Ajker Patrika

শিশুদের জন্য ঈদ আয়োজন

বিনোদন ডেস্ক
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বিটিভি

ঈদের হাওয়া সিসিমপুরে: ঈদের দিন, ঈদের ২য় ও ৩য় দিন দুপুর ১২টা ৪০ মিনিটে থাকছে ইয়াসির আরাফাতের প্রযোজনায় ‘ঈদের হাওয়া সিসিমপুরে’। ফুর্তি, সংকল্প ও আত্মবিশ্বাস—এই তিন বিষয়ের ওপর নির্মিত হয়েছে সিসিমপুরের তিন পর্ব।

দুরন্ত টিভি

বেলা ৩টার সিনেমা: ঈদের সপ্তম দিন পর্যন্ত প্রতিদিন বেলা ৩টায় প্রচারিত হবে একটি করে সিনেমা। সিনেমাগুলো হলো যথাক্রমে ‘হোটেল ট্রান্সিলভেনিয়া’, ‘মাটিলডা’, ‘স্টুয়ার্ট লিটল’, ‘স্টুয়ার্ট লিটল ২’, ‘বাডি’, ‘ক্লাউডি উইথ আ চান্স অব মিটবলস’ ও ‘ক্লাউডি উইথ আ চান্স অব মিটবলস ২’।

সংগীতানুষ্ঠান ‘দুরন্তপনা’: ঈদের সপ্তম দিন পর্যন্ত প্রতিদিন প্রতিদিন সকাল ৮টা ৩০ মিনিট ও সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে থাকবে শিশুদের মিউজিক্যাল শো ‘দুরন্তপনা’। প্রতিটি ব্যান্ড তিনটি করে গান পরিবেশন করবে। এর মধ্যে থাকবে দুটি বাংলা গান ও একটি ইংরেজি গান।

হৈ হৈ হল্লা - সিজন ৩: একই ভবনের ভিন্ন ফ্ল্যাটে থাকা কয়েকটি পরিবারের গল্প। রচনা হাসান শাহরিয়ার, পরিচালনা পার্থ প্রতিম হালদার। অভিনয়ে আবুল হায়াত, শাহনাজ খুশি, ইভিলিনা, ইশরাক তূর্য, সমাদৃতা প্রহর, মামুন প্রমুখ। প্রচার ঈদের ৭ দিন বিকাল ৫টায় ও রাত ৮টায়।

মাছরাঙা টিভি

কার্টুন সিরিজ: ঈদের সপ্তম দিন পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে প্রচারিত হবে কার্টুন সিরিজ ‘নিনজা হাতোরি’, ‘মোটু পাতলু’, ‘শিবা’, ‘কিমন’, ‘চিকু আর বান্টি’ ও ‘সিসিমপুর’।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মড়ার উপর খাঁড়ার ঘা—জনসংখ্যার তীব্র সংকটে ইউক্রেন

বাংলাদেশি ও পাকিস্তানি শিক্ষার্থী ভর্তি স্থগিত করেছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়

ভোটের মাঠে: টাঙ্গাইলে নির্বাচনী উত্তাপ

গোপালগঞ্জে শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ছাত্রীর আত্মহত্যা

খালেদা জিয়াকে নিয়ে এয়ার অ্যাম্বুলেন্স রওনা হবে শুক্রবার দুপুরে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