বিনোদন ডেস্ক

মাইক স্টক, ম্যাট আইটকেন ও পিট ওয়াটারম্যান—পপ সংগীতের ইতিহাসে গুরুত্বপূর্ণ তিন নাম। গত শতকের আশি ও নব্বইয়ের দশকজুড়ে এই ত্রয়ী উপহার দিয়েছেন জনপ্রিয় অনেক গান। সম্প্রতি দ্য সানকে দেওয়া এক সাক্ষাৎকারে এই সময়ের গান ও শিল্পীদের নিয়ে কথা বলেছেন তাঁরা। বলেছেন তরুণ শিল্পীদের গানের কথা ও পারফরম্যান্সে অশ্লীলতার আধিক্য নিয়েও। এ প্রসঙ্গেই উঠে এসেছে সাবরিনা কার্পেন্টারের নাম।
টেলর সুইফটের পর এখন সাবরিনাকে নিয়েই মাতামাতি হচ্ছে বেশি। তবে তাঁর গানের কথা ও ভিডিওতে থাকে মাত্রাতিরিক্ত যৌন ইঙ্গিতপূর্ণ বিষয়, যার সমালোচনা করেছেন মাইক স্টক, ম্যাট আইটকেন ও পিট ওয়াটারম্যান। ওয়াটারম্যান বলেন, সাবরিনা কার্পেন্টার বাচ্চাদের মতো পোশাক পরে হাজির হন, এটি বেশ আপত্তিকর। তাঁর যথেষ্ট মেধা আছে, তাঁর তো এসবের দরকার নেই।
ওয়াটারম্যানের কথার সঙ্গে যোগ করে ম্যাট বলেন, ‘আশির দশক কিংবা যেকোনো সময়ের তুলনায় এখনকার পপ গানগুলোর কথা ও ভিডিও বেশি যৌনতাপূর্ণ হয়ে উঠেছে।’ এই প্রবণতা দিন শেষে নারীদেরই বিপদে ফেলছে বলে মত স্টকের।

তবে তাঁদের এই সমালোচনা ভালোভাবে নেননি সাবরিনা কার্পেন্টার। মাইক স্টক, ম্যাট আইটকেন ও পিট ওয়াটারম্যানকে একরাশ কটু কথা শুনিয়ে সাবরিনা বলেন, ‘তাঁরা মূলত বলতে চাইছেন, নারী শিল্পীরা গানের কথায়, পোশাকে কিংবা পারফরম্যান্সে তাঁদের যৌনতা প্রকাশ করতে পারবেন না। নারী শিল্পীদের এভাবেই চিরকাল ছি ছি করা হয়েছে। আগে রিহানা, ব্রিটনি স্পিয়ার্স, ম্যাডোনাকে নিয়ে এমন বলা হয়েছে, এখন আমাকে নিয়ে বলা হচ্ছে।’
স্টক, আইটকেন ও ওয়াটারম্যানের বক্তব্যকে ‘প্রতিক্রিয়াশীল’ আখ্যা দিয়ে সাবরিনা বলেন, ‘যখন আমি সেলফকেয়ার, বডি পজিটিভিটি কিংবা বিরহের কথা বলি, যা মূলত প্রত্যেক তরুণী ফেস করে; তখন তাঁরা কোনো কথা বলেন না। তাঁরা সব সময় আমার পারফরম্যান্সে যৌনতার দিকটাই দেখতে পান। আমার বক্তব্য খুবই পরিষ্কার, নিজের যৌনতায় আত্মবিশ্বাসী—এমন কোনো মেয়েকে যদি তোমার ভালো না লাগে, তাহলে আমার শোতে এসো না।’

