বিনোদন প্রতিবেদক, ঢাকা

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কালজয়ী ঈদের গান ‘ও মন রমজানের ঐ রোজার শেষে এল খুশির ঈদ’। ঈদের আনন্দ, সৌন্দর্য ও আধ্যাত্মিক দিক তুলে ধরা হয়েছে এই গানে। গানটি বাঙালি মুসলিম সমাজে ঈদ আনন্দের এক আবশ্যকীয় অংশ হয়ে উঠেছে। গানটি প্রথম গেয়েছিলেন আব্বাসউদ্দীন। এবার ঈদে চ্যানেল আইয়ে প্রচারের জন্য নতুন করে গানটি গাইলেন ফেরদৌস ওয়াহিদ, ফেরদৌস আরা, রিজিয়া পারভীন, আগুন, দিঠি আনোয়ার, লুইপা, কোনাল, আয়েশা মৌসুমী, মেজবাহ বাপ্পী প্রমুখ। গত মঙ্গলবার রাতে গানটির ভিডিও নির্মাণ করেন অনন্যা রুমা। কণ্ঠশিল্পী ফেরদৌস ওয়াহিদ বলেন, ‘সব মিলিয়ে চমৎকার ছিল আয়োজন। গান তো একই। শুধু ভিডিওতে নতুনত্ব আনার চেষ্টা করা হয়েছে। সবাই আন্তরিকতা নিয়ে গানটি গেয়েছেন, ভিডিওতে অংশ নিয়েছেন। সত্যি বলতে, গানটি গাইতে গেলে অন্য রকম ভালো লাগা কাজ করে। খুব ভালো লেগেছে কাজটি করে।’
ও মন রমজানের ঐ রোজার শেষে এল খুশির ঈদ গানটিতে নতুন করে সংগীতায়োজন করেছেন আদিব কবির। পুরো আয়োজনের নির্দেশনায় ছিলেন অনন্যা রুমা। তিনি জানিয়েছেন, ঈদের চাঁদ দেখার পর থেকে চ্যানেল আইয়ে গানটির প্রচার শুরু হবে।
২০০৬ সাল থেকে চ্যানেল আইয়ের জন্য প্রতিবছর নতুন সংগীতায়োজনে ‘ও মন রমজানের ঐ রোজার শেষে এল খুশির ঈদ’ গানটি নির্মাণ করে আসছেন অনন্যা রুমা। কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা, সাবিনা ইয়াসমীনসহ অনেকে এর আগে এই গানে কণ্ঠ দিয়েছেন।

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কালজয়ী ঈদের গান ‘ও মন রমজানের ঐ রোজার শেষে এল খুশির ঈদ’। ঈদের আনন্দ, সৌন্দর্য ও আধ্যাত্মিক দিক তুলে ধরা হয়েছে এই গানে। গানটি বাঙালি মুসলিম সমাজে ঈদ আনন্দের এক আবশ্যকীয় অংশ হয়ে উঠেছে। গানটি প্রথম গেয়েছিলেন আব্বাসউদ্দীন। এবার ঈদে চ্যানেল আইয়ে প্রচারের জন্য নতুন করে গানটি গাইলেন ফেরদৌস ওয়াহিদ, ফেরদৌস আরা, রিজিয়া পারভীন, আগুন, দিঠি আনোয়ার, লুইপা, কোনাল, আয়েশা মৌসুমী, মেজবাহ বাপ্পী প্রমুখ। গত মঙ্গলবার রাতে গানটির ভিডিও নির্মাণ করেন অনন্যা রুমা। কণ্ঠশিল্পী ফেরদৌস ওয়াহিদ বলেন, ‘সব মিলিয়ে চমৎকার ছিল আয়োজন। গান তো একই। শুধু ভিডিওতে নতুনত্ব আনার চেষ্টা করা হয়েছে। সবাই আন্তরিকতা নিয়ে গানটি গেয়েছেন, ভিডিওতে অংশ নিয়েছেন। সত্যি বলতে, গানটি গাইতে গেলে অন্য রকম ভালো লাগা কাজ করে। খুব ভালো লেগেছে কাজটি করে।’
ও মন রমজানের ঐ রোজার শেষে এল খুশির ঈদ গানটিতে নতুন করে সংগীতায়োজন করেছেন আদিব কবির। পুরো আয়োজনের নির্দেশনায় ছিলেন অনন্যা রুমা। তিনি জানিয়েছেন, ঈদের চাঁদ দেখার পর থেকে চ্যানেল আইয়ে গানটির প্রচার শুরু হবে।
২০০৬ সাল থেকে চ্যানেল আইয়ের জন্য প্রতিবছর নতুন সংগীতায়োজনে ‘ও মন রমজানের ঐ রোজার শেষে এল খুশির ঈদ’ গানটি নির্মাণ করে আসছেন অনন্যা রুমা। কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা, সাবিনা ইয়াসমীনসহ অনেকে এর আগে এই গানে কণ্ঠ দিয়েছেন।

সংগীতশিল্পী হিসেবেই অঞ্জন দত্তের জনপ্রিয়তা বেশি। গান লেখা, সুর করা, গাওয়া ছাড়াও তিনি আপাদমস্তক সিনেমার মানুষ। অনেক জনপ্রিয় নির্মাতার সিনেমায় অভিনয় করেছেন। তিনি নিজেও পরিচালনা করেছেন। লেখালেখিও করেন নিয়মিত। নিজের জীবনের গল্প টুকরোভাবে বিভিন্ন সময়ে উঠে এসেছে অঞ্জনের কলমে।
১ দিন আগে
‘জামাই বউ অতি চালাক’, ‘প্রেমের কোনো বয়স নাই’, ‘রঙ্গিলা মজিদ’, ‘ফিটফাট বাবু’, ‘বিড়ম্বনায় বাবু’সহ বেশ কয়েকটি নাটকে একসঙ্গে অভিনয় করেছেন মোশাররফ করিম ও লাক্স তারকাখ্যাত নীলাঞ্জনা নীলা। এবার আরও এক নাটকে জুটি বাঁধলেন তাঁরা।
১ দিন আগে
অস্কারজয়ী হলিউড অভিনেত্রী মিশেল ইয়োর সঙ্গে জেমস ক্যামেরনের কাজ করার ইচ্ছা দীর্ঘদিনের। সদ্য মুক্তি পাওয়া ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’ সিনেমায় তাঁকে নিতে চেয়েছিলেন। তবে শেষ পর্যন্ত সেটা সম্ভব হয়নি। সম্প্রতি জেমস ক্যামেরন জানিয়েছেন, সবকিছু পরিকল্পনা মতো এগোলে ‘অ্যাভাটার ৪’-এ মিশেল ইয়োর উপস্থিতি প্র
১ দিন আগে
রাজধানীর কয়েকটি মিলনায়তন এবং কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী বিচ পয়েন্টে ১০ জানুয়ারি থেকে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে দেখানো হচ্ছে দেশ-বিদেশের নির্মাতাদের কাজ। উৎসবে আজ যেসব সিনেমা প্রদর্শিত হবে, রইল সে তালিকা।
১ দিন আগে