
মেষ
অফিসে কাজের চাপ বাড়বে, কিন্তু আপনার মনে হবে আপনি একাই দুনিয়া উদ্ধার করছেন। সহকর্মীরা পেছনে খিকখিক করে হাসতে পারে, কিন্তু আপনি ওসবে পাত্তা দেবেন না। আপনার এনার্জি লেভেল আজ এভারেস্টের চূড়ায় থাকবে। বসকে ফালতু বুদ্ধি দিতে যাবেন না, হিতে বিপরীত হয়ে ওটা আপনার ঘাড়েই ফিরতে পারে। বাড়ির দায়িত্বগুলো এড়িয়ে না যাওয়াই ভালো, না হলে রাতে ডাল-ভাতে টান পড়ার প্রবল সম্ভাবনা। রাস্তা পার হওয়ার সময় ফোনের দিকে না তাকিয়ে সামনের দিকে তাকান।
বৃষ
আজ আপনার ‘পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি’ প্রবাদটি ফলে যেতে পারে। অফিসে পড়ে থাকা পাহাড় সমান ফাইল আজ জাদুমন্ত্রের মতো শেষ হবে। আর্থিক দিক থেকে দিনটি মন্দ নয়, তবে অপ্রয়োজনীয় খরচে রাশ টানুন। আধ্যাত্মিকতায় মন দিন, মানে অন্তত ৫ মিনিট চোখ বন্ধ করে শান্ত হয়ে বসে থাকুন। আর হ্যাঁ, বন্ধুদের পাল্লায় পড়ে ফ্রি খাবার বেশি খেতে যাবেন না, পেটের বারোটা বাজতে সময় লাগবে না। অনলাইনে কেনাকাটার অ্যাপ থেকে আজ দূরে থাকুন।
মিথুন
ব্যবসায় ধীরে ধীরে উন্নতি হবে। প্রতিবেশীরা আজ আপনার ওপর হঠাৎ খুব ‘সদয়’ হয়ে উঠবে, হয়তো চিনি বা লবণ ধার নিতে আসার নাম করে আপনার হাঁড়ির খবর নিতে চাইবে। সমাজসেবার কাজে মন দিতে পারেন। মনের কথা আজ কাউকে বলে দিতে পারেন, তবে সে যদি না শোনে তবে মিছে মন খারাপ করবেন না। দরকার হলে দেওয়ালের দিকে তাকিয়ে বকবক করুন, শান্তি পাবেন। আজ কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে তিনবার ভাবুন।
কর্কট
বাড়ির ছোটখাটো অশান্তি আপনার কোমল মনে চিমটি কাটতে পারে। অফিসে কোনো বড় প্রজেক্টের দায়িত্ব আপনার ঘাড়ে এসে পড়তে পারে। শিক্ষার্থীদের জন্য দিনটি মনোসংযোগের। আজ বেশি আবেগপ্রবণ হবেন না। কেউ যদি দুঃখের গান শোনায়, তবে কানে আঙুল দিয়ে থাকুন। নিজেকে সময় দিন, একটু গান শুনুন বা বই পড়ুন। আজ ধার দেওয়া থেকে বিরত থাকুন, সেই টাকা ফেরত পাওয়া কঠিন হবে।
সিংহ
রাজকীয় মেজাজে দিনটি কাটবে। ব্যবসায় নতুন যোগাযোগের উজ্জ্বল সম্ভাবনা। পকেটে কিছু বাড়তি টাকা আসার যোগ আছে, যা দিয়ে আপনি বিরিয়ানি বা বড় কোনো ভোজের স্বপ্ন দেখতে পারেন। শারীরিক ক্লান্তি থাকতে পারে, তাই জিম যাওয়ার বীরত্ব আজ না দেখিয়ে বাড়িতেই বিশ্রাম নিন। নববিবাহিতদের জন্য দিনটি বেশ রোমান্টিক, সঙ্গীকে সময় দিন। গাড়ি চালানোর সময় ট্রাফিক সিগন্যাল মেনে চলুন।
কন্যা
ব্যবসায় হঠাৎ ঝামেলা হতে পারে, আর আপনার রাগ হবে হিমালয়ের উচ্চতাসম। ধৈর্য হারাবেন না। শেয়ারবাজারে সামান্য উন্নতির মুখ দেখতে পারেন, তবে লোভে পাপ পাপে মৃত্যু—কথাটা মাথায় রাখবেন। অন্যের সমালোচনা বন্ধ করুন, নাহলে আপনার অবর্তমানে আপনার নামেও লোকে ‘পিএনপিসি’ (পরনিন্দা-পরচর্চা) শুরু করবে। রাস্তায় অচেনা লোকের থেকে আজ অপ্রত্যাশিত সাহায্য পেতে পারেন। কোনো নথিতে সই করার আগে ভালো করে পড়ে নিন।
তুলা
কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান হতে পারে, কিন্তু সেই ট্রিপ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ‘তৃতীয় বিশ্বযুদ্ধ’ বাজার সম্ভাবনা প্রবল। সামাজিক কাজে সুনাম বৃদ্ধি পাবে। শান্ত থাকুন। ঝগড়া শুরু হলে মাথা নিচু করে স্মার্টফোন স্ক্রল করুন অথবা কানে হেডফোন গুঁজে দিন, এটাই আজ জীবন বাঁচানোর মূলমন্ত্র। রান্নাঘরে কাজ করার সময় একটু সচেতন থাকুন।
