বিনোদন প্রতিবেদক, ঢাকা

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন উপলক্ষে কবির চারটি গান নিয়ে তৈরি হলো অ্যালবাম ‘দ্য নজরুল টেপস—রিফ্লেক্টেড বাই জাহিদ নিরব’। গানগুলো নতুনভাবে সংগীতায়োজন করেছেন জাহিদ নিরব। ইলেকট্রনিক সাউন্ডের সংমিশ্রণে নজরুলের গানগুলোকে উপস্থাপন করা হয়েছে নতুনভাবে, ভিন্ন এক অনুভবে। গেয়েছেন দিলশাদ নাহার কনা, মাশা ইসলাম, শামীম হাসান ও জাহিদ নিরব।
দিলশাদ নাহার কনা গেয়েছেন ‘মোর ঘুমঘোরে’, মাশা ইসলাম গেয়েছেন ‘আমার আপনার চেয়ে’, শামীম হাসান ‘উচাটন মন’ এবং জাহিদ নিরব কণ্ঠ দিয়েছেন ‘সুরে ও বাণীর মালা দিয়ে’। ২৪ মে রাজধানীর যাত্রা বিরতিতে অনুষ্ঠিত হবে প্রকাশনা অনুষ্ঠান। দ্য নজরুল টেপস—রিফ্লেক্টেড বাই জাহিদ নিরব শিরোনামের এই অনুষ্ঠানে শিল্পীরা গেয়ে শোনাবেন গানগুলো। নজরুলের গানের পাশাপাশি নিজেদের পছন্দের কিছু গানও পরিবেশন করবেন তাঁরা। টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার টাকা। ইতিমধ্যে শুরু হয়েছে অগ্রিম টিকিট বিক্রি।
দ্য নজরুল টেপস—রিফ্লেক্টড বাই জাহিদ নিরব অ্যালবাম নিয়ে জাহিদ নিরব বলেন, ‘কাজী নজরুল ইসলাম আমাদের জন্য আশীর্বাদ। তাঁর জীবনদর্শন, চিন্তা ও সৃষ্টিশীলতা সব সময় আমাকে অনুপ্রাণিত করেছে। নজরুলের গান নিয়ে কাজ করাটা আমার জন্য এক অসাধারণ অভিজ্ঞতা। এখন তো আর আগের মতো অ্যালবাম রিলিজ হয় না। তবে ইপি (এক্সটেনডেড প্লে) ধারণা নিয়ে আমরা চারটি গানের একটি প্রজেক্ট করেছি। কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার সহশিল্পী, মিউজিশিয়ান এবং যাত্রা বিরতির প্রতি—এই ব্যতিক্রমী আয়োজনের অংশ হতে পেরে আমরা গর্বিত।’
গানের সুর ঠিক রেখে নতুনভাবে সংগীতায়োজন করা হয়েছে বলে জানান জাহিদ নিরব। তিনি বলেন, ‘আমরা একটি বিষয়ের ওপর বিশেষভাবে নজর দিয়েছি—ফিউশনের নামে যেন কোনো কনফিউশন তৈরি না হয়। গায়কি, সুর ও কথা—এই তিনটি বিষয়ে আমরা সর্বোচ্চ যত্নশীল ছিলাম। যাঁরা নজরুলসংগীত ভালোবাসেন, তাঁদের জন্য এই উদ্যোগটি নিঃসন্দেহে আনন্দের হবে। একই সঙ্গে যাঁরা ইলেকট্রনিক সাউন্ড পছন্দ করেন, তাঁদের কাছেও গানগুলো এক নতুন অভিজ্ঞতা দেবে।’
অ্যালবামের গানগুলো শিগগিরই বিভিন্ন অডিও প্ল্যাটফর্মে রিলিজ হবে বলে জানান জাহিদ নিরব।

