বিনোদন ডেস্ক

জনপ্রিয় কোরিয়ান সিরিজ স্কুইড গেমের শেষ সিজনে কোন টুইস্ট অপেক্ষা করছে, তা দেখার অপেক্ষায় ছিলেন সবাই। তবে এমন টুইস্ট যে আসতে পারে, সেটি ঘুণাক্ষরেও আন্দাজ করতে পারেননি কেউ। সিরিজের একেবারে শেষে দর্শকদের চমকে দিল অস্কারজয়ী হলিউড অভিনেত্রী কেট ব্লানচেটের উপস্থিতি। এই সিরিজে একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন তিনি। তবে কি স্কুইড গেমের আমেরিকান সংস্করণ তৈরি হচ্ছে; তা নিয়ে চলছে জোর গুঞ্জন।
গতকাল নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে স্কুইড গেমের তৃতীয় ও সর্বশেষ সিজন। সিরিজের একেবারে শেষে একটি ঘটনার সূত্র ধরে ক্যামেরা চলে যায় লস অ্যাঞ্জেলেসে। দেখা যায়, রাস্তায় এক ভবঘুরের সঙ্গে কোরিয়ান গেম থাকজি খেলছেন কেট ব্লানচেট, যে খেলা দেখা গিয়েছিল স্কুইড গেমের প্রথম ও দ্বিতীয় সিজনে। খেলায় হেরে গেলে প্রতিযোগীর গালে কষে থাপ্পড় মারা হয়। কেটের চরিত্রটি প্রথম সিজনের সেলসম্যান বা রিক্রুটার চরিত্রের মতো, যে বিভিন্ন অভাবী মানুষকে স্কুইড গেমের ভয়ংকর খেলায় অংশ নিতে রাজি করায়।
স্কুইড গেমে কেট ব্লানচেটের স্বল্প উপস্থিতি ভক্তদের মনে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। ২০২৩ সাল থেকেই গুঞ্জন ছিল, তৈরি হতে চলেছে আলোচিত এই কোরিয়ান সিরিজের আমেরিকান সংস্করণ। ‘স্কুইড গেম: আমেরিকা’ নামের সিরিজটি মূল সিরিজের রিমেক হবে না, বরং নতুন গল্প নিয়ে তৈরি হবে। ডেনিস কেলি লিখবেন চিত্রনাট্য। যদিও সেটা এখন পর্যন্ত গুঞ্জনই রয়ে গেছে। নির্মাতাদের পক্ষ থেকে আসেনি কোনো ঘোষণা। তবে স্কুইড গেমের শেষে লস অ্যাঞ্জেলেসের রাস্তার চিত্র এবং কেট ব্লানচেটের উপস্থিতি পুরোনো গুঞ্জনকে উসকে দিয়েছে। হয়তো শিগগির আসবে স্কুইড গেমের আমেরিকান সংস্করণের ঘোষণা।

জনপ্রিয় কোরিয়ান সিরিজ স্কুইড গেমের শেষ সিজনে কোন টুইস্ট অপেক্ষা করছে, তা দেখার অপেক্ষায় ছিলেন সবাই। তবে এমন টুইস্ট যে আসতে পারে, সেটি ঘুণাক্ষরেও আন্দাজ করতে পারেননি কেউ। সিরিজের একেবারে শেষে দর্শকদের চমকে দিল অস্কারজয়ী হলিউড অভিনেত্রী কেট ব্লানচেটের উপস্থিতি। এই সিরিজে একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন তিনি। তবে কি স্কুইড গেমের আমেরিকান সংস্করণ তৈরি হচ্ছে; তা নিয়ে চলছে জোর গুঞ্জন।
গতকাল নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে স্কুইড গেমের তৃতীয় ও সর্বশেষ সিজন। সিরিজের একেবারে শেষে একটি ঘটনার সূত্র ধরে ক্যামেরা চলে যায় লস অ্যাঞ্জেলেসে। দেখা যায়, রাস্তায় এক ভবঘুরের সঙ্গে কোরিয়ান গেম থাকজি খেলছেন কেট ব্লানচেট, যে খেলা দেখা গিয়েছিল স্কুইড গেমের প্রথম ও দ্বিতীয় সিজনে। খেলায় হেরে গেলে প্রতিযোগীর গালে কষে থাপ্পড় মারা হয়। কেটের চরিত্রটি প্রথম সিজনের সেলসম্যান বা রিক্রুটার চরিত্রের মতো, যে বিভিন্ন অভাবী মানুষকে স্কুইড গেমের ভয়ংকর খেলায় অংশ নিতে রাজি করায়।
স্কুইড গেমে কেট ব্লানচেটের স্বল্প উপস্থিতি ভক্তদের মনে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। ২০২৩ সাল থেকেই গুঞ্জন ছিল, তৈরি হতে চলেছে আলোচিত এই কোরিয়ান সিরিজের আমেরিকান সংস্করণ। ‘স্কুইড গেম: আমেরিকা’ নামের সিরিজটি মূল সিরিজের রিমেক হবে না, বরং নতুন গল্প নিয়ে তৈরি হবে। ডেনিস কেলি লিখবেন চিত্রনাট্য। যদিও সেটা এখন পর্যন্ত গুঞ্জনই রয়ে গেছে। নির্মাতাদের পক্ষ থেকে আসেনি কোনো ঘোষণা। তবে স্কুইড গেমের শেষে লস অ্যাঞ্জেলেসের রাস্তার চিত্র এবং কেট ব্লানচেটের উপস্থিতি পুরোনো গুঞ্জনকে উসকে দিয়েছে। হয়তো শিগগির আসবে স্কুইড গেমের আমেরিকান সংস্করণের ঘোষণা।

রায়হান রাফীর ‘তাণ্ডব’ সিনেমায় অভিনয়ের কথা ছিল নিদ্রা নেহার। খবরটি নিজেই জানিয়েছিলেন সংবাদমাধ্যমে। আনুষ্ঠানিক ঘোষণার আগে এই খবর প্রকাশ করায় পরে সিনেমাটি থেকে বাদ দেওয়া হয় অভিনেত্রীকে।
১৭ ঘণ্টা আগে
কবীর সুমনের সঙ্গে আসিফ আকবরের যুগলবন্দী অনেক দিনের। ছোটবেলা থেকেই কবীর সুমনের গানের বড় ভক্ত আসিফ। সে মুগ্ধতা থেকেই একসময় তাঁর কথা ও সুরে কাজ করতে আগ্রহ প্রকাশ করেন। তাঁর সঙ্গে যোগাযোগও হয়। কবীর সুমনেরও ভালো লাগে আসিফের গায়কি।
১৭ ঘণ্টা আগে
পুরস্কার প্রদানের মধ্য দিয়ে গতকাল শেষ হলো সিনেমা নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় আয়োজন ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৪তম আসর। সমাপনী অনুষ্ঠানে সাংস্কৃতিক পর্বে সংগীত পরিবেশন করেন আহমেদ হাসান সানি।
১৭ ঘণ্টা আগে
দর্শকদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খানের উপস্থাপনায় আবারও পর্দায় ফিরছে জনপ্রিয় ফ্যামিলি গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’। বঙ্গ প্রযোজিত এই শোয়ের সিজন ২-এর প্রচার শুরু হবে আগামীকাল ১৯ জানুয়ারি থেকে।
২ দিন আগে