বিনোদন ডেস্ক

গোল্ডেন গ্লোবস, এসএজি, ডিজিএ, বাফটাসহ হলিউডের গুরুত্বপূর্ণ পুরস্কার প্রদান শেষে অনেকটা সারমর্ম ও মূল আকর্ষণ হিসেবে হাজির হয় অস্কার। বাংলাদেশ সময় ৩ মার্চ অর্থাৎ আগামীকাল সকালে দেওয়া হবে মর্যাদাপূর্ণ একাডেমি অ্যাওয়ার্ডস। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ওভেশন হলিউডের ডলবি থিয়েটারে অনুষ্ঠিত হবে ৯৭তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের জাঁকজমকপূর্ণ আসর। এবার প্রথমবারের মতো অস্কার সঞ্চালনা করবেন আমেরিকান টিভি ব্যক্তিত্ব কোনান ও’ব্রায়েন।
বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টায় শুরু হবে অনুষ্ঠান। গতবারের মতো এবারও ‘দ্য অস্কারস রেড কার্পেট শো’ সঞ্চালনা করবেন আমেরিকান নৃত্যশিল্পী-গায়িকা জুলিয়ান হাফ। তাঁর সঙ্গে প্রথমবার লালগালিচায় থাকছেন কানাডিয়ান টিভি তারকা জেসি পালমার। ভোর ৬টায় ডলবি থিয়েটারের মঞ্চে শুরু হবে মূল আয়োজন। এবিসি টেলিভিশন নেটওয়ার্কের মাধ্যমে বাংলাদেশসহ বিশ্বের ২০০টির বেশি দেশে ও স্ট্রিমিং প্ল্যাটফর্ম হুলুতে সরাসরি দেখানো হবে অনুষ্ঠানটি।
এবার অস্কারের মঞ্চে গাইবেন দক্ষিণ কোরিয়ার ব্যান্ড ব্ল্যাকপিংকের সদস্য লিসা। তিনিই প্রথম কোরিয়ান পপতারকা, যিনি গাইবেন অস্কারমঞ্চে। তবে একা নন, ব্রিটিশ গায়িকা রেই ও আমেরিকান র্যাপার দোজা ক্যাটের সঙ্গে তাঁর একটি পরিবেশনা থাকছে এবারের আসরে।
গত ১২ মাসে প্রয়াত চলচ্চিত্র ব্যক্তিত্বদের গান গেয়ে শ্রদ্ধা জানাবেন আমেরিকান অভিনেত্রী-র্যাপার কুইন লতিফা। থাকবে লস অ্যাঞ্জেলেস মাস্টার কোরালের সমবেত সংগীত। ব্রিটিশ অভিনেত্রী-গায়িকা সিনথিয়া এরিভো ও আমেরিকান গায়িকা-অভিনেত্রী আরিয়ানা গ্র্যান্ডে তাঁদের সিনেমা ‘উইকেড’-এর গানের মেডলি পরিবেশন করবেন বলে শোনা যাচ্ছে। প্রতিবারের মতো এবারও অস্কারে মৌলিক গান বিভাগে মনোনীত গানগুলো পরিবেশন করবেন শিল্পী ও সুরকাররা।
গতবার অস্কারজয়ী অভিনেতা কিলিয়ান মারফি, রবার্ট ডাউনি জুনিয়র, অভিনেত্রী এমা স্টোন ও ডে’ভাইন জয় র্যান্ডলফ বিজয়ীদের পুরস্কার তুলে দেবেন। বিভিন্ন অংশে মঞ্চে হাজির হবেন আমেরিকান উপস্থাপক অপরাহ উইনফ্রে, গায়িকা সেলিনা গোমেজ, অভিনেত্রী হ্যালি বেরি, স্কারলেট জোহানসন, এল ফ্যানিং, মার্গারেট কোয়ালি, জোয়ে সালদানা, র্যাচেল জেগলার, গোল্ডি হন, জুন স্কুইব, হুপি গোল্ডবার্গ, অ্যামি পোয়েলার, স্প্যানিশ অভিনেত্রী পেনেলোপি ক্রুজ, আনা ডি আরমাস, ইসরায়েলি অভিনেত্রী গল গ্যাডট।

