
নাটকের পরিচিত মুখ সাদিয়া আয়মান। কাজ করছেন সিনেমাতেও। সম্প্রতি এই অভিনেত্রী নাম লিখিয়েছেন উপস্থাপনায়। ব্রিটিশ কাউন্সিলের একটি পডকাস্ট সঞ্চালনায় দেখা যাবে তাঁকে। সাদিয়ার সঙ্গে কথা বলেছেন শিহাব আহমেদ।
শিহাব আহমেদ

উপস্থাপনা শুরু করেছেন দেখলাম। এটাই কি প্রথম?
এবারই প্রথম উপস্থাপনা করলাম। ব্রিটিশ কাউন্সিলের কানেকশন আনলকড নামের একটি পডকাস্ট সঞ্চালনায় দেখা যাবে আমাকে। ক্যারিয়ারের শুরুর দিকে যখন বিজ্ঞাপন করতাম, সে সময় উপস্থাপনার অনেক প্রস্তাব পেতাম। কিন্তু তখন আগ্রহ হয়নি। কারণ, আমার ইচ্ছা ছিল অভিনয় করার। এবার ব্রিটিশ কাউন্সিল যখন এই অনুষ্ঠানের কথা জানায়, কনসেপ্টটা ভালো লাগে। একেবারে ভিন্ন বিষয় নিয়ে অনুষ্ঠানটি। এখানে বিভিন্ন মাধ্যমের মানুষ আসবেন। দুটি পর্বের শুট শেষ করেছি। প্রথম পর্বে অতিথি ছিলেন ক্লাইমেট অ্যাকটিভিস্ট সোহানুর রহমান এবং ব্রিটিশ কাউন্সিলের হেড অব এডুকেশন তৌফিক হাসান।
কেমন অভিজ্ঞতা হলো?
বিভিন্ন অনুষ্ঠানে, সাক্ষাৎকারে শুরুতেই আমাকে পরিচয় করিয়ে দেন সঞ্চালক। এবার আমিই অন্যদের পরিচয় করিয়ে দিচ্ছি। নতুন এক অভিজ্ঞতা। সব সময় নতুন কিছু শিখতে উদ্গ্রীব হয়ে থাকি। আমরা যারা শোবিজে কাজ করি, নিজেদের ইন্ডাস্ট্রির বাইরের কারও সঙ্গে তেমন মিশতে পারি না। আসলে মেশার সুযোগ হয় না। এই অনুষ্ঠানের মাধ্যমে অভিনয়ের বাইরে বিভিন্ন সেক্টরের মানুষদের সঙ্গে পরিচিত হচ্ছি। আলোচনার বিষয়ও ভিন্ন। প্রথম পর্বে যেমন বিষয় ছিল ক্লাইমেট চেঞ্জ। এ ছাড়া অনেকে বিদেশ থেকে ডিগ্রি নিয়ে দেশে এসে কাজ করছেন। তাঁরা চাইলেই বিদেশে ক্যারিয়ার গড়তে পারতেন, কেন তাঁরা দেশকে বেছে নিলেন? এসব নিয়েও অনেক কথা হয়েছে। এ ধরনের একটি অনুষ্ঠান উপস্থাপনা করা আমার ক্যারিয়ারে নতুন অভিজ্ঞতা যোগ করেছে।
উপস্থাপনার জন্য আলাদা কোনো প্রস্তুতি নিতে হয়েছে?
এখানে যাঁরা অতিথি হয়ে এসেছেন, তাঁরা নেপথ্যের মানুষ। তাঁরা দেশের মানুষের জন্য কাজ করেন। তাঁরা কিন্তু পাবলিক ফিগার নন। তাই সঞ্চালনার চেয়ারে বসার আগে প্রস্তুতির একটা বিষয় ছিল। কারণ, তাঁদেরকে আমি সঠিক প্রশ্ন করতে পারব কি না, তা নিয়ে ভাবনার মধ্যে ছিলাম। প্রত্যেক অতিথির বিষয়ে স্টাডি করতে হয়েছে। এগুলো করতে গিয়ে বুঝেছি, অনেক কিছু জানি না। কয়েক বছর ধরে শুধু অভিনয় নিয়েই আছি। এই অনুষ্ঠানের মাধ্যমে অনেক কিছু জানার সুযোগ হয়েছে। এটা আমার ভবিষ্যতে কাজে লাগবে। আরেকটা বিষয় আমাকে মুগ্ধ করেছে, তাঁরা নিজেদের জায়গায় সফল হলেও খুব বিনয়ী। বিষয়টি আমার জীবনে একটি শিক্ষা হয়ে থাকবে।
গত ঈদে ‘উৎসব’ সিনেমায় আপনার অভিনয় প্রশংসিত হয়েছে। আবার কবে আপনাকে বড় পর্দায় দেখা যাবে?
সিনেমার ব্যাপারে হুট করে কোনো কিছু বলা যায় না। বেশ কয়েকজন নির্মাতা আমাকে জানিয়েছেন, তাঁরা আমাকে নিয়ে কাজ করতে চান। এর মধ্যে কয়েকজনকে না বলে দিয়েছি। কারণ, মনে হয়েছে, গল্পগুলো আমার সঙ্গে যায় না। এ ছাড়া আরও কয়েকটি সিনেমা নিয়ে কথা হচ্ছে। সময় ও সুযোগ বুঝে নির্মাতাদের সঙ্গে গল্প নিয়ে বসার পরিকল্পনা আছে। শিগগির হয়তো ভালো কোনো খবর দিতে পারব।
নাটকেও তো একটা গ্যাপ পড়ে গেছে। নতুন কোনো নাটকের শুটিং করেছেন?
ছয় মাস পর নাটকের শুটিং করলাম। কয়েকটি নাটকের কাজ করা হয়েছে। কিছু ব্র্যান্ডের কাজ নিয়ে আলোচনা চলছে। এ ছাড়া ওটিটির জন্য কিছু কাজ করা আছে। সেগুলো সামনে মুক্তি পাবে। এ মাসে ভিকি জাহেদের পরিচালনায় চরকিতে একটি ওয়েব ফিল্ম আসবে। এটি অনেক আগে নাটক হিসেবে করেছিলাম। এরপর চরকি কিনে নেয়। যত দূর জানি, চরকিতে চলার পর আলফা আইয়ের ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে।
উপস্থাপনা শুরু করেছেন দেখলাম। এটাই কি প্রথম?
এবারই প্রথম উপস্থাপনা করলাম। ব্রিটিশ কাউন্সিলের কানেকশন আনলকড নামের একটি পডকাস্ট সঞ্চালনায় দেখা যাবে আমাকে। ক্যারিয়ারের শুরুর দিকে যখন বিজ্ঞাপন করতাম, সে সময় উপস্থাপনার অনেক প্রস্তাব পেতাম। কিন্তু তখন আগ্রহ হয়নি। কারণ, আমার ইচ্ছা ছিল অভিনয় করার। এবার ব্রিটিশ কাউন্সিল যখন এই অনুষ্ঠানের কথা জানায়, কনসেপ্টটা ভালো লাগে। একেবারে ভিন্ন বিষয় নিয়ে অনুষ্ঠানটি। এখানে বিভিন্ন মাধ্যমের মানুষ আসবেন। দুটি পর্বের শুট শেষ করেছি। প্রথম পর্বে অতিথি ছিলেন ক্লাইমেট অ্যাকটিভিস্ট সোহানুর রহমান এবং ব্রিটিশ কাউন্সিলের হেড অব এডুকেশন তৌফিক হাসান।
কেমন অভিজ্ঞতা হলো?
বিভিন্ন অনুষ্ঠানে, সাক্ষাৎকারে শুরুতেই আমাকে পরিচয় করিয়ে দেন সঞ্চালক। এবার আমিই অন্যদের পরিচয় করিয়ে দিচ্ছি। নতুন এক অভিজ্ঞতা। সব সময় নতুন কিছু শিখতে উদ্গ্রীব হয়ে থাকি। আমরা যারা শোবিজে কাজ করি, নিজেদের ইন্ডাস্ট্রির বাইরের কারও সঙ্গে তেমন মিশতে পারি না। আসলে মেশার সুযোগ হয় না। এই অনুষ্ঠানের মাধ্যমে অভিনয়ের বাইরে বিভিন্ন সেক্টরের মানুষদের সঙ্গে পরিচিত হচ্ছি। আলোচনার বিষয়ও ভিন্ন। প্রথম পর্বে যেমন বিষয় ছিল ক্লাইমেট চেঞ্জ। এ ছাড়া অনেকে বিদেশ থেকে ডিগ্রি নিয়ে দেশে এসে কাজ করছেন। তাঁরা চাইলেই বিদেশে ক্যারিয়ার গড়তে পারতেন, কেন তাঁরা দেশকে বেছে নিলেন? এসব নিয়েও অনেক কথা হয়েছে। এ ধরনের একটি অনুষ্ঠান উপস্থাপনা করা আমার ক্যারিয়ারে নতুন অভিজ্ঞতা যোগ করেছে।
উপস্থাপনার জন্য আলাদা কোনো প্রস্তুতি নিতে হয়েছে?
