বিনোদন প্রতিবেদক, ঢাকা
রায়হান রাফীর পরিচালনায় পোড়ামন ২ দিয়ে ঢালিউডে নায়িকা হিসেবে অভিষেক হয়েছিল পূজা চেরির। একই বছর মুক্তি পাওয়া রাফীর দহন সিনেমায়ও ছিলেন তিনি। ছয় বছর পর ‘ব্ল্যাক মানি’ ওয়েব সিরিজ দিয়ে রাফীর পরিচালনায় ফিরলেন পূজা। আগামী ২ জানুয়ারি ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে মুক্তি পাবে সিরিজটি।
গত মঙ্গলবার সন্ধ্যায় প্রকাশ পেয়েছে সিরিজের টিজার। গল্পে দেখা যাবে হাজার কোটি টাকা নিয়ে শহরজুড়ে ধুন্ধুমার। এই টাকার নিয়ন্ত্রণ নেওয়ার জন্য খুন হয় প্রভাবশালী মাফিয়া থেকে শুরু করে রাজনীতিবিদ, শীর্ষ সন্ত্রাসী, ব্যবসায়ীসহ অনেকে। বয়ে যায় রক্তের বন্যা।
সিরিজটি নিয়ে পূজা চেরি বলেন, ‘অনেকেই প্রশ্ন করছিলেন কেন রাফীর পরিচালনায় দেখা যাচ্ছে না? অনেক বছর পর আবারও তাঁর কাজে দেখা যাবে আমাকে। ব্ল্যাক মানির গল্প সবাইকে চমকে দেবে বলে আশা করি।’
রায়হান রাফী বলেন, ‘আমাদের অন্যতম প্রধান একটি সমস্যার নাম কালোটাকা। দেশের অনেক টাকা অবৈধভাবে বিদেশে চলে যাচ্ছে। ব্ল্যাক মানিতে সেই গল্পটাই দেখানো হবে।’
ব্ল্যাক মানি সিরিজে আরও অভিনয় করেছেন রুবেল, সালাহউদ্দিন লাভলু, সুমন আনোয়ার, ইন্তেখাব দিনার, সুমন আনোয়ার, মুকিত জাকারিয়া, পাভেল প্রমুখ।
এদিকে সোমবার রাতে ফেসবুকে ছড়িয়ে পড়ে চিত্রনায়িকা পূজা চেরি নাকি ছাত্রশিবিরে যোগ দিয়েছেন! ছাত্রশিবিরের লোগো ব্যবহার করা একটি পোস্টে দেখা যায় সংগঠনটির কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের মহিলা শাখা কমিটির আইন ও মানবাধিকার সম্পাদক পূজা! এমন গুজবে বিব্রত অভিনেত্রী। ফেসবুকে পোস্ট দিয়ে জানিয়েছেন প্রতিবাদ। বললেন, ‘এসব করে সব ধর্মকে অপমান করা হচ্ছে’। ফেসবুকে পূজা লেখেন, ‘মানুষ এমন অবান্তর পোস্ট করে কীভাবে, তা আমার বোধগম্য নয়। আমি সাধারণত কোনো রিউমার নিয়ে মাথা ঘামাই না। তারকাদের নিয়ে রিউমার ছড়াবে এটাই স্বাভাবিক। মানুষের একটা কৌতূহল থাকে মিডিয়া পারসন বা তারকাদের নিয়ে। কিন্তু আজকে যে বা যাঁরা এই রিউমার ছড়িয়েছেন, এটা নিয়ে আসলেই কিছু একটা বলা উচিত।’
পূজা আরও লেখেন, ‘এটা শুধু রিউমার পর্যন্ত থাকলে কোনো ব্যাপার ছিল না। এখানে এখন ধর্মের বিষয় চলে আসছে। এসব করে সব ধর্মকে অপমান করা হচ্ছে। এমন কোনো রিউমার ছড়ানো উচিত না, যাতে জাতি, বর্ণ, ধর্ম—সকল কিছুর ওপর প্রভাব পড়ে।’
সবশেষে পূজা চেরি স্পষ্টভাবে জানিয়ে দেন, কোনো রাজনৈতিক দলের সঙ্গে তাঁর সম্পৃক্ততা নেই। পূজা লিখেছেন, ‘আমি একজন অভিনয়শিল্পী। বাংলা চলচ্চিত্রকে ভালোবাসি। এটাই আমার প্রফেশনের জায়গা। আমি সব সময় এই প্রফেশনকেই রেসপেক্ট করি এবং উপভোগ করি। এ প্রফেশনের বাইরে আমি কোনো রাজনৈতিক প্রফেশনের সাথে যুক্ত নই।’

রায়হান রাফীর পরিচালনায় পোড়ামন ২ দিয়ে ঢালিউডে নায়িকা হিসেবে অভিষেক হয়েছিল পূজা চেরির। একই বছর মুক্তি পাওয়া রাফীর দহন সিনেমায়ও ছিলেন তিনি। ছয় বছর পর ‘ব্ল্যাক মানি’ ওয়েব সিরিজ দিয়ে রাফীর পরিচালনায় ফিরলেন পূজা। আগামী ২ জানুয়ারি ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে মুক্তি পাবে সিরিজটি।
গত মঙ্গলবার সন্ধ্যায় প্রকাশ পেয়েছে সিরিজের টিজার। গল্পে দেখা যাবে হাজার কোটি টাকা নিয়ে শহরজুড়ে ধুন্ধুমার। এই টাকার নিয়ন্ত্রণ নেওয়ার জন্য খুন হয় প্রভাবশালী মাফিয়া থেকে শুরু করে রাজনীতিবিদ, শীর্ষ সন্ত্রাসী, ব্যবসায়ীসহ অনেকে। বয়ে যায় রক্তের বন্যা।
