Ajker Patrika

নির্ঝরের কথা-সুরে বিশ্বজিৎ, বাপ্পা ও অর্ণবের গান

বিনোদন প্রতিবেদক, ঢাকা
বাপ্পা মজুমদার, কুমার বিশ্বজিৎ ও শায়ান চৌধুরী অর্ণব। ছবি: সংগৃহীত
বাপ্পা মজুমদার, কুমার বিশ্বজিৎ ও শায়ান চৌধুরী অর্ণব। ছবি: সংগৃহীত

অডিও অ্যালবামের যুগ শেষ হওয়ার পর হারিয়ে যেতে বসেছে মিক্সড অ্যালবামের প্রচলন। ইউটিউবে যে যার মতো একক কিংবা দ্বৈত গান প্রকাশ করছেন। এমন সময় ৫৪ শিল্পীকে নিয়ে ৬৩ গানের উদ্যোগ নিয়েছেন স্থপতি ও চলচ্চিত্র নির্মাতা এনামুল করিম নির্ঝর। নাম দিয়েছেন ‘যেটা আমাদের নিজের মতোন’। সব কটি গানের কথা ও সুর করেছেন নির্ঝর। বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্‌যাপনের ধারাবাহিক প্রক্রিয়ায় চলচ্চিত্র, সংগীতসহ অন্যান্য সৃজনশীল ও সামাজিক উদ্যোগ গ্রহণ করেছেন নির্ঝর। এ উদ্যোগের অংশ হিসেবে প্রকাশিত হচ্ছে গানগুলো।

গত জুনে রেজওয়ানা চৌধুরী বন্যার গাওয়া ‘যেটা আমাদের নিজের মতোন’ গান দিয়ে শুরু হয় অ্যালবামের গান প্রকাশনা। ইতিমধ্যে বিভিন্ন শিল্পীর গাওয়া ৩৫টি গান প্রকাশিত হয়েছে। অন্য গানগুলোতে কণ্ঠ দিয়েছেন ফাহমিদা নবী, সামিনা চৌধুরী, শফি মণ্ডল, নবনীতা চৌধুরী, কোনাল প্রমুখ।

এবার নির্ঝরের কথা ও সুরে আসছে কুমার বিশ্বজিৎ, বাপ্পা মজুমদার ও শায়ান চৌধুরী অর্ণবের গান। ‘হলফনামার হরফ গুনে, ঋণের পাখি বুঝেশুনে, দিল উড়াল যেদিকে যায় হাওয়া’—এমন কথার গানটি গেয়েছেন কুমার বিশ্বজিৎ। শিরোনাম দেওয়া হয়েছে ‘হলফনামার হরফ গুনে’।

‘কেন হাতের মুঠোর’ শিরোনামের গান শোনা যাবে বাপ্পা মজুমদারের কণ্ঠে। ‘কেন হাতের মুঠোর মধ্যেখানে কলম মৃতদেহ, কেন আদালতের মন বিভাজন শুধুই সন্দেহ’—এমন কথামালায় তৈরি হয়েছে গানটি। অর্ণবের গাওয়া গানের শিরোনাম ‘ঝোলমাখা ঠোঁটে’।

ইতিমধ্যে গানের রেকর্ড শেষ করেছেন তিন শিল্পী। গানের ভিডিওতে দেখা যাবে শিল্পীদের। আগামী মাসের শুরুতে প্রকাশ পাবে কুমার বিশ্বজিতের গানটি। এরপর পর্যায়ক্রমে প্রকাশিত হবে বাপ্পা ও অর্ণবের গান। গানগুলো তৈরি ও প্রকাশ করছে ইকেএনসি ও গানশালা।

এনামুল করিম নির্ঝর বলেন, ‘একটি প্রকল্পে সবাইকে একসঙ্গে করার মানে হচ্ছে একটা স্মৃতি, অনুপ্রেরণা এবং নতুন যোগসূত্র তৈরি করা। এর মাধ্যমে একটা সম্ভাবনা তৈরি হতে পারে। গানের সঙ্গে সবচেয়ে বেশি যে সম্পর্ক, সেটা হচ্ছে অনুভূতির সম্পর্ক। আমার গানে অনুভূতি উঠে এসেছে। সময়কে তুলে ধরা হয়েছে। এই ৬৩ গানের মধ্যে একটা স্ট্যান্ডার্ড বজায় রাখার চেষ্টা করেছি। এতে জনপ্রিয় শিল্পীদের সঙ্গে একেবারে নতুন শিল্পীরাও গেয়েছেন। আমি চাই গানগুলো সবার কাছে পৌঁছে যাক।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান

ইরানে বিক্ষোভে ১২ হাজার নিহতের খবর, সরকার বলছে ২ হাজার

বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু সরাতে বিসিবির সঙ্গে আইসিসির সভা, আসেনি কোনো সিদ্ধান্ত

হাসপাতালে আশ্রয় নেওয়া গৃহবধূকে ধর্ষণ: দুই আনসার সদস্য বরখাস্ত

আটক বিএনপি নেতার মৃত্যু: সেনাসদস্যদের প্রত্যাহার, উচ্চপর্যায়ের তদন্ত কমিটি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত