বিনোদন ডেস্ক

মাইক স্টক, ম্যাট আইটকেন ও পিট ওয়াটারম্যান—পপ সংগীতের ইতিহাসে গুরুত্বপূর্ণ তিন নাম। গত শতকের আশি ও নব্বইয়ের দশকজুড়ে এই ত্রয়ী উপহার দিয়েছেন জনপ্রিয় অনেক গান। সম্প্রতি দ্য সানকে দেওয়া এক সাক্ষাৎকারে এই সময়ের গান ও শিল্পীদের নিয়ে কথা বলেছেন তাঁরা। বলেছেন তরুণ শিল্পীদের গানের কথা ও পারফরম্যান্সে অশ্লীলতার আধিক্য নিয়েও। এ প্রসঙ্গেই উঠে এসেছে সাবরিনা কার্পেন্টারের নাম।
টেলর সুইফটের পর এখন সাবরিনাকে নিয়েই মাতামাতি হচ্ছে বেশি। তবে তাঁর গানের কথা ও ভিডিওতে থাকে মাত্রাতিরিক্ত যৌন ইঙ্গিতপূর্ণ বিষয়, যার সমালোচনা করেছেন মাইক স্টক, ম্যাট আইটকেন ও পিট ওয়াটারম্যান। ওয়াটারম্যান বলেন, সাবরিনা কার্পেন্টার বাচ্চাদের মতো পোশাক পরে হাজির হন, এটি বেশ আপত্তিকর। তাঁর যথেষ্ট মেধা আছে, তাঁর তো এসবের দরকার নেই।
ওয়াটারম্যানের কথার সঙ্গে যোগ করে ম্যাট বলেন, ‘আশির দশক কিংবা যেকোনো সময়ের তুলনায় এখনকার পপ গানগুলোর কথা ও ভিডিও বেশি যৌনতাপূর্ণ হয়ে উঠেছে।’ এই প্রবণতা দিন শেষে নারীদেরই বিপদে ফেলছে বলে মত স্টকের।

তবে তাঁদের এই সমালোচনা ভালোভাবে নেননি সাবরিনা কার্পেন্টার। মাইক স্টক, ম্যাট আইটকেন ও পিট ওয়াটারম্যানকে একরাশ কটু কথা শুনিয়ে সাবরিনা বলেন, ‘তাঁরা মূলত বলতে চাইছেন, নারী শিল্পীরা গানের কথায়, পোশাকে কিংবা পারফরম্যান্সে তাঁদের যৌনতা প্রকাশ করতে পারবেন না। নারী শিল্পীদের এভাবেই চিরকাল ছি ছি করা হয়েছে। আগে রিহানা, ব্রিটনি স্পিয়ার্স, ম্যাডোনাকে নিয়ে এমন বলা হয়েছে, এখন আমাকে নিয়ে বলা হচ্ছে।’
স্টক, আইটকেন ও ওয়াটারম্যানের বক্তব্যকে ‘প্রতিক্রিয়াশীল’ আখ্যা দিয়ে সাবরিনা বলেন, ‘যখন আমি সেলফকেয়ার, বডি পজিটিভিটি কিংবা বিরহের কথা বলি, যা মূলত প্রত্যেক তরুণী ফেস করে; তখন তাঁরা কোনো কথা বলেন না। তাঁরা সব সময় আমার পারফরম্যান্সে যৌনতার দিকটাই দেখতে পান। আমার বক্তব্য খুবই পরিষ্কার, নিজের যৌনতায় আত্মবিশ্বাসী—এমন কোনো মেয়েকে যদি তোমার ভালো না লাগে, তাহলে আমার শোতে এসো না।’

মাইক স্টক, ম্যাট আইটকেন ও পিট ওয়াটারম্যান—পপ সংগীতের ইতিহাসে গুরুত্বপূর্ণ তিন নাম। গত শতকের আশি ও নব্বইয়ের দশকজুড়ে এই ত্রয়ী উপহার দিয়েছেন জনপ্রিয় অনেক গান। সম্প্রতি দ্য সানকে দেওয়া এক সাক্ষাৎকারে এই সময়ের গান ও শিল্পীদের নিয়ে কথা বলেছেন তাঁরা। বলেছেন তরুণ শিল্পীদের গানের কথা ও পারফরম্যান্সে অশ্লীলতার আধিক্য নিয়েও। এ প্রসঙ্গেই উঠে এসেছে সাবরিনা কার্পেন্টারের নাম।
টেলর সুইফটের পর এখন সাবরিনাকে নিয়েই মাতামাতি হচ্ছে বেশি। তবে তাঁর গানের কথা ও ভিডিওতে থাকে মাত্রাতিরিক্ত যৌন ইঙ্গিতপূর্ণ বিষয়, যার সমালোচনা করেছেন মাইক স্টক, ম্যাট আইটকেন ও পিট ওয়াটারম্যান। ওয়াটারম্যান বলেন, সাবরিনা কার্পেন্টার বাচ্চাদের মতো পোশাক পরে হাজির হন, এটি বেশ আপত্তিকর। তাঁর যথেষ্ট মেধা আছে, তাঁর তো এসবের দরকার নেই।
ওয়াটারম্যানের কথার সঙ্গে যোগ করে ম্যাট বলেন, ‘আশির দশক কিংবা যেকোনো সময়ের তুলনায় এখনকার পপ গানগুলোর কথা ও ভিডিও বেশি যৌনতাপূর্ণ হয়ে উঠেছে।’ এই প্রবণতা দিন শেষে নারীদেরই বিপদে ফেলছে বলে মত স্টকের।