সিরিজটি নিয়ে পূজা চেরি বলেন, ‘অনেকেই প্রশ্ন করছিলেন কেন রাফীর পরিচালনায় দেখা যাচ্ছে না? অনেক বছর পর আবারও তাঁর কাজে দেখা যাবে আমাকে। ব্ল্যাক মানির গল্প সবাইকে চমকে দেবে বলে আশা করি।’
রায়হান রাফী বলেন, ‘আমাদের অন্যতম প্রধান একটি সমস্যার নাম কালোটাকা। দেশের অনেক টাকা অবৈধভাবে বিদেশে চলে যাচ্ছে। ব্ল্যাক মানিতে সেই গল্পটাই দেখানো হবে।’
ব্ল্যাক মানি সিরিজে আরও অভিনয় করেছেন রুবেল, সালাহউদ্দিন লাভলু, সুমন আনোয়ার, ইন্তেখাব দিনার, সুমন আনোয়ার, মুকিত জাকারিয়া, পাভেল প্রমুখ।
এদিকে সোমবার রাতে ফেসবুকে ছড়িয়ে পড়ে চিত্রনায়িকা পূজা চেরি নাকি ছাত্রশিবিরে যোগ দিয়েছেন! ছাত্রশিবিরের লোগো ব্যবহার করা একটি পোস্টে দেখা যায় সংগঠনটির কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের মহিলা শাখা কমিটির আইন ও মানবাধিকার সম্পাদক পূজা! এমন গুজবে বিব্রত অভিনেত্রী। ফেসবুকে পোস্ট দিয়ে জানিয়েছেন প্রতিবাদ। বললেন, ‘এসব করে সব ধর্মকে অপমান করা হচ্ছে’। ফেসবুকে পূজা লেখেন, ‘মানুষ এমন অবান্তর পোস্ট করে কীভাবে, তা আমার বোধগম্য নয়। আমি সাধারণত কোনো রিউমার নিয়ে মাথা ঘামাই না। তারকাদের নিয়ে রিউমার ছড়াবে এটাই স্বাভাবিক। মানুষের একটা কৌতূহল থাকে মিডিয়া পারসন বা তারকাদের নিয়ে। কিন্তু আজকে যে বা যাঁরা এই রিউমার ছড়িয়েছেন, এটা নিয়ে আসলেই কিছু একটা বলা উচিত।’
পূজা আরও লেখেন, ‘এটা শুধু রিউমার পর্যন্ত থাকলে কোনো ব্যাপার ছিল না। এখানে এখন ধর্মের বিষয় চলে আসছে। এসব করে সব ধর্মকে অপমান করা হচ্ছে। এমন কোনো রিউমার ছড়ানো উচিত না, যাতে জাতি, বর্ণ, ধর্ম—সকল কিছুর ওপর প্রভাব পড়ে।’
সবশেষে পূজা চেরি স্পষ্টভাবে জানিয়ে দেন, কোনো রাজনৈতিক দলের সঙ্গে তাঁর সম্পৃক্ততা নেই। পূজা লিখেছেন, ‘আমি একজন অভিনয়শিল্পী। বাংলা চলচ্চিত্রকে ভালোবাসি। এটাই আমার প্রফেশনের জায়গা। আমি সব সময় এই প্রফেশনকেই রেসপেক্ট করি এবং উপভোগ করি। এ প্রফেশনের বাইরে আমি কোনো রাজনৈতিক প্রফেশনের সাথে যুক্ত নই।’

উপস্থাপক রাফসান সাবাবের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন সংগীতশিল্পী জেফার রহমান। গতকাল বুধবার দুপুরে সোশ্যাল মিডিয়ায় বিয়ের ছবি শেয়ার করে বিষয়টি নিশ্চিত করলেন জেফার ও রাফসান। জানা গেছে, ঢাকার অদূরে আমিনবাজারের একটি রিসোর্টে দুই পরিবারের সদস্য ও শোবিজ অঙ্গনের ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে বিয়ের আয়োজন করা হয়।
২০ ঘণ্টা আগে
রাজধানীর পাঁচটি মিলনায়তন এবং কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী বিচ পয়েন্টে ১০ জানুয়ারি থেকে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে দেখানো হচ্ছে দেশ-বিদেশের নির্মাতাদের কাজ। আজ যেসব সিনেমা প্রদর্শিত হবে, রইল সে তালিকা।
২০ ঘণ্টা আগে
বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ শেষে গত বছর একত্র হন বিটিএসের সাত সদস্য আর এম, জিন, জে হোপ, জিমিন, ভি, জাং কুক ও সুগা। ফিরেই ঘোষণা দেন নতুন অ্যালবাম এবং ওয়ার্ল্ড ট্যুর কনসার্টের। এ মাসের শুরুতে বিটিএস জানায়, আগামী ২০ মার্চ প্রকাশ পাবে বিটিএসের নতুন অ্যালবাম। এবার কে-পপ ব্যান্ডটি প্রকাশ করল...
২১ ঘণ্টা আগে
মুক্তির পর সিনেমা বিশ্লেষক থেকে শুরু করে সাধারণ দর্শকদের তোপের মুখে পড়ে অ্যাভাটার সিরিজের তৃতীয় কিস্তি ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’। গল্প নিয়ে তীব্র সমালোচনা আর অগোছালো প্লটের অভিযোগ—এসব নিয়েই বক্স অফিসে ঝড় তোলে অ্যাভাটারের তৃতীয় কিস্তি। দর্শকদের একটি বড় অংশ অসন্তোষ প্রকাশ করলেও মুক্তির...
১ দিন আগে