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন উপলক্ষে কবির চারটি গান নিয়ে তৈরি হলো অ্যালবাম ‘দ্য নজরুল টেপস—রিফ্লেক্টেড বাই জাহিদ নিরব’। গানগুলো নতুনভাবে সংগীতায়োজন করেছেন জাহিদ নিরব। ইলেকট্রনিক সাউন্ডের সংমিশ্রণে নজরুলের গানগুলোকে উপস্থাপন করা হয়েছে নতুনভাবে, ভিন্ন এক অনুভবে। গেয়েছেন দিলশাদ নাহার কনা, মাশা ইসলাম, শামীম হাসান ও জাহিদ নিরব।
দিলশাদ নাহার কনা গেয়েছেন ‘মোর ঘুমঘোরে’, মাশা ইসলাম গেয়েছেন ‘আমার আপনার চেয়ে’, শামীম হাসান ‘উচাটন মন’ এবং জাহিদ নিরব কণ্ঠ দিয়েছেন ‘সুরে ও বাণীর মালা দিয়ে’। ২৪ মে রাজধানীর যাত্রা বিরতিতে অনুষ্ঠিত হবে প্রকাশনা অনুষ্ঠান। দ্য নজরুল টেপস—রিফ্লেক্টেড বাই জাহিদ নিরব শিরোনামের এই অনুষ্ঠানে শিল্পীরা গেয়ে শোনাবেন গানগুলো। নজরুলের গানের পাশাপাশি নিজেদের পছন্দের কিছু গানও পরিবেশন করবেন তাঁরা। টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার টাকা। ইতিমধ্যে শুরু হয়েছে অগ্রিম টিকিট বিক্রি।
দ্য নজরুল টেপস—রিফ্লেক্টড বাই জাহিদ নিরব অ্যালবাম নিয়ে জাহিদ নিরব বলেন, ‘কাজী নজরুল ইসলাম আমাদের জন্য আশীর্বাদ। তাঁর জীবনদর্শন, চিন্তা ও সৃষ্টিশীলতা সব সময় আমাকে অনুপ্রাণিত করেছে। নজরুলের গান নিয়ে কাজ করাটা আমার জন্য এক অসাধারণ অভিজ্ঞতা। এখন তো আর আগের মতো অ্যালবাম রিলিজ হয় না। তবে ইপি (এক্সটেনডেড প্লে) ধারণা নিয়ে আমরা চারটি গানের একটি প্রজেক্ট করেছি। কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার সহশিল্পী, মিউজিশিয়ান এবং যাত্রা বিরতির প্রতি—এই ব্যতিক্রমী আয়োজনের অংশ হতে পেরে আমরা গর্বিত।’
গানের সুর ঠিক রেখে নতুনভাবে সংগীতায়োজন করা হয়েছে বলে জানান জাহিদ নিরব। তিনি বলেন, ‘আমরা একটি বিষয়ের ওপর বিশেষভাবে নজর দিয়েছি—ফিউশনের নামে যেন কোনো কনফিউশন তৈরি না হয়। গায়কি, সুর ও কথা—এই তিনটি বিষয়ে আমরা সর্বোচ্চ যত্নশীল ছিলাম। যাঁরা নজরুলসংগীত ভালোবাসেন, তাঁদের জন্য এই উদ্যোগটি নিঃসন্দেহে আনন্দের হবে। একই সঙ্গে যাঁরা ইলেকট্রনিক সাউন্ড পছন্দ করেন, তাঁদের কাছেও গানগুলো এক নতুন অভিজ্ঞতা দেবে।’
অ্যালবামের গানগুলো শিগগিরই বিভিন্ন অডিও প্ল্যাটফর্মে রিলিজ হবে বলে জানান জাহিদ নিরব।

উপস্থাপক রাফসান সাবাবের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন সংগীতশিল্পী জেফার রহমান। গতকাল বুধবার দুপুরে সোশ্যাল মিডিয়ায় বিয়ের ছবি শেয়ার করে বিষয়টি নিশ্চিত করলেন জেফার ও রাফসান। জানা গেছে, ঢাকার অদূরে আমিনবাজারের একটি রিসোর্টে দুই পরিবারের সদস্য ও শোবিজ অঙ্গনের ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে বিয়ের আয়োজন করা হয়।
১ দিন আগে
রাজধানীর পাঁচটি মিলনায়তন এবং কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী বিচ পয়েন্টে ১০ জানুয়ারি থেকে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে দেখানো হচ্ছে দেশ-বিদেশের নির্মাতাদের কাজ। আজ যেসব সিনেমা প্রদর্শিত হবে, রইল সে তালিকা।
১ দিন আগে
বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ শেষে গত বছর একত্র হন বিটিএসের সাত সদস্য আর এম, জিন, জে হোপ, জিমিন, ভি, জাং কুক ও সুগা। ফিরেই ঘোষণা দেন নতুন অ্যালবাম এবং ওয়ার্ল্ড ট্যুর কনসার্টের। এ মাসের শুরুতে বিটিএস জানায়, আগামী ২০ মার্চ প্রকাশ পাবে বিটিএসের নতুন অ্যালবাম। এবার কে-পপ ব্যান্ডটি প্রকাশ করল...
১ দিন আগে
মুক্তির পর সিনেমা বিশ্লেষক থেকে শুরু করে সাধারণ দর্শকদের তোপের মুখে পড়ে অ্যাভাটার সিরিজের তৃতীয় কিস্তি ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’। গল্প নিয়ে তীব্র সমালোচনা আর অগোছালো প্লটের অভিযোগ—এসব নিয়েই বক্স অফিসে ঝড় তোলে অ্যাভাটারের তৃতীয় কিস্তি। দর্শকদের একটি বড় অংশ অসন্তোষ প্রকাশ করলেও মুক্তির...
১ দিন আগে