বিনোদন ডেস্ক

মালয়ালম সিনেমার অন্যতম সেরা অভিনেতা ফাহাদ ফাসিল। তামিল ও তেলুগু ইন্ডাস্ট্রিতেও ব্যাপক জনপ্রিয় তিনি। ‘বেঙ্গালুরু ডেজ’, ‘কুম্বালাঙ্গি নাইটস’, ‘সুপার ডিলাক্স’, ‘মালিক’, ‘ট্রান্স’, ‘পুষ্পা’, ‘আভেশাম’—ফাহাদ ফাসিলের আলোচিত সিনেমার সংখ্যা অনেক। প্রতিটি সিনেমায় বিচিত্র সব চরিত্রে দর্শকদের মুগ্ধ করেছেন তিনি।
কিন্তু জানেন কি, একসময় হলিউডের সিনেমায় অভিনয়ের সুযোগ পেয়েছিলেন ফাহাদ ফাসিল? তা-ও অস্কারজয়ী ম্যাক্সিকান পরিচালক আলেহান্দ্রো গঞ্জালেস ইনারিতুর কাছ থেকে!
‘আমোরেস পেররোস’, ‘বাবেল’, ‘বার্ডম্যান’, ‘দ্য রেভেন্যান্ট’সহ অনেক আলোচিত সিনেমার নির্মাতা ইনারিতুর পরিচালনায় কাজ করার ইচ্ছা পূরণ হয়নি ফাহাদ ফাসিলের। বাধ্য হয়ে সুযোগটি ফিরিয়ে দিতে হয়েছিল। কিউ স্টুডিওকে দেওয়া সাম্প্রতিক এক সাক্ষাৎকারে ফাহাদ ফাসিল জানিয়েছেন সে ঘটনা।

ফাহাদ ফাসিল বলেন, ‘উনি (ইনারিতু) আমাকে প্রত্যাখ্যান করেননি। আসল সমস্যা হয়েছিল আমার উচ্চারণ (অ্যাকসেন্ট) নিয়ে। আমাকে বলা হয়েছিল, যুক্তরাষ্ট্রে গিয়ে তিন-চার মাস থাকতে হবে, যাতে উচ্চারণ নিখুঁত হয়। কিন্তু সেখানে থাকার খরচ তাঁরা দিতে রাজি হননি। তাই পিছিয়ে আসি। না হলে দৌড়ে চলে যেতাম।’
ফাহাদ ফাসিল বলেন, ‘ভিডিওকলে ইনারিতুর সঙ্গে কথা হয়েছিল। সম্ভবত সেই কথোপকথনেই উনি বুঝে গিয়েছিলেন, আমার অ্যাকসেন্ট তাঁর লেখা চরিত্রের মতো নয়। এমন অনেক সিনেমা আমি হারিয়েছি। কিন্তু আমার জীবনের আসল ম্যাজিক ঘটেছে মালয়ালম সিনেমাতেই। তাই ভবিষ্যতেও যদি কোনো বড় ম্যাজিক আসে, আমি চাইব, সেটা মালয়ালম সিনেমার হাত ধরেই আসুক। মালয়ালম সিনেমাই আমাকে নতুনভাবে সংজ্ঞায়িত করুক।’
২০২৪ সালে ‘পুষ্পা ২: দ্য রুল’ সিনেমায় প্রশংসিত হওয়ার পর এ বছর এখন পর্যন্ত একটিই সিনেমা মুক্তি পেয়েছে ফাহাদ ফাসিলের। ‘মারিসান’ নামের সিনেমাটি প্রেক্ষাগৃহে এসেছিল গত ২৫ জুলাই। সিনেমাটি এবার আসছে ওটিটিতে। ২২ আগস্ট নেটফ্লিক্সে মুক্তি পাবে মারিসান। আর ২৯ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাবে তাঁর নতুন সিনেমা ‘অদুম কুঠিরা ছাদুম কুঠিরা’।

মালয়ালম সিনেমার অন্যতম সেরা অভিনেতা ফাহাদ ফাসিল। তামিল ও তেলুগু ইন্ডাস্ট্রিতেও ব্যাপক জনপ্রিয় তিনি। ‘বেঙ্গালুরু ডেজ’, ‘কুম্বালাঙ্গি নাইটস’, ‘সুপার ডিলাক্স’, ‘মালিক’, ‘ট্রান্স’, ‘পুষ্পা’, ‘আভেশাম’—ফাহাদ ফাসিলের আলোচিত সিনেমার সংখ্যা অনেক। প্রতিটি সিনেমায় বিচিত্র সব চরিত্রে দর্শকদের মুগ্ধ করেছেন তিনি।
কিন্তু জানেন কি, একসময় হলিউডের সিনেমায় অভিনয়ের সুযোগ পেয়েছিলেন ফাহাদ ফাসিল? তা-ও অস্কারজয়ী ম্যাক্সিকান পরিচালক আলেহান্দ্রো গঞ্জালেস ইনারিতুর কাছ থেকে!
‘আমোরেস পেররোস’, ‘বাবেল’, ‘বার্ডম্যান’, ‘দ্য রেভেন্যান্ট’সহ অনেক আলোচিত সিনেমার নির্মাতা ইনারিতুর পরিচালনায় কাজ করার ইচ্ছা পূরণ হয়নি ফাহাদ ফাসিলের। বাধ্য হয়ে সুযোগটি ফিরিয়ে দিতে হয়েছিল। কিউ স্টুডিওকে দেওয়া সাম্প্রতিক এক সাক্ষাৎকারে ফাহাদ ফাসিল জানিয়েছেন সে ঘটনা।

