Ajker Patrika

মহাকুম্ভে ভাইরাল মোনালিসার সৌন্দর্য নিয়ে কঙ্গনার মন্তব্য

আপডেট : ৩০ জানুয়ারি ২০২৫, ১৮: ৪৪
কঙ্গনা রানাউত ও মহাকুম্ভে ভাইরাল তরুণী মোনালিসা। ছবি: সংগৃহীত
কঙ্গনা রানাউত ও মহাকুম্ভে ভাইরাল তরুণী মোনালিসা। ছবি: সংগৃহীত

ভারতে চলা মহাকুম্ভে মালাবিক্রেতা মোনালিসার ছবি এখন নেট দুনিয়ায় ভাইরাল। শ্যামবর্ণের তরুণীর বাদামি চোখের মণি, উজ্জ্বল হাসি মন কেড়েছে নেটিজেনদের। অনেকে পোস্ট দিচ্ছেন এই অপরূপাকে নিয়ে। শোনা যাচ্ছে, বলিউডেও নাকি ডাক পড়েছে তাঁর। এবার তাঁকে নিয়ে মন্তব্য করলেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত।

মোনালিসার রূপের প্রশংসা করলেন ‘কন্ট্রোভার্সি’ খ্যাত কঙ্গনা। পাশাপাশি বলিউডে শ্যামলা সুন্দরীদের অভাব রয়েছে বলেও মন্তব্য করেন। দীপিকা পাড়ুকোন, বিপাশা বসু, কাজলের মতো ‘ডাস্কি বিউটি’র নামও টেনে আনেন কঙ্গনা।

মোনালিসার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন কঙ্গনা। ক্যাপশনে অভিনেত্রী লেখেন, নিজের প্রাকৃতিক সৌন্দর্যের জন্য নেট দুনিয়ায় আকর্ষণ হয়ে উঠেছেন মোনালিসা। তাঁর ছবি তোলার জন্য মানুষ যেভাবে হেনস্তা করছে, তা মোটেই সমর্থন করছি না। কিন্তু একটা প্রশ্ন করতেই হবে, রুপালি দুনিয়ায় কি আর ভারতীয় শ্যামলা সুন্দরীদের প্রতিনিধিত্ব কেউ করে?’

কঙ্গনা আরও লেখেন, ‘একসময় অনু অগ্রবাল, কাজল, বিপাশা বসু ও রানি মুখোপাধ্যায় এমনকি দীপিকা পাড়ুকোনকে মানুষ যেমন ভালোবাসা দিয়েছে, তেমন কি এই প্রজন্মে হচ্ছে?’

একসময় বলিউডের শ্যামলা সুন্দরীরা বিভিন্ন প্রসাধনী ব্যবহার করে ফরসা হয়ে উঠেছেন বলেও মন্তব্য করেন কঙ্গনা। তবে তাঁদের মুখে আগের সেই উজ্জ্বলতা নেই বলেও উল্লেখ করেন তিনি। এ প্রসঙ্গ টেনে কঙ্গনা বলিউডের শ্যামলা অভিনেত্রীদের গ্রহণ করার বিষয়ে প্রশ্ন করেন। ‘মোনালিসাকে যেভাবে গ্রহণ করা হলো, কেন নতুন প্রজন্মের শ্যামলা অভিনেত্রীদের গ্রহণ করছেন না দর্শক?’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গ্রামীণফোনে চাকরির সুযোগ, আবেদন শেষ ২৮ জানুয়ারি

‘আপু’ বলায় খেপলেন ইউএনও

বাকৃবিতে পুনর্মিলনী অনুষ্ঠানে এসে মৃত্যুর কোলে ঢলে পড়লেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা

ডালে ৩০ শতাংশ শুল্ক দিয়ে প্রতিশোধ নিয়েছেন মোদি, টেরই পাননি ট্রাম্প

কুমিল্লা-৪: বিএনপির প্রার্থী মনজুরুল অবৈধ, হাসনাত বৈধ— আপিলে ইসির সিদ্ধান্ত

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত