
এবার রেস্তোরাঁ খুলছে জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ‘নেটফ্লিক্স বাইটস’ নামের রেস্তোরাঁয় মিলবে বিশ্বের বিখ্যাত সব শেফের খাবার, যেখানে মিলবে ব্রিটিশ-বাংলাদেশি নাদিয়ার তৈরি খাবারও।
২০১৫ সালে যুক্তরাজ্যে রান্নাবিষয়ক টেলিভিশন অনুষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় ‘গ্রেট ব্রিটিশ বেক অফ’-এ বিলেতি রীতির কেক বানিয়ে বিজয়ীর মুকুট ছিনিয়ে নিয়েছিলেন নাদিয়া। আর পরের বছর ২০১৬ সালে রানি দ্বিতীয় এলিজাবেথের ৯০তম জন্মবার্ষিকীতে কমলালেবুর দই দিয়ে কেক তৈরি করে গড়েন ইতিহাস।
সিএনএন জানিয়েছে, ‘নেটফ্লিক্স বাইটস’ নামের রেস্তোরাঁটির কার্যক্রম শুরু হবে আগামী ৩০ জুন। ওয়েস্ট হলিউডের ‘শর্ট স্টোরিজ’ হোটেলে এই রেস্তোরাঁ খোলা থাকবে প্রতিদিন বিকেল ৫টা থেকে ১০টা পর্যন্ত। এ ছাড়া সপ্তাহের দুই দিন শনি ও রোববার ‘ব্রাঞ্চ’ দেওয়া হবে।
‘শেফস টেবলস’, ‘আয়রন শেফ’, ‘ইজ ইট কেক’ এবং ‘ড্রিংক মাস্টার্স’-এর মতো রান্নার শোগুলোর শেফদের হাতের মজাদার খাবার এত দিন কেবল স্ক্রিনে দেখা গেলেও সেসব চেখে দেখার সুযোগ ছিল না দর্শকদের। এবার সেই সুযোগ করে দিচ্ছে ‘নেটফ্লিক্স বাইটস’। বিখ্যাত এসব শেফের খাবার মিলবে এই রেস্তোরাঁয়। শেফদের মধ্যে নাদিয়া ছাড়াও শেফ ডোমিনিক ক্রেন এবং কার্টিস স্টোনকেও নেটফ্লিক্সের রেস্তোরাঁয় পাওয়া যাবে।
এক বিবৃতিতে স্টোন জানিয়েছেন, ‘খাবার নিয়ে বিশ্বের মানুষের কাছে পৌঁছে যাওয়া আমার জীবনের রোমাঞ্চকর একটি অভিজ্ঞতা। ক্যামেরায় এত দিন যা ঘটেছে, সেটার স্বাদ ভক্তদের দিতেই এই রেস্তোরাঁ।’
তবে ‘নেটফ্লিক্স বাইটসে’ গিয়ে জনপ্রিয় শেফদের হাতে তৈরি মজার মজার খাবার পাওয়া গেলেও সেখানে সশরীরের তাদের দেখা পাওয়া যাবে না।
‘নেটফ্লিক্স বাইটস’-এর ওয়েবসাইটে মেন্যু দেখতে ‘চেক ব্যাক সুন’ অপশন রাখা হয়েছে। এ ছাড়া ওয়েবসাইটের ‘রেসি ডটকম’-এ গিয়ে আগাম বুকিংয়ের ব্যবস্থাও রেখেছে কর্তৃপক্ষ। এ ক্ষেত্রে জনপ্রতি ২৫ ডলার আগাম দিতে হবে, যা বিলের সঙ্গে সমন্বয় করা হবে।

এবার রেস্তোরাঁ খুলছে জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ‘নেটফ্লিক্স বাইটস’ নামের রেস্তোরাঁয় মিলবে বিশ্বের বিখ্যাত সব শেফের খাবার, যেখানে মিলবে ব্রিটিশ-বাংলাদেশি নাদিয়ার তৈরি খাবারও।
২০১৫ সালে যুক্তরাজ্যে রান্নাবিষয়ক টেলিভিশন অনুষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় ‘গ্রেট ব্রিটিশ বেক অফ’-এ বিলেতি রীতির কেক বানিয়ে বিজয়ীর মুকুট ছিনিয়ে নিয়েছিলেন নাদিয়া। আর পরের বছর ২০১৬ সালে রানি দ্বিতীয় এলিজাবেথের ৯০তম জন্মবার্ষিকীতে কমলালেবুর দই দিয়ে কেক তৈরি করে গড়েন ইতিহাস।
