Ajker Patrika

নায়করাজ রাজ্জাকের জন্মদিনে ‘রাজাধিরাজ রাজ্জাক’

বিনোদন প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৩ জানুয়ারি ২০২৬, ১১: ৩৫
নায়করাজ রাজ্জাকের জন্মদিনে ‘রাজাধিরাজ রাজ্জাক’
‘রাজাধিরাজ রাজ্জাক’ তথ্যচিত্রের দৃশ্য। ছবি: সংগৃহীত

প্রয়াত অভিনেতা নায়করাজ রাজ্জাকের জন্মদিন আজ। এ উপলক্ষে আজ দিনব্যাপী বিশেষ অনুষ্ঠান প্রচার করবে চ্যানেল আই। রয়েছে রাজ্জাক অভিনীত সিনেমা, সিনেমার গান, প্রামাণ্যচিত্র।

সকাল সাড়ে ৭টায় স্টুডিও থেকে সরাসরি ‘গান দিয়ে শুরু’ অনুষ্ঠানে রাজ্জাক অভিনীত সিনেমার গান গাইবেন মো. খুরশীদ আলম, ইমরান খন্দকার ও স্বর্ণা। বেলা ১টা ৫ মিনিটে রাজ্জাক অভিনীত সিনেমার গানের অনুষ্ঠান ‘এবং সিনেমার গান’। বিকেল সাড়ে ৪টায় আবদুর রহমানের উপস্থাপনায় সাক্ষাৎকার অনুষ্ঠান ‘নায়ক থেকে নায়করাজ’। বিকেল ৫টা ২০ মিনিটে প্রচারিত হবে শাইখ সিরাজ নির্মিত প্রামাণ্যচিত্র ‘রাজাধিরাজ রাজ্জাক’।

ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেডের ব্যানারে তৈরি ৯০ মিনিট ব্যাপ্তির ‘রাজাধিরাজ রাজ্জাক’ তথ্যচিত্রটি তৈরি হয়েছিল রাজ্জাকের মৃত্যুর বছরখানেক আগে। এতে রয়েছে রাজ্জাকের সাক্ষাৎকার, তাঁর নিকটাত্মীয়, সহশিল্পী ও বন্ধুবান্ধবের স্মৃতিচারণা, সিনেমার অংশ ও গান। ২০১৮ সালে নায়করাজের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তথ্যচিত্রটি প্রথমে চ্যানেল আইয়ে এবং পরে স্টার সিনেপ্লেক্সে মুক্তি দেওয়া হয়।

১৯৪২ সালের ২৩ জানুয়ারি কলকাতায় জন্ম রাজ্জাকের। ১৯৬৪ সালে তিনি সপরিবার ঢাকায় চলে আসেন। ‘মুখ ও মুখোশ’ চলচ্চিত্রের পরিচালক আব্দুল জব্বার খানের সহযোগিতায় বাংলাদেশি সিনেমায় কাজের সুযোগ পান রাজ্জাক। ১৯৬৬ সালে ‘১৩ নম্বর ফেকু ওস্তাগার লেন’ দিয়ে চলচ্চিত্রে অভিষেক হয় তাঁর। নায়াক হিসেবে পথচলা শুরু জহির রায়হানের ‘বেহুলা’ সিনেমা দিয়ে। দীর্ঘ ক্যারিয়ারে অভিনয় করেছেন তিন শতাধিক চলচ্চিত্রে। অভিনয়ের বাইরে রাজ্জাক সফল ছিলেন প্রযোজক-নির্মাতা হিসেবেও। প্রযোজনা ও পরিচালনা করেছেন ১৬টি চলচ্চিত্র।

দীর্ঘ কর্মজীবনে আজীবন সম্মাননাসহ মোট ছয়বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। এ ছাড়া চলচ্চিত্রে অবদানের জন্য রাষ্ট্র তাঁকে সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা ‘স্বাধীনতা পদক’-এ ভূষিত করে। দীর্ঘ এক বর্ণিল ক্যারিয়ারের সমাপ্তি ঘটে ২০১৭ সালের ২১ আগস্ট ৭৫ বছর বয়সে। তাঁর ছেলে বাপ্পারাজ ও সম্রাট বাংলা সিনেমার পরিচিত মুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফিরে এসেছে শৈত্যপ্রবাহ, কোথায় কত দিন চলবে

কারাগারেই প্রেম দুই ভয়ংকর খুনির, বিয়ের জন্য প্যারোলে মুক্তি দিল আদালত

জঙ্গল সলিমপুর: ‘জনবিস্ফোরণ’-এর হুঁশিয়ারি র‍্যাব কর্মকর্তা হত্যা মামলার প্রধান আসামির

আজকের রাশিফল: নববিবাহিতদের জন্য সুখবর অপেক্ষা করছে, ছোটদের পরামর্শও কাজে লাগবে

বিশ্বকাপ না খেললে কত কোটি টাকার রাজস্ব হারাবে বাংলাদেশ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত