আজকের পত্রিকা ডেস্ক

অভিনেত্রী আমিশা প্যাটেল এবং সঞ্জয় দত্তের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বলিউডে বেশ পরিচিত। আমিশা বহুবার সঞ্জয় দত্তের স্নেহ এবং অধিকার নিয়ে কথা বলা ও আচরণ করার কথা উল্লেখ করেছেন। সম্প্রতি ফিল্মি মন্ত্রকে দেওয়া এক সাক্ষাৎকারে আমিশা হৃতিক রোশন, সালমান খান, সঞ্জয় দত্ত এবং সানি দেওলের মতো সহ-অভিনেতাদের সঙ্গে তাঁর সম্পর্কের সমীকরণ নিয়ে কথা বলেছেন। এ ছাড়া, তিনি একটি বিশেষ তথ্য প্রকাশ করেছেন। তিনি সঞ্জয় দত্ত ও মান্যতার জন্য একটি সাধের অনুষ্ঠানের আয়োজন করেছিলেন।
আমিশা বলেন, ‘যখন মান্যতার পেটে যমজ সন্তান (একটি ছেলে ও একটি মেয়ে), তখন আমি সঞ্জুর জন্য একটি সাধের অনুষ্ঠান করেছিলাম। সেটা খুবই সুন্দর ছিল; সঞ্জুর দুই বোনসহ সবাই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।’
আমিশা আরও জানান, দত্ত পরিবারের পক্ষ থেকে তাঁদের সন্তানদের জন্মের পর অতিথিদের জন্য বিশেষ উপহার পাঠানো হয়েছিল। তিনি বলেন, ‘শাহরান ও ইকরা যখন জন্মায়, সেই সময়টা খুবই সুন্দর ছিল। কারণ, মান্যতা মুসলিম এবং সঞ্জু হিন্দু, যদিও তাঁর (সঞ্জয় দত্ত) মা মুসলিম। তাঁদের সন্তানেরা জন্মানোর পর যে উপহার তাঁরা আমাদের পাঠিয়েছিলেন, সেটার মধ্যে ছিল গীতা ও কোরআনের একটি করে কপি।’
আমিশা এখনো বিয়ে করেননি। সাক্ষাৎকারে সহকর্মীদের তাঁর সম্পর্কের বিষয়েও কথা বলেছেন। তিনি বলেন, ‘আমি আমার চারপাশে সব ধরনের সম্পর্ক দেখেছি; সঞ্জুর মতো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক যেমন দেখেছি, তেমনই হৃতিকের মতো বিবাহবিচ্ছেদ হওয়া সত্ত্বেও সুন্দরভাবে পিতা-মাতার দায়িত্ব পালন করা এবং এখনকার দিনে সেরা বন্ধুত্বের সম্পর্কও দেখেছি। সালমানের বিষয়ে সত্যি বলতে, আমি চাই না তিনি বিয়ে করুন; তিনি যেমন আছেন তেমনই ভালো আছেন!’
আমিশা প্যাটেলকে শেষবার ২০২৩ সালের ব্লকবাস্টার ছবি ‘গদর ২ ’-এ দেখা গিয়েছিল। বর্তমানে বলিউডে তাঁর উপস্থিতি কমই দেখা যায়।

অভিনেত্রী আমিশা প্যাটেল এবং সঞ্জয় দত্তের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বলিউডে বেশ পরিচিত। আমিশা বহুবার সঞ্জয় দত্তের স্নেহ এবং অধিকার নিয়ে কথা বলা ও আচরণ করার কথা উল্লেখ করেছেন। সম্প্রতি ফিল্মি মন্ত্রকে দেওয়া এক সাক্ষাৎকারে আমিশা হৃতিক রোশন, সালমান খান, সঞ্জয় দত্ত এবং সানি দেওলের মতো সহ-অভিনেতাদের সঙ্গে তাঁর সম্পর্কের সমীকরণ নিয়ে কথা বলেছেন। এ ছাড়া, তিনি একটি বিশেষ তথ্য প্রকাশ করেছেন। তিনি সঞ্জয় দত্ত ও মান্যতার জন্য একটি সাধের অনুষ্ঠানের আয়োজন করেছিলেন।
আমিশা বলেন, ‘যখন মান্যতার পেটে যমজ সন্তান (একটি ছেলে ও একটি মেয়ে), তখন আমি সঞ্জুর জন্য একটি সাধের অনুষ্ঠান করেছিলাম। সেটা খুবই সুন্দর ছিল; সঞ্জুর দুই বোনসহ সবাই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।’
আমিশা আরও জানান, দত্ত পরিবারের পক্ষ থেকে তাঁদের সন্তানদের জন্মের পর অতিথিদের জন্য বিশেষ উপহার পাঠানো হয়েছিল। তিনি বলেন, ‘শাহরান ও ইকরা যখন জন্মায়, সেই সময়টা খুবই সুন্দর ছিল। কারণ, মান্যতা মুসলিম এবং সঞ্জু হিন্দু, যদিও তাঁর (সঞ্জয় দত্ত) মা মুসলিম। তাঁদের সন্তানেরা জন্মানোর পর যে উপহার তাঁরা আমাদের পাঠিয়েছিলেন, সেটার মধ্যে ছিল গীতা ও কোরআনের একটি করে কপি।’
আমিশা এখনো বিয়ে করেননি। সাক্ষাৎকারে সহকর্মীদের তাঁর সম্পর্কের বিষয়েও কথা বলেছেন। তিনি বলেন, ‘আমি আমার চারপাশে সব ধরনের সম্পর্ক দেখেছি; সঞ্জুর মতো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক যেমন দেখেছি, তেমনই হৃতিকের মতো বিবাহবিচ্ছেদ হওয়া সত্ত্বেও সুন্দরভাবে পিতা-মাতার দায়িত্ব পালন করা এবং এখনকার দিনে সেরা বন্ধুত্বের সম্পর্কও দেখেছি। সালমানের বিষয়ে সত্যি বলতে, আমি চাই না তিনি বিয়ে করুন; তিনি যেমন আছেন তেমনই ভালো আছেন!’
আমিশা প্যাটেলকে শেষবার ২০২৩ সালের ব্লকবাস্টার ছবি ‘গদর ২ ’-এ দেখা গিয়েছিল। বর্তমানে বলিউডে তাঁর উপস্থিতি কমই দেখা যায়।

সংগীতশিল্পী হিসেবেই অঞ্জন দত্তের জনপ্রিয়তা বেশি। গান লেখা, সুর করা, গাওয়া ছাড়াও তিনি আপাদমস্তক সিনেমার মানুষ। অনেক জনপ্রিয় নির্মাতার সিনেমায় অভিনয় করেছেন। তিনি নিজেও পরিচালনা করেছেন। লেখালেখিও করেন নিয়মিত। নিজের জীবনের গল্প টুকরোভাবে বিভিন্ন সময়ে উঠে এসেছে অঞ্জনের কলমে।
১৩ ঘণ্টা আগে
‘জামাই বউ অতি চালাক’, ‘প্রেমের কোনো বয়স নাই’, ‘রঙ্গিলা মজিদ’, ‘ফিটফাট বাবু’, ‘বিড়ম্বনায় বাবু’সহ বেশ কয়েকটি নাটকে একসঙ্গে অভিনয় করেছেন মোশাররফ করিম ও লাক্স তারকাখ্যাত নীলাঞ্জনা নীলা। এবার আরও এক নাটকে জুটি বাঁধলেন তাঁরা।
১৪ ঘণ্টা আগে
অস্কারজয়ী হলিউড অভিনেত্রী মিশেল ইয়োর সঙ্গে জেমস ক্যামেরনের কাজ করার ইচ্ছা দীর্ঘদিনের। সদ্য মুক্তি পাওয়া ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’ সিনেমায় তাঁকে নিতে চেয়েছিলেন। তবে শেষ পর্যন্ত সেটা সম্ভব হয়নি। সম্প্রতি জেমস ক্যামেরন জানিয়েছেন, সবকিছু পরিকল্পনা মতো এগোলে ‘অ্যাভাটার ৪’-এ মিশেল ইয়োর উপস্থিতি প্র
১৪ ঘণ্টা আগে
রাজধানীর কয়েকটি মিলনায়তন এবং কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী বিচ পয়েন্টে ১০ জানুয়ারি থেকে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে দেখানো হচ্ছে দেশ-বিদেশের নির্মাতাদের কাজ। উৎসবে আজ যেসব সিনেমা প্রদর্শিত হবে, রইল সে তালিকা।
১৪ ঘণ্টা আগে