বিনোদন প্রতিবেদক, ঢাকা

মনসুন রেভল্যুশনের স্পিরিটকে উপজীব্য করে তৈরি হয়েছে নাটক ‘দেয়াল জানে সব’। সংস্কৃতি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ১৯ জুন রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হবে নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন। পরিবেশন করবে নাট্যদল স্পন্দন থিয়েটার সার্কেল। রচনা ও নির্দেশনা দিয়েছেন শাকিল আহমেদ সনেট।
নির্দেশক বলেন, দেয়াল জানে সব একটি সময়ের দলিল, এক মহাকাব্যিক বয়ান, যেখানে শহরের ধূসর বাতাসে ভেসে বেড়ায় গুলির শব্দ, কান্নার ধ্বনি, অসমাপ্ত স্বপ্নের ছিটেফোঁটা। একেকটা দৃশ্যে কফিনগুলো যেন পঞ্চভুজাকৃতির মৃত্যুপরিচয় নিয়ে নির্মম বাস্তবতার সীমানা পেরিয়ে বিশেষ এক প্রতীক হয়ে ওঠে। এ নাটক শুধু মৃত্যু আর শোকের কাহিনি নয়। এটি এক মহাকালের পাথেয়, যেখানে লুকিয়ে থাকে আশার আলোর পথ, নবজাগরণের ছাপ। দেয়াল জানে যে প্রতিটি রক্তবিন্দু নিষ্ফল হয় না। আরও জানে, প্রতিটি মৃত্যুর পেছনে লুকানো থাকে নবজন্মের সম্ভাবনা।
শাকিল আহমেদ সনেট বলেন, ‘এ নাটকটি আমার কাছে কেবল পাঁচটি মৃত্যু, পাঁচটি কফিনের গল্প নয়; এটি একটি ক্ষয়ে যাওয়া সমাজের, ভাঙা স্বপ্নের, জর্জরিত বিশ্বাসের, তবু না হারা আশার প্রতিচ্ছবি। এ নাটকে আমি চেয়েছি এক অদৃশ্য কালরেখা টেনে দিতে, যেখানে বাস্তবতা ও বিমূর্ততা একাকার হয়ে যায়। যেখানে দর্শক দেখবে মৃত্যুর মুখ, আবার শুনবে জীবনের গান। যেখানে কফিনের নৈঃশব্দ্য ছাপিয়ে উঠবে জন্মের স্পন্দন। এই প্রয়াস উৎসর্গ তাদের জন্য, যারা হারিয়ে গিয়েও ফিরে আসে প্রতিটি বিপ্লবের ভোরে।’
দেয়াল জানে সব নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জিতাদিত্য বড়ুয়া, জয়ন্ত ত্রিপুরা, আকাশ মিয়া, নুসরাত জাহান, কৃষ্ণ চন্দ্র বর্মণ, নারিন আফরোজ লিনসা প্রমুখ। সেট ও প্রপস পরিকল্পনা করেছেন উৎপল নীল, সুর ও সংগীত অর্পা খন্দকার চাঁদনী, পোশাক শাকিল আহমেদ সনেট ও উৎপল নীল, কোরিওগ্রাফি কৃষ্ণ ও জয়ন্ত, আলোক প্রক্ষেপণে বাপ্পী।
১৯ জুন শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল হলে উদ্বোধনী মঞ্চায়নের পর ২০ জুন একই স্থান ও সময়ে অনুষ্ঠিত হবে নাটকের দ্বিতীয় প্রদর্শনী।

