বিনোদন প্রতিবেদক, ঢাকা

১৯৯৮ সালে মুক্তি পেয়েছিল বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার ‘হঠাৎ বৃষ্টি’। সিনেমাটি প্রথম প্রদর্শিত হয় টেলিভিশনে। এরপর সিনেমা হলে মুক্তি পেয়েও রেকর্ড পরিমাণ ব্যবসা করে। সিনেমার গল্পে দর্শক যেভাবে মুগ্ধ হয়েছেন, গানগুলোও পেয়েছিল জনপ্রিয়তা। ‘ছোট ছোট স্বপ্নের নীল মেঘ’, ‘একদিন স্বপ্নের দিন’, ‘সোনালি প্রান্তরে’সহ মোট ছয়টি গান ছিল এতে। ফেরদৌসের লিপে প্রতিটি গানই গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। বিভিন্ন গানে আরও কণ্ঠ দিয়েছেন কবিতা কৃষ্ণমূর্তি, শিখা বসু ও স্বস্তিকা মিত্র। ২৭ বছর পর ‘আবার হঠাৎ বৃষ্টি’ নামে রিমেক হচ্ছে সিনেমাটি। এমন ঘোষণার পর অনেকের মনে প্রশ্ন জেগেছিল, হঠাৎ বৃষ্টি সিনেমার গানগুলোও কি রিমেক হচ্ছে? অবশেষে জানা গেল সেই উত্তর। সিনেমায় ব্যবহৃত ছয়টি গানের তিনটি গানের রিমেক হচ্ছে নতুন সিনেমায়। সঙ্গে থাকছে নতুন দুটি গান। এমনটাই জানালেন আবার হঠাৎ বৃষ্টি সিনেমার পরিচালক কামরুজ্জামান।
আজকের পত্রিকাকে কামরুজ্জামান জানান, হঠাৎ বৃষ্টি সিনেমার তিনটি গানের রিমেক হচ্ছে। সঙ্গে থাকছে নতুন দুটি গান। নচিকেতার গাওয়া ছোট ছোট স্বপ্নের নীল ও সোনালি প্রান্তরে গান দুটি এবার শোনা যাবে ক্লোজআপ ওয়ানখ্যাত সংগীতশিল্পী অপু আমানের একক কণ্ঠে। একদিন স্বপ্নের দিন গানটি অপু আমানের সঙ্গে গেয়েছেন অনুপমা মুক্তি। গানের কথা ও সুর একই রেখে নতুন করে সংগীত আয়োজন করা হয়েছে। এ ছাড়া ‘একটি গল্প অল্প অল্প’ শিরোনামের নতুন গানে পাওয়া যাবে ইমরান মাহমুদুল ও দিলশাদ নাহার কনাকে। সম্প্রতি মগবাজারের ফোকাস মাল্টিমিডিয়া স্টুডিওতে গানের রেকর্ডিংয়ে অংশ নিয়েছেন তাঁরা। গানটি লিখেছেন সুদীপ কুমার দীপ। সুর ও সংগীত আয়োজন করেছেন ইমন সাহা। নতুন অন্য গানটি এখনও চূড়ান্ত করা যায়নি।
পরিচালক কামরুজ্জামান বলেন, ‘হঠাৎ বৃষ্টি একটি আইকনিক সিনেমা। এর গানগুলো এখনো মানুষের মুখে মুখে শোনা যায়। তাই দুটি নতুন গানের পাশাপাশি তিনটি পুরোনো গান রাখা হয়েছে। নতুন সংগীতায়োজনে গানগুলো খুব ভালো গেয়েছেন অপু ও অনুপমা। এ ছাড়া ইমরান ও কনার গাওয়া একটি গল্প অল্প অল্প গানটিও বেশ ভালো হয়েছে। গানটির চিত্রায়ণ হয়েছে রাঙামাটিতে। নৃত্য পরিচালনা করেছেন জাকির হোসেন। আশা করছি, হঠাৎ বৃষ্টির মতো আবার হঠাৎ বৃষ্টি সিনেমার গানগুলোও সবার মনে জায়গা করে নেবে।’

বাসুদেব চ্যাটার্জ্জির পরিচালনায় হঠাৎ বৃষ্টিতে দেখা গিয়েছিল নতুন অভিনয়শিল্পীদের; বিশেষ করে কেন্দ্রীয় দুই চরিত্রে অভিনয় করা ফেরদৌস আহমেদ ও প্রিয়াঙ্কা ত্রিবেদীর রসায়ন মন জিতে নেয় দর্শকের। এবারও দেখা যাবে নতুন এক জুটিকে। অভিনয় করেছেন আরিয়ান সরোয়ার ও রাদিফা। নতুন এই জুটি নিয়ে আশাবাদ ব্যক্ত করে নির্মাতা কামরুজ্জামান বলেন, ‘আরিয়ান ও রাদিফা খুব ভালো করছে। নিজেদের সেরাটা দিয়ে চেষ্টা করছে। দর্শক তাদের আপন করে নিলেই আমাদের চেষ্টা সফল হবে। ব্যক্তিগতভাবে আশা করছি, বাংলা সিনেমা নতুন দুই অভিনয়শিল্পী পেতে যাচ্ছে।’
আবার হঠাৎ বৃষ্টি সিনেমায় আরও অভিনয় করছেন মৌ খান, কায়েস আরজু, ঝুনা চৌধুরী, ফারজানা ছবি, আজাদ আবুল কালাম প্রমুখ। সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করছে ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড ও আশীর্বাদ চলচ্চিত্র। আগামী বছর বিশ্ব ভালোবাসা দিবসে মুক্তির পরিকল্পনা করা হচ্ছে সিনেমাটির।

১৯৯৮ সালে মুক্তি পেয়েছিল বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার ‘হঠাৎ বৃষ্টি’। সিনেমাটি প্রথম প্রদর্শিত হয় টেলিভিশনে। এরপর সিনেমা হলে মুক্তি পেয়েও রেকর্ড পরিমাণ ব্যবসা করে। সিনেমার গল্পে দর্শক যেভাবে মুগ্ধ হয়েছেন, গানগুলোও পেয়েছিল জনপ্রিয়তা। ‘ছোট ছোট স্বপ্নের নীল মেঘ’, ‘একদিন স্বপ্নের দিন’, ‘সোনালি প্রান্তরে’সহ মোট ছয়টি গান ছিল এতে। ফেরদৌসের লিপে প্রতিটি গানই গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। বিভিন্ন গানে আরও কণ্ঠ দিয়েছেন কবিতা কৃষ্ণমূর্তি, শিখা বসু ও স্বস্তিকা মিত্র। ২৭ বছর পর ‘আবার হঠাৎ বৃষ্টি’ নামে রিমেক হচ্ছে সিনেমাটি। এমন ঘোষণার পর অনেকের মনে প্রশ্ন জেগেছিল, হঠাৎ বৃষ্টি সিনেমার গানগুলোও কি রিমেক হচ্ছে? অবশেষে জানা গেল সেই উত্তর। সিনেমায় ব্যবহৃত ছয়টি গানের তিনটি গানের রিমেক হচ্ছে নতুন সিনেমায়। সঙ্গে থাকছে নতুন দুটি গান। এমনটাই জানালেন আবার হঠাৎ বৃষ্টি সিনেমার পরিচালক কামরুজ্জামান।
আজকের পত্রিকাকে কামরুজ্জামান জানান, হঠাৎ বৃষ্টি সিনেমার তিনটি গানের রিমেক হচ্ছে। সঙ্গে থাকছে নতুন দুটি গান। নচিকেতার গাওয়া ছোট ছোট স্বপ্নের নীল ও সোনালি প্রান্তরে গান দুটি এবার শোনা যাবে ক্লোজআপ ওয়ানখ্যাত সংগীতশিল্পী অপু আমানের একক কণ্ঠে। একদিন স্বপ্নের দিন গানটি অপু আমানের সঙ্গে গেয়েছেন অনুপমা মুক্তি। গানের কথা ও সুর একই রেখে নতুন করে সংগীত আয়োজন করা হয়েছে। এ ছাড়া ‘একটি গল্প অল্প অল্প’ শিরোনামের নতুন গানে পাওয়া যাবে ইমরান মাহমুদুল ও দিলশাদ নাহার কনাকে। সম্প্রতি মগবাজারের ফোকাস মাল্টিমিডিয়া স্টুডিওতে গানের রেকর্ডিংয়ে অংশ নিয়েছেন তাঁরা। গানটি লিখেছেন সুদীপ কুমার দীপ। সুর ও সংগীত আয়োজন করেছেন ইমন সাহা। নতুন অন্য গানটি এখনও চূড়ান্ত করা যায়নি।
পরিচালক কামরুজ্জামান বলেন, ‘হঠাৎ বৃষ্টি একটি আইকনিক সিনেমা। এর গানগুলো এখনো মানুষের মুখে মুখে শোনা যায়। তাই দুটি নতুন গানের পাশাপাশি তিনটি পুরোনো গান রাখা হয়েছে। নতুন সংগীতায়োজনে গানগুলো খুব ভালো গেয়েছেন অপু ও অনুপমা। এ ছাড়া ইমরান ও কনার গাওয়া একটি গল্প অল্প অল্প গানটিও বেশ ভালো হয়েছে। গানটির চিত্রায়ণ হয়েছে রাঙামাটিতে। নৃত্য পরিচালনা করেছেন জাকির হোসেন। আশা করছি, হঠাৎ বৃষ্টির মতো আবার হঠাৎ বৃষ্টি সিনেমার গানগুলোও সবার মনে জায়গা করে নেবে।’

