি, আইস্ক্রিন

গল্পসংক্ষেপ: সাধারণ মানুষ দুলু মিয়া। স্কুটার চালায়, স্ত্রীকে নিয়ে সুখের সংসার। হঠাৎ করেই প্রতিশোধের নেশায় একের পর এক খুন করতে শুরু করে সে। তার জীবনে কী এমন হলো যে বদলে গেল দুলু মিয়া! সেই কাহিনি দেখা যাবে দরদ সিনেমায়।

দ্য রোশনস (তথ্যচিত্র)

মুক্তি: ১৭ জানুয়ারি, নেটফ্লিক্স

গল্পসংক্ষেপ: বলিউড ইন্ডাস্ট্রিতে রোশনদের বিশেষ পরিচিতি রয়েছে। হৃতিক রোশন হালের জনপ্রিয় অভিনেতা। তাঁর বাবা রাকেশ রোশন খ্যাতিমান পরিচালক। হৃতিকের ঠাকুরদাদা খ্যাতিমান সংগীত পরিচালক রোশনলাল নাগরথ মোহন। ফিল্ম ইন্ডাস্ট্রিতে তাঁকে সবাই রোশন নামে ডাকতেন। সেই সূত্রে পরিবারের সবার নামের সঙ্গে রোশন শব্দটি জুড়ে যায়। তথ্যচিত্রটিতে রয়েছে এই পরিবারের আদ্যোপান্ত।

পাওয়ার অব পাঞ্চ (হিন্দি সিরিজ)

অভিনয়: রিভা অরোরা, আদিত্য রাজ অরোরা, জেভিয়ার জুনেজা, ইয়াশ শেগাল

মুক্তি: ১৭ জানুয়ারি, ডিজনি প্লাস হটস্টার

গল্পসংক্ষেপ: একদল তরুণ বন্ধুর গল্প। তাদের জীবন এক আশ্চর্যজনক মোড় নেয়, যখন তারা বুঝতে পারে, তারা এমন সুপার পাওয়ারের অধিকারী হয়েছে, যা তারা সব সময় কল্পনা করত। অল্প সময়ের মধ্যেই তারা জানতে পারে, বিশাল দায়িত্ব দিয়েই এমন সুপার পাওয়ার দেওয়া হয়েছে তাদের। ধীরে ধীরে এক কঠিন সংগ্রামের মুখোমুখি হয় তারা।

পাতাললোক: সিজন টু (হিন্দি সিরিজ)

অভিনয়: জয়দীপ আহলাওয়াত, গুল পানাগ, নীরাজ কবি, স্বস্তিকা মুখার্জি

মুক্তি: ১৭ জানুয়ারি, আমাজন প্রাইম

গল্পসংক্ষেপ: খুন হয়েছে নাগাল্যান্ডের রাজনৈতিক নেতা জোনাথন থম। সেই খুনের তদন্তভার এসে পড়ে পুলিশ কর্মকর্তা হাতিরাম চৌধুরীর কাঁধে। পাঁচ বছর পর সিরিজের নতুন সিজনে আবারও জীবন বাজি রেখে দুষ্কৃতকারীদের মুখোমুখি দাঁড়ায় হাতিরাম চৌধুরী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এনইআইআর চালু করায় বিটিআরসি ভবনে মোবাইল ব্যবসায়ীদের হামলা-ভাঙচুর

ভোলা-২: আম-ছালা দুটোই খোয়ালেন নারী প্রার্থী তাছলিমা

কাজী নজরুলের ‘বিদায় বেলায়’ কবিতায় দাদিকে স্মরণ জাইমা রহমানের

ব্যবসায়ীদের বিক্ষোভের মুখে মোবাইল ফোনের শুল্ক ও কর কমাল সরকার

পটুয়াখালী-৩ আসনে নুর-হাসান মামুনের প্রার্থিতা বৈধ ঘোষণা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত