বিনোদন প্রতিবেদক, ঢাকা

ট্রাক ড্রাইভার আব্বাস একজন প্রেমিক মানুষ। সাত জেলায় সাতটি বিয়ে করেছে সে। সাত বউকে একে অপরের থেকে গোপন রেখে সুনিপুণভাবে সাত সংসার সামলায় সে। একদিন এক বৃদ্ধের সঙ্গে বিয়ে হওয়া থেকে যুবতী এক সুন্দরীকে রক্ষা করার পর সেই সুন্দরী তার প্রেমে পড়ে যায়। তাকে বিয়ে করতে চায়। কিন্তু আব্বাস জানে আট মানে সর্বনাশ, তাই দ্বিধায় পড়ে যায় সে। না চাইলেও একপ্রকার বাধ্য হয়ে বিয়ে করতে হয় আব্বাসকে। এরপরই শুরু হয় গন্ডগোল। আব্বাসের আট সংসারে শুরু হয় নানা ঝামেলা। এমন গল্পে অমিতাভ রেজা চৌধুরী নির্মাণ করেছেন ‘বোহেমিয়ান ঘোড়া’।
ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ের জন্য নির্মিত সিরিজটিতে আব্বাস চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম। এমনটা জানা গিয়েছিল গত বছরের মার্চে। এবার প্রকাশ পেল এই সিরিজে মোশাররফ করিমের বউয়ের চরিত্রে অভিনয় করা শিল্পীদের নাম। আছেন তানজিকা আমিন, রুনা খান, মৌসুমী হামিদ, সাদিয়া আয়মান, রোবেনা রেজা জুঁই, ফারহানা হামিদ, অদিতি ও বৃষ্টি।
নির্মাতা জানিয়েছেন, বোহেমিয়ান ঘোড়ায় রুনা খানের চরিত্রটি গরম মেজাজ এবং আত্মবিশ্বাসী এক নারীর। বাস্তব জীবনে তানজিকা আমিন যেমন, ঠিক তার বিপরীত চরিত্রে দেখা যাবে তাঁকে। মৌসুমী হামিদ অভিনয় করেছেন নারী মৌয়ালের চরিত্রে। ছটফটে, চঞ্চল এক তরুণীর ভূমিকায় আছেন সাদিয়া আয়মান। এ ছাড়া রোবেনা রেজা জুঁইকে দেখা যাবে একদম নতুন আঙ্গিকে। সঙ্গে আছেন ফারহানা হামিদ, তাঁর চরিত্রে রয়েছে সংযম, অনুভূতি আর নিঃশব্দ এক অভিজ্ঞান। আর থাকছেন অদিতি ও বৃষ্টি নামের দুজন নতুন মুখ।
বোহেমিয়ান ঘোড়া সিরিজ নিয়ে মোশাররফ করিম বলেন, ‘অমিতাভ রেজার সঙ্গে এত বড় পরিসরে এটাই আমার প্রথম কাজ। দুর্দান্ত গল্প ও চরিত্রের কারণে এই সিরিজের সঙ্গে আমার যুক্ত হওয়া। দর্শক বোহেমিয়ান ঘোড়া সিরিজে সম্পূর্ণ নতুন কিছু পাবেন বলে আমার বিশ্বাস।’
পরিচালক অমিতাভ রেজা চৌধুরী বলেন, ‘আব্বাস কীভাবে ভালোবাসা, প্রত্যাশা আর সন্দেহ একসঙ্গে সামলায়, সেই কৌতুকপূর্ণ জটিলতা উঠে এসেছে এই সিরিজে। আরও আছে নানা ধরনের রোড অ্যাডভেঞ্চার। সিরিজের সঙ্গে যুক্ত সবার দুর্দান্ত এক জার্নি ছিল। এখন শুধু অপেক্ষা দর্শকের কাছে পৌঁছানোর।’
চলতি মাসে হইচইতে মুক্তি পাওয়ার কথা সিরিজটি।