বাসুদেব চ্যাটার্জ্জির পরিচালনায় হঠাৎ বৃষ্টিতে দেখা গিয়েছিল নতুন অভিনয়শিল্পীদের; বিশেষ করে কেন্দ্রীয় দুই চরিত্রে অভিনয় করা ফেরদৌস আহমেদ ও প্রিয়াঙ্কা ত্রিবেদীর রসায়ন মন জিতে নেয় দর্শকের। এবারও দেখা যাবে নতুন এক জুটিকে। অভিনয় করেছেন আরিয়ান সরোয়ার ও রাদিফা। নতুন এই জুটি নিয়ে আশাবাদ ব্যক্ত করে নির্মাতা কামরুজ্জামান বলেন, ‘আরিয়ান ও রাদিফা খুব ভালো করছে। নিজেদের সেরাটা দিয়ে চেষ্টা করছে। দর্শক তাদের আপন করে নিলেই আমাদের চেষ্টা সফল হবে। ব্যক্তিগতভাবে আশা করছি, বাংলা সিনেমা নতুন দুই অভিনয়শিল্পী পেতে যাচ্ছে।’
আবার হঠাৎ বৃষ্টি সিনেমায় আরও অভিনয় করছেন মৌ খান, কায়েস আরজু, ঝুনা চৌধুরী, ফারজানা ছবি, আজাদ আবুল কালাম প্রমুখ। সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করছে ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড ও আশীর্বাদ চলচ্চিত্র। আগামী বছর বিশ্ব ভালোবাসা দিবসে মুক্তির পরিকল্পনা করা হচ্ছে সিনেমাটির।

রায়হান রাফীর ‘পরাণ’ সিনেমায় প্রথম জুটি বেঁধেছিলেন শরিফুল রাজ ও বিদ্যা সিনহা মিম। সিনেমার ব্যবসায়িক সাফল্যের পাশাপাশি প্রশংসিত হয় রাজ-মিম জুটির রসায়ন। এরপর একই নির্মাতার ‘দামাল’ সিনেমাতেও দেখা যায় তাঁদের।
১৫ ঘণ্টা আগে
২০০৮ সালের ১৪ জানুয়ারি না ফেরার দেশে পাড়ি জমান নাট্যাচার্য সেলিম আল দীন। এ বছর তাঁর ১৮তম প্রয়াণ দিবস উপলক্ষে নাট্যসংগঠন স্বপ্নদল ১৪ থেকে ১৬ জানুয়ারি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটারে আয়োজন করেছে তিন দিনব্যাপী নাট্যাচার্য সেলিম আল দীন স্মরণোৎসব।
১৫ ঘণ্টা আগে
রাজধানীর পাঁচটি মিলনায়তন এবং কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী বিচ পয়েন্টে ১০ জানুয়ারি থেকে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে দেখানো হচ্ছে দেশ-বিদেশের নির্মাতাদের কাজ।
১৫ ঘণ্টা আগে
তামিল সুপারস্টার থালাপতি বিজয় ‘জন নায়াগন’ দিয়ে শেষ করবেন অভিনয়ের ক্যারিয়ার। এরপর পাকাপাকিভাবে নামবেন রাজনীতির ময়দানে। এরই মধ্যে শুটিং শেষ, ৯ জানুয়ারি মুক্তির তারিখ চূড়ান্ত ছিল। ভক্তদের মধ্যেও ব্যাপক আগ্রহ ছিল বিজয়ের শেষ সিনেমা নিয়ে। তবে শেষ মুহূর্তে সেন্সর বোর্ডের নিষেধাজ্ঞায় আটকে যায় সিনেমাটি।
১৫ ঘণ্টা আগে