
বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) শুরু হচ্ছে বিনোদনমূলক নতুন ম্যাগাজিন অনুষ্ঠান ‘অভিনন্দন’। আজ ৩০ জানুয়ারি শুক্রবার রাত ৯টায় প্রচারিত হবে অনুষ্ঠানটির প্রথম পর্ব। উপস্থাপনায় রয়েছেন রশিদ সাগর। একক গান, লোকগান, পুঁথিপাঠ, নাচ, নাটিকা, নৃত্যনাট্য, তারকা আড্ডাসহ নানা বর্ণিল আয়োজনে সাজানো হয়েছে অনুষ্ঠানটি। প্রতি মাসেই ম্যাগাজিন অনুষ্ঠানটির নতুন পর্ব প্রচারিত হবে।
অভিনন্দনের আজকের পর্বটি সাজানো হয়েছে তারকা আড্ডা, জনপ্রিয় শিল্পীদের গান, পুঁথিপাঠ, নাট্যাংশসহ নানা আয়োজনে। অনুষ্ঠানের গল্প-আড্ডা পর্বে অংশ নেবেন অভিনেতা আবুল হায়াত। তিনি জানাবেন জীবনের মজার স্মৃতি, ক্যারিয়ারের নানা ধরনের অভিজ্ঞতার কথা। এ পর্বে তাঁকে বিশেষ অভিনন্দন ও সম্মান জানানো হবে।
অভিনন্দন অনুষ্ঠানের সংগীত পর্বে থাকছে কণ্ঠশিল্পী মনির খানের গাওয়া একটি নতুন গান। পাশাপাশি লোকসংগীত পরিবেশন করবেন শিল্পী শফি মণ্ডল, শাহনাজ বেলী ও ডলি মণ্ডল।
জুলাই অভ্যুত্থানের প্রেক্ষাপটে পুঁথিপাঠ করবেন আরিফ দেওয়ান। এ ছাড়া সমসাময়িক সামাজিক বাস্তবতা আর অসংগতির গল্প নিয়ে থাকছে গুজব-বিষয়ক নাটিকা।
অনুষ্ঠানটির উপস্থাপক রশিদ সাগর বলেন, ‘আমরা চেষ্টা করেছি বিভিন্ন বিষয় আর বিনোদনের নানা উপকরণ দিয়ে একটি উপভোগ্য ম্যাগাজিন অনুষ্ঠান তৈরি করার। আমরা মনে করি, বিনোদনের পাশাপাশি সংস্কৃতি ও সচেতনতার মেলবন্ধনে সাজানো অভিনন্দন অনুষ্ঠানটি দর্শকদের মন জয় করে নিতে পারবে। প্রতি মাসেই নিত্যনতুন আয়োজন নিয়ে দর্শকদের সামনে হাজির হতে পারব বলে আমাদের বিশ্বাস। দর্শকদের ভালো লাগলেই আমাদের পরিশ্রম সার্থক হবে।’
ম্যাগাজিন অনুষ্ঠান অভিনন্দন প্রযোজনা করছেন ইয়াসির আরাফাত।

দক্ষিণ কোরিয়ার বিনোদন অঙ্গনে আবারও নেমে এল শোকের ছায়া। জনপ্রিয় কোরিয়ান গায়িকা মো সু-জিন মাত্র ২৭ বছর বয়সে মারা গেছেন। তাঁর পরিবার মৃত্যুর কারণ প্রকাশ না করার সিদ্ধান্ত নিয়েছে। তাঁর এজেন্সি ‘প্যানিক বাটন’ এক বিবৃতিতে এই দুঃসংবাদ নিশ্চিত করেছে।
২৩ মিনিট আগে
বর্তমান যুগ যেখানে অবিরাম কাজ, ক্রমাগত কন্টেন্ট উৎপাদন এবং সারাক্ষণ নিজেকে জাহির করার নেশায় মত্ত, সেখানে দাঁড়িয়ে হুট করে ‘না’ বলাটা অনেকটা বৈপ্লবিক সিদ্ধান্তের মতো শোনায়। ঠিক এই কাজটিই করে দেখালেন ভারতীয় সংগীত জগতের রাজপুত্র অরিজিৎ সিং এবং জনপ্রিয় স্ট্যান্ড-আপ কমেডিয়ান জাকির খান।
৬ ঘণ্টা আগে
গতকাল নেদারল্যান্ডসের রটারড্যাম শহরে শুরু হয়েছে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল রটারড্যামের ৫৫তম আসর। এবারের আসরে জায়গা করে নিয়েছে রেজওয়ান শাহরিয়ার সুমিতের রাজনৈতিক থ্রিলার ‘মাস্টার’। উৎসবের গুরুত্বপূর্ণ প্রতিযোগিতা বিভাগ বিগ স্ক্রিন কম্পিটিশনে লড়বে সিনেমাটি।
১২ ঘণ্টা আগে
বছরের প্রথম মাসে এখন পর্যন্ত মাত্র একটি সিনেমা মুক্তি পেয়েছে প্রেক্ষাগৃহে। শেষ সপ্তাহে আলোর মুখ দেখছে আরও একটি সিনেমা। আজ মুক্তি পাচ্ছে সরকারি অনুদানে নির্মিত ‘ময়নার চর’। ময়নার চর পরিচালনা করেছেন মোস্তাফিজুর রহমান বাবু। কেন্দ্রীয় দুই চরিত্রে অভিনয় করেছেন মামনুন ইমন ও সুস্মি রহমান।
১২ ঘণ্টা আগে