ট্রাক ড্রাইভার আব্বাস একজন প্রেমিক মানুষ। সাত জেলায় সাতটি বিয়ে করেছে সে। সাত বউকে একে অপরের থেকে গোপন রেখে সুনিপুণভাবে সাত সংসার সামলায় সে। একদিন এক বৃদ্ধের সঙ্গে বিয়ে হওয়া থেকে যুবতী এক সুন্দরীকে রক্ষা করার পর সেই সুন্দরী তার প্রেমে পড়ে যায়। তাকে বিয়ে করতে চায়। কিন্তু আব্বাস জানে আট মানে সর্বনাশ, তাই দ্বিধায় পড়ে যায় সে। না চাইলেও একপ্রকার বাধ্য হয়ে বিয়ে করতে হয় আব্বাসকে। এরপরই শুরু হয় গন্ডগোল। আব্বাসের আট সংসারে শুরু হয় নানা ঝামেলা। এমন গল্পে অমিতাভ রেজা চৌধুরী নির্মাণ করেছেন ‘বোহেমিয়ান ঘোড়া’।
ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ের জন্য নির্মিত সিরিজটিতে আব্বাস চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম। এমনটা জানা গিয়েছিল গত বছরের মার্চে। এবার প্রকাশ পেল এই সিরিজে মোশাররফ করিমের বউয়ের চরিত্রে অভিনয় করা শিল্পীদের নাম। আছেন তানজিকা আমিন, রুনা খান, মৌসুমী হামিদ, সাদিয়া আয়মান, রোবেনা রেজা জুঁই, ফারহানা হামিদ, অদিতি ও বৃষ্টি।
নির্মাতা জানিয়েছেন, বোহেমিয়ান ঘোড়ায় রুনা খানের চরিত্রটি গরম মেজাজ এবং আত্মবিশ্বাসী এক নারীর। বাস্তব জীবনে তানজিকা আমিন যেমন, ঠিক তার বিপরীত চরিত্রে দেখা যাবে তাঁকে। মৌসুমী হামিদ অভিনয় করেছেন নারী মৌয়ালের চরিত্রে। ছটফটে, চঞ্চল এক তরুণীর ভূমিকায় আছেন সাদিয়া আয়মান। এ ছাড়া রোবেনা রেজা জুঁইকে দেখা যাবে একদম নতুন আঙ্গিকে। সঙ্গে আছেন ফারহানা হামিদ, তাঁর চরিত্রে রয়েছে সংযম, অনুভূতি আর নিঃশব্দ এক অভিজ্ঞান। আর থাকছেন অদিতি ও বৃষ্টি নামের দুজন নতুন মুখ।
বোহেমিয়ান ঘোড়া সিরিজ নিয়ে মোশাররফ করিম বলেন, ‘অমিতাভ রেজার সঙ্গে এত বড় পরিসরে এটাই আমার প্রথম কাজ। দুর্দান্ত গল্প ও চরিত্রের কারণে এই সিরিজের সঙ্গে আমার যুক্ত হওয়া। দর্শক বোহেমিয়ান ঘোড়া সিরিজে সম্পূর্ণ নতুন কিছু পাবেন বলে আমার বিশ্বাস।’
পরিচালক অমিতাভ রেজা চৌধুরী বলেন, ‘আব্বাস কীভাবে ভালোবাসা, প্রত্যাশা আর সন্দেহ একসঙ্গে সামলায়, সেই কৌতুকপূর্ণ জটিলতা উঠে এসেছে এই সিরিজে। আরও আছে নানা ধরনের রোড অ্যাডভেঞ্চার। সিরিজের সঙ্গে যুক্ত সবার দুর্দান্ত এক জার্নি ছিল। এখন শুধু অপেক্ষা দর্শকের কাছে পৌঁছানোর।’
চলতি মাসে হইচইতে মুক্তি পাওয়ার কথা সিরিজটি।

উপস্থাপক রাফসান সাবাবের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন সংগীতশিল্পী জেফার রহমান। গতকাল বুধবার দুপুরে সোশ্যাল মিডিয়ায় বিয়ের ছবি শেয়ার করে বিষয়টি নিশ্চিত করলেন জেফার ও রাফসান। জানা গেছে, ঢাকার অদূরে আমিনবাজারের একটি রিসোর্টে দুই পরিবারের সদস্য ও শোবিজ অঙ্গনের ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে বিয়ের আয়োজন করা হয়।
১ দিন আগে
রাজধানীর পাঁচটি মিলনায়তন এবং কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী বিচ পয়েন্টে ১০ জানুয়ারি থেকে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে দেখানো হচ্ছে দেশ-বিদেশের নির্মাতাদের কাজ। আজ যেসব সিনেমা প্রদর্শিত হবে, রইল সে তালিকা।
১ দিন আগে
বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ শেষে গত বছর একত্র হন বিটিএসের সাত সদস্য আর এম, জিন, জে হোপ, জিমিন, ভি, জাং কুক ও সুগা। ফিরেই ঘোষণা দেন নতুন অ্যালবাম এবং ওয়ার্ল্ড ট্যুর কনসার্টের। এ মাসের শুরুতে বিটিএস জানায়, আগামী ২০ মার্চ প্রকাশ পাবে বিটিএসের নতুন অ্যালবাম। এবার কে-পপ ব্যান্ডটি প্রকাশ করল...
১ দিন আগে
মুক্তির পর সিনেমা বিশ্লেষক থেকে শুরু করে সাধারণ দর্শকদের তোপের মুখে পড়ে অ্যাভাটার সিরিজের তৃতীয় কিস্তি ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’। গল্প নিয়ে তীব্র সমালোচনা আর অগোছালো প্লটের অভিযোগ—এসব নিয়েই বক্স অফিসে ঝড় তোলে অ্যাভাটারের তৃতীয় কিস্তি। দর্শকদের একটি বড় অংশ অসন্তোষ প্রকাশ করলেও মুক্তির...
১ দিন আগে