এখানে যাঁরা অতিথি হয়ে এসেছেন, তাঁরা নেপথ্যের মানুষ। তাঁরা দেশের মানুষের জন্য কাজ করেন। তাঁরা কিন্তু পাবলিক ফিগার নন। তাই সঞ্চালনার চেয়ারে বসার আগে প্রস্তুতির একটা বিষয় ছিল। কারণ, তাঁদেরকে আমি সঠিক প্রশ্ন করতে পারব কি না, তা নিয়ে ভাবনার মধ্যে ছিলাম। প্রত্যেক অতিথির বিষয়ে স্টাডি করতে হয়েছে। এগুলো করতে গিয়ে বুঝেছি, অনেক কিছু জানি না। কয়েক বছর ধরে শুধু অভিনয় নিয়েই আছি। এই অনুষ্ঠানের মাধ্যমে অনেক কিছু জানার সুযোগ হয়েছে। এটা আমার ভবিষ্যতে কাজে লাগবে। আরেকটা বিষয় আমাকে মুগ্ধ করেছে, তাঁরা নিজেদের জায়গায় সফল হলেও খুব বিনয়ী। বিষয়টি আমার জীবনে একটি শিক্ষা হয়ে থাকবে।
গত ঈদে ‘উৎসব’ সিনেমায় আপনার অভিনয় প্রশংসিত হয়েছে। আবার কবে আপনাকে বড় পর্দায় দেখা যাবে?
সিনেমার ব্যাপারে হুট করে কোনো কিছু বলা যায় না। বেশ কয়েকজন নির্মাতা আমাকে জানিয়েছেন, তাঁরা আমাকে নিয়ে কাজ করতে চান। এর মধ্যে কয়েকজনকে না বলে দিয়েছি। কারণ, মনে হয়েছে, গল্পগুলো আমার সঙ্গে যায় না। এ ছাড়া আরও কয়েকটি সিনেমা নিয়ে কথা হচ্ছে। সময় ও সুযোগ বুঝে নির্মাতাদের সঙ্গে গল্প নিয়ে বসার পরিকল্পনা আছে। শিগগির হয়তো ভালো কোনো খবর দিতে পারব।
নাটকেও তো একটা গ্যাপ পড়ে গেছে। নতুন কোনো নাটকের শুটিং করেছেন?
ছয় মাস পর নাটকের শুটিং করলাম। কয়েকটি নাটকের কাজ করা হয়েছে। কিছু ব্র্যান্ডের কাজ নিয়ে আলোচনা চলছে। এ ছাড়া ওটিটির জন্য কিছু কাজ করা আছে। সেগুলো সামনে মুক্তি পাবে। এ মাসে ভিকি জাহেদের পরিচালনায় চরকিতে একটি ওয়েব ফিল্ম আসবে। এটি অনেক আগে নাটক হিসেবে করেছিলাম। এরপর চরকি কিনে নেয়। যত দূর জানি, চরকিতে চলার পর আলফা আইয়ের ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে।

মুক্তির পর সিনেমা বিশ্লেষক থেকে শুরু করে সাধারণ দর্শকদের তোপের মুখে পড়ে অ্যাভাটার সিরিজের তৃতীয় কিস্তি ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’। গল্প নিয়ে তীব্র সমালোচনা আর অগোছালো প্লটের অভিযোগ—এসব নিয়েই বক্স অফিসে ঝড় তোলে অ্যাভাটারের তৃতীয় কিস্তি। দর্শকদের একটি বড় অংশ অসন্তোষ প্রকাশ করলেও মুক্তির...
১ ঘণ্টা আগে
মঙ্গলবার রাতে শুরু হয় জেফার ও রাফসানের বিয়ের গুঞ্জন। তবে চুপ ছিলেন রাফসান ও জেফার। যোগাযোগ করলেও কারও নাগাল পাওয়া যাচ্ছিল না। তবে তাঁদের ঘনিষ্ঠ ব্যক্তিরা জানিয়েছিলেন, বুধবার বিয়ে করতে যাচ্ছেন রাফসান ও জেফার।
১৭ ঘণ্টা আগে
পোশাকশিল্পের ঝুট ব্যবসাকে কেন্দ্র করে তৈরি হলো সিনেমা। নাম কাট-পিস। বানিয়েছেন ইফফাত জাহান মম। সিনেমার কেন্দ্রীয় দুই চরিত্র তাজ ও মালার ভূমিকায় অভিনয় করেছেন সিফাত আমিন শুভ ও রাফাহ নানজীবা তোরসা। গত সোমবার এফডিসিতে এক অনুষ্ঠানে ফার্স্ট লুক টিজার প্রকাশের মাধ্যমে আনুষ্ঠানিক ঘোষণা করা হয় কাট-পিস সিনেমার
১ দিন আগে
একসময় চলচ্চিত্রে নিয়মিত অভিনয় করতেন ডলি জহুর। মায়ের চরিত্রে অভিনয় করে যাঁরা জনপ্রিয়তা পেয়েছেন, তাঁদের মধ্যে অন্যতম ডলি জহুর। একাধিকবার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। অনেকটা অভিমান থেকেই ২০১১ সালে সরে আসেন সিনেমা ইন্ডাস্ট্রি থেকে। নাটকে নিয়মিত অভিনয় করলেও সিনেমা থেকে ছিলেন দূরে। সিনেমায় আর কাজ
১ দিন আগে