মাইক স্টক, ম্যাট আইটকেন ও পিট ওয়াটারম্যান—পপ সংগীতের ইতিহাসে গুরুত্বপূর্ণ তিন নাম। গত শতকের আশি ও নব্বইয়ের দশকজুড়ে এই ত্রয়ী উপহার দিয়েছেন জনপ্রিয় অনেক গান। সম্প্রতি দ্য সানকে দেওয়া এক সাক্ষাৎকারে এই সময়ের গান ও শিল্পীদের নিয়ে কথা বলেছেন তাঁরা। বলেছেন তরুণ শিল্পীদের গানের কথা ও পারফরম্যান্সে অশ্লীলতার আধিক্য নিয়েও। এ প্রসঙ্গেই উঠে এসেছে সাবরিনা কার্পেন্টারের নাম।
টেলর সুইফটের পর এখন সাবরিনাকে নিয়েই মাতামাতি হচ্ছে বেশি। তবে তাঁর গানের কথা ও ভিডিওতে থাকে মাত্রাতিরিক্ত যৌন ইঙ্গিতপূর্ণ বিষয়, যার সমালোচনা করেছেন মাইক স্টক, ম্যাট আইটকেন ও পিট ওয়াটারম্যান। ওয়াটারম্যান বলেন, সাবরিনা কার্পেন্টার বাচ্চাদের মতো পোশাক পরে হাজির হন, এটি বেশ আপত্তিকর। তাঁর যথেষ্ট মেধা আছে, তাঁর তো এসবের দরকার নেই।
ওয়াটারম্যানের কথার সঙ্গে যোগ করে ম্যাট বলেন, ‘আশির দশক কিংবা যেকোনো সময়ের তুলনায় এখনকার পপ গানগুলোর কথা ও ভিডিও বেশি যৌনতাপূর্ণ হয়ে উঠেছে।’ এই প্রবণতা দিন শেষে নারীদেরই বিপদে ফেলছে বলে মত স্টকের।

তবে তাঁদের এই সমালোচনা ভালোভাবে নেননি সাবরিনা কার্পেন্টার। মাইক স্টক, ম্যাট আইটকেন ও পিট ওয়াটারম্যানকে একরাশ কটু কথা শুনিয়ে সাবরিনা বলেন, ‘তাঁরা মূলত বলতে চাইছেন, নারী শিল্পীরা গানের কথায়, পোশাকে কিংবা পারফরম্যান্সে তাঁদের যৌনতা প্রকাশ করতে পারবেন না। নারী শিল্পীদের এভাবেই চিরকাল ছি ছি করা হয়েছে। আগে রিহানা, ব্রিটনি স্পিয়ার্স, ম্যাডোনাকে নিয়ে এমন বলা হয়েছে, এখন আমাকে নিয়ে বলা হচ্ছে।’
স্টক, আইটকেন ও ওয়াটারম্যানের বক্তব্যকে ‘প্রতিক্রিয়াশীল’ আখ্যা দিয়ে সাবরিনা বলেন, ‘যখন আমি সেলফকেয়ার, বডি পজিটিভিটি কিংবা বিরহের কথা বলি, যা মূলত প্রত্যেক তরুণী ফেস করে; তখন তাঁরা কোনো কথা বলেন না। তাঁরা সব সময় আমার পারফরম্যান্সে যৌনতার দিকটাই দেখতে পান। আমার বক্তব্য খুবই পরিষ্কার, নিজের যৌনতায় আত্মবিশ্বাসী—এমন কোনো মেয়েকে যদি তোমার ভালো না লাগে, তাহলে আমার শোতে এসো না।’

ভারতের জনপ্রিয় গায়ক ও অভিনেতা, ইন্ডিয়ান আইডল সিজন-৩-এর বিজয়ী প্রশান্ত তামাং মারা গেছেন। রোববার (১১ জানুয়ারি) ইন্ডিয়ান এক্সপ্রেসসহ একাধিক ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, হৃদ্রোগে আক্রান্ত হয়ে নয়াদিল্লির নিজ বাসভবনে মাত্র ৪৩ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রশান্ত।
৪ ঘণ্টা আগে
আওয়ামী লীগ সরকারের আমলে শেখ মুজিবুর রহমানকে নিয়ে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগের মোবাইল গেম ও অ্যাপ্লিকেশনের দক্ষতা উন্নয়ন প্রকল্প থেকে তৈরি হয়েছিল অ্যানিমেশন সিনেমা ‘মুজিব ভাই’ ও সিরিজ ‘খোকা’।
১৬ ঘণ্টা আগে
রাজধানীর পাঁচটি মিলনায়তন এবং কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী বিচ পয়েন্টে ১০ জানুয়ারি থেকে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে দেখানো হচ্ছে দেশ-বিদেশের নির্মাতাদের কাজ।
১৬ ঘণ্টা আগে
নানা বাধা ও চ্যালেঞ্জ মোকাবিলা করে ২০২৫ সালে ইউসিবি রেকর্ড সাফল্য অর্জন করেছে, যা ব্যাংকটির ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা করেছে। এই অর্জন উদ্যাপনের মাধ্যমে গ্রাহক, স্টেকহোল্ডার ও শিল্প-সহযোগীদের কৃতজ্ঞতা জানাতে ৯ জানুয়ারি ইউসিবি আয়োজন করে জমকালো এক অনুষ্ঠান।
১৬ ঘণ্টা আগে