বিভিন্ন অ্যাওয়ার্ড অনুষ্ঠানের ফলাফলের ভিত্তিতে অস্কার বিজয়ীদের নাম আগে থেকে অনুমান করা গেলেও এবার পরিস্থিতি ভিন্ন। বলা হচ্ছে, বছরটি অস্কারের সবচেয়ে বিতর্কিত ও অপ্রত্যাশিত বছর। কোনটি শেষ পর্যন্ত শেষ হাসি হাসবে, অনুমান করা কঠিন। তারপরেও সংবাদমাধ্যম ভ্যারাইটির মতে এবার সেরা হওয়ার দৌড়ে এগিয়ে আছে সিনেমা: আনোরা, পরিচালক: শন বেকার (আনোরা), অভিনেতা: অড্রিয়েন ব্রডি (দ্য ব্রুটালিস্ট), অভিনেত্রী: ডেমি মুর (দ্য সাবস্ট্যান্স), পার্শ্ব-অভিনেতা: কিয়েরন কল্কিন (আ রিয়াল পেইন), পার্শ্ব-অভিনেত্রী: জোয়ে সালদানা (এমিলিয়া পেরেজ), আন্তর্জাতিক ফিচার ফিল্ম: আই এম স্টিল হিয়ার (ব্রাজিল)।

গোল্ডেন গ্লোবস, এসএজি, ডিজিএ, বাফটাসহ হলিউডের গুরুত্বপূর্ণ পুরস্কার প্রদান শেষে অনেকটা সারমর্ম ও মূল আকর্ষণ হিসেবে হাজির হয় অস্কার। বাংলাদেশ সময় ৩ মার্চ অর্থাৎ আগামীকাল সকালে দেওয়া হবে মর্যাদাপূর্ণ একাডেমি অ্যাওয়ার্ডস। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ওভেশন হলিউডের ডলবি থিয়েটারে অনুষ্ঠিত হবে ৯৭তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের জাঁকজমকপূর্ণ আসর। এবার প্রথমবারের মতো অস্কার সঞ্চালনা করবেন আমেরিকান টিভি ব্যক্তিত্ব কোনান ও’ব্রায়েন।
বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টায় শুরু হবে অনুষ্ঠান। গতবারের মতো এবারও ‘দ্য অস্কারস রেড কার্পেট শো’ সঞ্চালনা করবেন আমেরিকান নৃত্যশিল্পী-গায়িকা জুলিয়ান হাফ। তাঁর সঙ্গে প্রথমবার লালগালিচায় থাকছেন কানাডিয়ান টিভি তারকা জেসি পালমার। ভোর ৬টায় ডলবি থিয়েটারের মঞ্চে শুরু হবে মূল আয়োজন। এবিসি টেলিভিশন নেটওয়ার্কের মাধ্যমে বাংলাদেশসহ বিশ্বের ২০০টির বেশি দেশে ও স্ট্রিমিং প্ল্যাটফর্ম হুলুতে সরাসরি দেখানো হবে অনুষ্ঠানটি।
এবার অস্কারের মঞ্চে গাইবেন দক্ষিণ কোরিয়ার ব্যান্ড ব্ল্যাকপিংকের সদস্য লিসা। তিনিই প্রথম কোরিয়ান পপতারকা, যিনি গাইবেন অস্কারমঞ্চে। তবে একা নন, ব্রিটিশ গায়িকা রেই ও আমেরিকান র্যাপার দোজা ক্যাটের সঙ্গে তাঁর একটি পরিবেশনা থাকছে এবারের আসরে।
গত ১২ মাসে প্রয়াত চলচ্চিত্র ব্যক্তিত্বদের গান গেয়ে শ্রদ্ধা জানাবেন আমেরিকান অভিনেত্রী-র্যাপার কুইন লতিফা। থাকবে লস অ্যাঞ্জেলেস মাস্টার কোরালের সমবেত সংগীত। ব্রিটিশ অভিনেত্রী-গায়িকা সিনথিয়া এরিভো ও আমেরিকান গায়িকা-অভিনেত্রী আরিয়ানা গ্র্যান্ডে তাঁদের সিনেমা ‘উইকেড’-এর গানের মেডলি পরিবেশন করবেন বলে শোনা যাচ্ছে। প্রতিবারের মতো এবারও অস্কারে মৌলিক গান বিভাগে মনোনীত গানগুলো পরিবেশন করবেন শিল্পী ও সুরকাররা।
গতবার অস্কারজয়ী অভিনেতা কিলিয়ান মারফি, রবার্ট ডাউনি জুনিয়র, অভিনেত্রী এমা স্টোন ও ডে’ভাইন জয় র্যান্ডলফ বিজয়ীদের পুরস্কার তুলে দেবেন। বিভিন্ন অংশে মঞ্চে হাজির হবেন আমেরিকান উপস্থাপক অপরাহ উইনফ্রে, গায়িকা সেলিনা গোমেজ, অভিনেত্রী হ্যালি বেরি, স্কারলেট জোহানসন, এল ফ্যানিং, মার্গারেট কোয়ালি, জোয়ে সালদানা, র্যাচেল জেগলার, গোল্ডি হন, জুন স্কুইব, হুপি গোল্ডবার্গ, অ্যামি পোয়েলার, স্প্যানিশ অভিনেত্রী পেনেলোপি ক্রুজ, আনা ডি আরমাস, ইসরায়েলি অভিনেত্রী গল গ্যাডট।