ফাহাদ ফাসিল বলেন, ‘উনি (ইনারিতু) আমাকে প্রত্যাখ্যান করেননি। আসল সমস্যা হয়েছিল আমার উচ্চারণ (অ্যাকসেন্ট) নিয়ে। আমাকে বলা হয়েছিল, যুক্তরাষ্ট্রে গিয়ে তিন-চার মাস থাকতে হবে, যাতে উচ্চারণ নিখুঁত হয়। কিন্তু সেখানে থাকার খরচ তাঁরা দিতে রাজি হননি। তাই পিছিয়ে আসি। না হলে দৌড়ে চলে যেতাম।’
ফাহাদ ফাসিল বলেন, ‘ভিডিওকলে ইনারিতুর সঙ্গে কথা হয়েছিল। সম্ভবত সেই কথোপকথনেই উনি বুঝে গিয়েছিলেন, আমার অ্যাকসেন্ট তাঁর লেখা চরিত্রের মতো নয়। এমন অনেক সিনেমা আমি হারিয়েছি। কিন্তু আমার জীবনের আসল ম্যাজিক ঘটেছে মালয়ালম সিনেমাতেই। তাই ভবিষ্যতেও যদি কোনো বড় ম্যাজিক আসে, আমি চাইব, সেটা মালয়ালম সিনেমার হাত ধরেই আসুক। মালয়ালম সিনেমাই আমাকে নতুনভাবে সংজ্ঞায়িত করুক।’
২০২৪ সালে ‘পুষ্পা ২: দ্য রুল’ সিনেমায় প্রশংসিত হওয়ার পর এ বছর এখন পর্যন্ত একটিই সিনেমা মুক্তি পেয়েছে ফাহাদ ফাসিলের। ‘মারিসান’ নামের সিনেমাটি প্রেক্ষাগৃহে এসেছিল গত ২৫ জুলাই। সিনেমাটি এবার আসছে ওটিটিতে। ২২ আগস্ট নেটফ্লিক্সে মুক্তি পাবে মারিসান। আর ২৯ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাবে তাঁর নতুন সিনেমা ‘অদুম কুঠিরা ছাদুম কুঠিরা’।

উপস্থাপক রাফসান সাবাবের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন সংগীতশিল্পী জেফার রহমান। গতকাল বুধবার দুপুরে সোশ্যাল মিডিয়ায় বিয়ের ছবি শেয়ার করে বিষয়টি নিশ্চিত করলেন জেফার ও রাফসান। জানা গেছে, ঢাকার অদূরে আমিনবাজারের একটি রিসোর্টে দুই পরিবারের সদস্য ও শোবিজ অঙ্গনের ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে বিয়ের আয়োজন করা হয়।
৫ ঘণ্টা আগে
রাজধানীর পাঁচটি মিলনায়তন এবং কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী বিচ পয়েন্টে ১০ জানুয়ারি থেকে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে দেখানো হচ্ছে দেশ-বিদেশের নির্মাতাদের কাজ। আজ যেসব সিনেমা প্রদর্শিত হবে, রইল সে তালিকা।
৫ ঘণ্টা আগে
বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ শেষে গত বছর একত্র হন বিটিএসের সাত সদস্য আর এম, জিন, জে হোপ, জিমিন, ভি, জাং কুক ও সুগা। ফিরেই ঘোষণা দেন নতুন অ্যালবাম এবং ওয়ার্ল্ড ট্যুর কনসার্টের। এ মাসের শুরুতে বিটিএস জানায়, আগামী ২০ মার্চ প্রকাশ পাবে বিটিএসের নতুন অ্যালবাম। এবার কে-পপ ব্যান্ডটি প্রকাশ করল...
৫ ঘণ্টা আগে
মুক্তির পর সিনেমা বিশ্লেষক থেকে শুরু করে সাধারণ দর্শকদের তোপের মুখে পড়ে অ্যাভাটার সিরিজের তৃতীয় কিস্তি ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’। গল্প নিয়ে তীব্র সমালোচনা আর অগোছালো প্লটের অভিযোগ—এসব নিয়েই বক্স অফিসে ঝড় তোলে অ্যাভাটারের তৃতীয় কিস্তি। দর্শকদের একটি বড় অংশ অসন্তোষ প্রকাশ করলেও মুক্তির...
৭ ঘণ্টা আগে