
মনের তাগিদে নিজের সঞ্চিত অভিজ্ঞতা ও জীবনদর্শন থেকেই সৃষ্টি সংগীতশিল্পী ফারজানা ওয়াহিদ সায়ানের গানগুলো। প্রতিটি গানেই আছে অনুভূতির অনুরণন, আছে গভীরতর ভাবনা। জীবনকে দেখার মধ্য দিয়ে উদ্ভুত এ গানকে তাই কেউ বলেন ‘জীবনমুখী গান’, কেউ বলেন ‘প্রতিবাদী গান’। এবার সায়ান গাইলেন মহান স্বাধীনতাসংগ্রামের অবিস্মরণীয় নেতা ও স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদকে নিয়ে। কণ্ঠ দেওয়ার পাশাপাশি গানটির কথা ও সুর করেছেন সায়ান। সংগীতায়োজন করেছেন শুভ সুলতান। ভিডিও নির্মাণ করেছেন সৌখিন ও সানী।
গানটি নিয়ে সায়ান বলেন, ‘তাজউদ্দীন গানটি অনেক আগেই তৈরি করেছিলাম। এবার আনুষ্ঠানিকভাবে প্রকাশ করতে যাচ্ছি। গানটি তাজউদ্দীন আহমদের প্রতি আমার শ্রদ্ধাঞ্জলি, আমার নিবেদন। এই মানুষটিকে আমি খুব ভালোবাসি, শ্রদ্ধা করি। রাজনীতি ও দেশপ্রেমের ধরন, সততা ছিল যাঁর অলংকার। তিনি নিজেকে প্রচার করতে পছন্দ করতেন না। এই জায়গাগুলো যখন আমি আবিষ্কার করি, তখন থেকে তাঁর প্রতি আমার মুগ্ধতা আরও বেড়ে যায়। এই প্রথম একজন ব্যক্তিকে কেন্দ্র করে কোনো গান করেছি।’
তাজউদ্দীন আহমদকে নিয়ে গান করা প্রসঙ্গে সায়ান আরও বলেন, ‘পৃথিবীতে অনেক বড় বড় মানুষ আছেন। যাঁদের নিয়ে গান বাঁধাই যায়। আমার ক্ষেত্রে যেটা হয় আমি যে মানুষদের শ্রদ্ধা করি, তাঁদের আমার ভেতরে ধারণ করার চেষ্টা করি। তাঁদের কাছ থেকে যে শিক্ষাটা পাই, সেটা প্রকাশ করতে ইচ্ছা করে না। তাজউদ্দীন আহমদের ক্ষেত্রে আমার মধ্যে একধরনের তাগিদ সৃষ্টি হলো। মনে হলো তাঁকে নিয়ে আমি গাইতে চাই। এই তাগিদের পেছনে অন্যতম কারণ, তিনি অত্যন্ত অপ্রচারিত একজন মানুষ। উনি যে কাজ করেছেন বাংলাদেশের জন্য, সেই তুলনায় তাঁকে স্মরণ করা হয় না। তাজউদ্দীন আহমদ যে মাপের মানুষ সেই তুলনায় তাঁর নামের প্রতি আমরা সুবিচার করতে পারিনি। আমরা যে বাংলাদেশ পেয়েছি, সেখানে তাজউদ্দিন আহমদের নামটি সেভাবে নেওয়া হয় না। এই বিষয়টি একজন নাগরিক হিসেবে আমাকে পীড়া দেয়। সেই জায়গা থেকে মনে হয়েছে তার জন্য একটা গান গেয়ে নিজেকে কিছুটা শান্তি দিতে চাই।’
আগামীকাল সায়ানের নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে গানটি।

মনের তাগিদে নিজের সঞ্চিত অভিজ্ঞতা ও জীবনদর্শন থেকেই সৃষ্টি সংগীতশিল্পী ফারজানা ওয়াহিদ সায়ানের গানগুলো। প্রতিটি গানেই আছে অনুভূতির অনুরণন, আছে গভীরতর ভাবনা। জীবনকে দেখার মধ্য দিয়ে উদ্ভুত এ গানকে তাই কেউ বলেন ‘জীবনমুখী গান’, কেউ বলেন ‘প্রতিবাদী গান’। এবার সায়ান গাইলেন মহান স্বাধীনতাসংগ্রামের অবিস্মরণীয় নেতা ও স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদকে নিয়ে। কণ্ঠ দেওয়ার পাশাপাশি গানটির কথা ও সুর করেছেন সায়ান। সংগীতায়োজন করেছেন শুভ সুলতান। ভিডিও নির্মাণ করেছেন সৌখিন ও সানী।
গানটি নিয়ে সায়ান বলেন, ‘তাজউদ্দীন গানটি অনেক আগেই তৈরি করেছিলাম। এবার আনুষ্ঠানিকভাবে প্রকাশ করতে যাচ্ছি। গানটি তাজউদ্দীন আহমদের প্রতি আমার শ্রদ্ধাঞ্জলি, আমার নিবেদন। এই মানুষটিকে আমি খুব ভালোবাসি, শ্রদ্ধা করি। রাজনীতি ও দেশপ্রেমের ধরন, সততা ছিল যাঁর অলংকার। তিনি নিজেকে প্রচার করতে পছন্দ করতেন না। এই জায়গাগুলো যখন আমি আবিষ্কার করি, তখন থেকে তাঁর প্রতি আমার মুগ্ধতা আরও বেড়ে যায়। এই প্রথম একজন ব্যক্তিকে কেন্দ্র করে কোনো গান করেছি।’
তাজউদ্দীন আহমদকে নিয়ে গান করা প্রসঙ্গে সায়ান আরও বলেন, ‘পৃথিবীতে অনেক বড় বড় মানুষ আছেন। যাঁদের নিয়ে গান বাঁধাই যায়। আমার ক্ষেত্রে যেটা হয় আমি যে মানুষদের শ্রদ্ধা করি, তাঁদের আমার ভেতরে ধারণ করার চেষ্টা করি। তাঁদের কাছ থেকে যে শিক্ষাটা পাই, সেটা প্রকাশ করতে ইচ্ছা করে না। তাজউদ্দীন আহমদের ক্ষেত্রে আমার মধ্যে একধরনের তাগিদ সৃষ্টি হলো। মনে হলো তাঁকে নিয়ে আমি গাইতে চাই। এই তাগিদের পেছনে অন্যতম কারণ, তিনি অত্যন্ত অপ্রচারিত একজন মানুষ। উনি যে কাজ করেছেন বাংলাদেশের জন্য, সেই তুলনায় তাঁকে স্মরণ করা হয় না। তাজউদ্দীন আহমদ যে মাপের মানুষ সেই তুলনায় তাঁর নামের প্রতি আমরা সুবিচার করতে পারিনি। আমরা যে বাংলাদেশ পেয়েছি, সেখানে তাজউদ্দিন আহমদের নামটি সেভাবে নেওয়া হয় না। এই বিষয়টি একজন নাগরিক হিসেবে আমাকে পীড়া দেয়। সেই জায়গা থেকে মনে হয়েছে তার জন্য একটা গান গেয়ে নিজেকে কিছুটা শান্তি দিতে চাই।’
আগামীকাল সায়ানের নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে গানটি।

গত বছর ‘জংলি’র পর এবার রোজার ঈদ উপলক্ষেও নতুন সিনেমা নিয়ে প্রস্তুত হচ্ছেন সিয়াম আহমেদ। ‘রাক্ষস’ নামের সিনেমাটি বানাচ্ছেন ‘বরবাদ’খ্যাত পরিচালক মেহেদী হাসান হৃদয়। গত মাসে দেশে শুরু হয় শুটিং। সিয়ামের ফার্স্ট লুক প্রকাশ্যে এসেছে। এসেছে অ্যানাউন্সমেন্ট টিজার।
৩ ঘণ্টা আগে
পারিবারিক রোমান্টিক গল্প দিয়েই নির্মাতা হিসেবে পরিচিতি পেয়েছেন করণ জোহর। ১৯৯৮ থেকে ২০২৩—তিনি উপহার দিয়েছেন ‘কুচ কুচ হোতা হ্যায়’, ‘কাভি খুশি কাভি গাম’, ‘কাভি আলবিদা না ক্যাহনা’, ‘মাই নেম ইজ খান’, ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’, ‘অ্যায় দিল হ্যায় মুশকিল...
৩ ঘণ্টা আগে
আগের দুই পর্বের মতো অ্যাভাটারের তৃতীয় পর্বটি শুরুতেই অতটা দাপট দেখাতে পারেনি। তাই ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’ শেষ পর্যন্ত বক্স অফিসে সাড়া ফেলতে পারবে কি না, তা নিয়ে সংশয় ছিল। নির্মাতা জেমস ক্যামেরন নিজেও ছিলেন সন্দিহান।
৩ ঘণ্টা আগে
২০২০ সালে একদল থিয়েটারকর্মীর উদ্যোগে নাট্যদল থিয়েটারিয়ানের যাত্রা শুরু হয়। বছর দুয়েক পর মঞ্চে আসে এ দলের প্রথম প্রযোজনা ‘ডেথ অব আ সেলসম্যান’। প্রশংসিত হয় তাদের প্রথম প্রযোজনা। এবার দ্বিতীয় প্রযোজনা নিয়ে আসছে থিয়েটারিয়ান। তাদের নতুন নাটকের নাম ‘তার্ত্যুফ’।
৩ ঘণ্টা আগে