বিভিন্ন অ্যাওয়ার্ড অনুষ্ঠানের ফলাফলের ভিত্তিতে অস্কার বিজয়ীদের নাম আগে থেকে অনুমান করা গেলেও এবার পরিস্থিতি ভিন্ন। বলা হচ্ছে, বছরটি অস্কারের সবচেয়ে বিতর্কিত ও অপ্রত্যাশিত বছর। কোনটি শেষ পর্যন্ত শেষ হাসি হাসবে, অনুমান করা কঠিন। তারপরেও সংবাদমাধ্যম ভ্যারাইটির মতে এবার সেরা হওয়ার দৌড়ে এগিয়ে আছে সিনেমা: আনোরা, পরিচালক: শন বেকার (আনোরা), অভিনেতা: অড্রিয়েন ব্রডি (দ্য ব্রুটালিস্ট), অভিনেত্রী: ডেমি মুর (দ্য সাবস্ট্যান্স), পার্শ্ব-অভিনেতা: কিয়েরন কল্কিন (আ রিয়াল পেইন), পার্শ্ব-অভিনেত্রী: জোয়ে সালদানা (এমিলিয়া পেরেজ), আন্তর্জাতিক ফিচার ফিল্ম: আই এম স্টিল হিয়ার (ব্রাজিল)।

রায়হান রাফীর ‘পরাণ’ সিনেমায় প্রথম জুটি বেঁধেছিলেন শরিফুল রাজ ও বিদ্যা সিনহা মিম। সিনেমার ব্যবসায়িক সাফল্যের পাশাপাশি প্রশংসিত হয় রাজ-মিম জুটির রসায়ন। এরপর একই নির্মাতার ‘দামাল’ সিনেমাতেও দেখা যায় তাঁদের।
২ ঘণ্টা আগে
২০০৮ সালের ১৪ জানুয়ারি না ফেরার দেশে পাড়ি জমান নাট্যাচার্য সেলিম আল দীন। এ বছর তাঁর ১৮তম প্রয়াণ দিবস উপলক্ষে নাট্যসংগঠন স্বপ্নদল ১৪ থেকে ১৬ জানুয়ারি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটারে আয়োজন করেছে তিন দিনব্যাপী নাট্যাচার্য সেলিম আল দীন স্মরণোৎসব।
২ ঘণ্টা আগে
রাজধানীর পাঁচটি মিলনায়তন এবং কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী বিচ পয়েন্টে ১০ জানুয়ারি থেকে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে দেখানো হচ্ছে দেশ-বিদেশের নির্মাতাদের কাজ।
২ ঘণ্টা আগে
তামিল সুপারস্টার থালাপতি বিজয় ‘জন নায়াগন’ দিয়ে শেষ করবেন অভিনয়ের ক্যারিয়ার। এরপর পাকাপাকিভাবে নামবেন রাজনীতির ময়দানে। এরই মধ্যে শুটিং শেষ, ৯ জানুয়ারি মুক্তির তারিখ চূড়ান্ত ছিল। ভক্তদের মধ্যেও ব্যাপক আগ্রহ ছিল বিজয়ের শেষ সিনেমা নিয়ে। তবে শেষ মুহূর্তে সেন্সর বোর্ডের নিষেধাজ্ঞায় আটকে যায় সিনেমাটি।
২ ঘণ্টা আগে