সিএনএন জানিয়েছে, ‘নেটফ্লিক্স বাইটস’ নামের রেস্তোরাঁটির কার্যক্রম শুরু হবে আগামী ৩০ জুন। ওয়েস্ট হলিউডের ‘শর্ট স্টোরিজ’ হোটেলে এই রেস্তোরাঁ খোলা থাকবে প্রতিদিন বিকেল ৫টা থেকে ১০টা পর্যন্ত। এ ছাড়া সপ্তাহের দুই দিন শনি ও রোববার ‘ব্রাঞ্চ’ দেওয়া হবে।
‘শেফস টেবলস’, ‘আয়রন শেফ’, ‘ইজ ইট কেক’ এবং ‘ড্রিংক মাস্টার্স’-এর মতো রান্নার শোগুলোর শেফদের হাতের মজাদার খাবার এত দিন কেবল স্ক্রিনে দেখা গেলেও সেসব চেখে দেখার সুযোগ ছিল না দর্শকদের। এবার সেই সুযোগ করে দিচ্ছে ‘নেটফ্লিক্স বাইটস’। বিখ্যাত এসব শেফের খাবার মিলবে এই রেস্তোরাঁয়। শেফদের মধ্যে নাদিয়া ছাড়াও শেফ ডোমিনিক ক্রেন এবং কার্টিস স্টোনকেও নেটফ্লিক্সের রেস্তোরাঁয় পাওয়া যাবে।
এক বিবৃতিতে স্টোন জানিয়েছেন, ‘খাবার নিয়ে বিশ্বের মানুষের কাছে পৌঁছে যাওয়া আমার জীবনের রোমাঞ্চকর একটি অভিজ্ঞতা। ক্যামেরায় এত দিন যা ঘটেছে, সেটার স্বাদ ভক্তদের দিতেই এই রেস্তোরাঁ।’
তবে ‘নেটফ্লিক্স বাইটসে’ গিয়ে জনপ্রিয় শেফদের হাতে তৈরি মজার মজার খাবার পাওয়া গেলেও সেখানে সশরীরের তাদের দেখা পাওয়া যাবে না।
‘নেটফ্লিক্স বাইটস’-এর ওয়েবসাইটে মেন্যু দেখতে ‘চেক ব্যাক সুন’ অপশন রাখা হয়েছে। এ ছাড়া ওয়েবসাইটের ‘রেসি ডটকম’-এ গিয়ে আগাম বুকিংয়ের ব্যবস্থাও রেখেছে কর্তৃপক্ষ। এ ক্ষেত্রে জনপ্রতি ২৫ ডলার আগাম দিতে হবে, যা বিলের সঙ্গে সমন্বয় করা হবে।

প্রতি বছর শীতের মৌসুমে নতুনভাবে জেগে ওঠে সংগীতাঙ্গন। এ সময়ে শহরে গ্রামে আয়োজিত হয় গানের অনুষ্ঠান। শিল্পীরা ব্যস্ত সময় কাটান ইনডোর ও আউটডোরে আয়োজিত এসব কনসার্টে। শ্রোতারাও সামনাসামনি প্রিয় শিল্পী ও ব্যান্ডের পারফরম্যান্স উপভোগের সুযোগ পান।
১১ ঘণ্টা আগে
রাজধানীর কয়েকটি মিলনায়তন এবং কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী বিচ পয়েন্টে ১০ জানুয়ারি থেকে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে দেখানো হচ্ছে দেশ-বিদেশের নির্মাতাদের কাজ। উৎসবে আজ প্রিমিয়ার হবে আহমেদ হাসান সানি পরিচালিত বাংলাদেশের সিনেমা ‘এখানে রাজনৈতিক...
১১ ঘণ্টা আগে
নতুন বছরের প্রথম দুই শুক্রবার মুক্তি পায়নি কোনো সিনেমা। অবশেষে তৃতীয় শুক্রবার থেকে নতুন সিনেমার পোস্টার পড়ল প্রেক্ষাগৃহে। দেশের সিনেমা ‘এখানে রাজনৈতিক আলাপ জরুরি’র সঙ্গে মুক্তি পাচ্ছে স্প্যানিশ নির্মাতা ইসাবেল হারগুয়েরা পরিচালিত অ্যানিমেশন সিনেমা ‘সুলতানাস ড্রিম’।
১১ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
১১ ঘণ্টা আগে