
ঈদ মানেই শাকিব খানের সিনেমা। এই রোজার ঈদে মুক্তি পাচ্ছে শাকিব খানের দুটি সিনেমা। একটি মেহেদী হাসান হৃদয়ের ‘বরবাদ’, অন্যটি ওয়াজেদ আলী সুমনের ‘অন্তরাত্মা’। এর মধ্যেই কোরবানির ঈদের জন্য নতুন সিনেমা ‘তাণ্ডব’-এর শুটিং শুরু করেছেন তিনি। গতকাল শাকিব খানের জন্মদিন উপলক্ষে প্রকাশ করা হয় তাণ্ডব সিনেমায় শাকিব খানের ফার্স্টলুক।
ইদানীং শাকিব খানের সিনেমা মানেই অ্যাকশন। পোস্টারে তাঁর হাতে পিস্তল কিংবা মুখে সিগারেট কমন বিষয়। তাণ্ডবের ফার্স্টলুকও ব্যতিক্রম নয়। পোস্টারে দেখা গেল, শাকিবের চারপাশে আগুন জ্বলছে। ছোট চুল, ঠোঁটে সিগারেট, হাতে পিস্তল নিয়ে তাকিয়ে আছেন সোজাসুজি। তাণ্ডব পরিচালনা করছেন রায়হান রাফী। এর আগে শাকিব খানকে নিয়ে রাফী বানিয়েছিলেন ‘তুফান’।
তুফানের মতো তাণ্ডবও যে অ্যাকশন ঘরানায় নির্মিত হচ্ছে তা স্পষ্ট। পোস্টারে সেই ইঙ্গিত দিয়েছেন নির্মাতা। সোশ্যাল মিডিয়ায় তাণ্ডবের পোস্টার প্রকাশের পর থেকে প্রশংসার পাশাপাশি সমালোচনাও দেখা যাচ্ছে। অনেকেই শাকিব খানের লুকের সঙ্গে বলিউড অভিনেতা সালমান খানের মিল খুঁজে পাচ্ছেন। প্রতি সিনেমায় শাকিবের মুখে সিগারেট আর পিস্তলের বিষয়টিও নজর এড়ায়নি নেটিজেনদের।
তাণ্ডব সিনেমায় শাকিব খানের বিপরীতে কে থাকছেন তা এখনো ঘোষণা করা হয়নি। বছরের শুরুতে শোনা গিয়েছিল, এ সিনেমায় তাঁর সঙ্গে অভিনয় করবেন জয়া আহসান। তবে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। কয়েক দিন আগে গুঞ্জন ওঠে, এ সিনেমায় শাকিবের নায়িকা হবেন ছোট পর্দার অভিনেত্রী সাবিলা নূর।
বিষয়টি গুঞ্জন বলে উড়িয়ে দিয়েছেন সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আইয়ের কর্ণধার শাহরিয়ার শাকিল। তবে তিনি নিশ্চিত করেছেন, তাণ্ডবে শাকিবের সঙ্গে দেখা যাবে দুজন নায়িকাকে। নির্মাতা রায়হান রাফী জানিয়েছেন, রোজার ঈদের পর আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হবে নায়িকার নাম।

ঈদ মানেই শাকিব খানের সিনেমা। এই রোজার ঈদে মুক্তি পাচ্ছে শাকিব খানের দুটি সিনেমা। একটি মেহেদী হাসান হৃদয়ের ‘বরবাদ’, অন্যটি ওয়াজেদ আলী সুমনের ‘অন্তরাত্মা’। এর মধ্যেই কোরবানির ঈদের জন্য নতুন সিনেমা ‘তাণ্ডব’-এর শুটিং শুরু করেছেন তিনি। গতকাল শাকিব খানের জন্মদিন উপলক্ষে প্রকাশ করা হয় তাণ্ডব সিনেমায় শাকিব খানের ফার্স্টলুক।
ইদানীং শাকিব খানের সিনেমা মানেই অ্যাকশন। পোস্টারে তাঁর হাতে পিস্তল কিংবা মুখে সিগারেট কমন বিষয়। তাণ্ডবের ফার্স্টলুকও ব্যতিক্রম নয়। পোস্টারে দেখা গেল, শাকিবের চারপাশে আগুন জ্বলছে। ছোট চুল, ঠোঁটে সিগারেট, হাতে পিস্তল নিয়ে তাকিয়ে আছেন সোজাসুজি। তাণ্ডব পরিচালনা করছেন রায়হান রাফী। এর আগে শাকিব খানকে নিয়ে রাফী বানিয়েছিলেন ‘তুফান’।
