বিনোদন প্রতিবেদক, ঢাকা
ঢাকাকে বলা হয় হকারদের শহর। ফুটপাত থেকে শুরু করে বাস কিংবা রেলস্টেশন, রাস্তার গলিতেও হকারদের ছড়াছড়ি। ঢাকা শহরে প্রতিদিন হকারি করে জীবিকা নির্বাহ করে লাখ লাখ মানুষ। তাদের কাছে নানা ধরনের পণ্য পাওয়া যায় সস্তায়। রাস্তায় ফেরি করার সময় তারা বিভিন্ন ছন্দে পণ্যের বর্ণনা দিয়ে ক্রেতাদের আকৃষ্ট করে। সেই হকারদের শ্রদ্ধা জানিয়ে ঢাকার আলিয়ঁস ফ্রঁসেজ মঞ্চে আনছে কমেডি নাটক ‘সং অব হকারস’। ২০ ও ২১ মার্চ রাজধানীর শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে বেলা ৩টা ৩০ মিনিটে প্রদর্শিত হবে নাটকটি।
সং অব হকারস নাটকে ঢাকার হকারদের গল্প তুলে ধরেছেন ফ্রান্সের জাজি হিয়ুন। নাটকটি নির্দেশনাও দিয়েছেন তিনি। এতে হাস্যরসাত্মকভাবে উপস্থাপন করা হবে হকারদের দৈনন্দিন জীবনের তিনটি গল্প। গল্পগুলো হলো—‘দ্য সিক্রেট’, ‘দ্য থিফ রিঅ্যাওয়ার্ড’ ও ‘দ্য কম্পিটিশন’।
এ পরিবেশনায় গ্র্যান্ড গিগনলের কৌশল ব্যবহার করেছেন অভিনয়শিল্পীরা, যা ঊনবিংশ শতাব্দীর একটি ফরাসি থিয়েটার রূপ। গান, নৃত্য ও পাপেটের সমন্বয়ে শিল্পীরা ফুটিয়ে তুলবেন হকারদের বিভিন্ন চরিত্র।
সং অব হকারস নাটকের প্রধান সহকারী প্রজ্ঞা তাসনুভা রূবাইয়াৎ। সংগীত পরিকল্পনায় রাহুল আনন্দ, নৃত্য পরিকল্পনায় ফরহাদ এ শামিম। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ইমাম হোসেন, এম এস রানা, পি কে ফজল ও সুরাইয়া মৌ। নাটকটি দেখতে টিকিট লাগবে না। অনলাইনে রেজিস্ট্রেশন করে বিনা মূল্যে উপভোগ করা যাবে সং অব হকারস।
ঢাকাকে বলা হয় হকারদের শহর। ফুটপাত থেকে শুরু করে বাস কিংবা রেলস্টেশন, রাস্তার গলিতেও হকারদের ছড়াছড়ি। ঢাকা শহরে প্রতিদিন হকারি করে জীবিকা নির্বাহ করে লাখ লাখ মানুষ। তাদের কাছে নানা ধরনের পণ্য পাওয়া যায় সস্তায়। রাস্তায় ফেরি করার সময় তারা বিভিন্ন ছন্দে পণ্যের বর্ণনা দিয়ে ক্রেতাদের আকৃষ্ট করে। সেই হকারদের শ্রদ্ধা জানিয়ে ঢাকার আলিয়ঁস ফ্রঁসেজ মঞ্চে আনছে কমেডি নাটক ‘সং অব হকারস’। ২০ ও ২১ মার্চ রাজধানীর শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে বেলা ৩টা ৩০ মিনিটে প্রদর্শিত হবে নাটকটি।
সং অব হকারস নাটকে ঢাকার হকারদের গল্প তুলে ধরেছেন ফ্রান্সের জাজি হিয়ুন। নাটকটি নির্দেশনাও দিয়েছেন তিনি। এতে হাস্যরসাত্মকভাবে উপস্থাপন করা হবে হকারদের দৈনন্দিন জীবনের তিনটি গল্প। গল্পগুলো হলো—‘দ্য সিক্রেট’, ‘দ্য থিফ রিঅ্যাওয়ার্ড’ ও ‘দ্য কম্পিটিশন’।
এ পরিবেশনায় গ্র্যান্ড গিগনলের কৌশল ব্যবহার করেছেন অভিনয়শিল্পীরা, যা ঊনবিংশ শতাব্দীর একটি ফরাসি থিয়েটার রূপ। গান, নৃত্য ও পাপেটের সমন্বয়ে শিল্পীরা ফুটিয়ে তুলবেন হকারদের বিভিন্ন চরিত্র।
সং অব হকারস নাটকের প্রধান সহকারী প্রজ্ঞা তাসনুভা রূবাইয়াৎ। সংগীত পরিকল্পনায় রাহুল আনন্দ, নৃত্য পরিকল্পনায় ফরহাদ এ শামিম। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ইমাম হোসেন, এম এস রানা, পি কে ফজল ও সুরাইয়া মৌ। নাটকটি দেখতে টিকিট লাগবে না। অনলাইনে রেজিস্ট্রেশন করে বিনা মূল্যে উপভোগ করা যাবে সং অব হকারস।
বিজ্ঞাপনের জিঙ্গেল ও নাটকের গানের রেকর্ডিংয়ের জন্য বসুন্ধরা থেকে বনানী যাচ্ছিলেন পারশা। কুর্মিটোলা হাসপাতালের উল্টো দিকে আসতেই গাড়িতে আগুন লেগে যায়।
১৩ ঘণ্টা আগেদেশের সিনেমায় এখন বইছে অ্যাকশনের হাওয়া। গল্প তৈরি হচ্ছে নায়ককে ঘিরে। সেই সঙ্গে সিনেমার প্রচারও হয়ে উঠেছে নায়ককেন্দ্রিক, নায়িকারা পড়ে থাকছেন আড়ালে। নায়ককে প্রাধান্য দিয়েই তৈরি হচ্ছে পোস্টার, টিজার ও ট্রেলার। আসন্ন রোজার ঈদের সিনেমাগুলোর প্রচারেও উপেক্ষিত নায়িকারা।
১ দিন আগে‘পঞ্চায়েত’ ওয়েব সিরিজের চেনা মুখ দুর্গেশ কুমার। এ সিরিজে ভূষণ চরিত্রে অভিনয় করে পরিচিতি পেয়েছেন তিনি। পঞ্চায়েত এত জনপ্রিয় হওয়ার পরও দেড় বছর ধরে বড় কোনো প্রযোজনা প্রতিষ্ঠান থেকে ডাক পাননি দুর্গেশ।
২ দিন আগেপাকিস্তানি অভিনেত্রী সেহের খান মনে করেন, টিভি নাটকগুলোতে দেশের বিভিন্ন সামাজিক সমস্যার বিষয়গুলো তুলে ধরা উচিত। জনপ্রিয় টিভি সিরিজ ‘তান মান নীল ও নীল’-এ অভিনয়ের পর তিনি এ মন্তব্য করেন। তিনি মনে করেন, মানুষের চিন্তাভাবনার পরিবর্তন আনার জন্য টিভি সিরিজ বা নাটকগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
২ দিন আগে