মনসুন রেভল্যুশনের স্পিরিটকে উপজীব্য করে তৈরি হয়েছে নাটক ‘দেয়াল জানে সব’। সংস্কৃতি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ১৯ জুন রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হবে নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন। পরিবেশন করবে নাট্যদল স্পন্দন থিয়েটার সার্কেল। রচনা ও নির্দেশনা দিয়েছেন শাকিল আহমেদ সনেট।
নির্দেশক বলেন, দেয়াল জানে সব একটি সময়ের দলিল, এক মহাকাব্যিক বয়ান, যেখানে শহরের ধূসর বাতাসে ভেসে বেড়ায় গুলির শব্দ, কান্নার ধ্বনি, অসমাপ্ত স্বপ্নের ছিটেফোঁটা। একেকটা দৃশ্যে কফিনগুলো যেন পঞ্চভুজাকৃতির মৃত্যুপরিচয় নিয়ে নির্মম বাস্তবতার সীমানা পেরিয়ে বিশেষ এক প্রতীক হয়ে ওঠে। এ নাটক শুধু মৃত্যু আর শোকের কাহিনি নয়। এটি এক মহাকালের পাথেয়, যেখানে লুকিয়ে থাকে আশার আলোর পথ, নবজাগরণের ছাপ। দেয়াল জানে যে প্রতিটি রক্তবিন্দু নিষ্ফল হয় না। আরও জানে, প্রতিটি মৃত্যুর পেছনে লুকানো থাকে নবজন্মের সম্ভাবনা।
শাকিল আহমেদ সনেট বলেন, ‘এ নাটকটি আমার কাছে কেবল পাঁচটি মৃত্যু, পাঁচটি কফিনের গল্প নয়; এটি একটি ক্ষয়ে যাওয়া সমাজের, ভাঙা স্বপ্নের, জর্জরিত বিশ্বাসের, তবু না হারা আশার প্রতিচ্ছবি। এ নাটকে আমি চেয়েছি এক অদৃশ্য কালরেখা টেনে দিতে, যেখানে বাস্তবতা ও বিমূর্ততা একাকার হয়ে যায়। যেখানে দর্শক দেখবে মৃত্যুর মুখ, আবার শুনবে জীবনের গান। যেখানে কফিনের নৈঃশব্দ্য ছাপিয়ে উঠবে জন্মের স্পন্দন। এই প্রয়াস উৎসর্গ তাদের জন্য, যারা হারিয়ে গিয়েও ফিরে আসে প্রতিটি বিপ্লবের ভোরে।’
দেয়াল জানে সব নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জিতাদিত্য বড়ুয়া, জয়ন্ত ত্রিপুরা, আকাশ মিয়া, নুসরাত জাহান, কৃষ্ণ চন্দ্র বর্মণ, নারিন আফরোজ লিনসা প্রমুখ। সেট ও প্রপস পরিকল্পনা করেছেন উৎপল নীল, সুর ও সংগীত অর্পা খন্দকার চাঁদনী, পোশাক শাকিল আহমেদ সনেট ও উৎপল নীল, কোরিওগ্রাফি কৃষ্ণ ও জয়ন্ত, আলোক প্রক্ষেপণে বাপ্পী।
১৯ জুন শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল হলে উদ্বোধনী মঞ্চায়নের পর ২০ জুন একই স্থান ও সময়ে অনুষ্ঠিত হবে নাটকের দ্বিতীয় প্রদর্শনী।

সংগীতশিল্পী হিসেবেই অঞ্জন দত্তের জনপ্রিয়তা বেশি। গান লেখা, সুর করা, গাওয়া ছাড়াও তিনি আপাদমস্তক সিনেমার মানুষ। অনেক জনপ্রিয় নির্মাতার সিনেমায় অভিনয় করেছেন। তিনি নিজেও পরিচালনা করেছেন। লেখালেখিও করেন নিয়মিত। নিজের জীবনের গল্প টুকরোভাবে বিভিন্ন সময়ে উঠে এসেছে অঞ্জনের কলমে।
১৩ ঘণ্টা আগে
‘জামাই বউ অতি চালাক’, ‘প্রেমের কোনো বয়স নাই’, ‘রঙ্গিলা মজিদ’, ‘ফিটফাট বাবু’, ‘বিড়ম্বনায় বাবু’সহ বেশ কয়েকটি নাটকে একসঙ্গে অভিনয় করেছেন মোশাররফ করিম ও লাক্স তারকাখ্যাত নীলাঞ্জনা নীলা। এবার আরও এক নাটকে জুটি বাঁধলেন তাঁরা।
১৩ ঘণ্টা আগে
অস্কারজয়ী হলিউড অভিনেত্রী মিশেল ইয়োর সঙ্গে জেমস ক্যামেরনের কাজ করার ইচ্ছা দীর্ঘদিনের। সদ্য মুক্তি পাওয়া ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’ সিনেমায় তাঁকে নিতে চেয়েছিলেন। তবে শেষ পর্যন্ত সেটা সম্ভব হয়নি। সম্প্রতি জেমস ক্যামেরন জানিয়েছেন, সবকিছু পরিকল্পনা মতো এগোলে ‘অ্যাভাটার ৪’-এ মিশেল ইয়োর উপস্থিতি প্র
১৩ ঘণ্টা আগে
রাজধানীর কয়েকটি মিলনায়তন এবং কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী বিচ পয়েন্টে ১০ জানুয়ারি থেকে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে দেখানো হচ্ছে দেশ-বিদেশের নির্মাতাদের কাজ। উৎসবে আজ যেসব সিনেমা প্রদর্শিত হবে, রইল সে তালিকা।
১৩ ঘণ্টা আগে