তুফানের মতো তাণ্ডবও যে অ্যাকশন ঘরানায় নির্মিত হচ্ছে তা স্পষ্ট। পোস্টারে সেই ইঙ্গিত দিয়েছেন নির্মাতা। সোশ্যাল মিডিয়ায় তাণ্ডবের পোস্টার প্রকাশের পর থেকে প্রশংসার পাশাপাশি সমালোচনাও দেখা যাচ্ছে। অনেকেই শাকিব খানের লুকের সঙ্গে বলিউড অভিনেতা সালমান খানের মিল খুঁজে পাচ্ছেন। প্রতি সিনেমায় শাকিবের মুখে সিগারেট আর পিস্তলের বিষয়টিও নজর এড়ায়নি নেটিজেনদের।
তাণ্ডব সিনেমায় শাকিব খানের বিপরীতে কে থাকছেন তা এখনো ঘোষণা করা হয়নি। বছরের শুরুতে শোনা গিয়েছিল, এ সিনেমায় তাঁর সঙ্গে অভিনয় করবেন জয়া আহসান। তবে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। কয়েক দিন আগে গুঞ্জন ওঠে, এ সিনেমায় শাকিবের নায়িকা হবেন ছোট পর্দার অভিনেত্রী সাবিলা নূর।
বিষয়টি গুঞ্জন বলে উড়িয়ে দিয়েছেন সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আইয়ের কর্ণধার শাহরিয়ার শাকিল। তবে তিনি নিশ্চিত করেছেন, তাণ্ডবে শাকিবের সঙ্গে দেখা যাবে দুজন নায়িকাকে। নির্মাতা রায়হান রাফী জানিয়েছেন, রোজার ঈদের পর আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হবে নায়িকার নাম।

সংগীতশিল্পী হিসেবেই অঞ্জন দত্তের জনপ্রিয়তা বেশি। গান লেখা, সুর করা, গাওয়া ছাড়াও তিনি আপাদমস্তক সিনেমার মানুষ। অনেক জনপ্রিয় নির্মাতার সিনেমায় অভিনয় করেছেন। তিনি নিজেও পরিচালনা করেছেন। লেখালেখিও করেন নিয়মিত। নিজের জীবনের গল্প টুকরোভাবে বিভিন্ন সময়ে উঠে এসেছে অঞ্জনের কলমে।
১৩ ঘণ্টা আগে
‘জামাই বউ অতি চালাক’, ‘প্রেমের কোনো বয়স নাই’, ‘রঙ্গিলা মজিদ’, ‘ফিটফাট বাবু’, ‘বিড়ম্বনায় বাবু’সহ বেশ কয়েকটি নাটকে একসঙ্গে অভিনয় করেছেন মোশাররফ করিম ও লাক্স তারকাখ্যাত নীলাঞ্জনা নীলা। এবার আরও এক নাটকে জুটি বাঁধলেন তাঁরা।
১৪ ঘণ্টা আগে
অস্কারজয়ী হলিউড অভিনেত্রী মিশেল ইয়োর সঙ্গে জেমস ক্যামেরনের কাজ করার ইচ্ছা দীর্ঘদিনের। সদ্য মুক্তি পাওয়া ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’ সিনেমায় তাঁকে নিতে চেয়েছিলেন। তবে শেষ পর্যন্ত সেটা সম্ভব হয়নি। সম্প্রতি জেমস ক্যামেরন জানিয়েছেন, সবকিছু পরিকল্পনা মতো এগোলে ‘অ্যাভাটার ৪’-এ মিশেল ইয়োর উপস্থিতি প্র
১৪ ঘণ্টা আগে
রাজধানীর কয়েকটি মিলনায়তন এবং কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী বিচ পয়েন্টে ১০ জানুয়ারি থেকে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে দেখানো হচ্ছে দেশ-বিদেশের নির্মাতাদের কাজ। উৎসবে আজ যেসব সিনেমা প্রদর্শিত হবে, রইল সে তালিকা।
১৪ ঘণ্টা আগে