বৃশ্চিক
স্বাস্থ্য মোটের ওপর ভালো থাকলেও মনটা খচখচ করবে। প্রেমে অশান্তির মেঘ ঘনিয়ে আসতে পারে। মনে হবে আপনার প্রিয়জন আপনাকে বুঝছে না বা গুরুত্ব দিচ্ছে না। প্রেমে ঝামেলা হলে আজ একদম রিঅ্যাক্ট করবেন না। মনে রাখবেন, ‘সাইলেন্স ইজ গোল্ডেন’। আজ চুপ থাকলেই অনেক বড় বিপদ এড়ানো সম্ভব। সোশ্যাল মিডিয়ায় আজ কাউকে অযথা কমেন্ট করে যুদ্ধে জড়াবেন না।
ধনু
ব্যবসায় কিছু প্রযুক্তিগত সমস্যা হতে পারে, কিন্তু পাড়ার লোক বা প্রতিবেশীর কাছে আপনি আজ ‘হিরো’ সাজবেন। পরিবারে আনন্দ ও সুখ বজায় থাকবে। দূর সম্পর্কের কোনো আত্মীয়ের দেখা পেতে পারেন। জেদ আর অহংকার ঝেড়ে ফেলুন। বড়দের কথা মন দিয়ে শুনুন, বিশেষ করে তারা যদি পারিবারিক সম্পত্তির বা পৈতৃক ভিটার কথা তোলে! আগুনের কাজ করার সময় সাবধান থাকুন।
মকর
সকালটা একটু তিতা (আক্ষরিক অর্থে নয়, মেজাজের দিক থেকে) হতে পারে, কিন্তু বেলা বাড়লে অর্থ আগমনের পথ প্রশস্ত হবে। কর্মক্ষেত্রে পদোন্নতির আলোচনা হতে পারে। নিজের সিক্রেট আজ একদম নিজের কাছেই রাখুন। আপনার অতি গোপন কথাটি যেন আজ পাঁচকান না হয়, সেদিকে খেয়াল রাখুন। হাঁটু বা পায়ের যন্ত্রণায় ভুগতে পারেন, সাবধানে চলাফেরা করুন।
কুম্ভ
অন্যের উপকার করতে গিয়ে আজ নিজের মূল্যবান সময় নষ্ট হবে প্রচুর। তবে ব্যবসায় উন্নতি ও আয় বৃদ্ধি নিশ্চিত। হঠাৎ কোনো পুরোনো বন্ধুর সঙ্গে দেখা হয়ে মনটা ফুরফুরে হয়ে যাবে। মা-বাবার সঙ্গে একটু সময় কাটান বা মন্দিরে যেতে পারেন, পুণ্য হবে। অতিরিক্ত বকবক করে নিজের বিপদ নিজে ডেকে আনবেন না। আজ দামি কোনো জিনিস হারানোর ভয় আছে, ব্যাগ সামলে রাখুন।
মীন
কোনো গুণী ব্যক্তির সান্নিধ্য বা সাহায্য পাবেন। নববিবাহিতদের জন্য কোনো বড় সুখবর অপেক্ষা করছে (বাড়িতে নতুন অতিথি বা উপহার—মিষ্টি খাওয়ার জন্য তৈরি থাকুন)। অভিজ্ঞদের কথা শুনুন, বয়সে ছোটদের পরামর্শও আজ কাজে লেগে যেতে পারে। অর্থনৈতিক দিক থেকে আজ আপনি বেশ শক্তিশালী অবস্থানে থাকবেন। পুকুর বা জলাশয়ের ধারে আজ না যাওয়াই মঙ্গল।

‘আমার হিয়া আমায় খ্যাপিয়ে বেড়ায় যে’, রবীন্দ্রনাথের এই গানের কলি অনেক সময় আমাদের জীবনের রূঢ় সত্য হয়ে দাঁড়ায়। তবে এখানে হৃদয় নিজে খ্যাপে না; বরং সুকৌশলে তাকে ‘খ্যাপানো’ হয়। যাপিত জীবনে আমাদের মন অনেক সময় আপনজনদের হাতেই ‘খ্যাপা’ বা বিভ্রান্ত হয়ে পড়ে।
১ ঘণ্টা আগে
মাথার ত্বকে একবার খুশকি হলে তা আর সহজে যেতে চায় না। বিশেষ করে শীতকালে যখন বাতাসে আর্দ্রতা কম থাকে, তখন এ সমস্যা আরও প্রবল হয়ে দাঁড়ায়। খুশকির কারণে অনেককেই চুলকানি, সাদা ফ্লেক্স বা চামড়া ওঠা এবং শেষমেশ চুল ওঠার মতো সমস্যায় পড়তে হয়।
৩ ঘণ্টা আগে
প্রতিদিন পুরো বিশ্বে এক লাখের বেশি বিমান আকাশপথে উড়ে যায়। এ কারণে এয়ারপোর্টগুলো সব সময় ব্যস্ত থাকে। ছোট দেশ যেমন সান মারিনো বা মাল্টার কাছে মাত্র একটি এয়ারপোর্ট থাকলেও বড় দেশ যেমন যুক্তরাষ্ট্র বা রাশিয়ার কাছে হাজার হাজার এয়ারপোর্ট রয়েছে।
৫ ঘণ্টা আগে
আপনার কোনো বন্ধু, পরিবারের কেউ কিংবা কাছের কোনো মানুষ কি আপনার সঙ্গে রহস্যময় আচরণ করছে? কখনো খুব আন্তরিক, আবার পরক্ষণেই বরফের মতো ঠান্ডা, এমন আচরণ হতে পারে। মাঝে মাঝে আপনার মনে হতে পারে কেউ আপনাকে এড়িয়ে চলছে কিংবা আপনার উপস্থিতিকে পাত্তাই দিচ্ছে না।
৭ ঘণ্টা আগে