তবে তাঁদের এই সমালোচনা ভালোভাবে নেননি সাবরিনা কার্পেন্টার। মাইক স্টক, ম্যাট আইটকেন ও পিট ওয়াটারম্যানকে একরাশ কটু কথা শুনিয়ে সাবরিনা বলেন, ‘তাঁরা মূলত বলতে চাইছেন, নারী শিল্পীরা গানের কথায়, পোশাকে কিংবা পারফরম্যান্সে তাঁদের যৌনতা প্রকাশ করতে পারবেন না। নারী শিল্পীদের এভাবেই চিরকাল ছি ছি করা হয়েছে। আগে রিহানা, ব্রিটনি স্পিয়ার্স, ম্যাডোনাকে নিয়ে এমন বলা হয়েছে, এখন আমাকে নিয়ে বলা হচ্ছে।’
স্টক, আইটকেন ও ওয়াটারম্যানের বক্তব্যকে ‘প্রতিক্রিয়াশীল’ আখ্যা দিয়ে সাবরিনা বলেন, ‘যখন আমি সেলফকেয়ার, বডি পজিটিভিটি কিংবা বিরহের কথা বলি, যা মূলত প্রত্যেক তরুণী ফেস করে; তখন তাঁরা কোনো কথা বলেন না। তাঁরা সব সময় আমার পারফরম্যান্সে যৌনতার দিকটাই দেখতে পান। আমার বক্তব্য খুবই পরিষ্কার, নিজের যৌনতায় আত্মবিশ্বাসী—এমন কোনো মেয়েকে যদি তোমার ভালো না লাগে, তাহলে আমার শোতে এসো না।’

সংগীতশিল্পী হিসেবেই অঞ্জন দত্তের জনপ্রিয়তা বেশি। গান লেখা, সুর করা, গাওয়া ছাড়াও তিনি আপাদমস্তক সিনেমার মানুষ। অনেক জনপ্রিয় নির্মাতার সিনেমায় অভিনয় করেছেন। তিনি নিজেও পরিচালনা করেছেন। লেখালেখিও করেন নিয়মিত। নিজের জীবনের গল্প টুকরোভাবে বিভিন্ন সময়ে উঠে এসেছে অঞ্জনের কলমে।
১৪ ঘণ্টা আগে
‘জামাই বউ অতি চালাক’, ‘প্রেমের কোনো বয়স নাই’, ‘রঙ্গিলা মজিদ’, ‘ফিটফাট বাবু’, ‘বিড়ম্বনায় বাবু’সহ বেশ কয়েকটি নাটকে একসঙ্গে অভিনয় করেছেন মোশাররফ করিম ও লাক্স তারকাখ্যাত নীলাঞ্জনা নীলা। এবার আরও এক নাটকে জুটি বাঁধলেন তাঁরা।
১৪ ঘণ্টা আগে
অস্কারজয়ী হলিউড অভিনেত্রী মিশেল ইয়োর সঙ্গে জেমস ক্যামেরনের কাজ করার ইচ্ছা দীর্ঘদিনের। সদ্য মুক্তি পাওয়া ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’ সিনেমায় তাঁকে নিতে চেয়েছিলেন। তবে শেষ পর্যন্ত সেটা সম্ভব হয়নি। সম্প্রতি জেমস ক্যামেরন জানিয়েছেন, সবকিছু পরিকল্পনা মতো এগোলে ‘অ্যাভাটার ৪’-এ মিশেল ইয়োর উপস্থিতি প্র
১৪ ঘণ্টা আগে
রাজধানীর কয়েকটি মিলনায়তন এবং কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী বিচ পয়েন্টে ১০ জানুয়ারি থেকে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে দেখানো হচ্ছে দেশ-বিদেশের নির্মাতাদের কাজ। উৎসবে আজ যেসব সিনেমা প্রদর্শিত হবে, রইল সে তালিকা।
১৪ ঘণ্টা আগে