বিজ্ঞপ্তি

ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির (আইএসইউ) মহাখালী ক্যাম্পাসে সোমবার ইউল্যাব ফেয়ার প্লে কাপ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫-এ রানার্সআপ হওয়া আইএসইউ ক্রিকেট টিমের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ক্রিকেটারদের অর্থ ও অনুপ্রেরণা স্মারক দিয়ে সম্মানিত করা হয়।
আইএসইউ উপাচার্য প্রফেসর ড. আব্দুল আউয়াল খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. আতিকুর রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার মো. আতিকুর রহমান আইএসইউ ক্রিকেট টিমকে অভিনন্দন জানিয়ে খেলাধুলার পাশাপাশি পড়াশোনার গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, বর্তমান বিশ্বের চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষার্থীদের অলরাউন্ডার হতে হবে এবং ভবিষ্যতের জন্য নিজেদের যোগ্য করে গড়ে তুলতে হবে।
উপাচার্য প্রফেসর ড. আব্দুল আউয়াল খান শিক্ষার্থীদের এই সাফল্যে আনন্দ প্রকাশ করে বলেন, আইএসইউর শিক্ষার্থীরা পড়াশোনা ও সামাজিক কার্যক্রমে যেমন ভালো, তেমনি খেলাধুলাতেও নিজেদের দক্ষতা প্রমাণ করেছে। তিনি পড়াশোনা, খেলাধুলা এবং সামাজিক—এই তিনটি ক্ষেত্রেই সর্বোচ্চ পর্যায়ে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। ক্রিকেট টিমের খেলোয়াড় ও সংশ্লিষ্ট সবাইকে তিনি ধন্যবাদ জানান।
উল্লেখ্য, দেশের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়গুলোকে নিয়ে আয়োজিত ইউল্যাব ফেয়ার প্লে কাপের ১৫তম আসরে প্রথমবারের মতো অংশগ্রহণ করেই ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে। টুর্নামেন্টের গ্রুপপর্বে আইএসইউ ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশ (আইইউবি), ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ), ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) এবং ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজিকে (আইইউবিএটি) পরাজিত করে গ্রুপ চ্যাম্পিয়ন হয়। সেমিফাইনালে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজিকে (বিইউবিটি) হারিয়ে তারা ফাইনালের টিকিট নিশ্চিত করে, যেখানে তাদের প্রতিদ্বন্দ্বী ছিল ইউল্যাব। এই টুর্নামেন্টে আইএসইউ ক্রিকেটার মোহাম্মদ রমজান তার অসাধারণ নৈপুণ্য দেখিয়ে তিনবার ম্যান অব দ্য ম্যাচ এবং টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন।
সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আইএসইউর ট্রেজারার প্রফেসর এইচ টি এম কাদের নেওয়াজ, ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন প্রফেসর ড. মনজুর মোর্শেদ মাহমুদ এবং প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক মো. আবুল কাশেম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আইএসইউ ক্রিকেট টিমের উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ আলী। এ ছাড়া দলের ম্যানেজার মুহাম্মদ আবু নাজিম এবং অধিনায়ক মাজহারুল ইসলাম বক্তব্য দেন। অনুষ্ঠানে বিভিন্ন প্রোগ্রামের চেয়ারপারসন, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও প্রশাসনিক কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির (আইএসইউ) মহাখালী ক্যাম্পাসে সোমবার ইউল্যাব ফেয়ার প্লে কাপ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫-এ রানার্সআপ হওয়া আইএসইউ ক্রিকেট টিমের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ক্রিকেটারদের অর্থ ও অনুপ্রেরণা স্মারক দিয়ে সম্মানিত করা হয়।
আইএসইউ উপাচার্য প্রফেসর ড. আব্দুল আউয়াল খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. আতিকুর রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার মো. আতিকুর রহমান আইএসইউ ক্রিকেট টিমকে অভিনন্দন জানিয়ে খেলাধুলার পাশাপাশি পড়াশোনার গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, বর্তমান বিশ্বের চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষার্থীদের অলরাউন্ডার হতে হবে এবং ভবিষ্যতের জন্য নিজেদের যোগ্য করে গড়ে তুলতে হবে।
উপাচার্য প্রফেসর ড. আব্দুল আউয়াল খান শিক্ষার্থীদের এই সাফল্যে আনন্দ প্রকাশ করে বলেন, আইএসইউর শিক্ষার্থীরা পড়াশোনা ও সামাজিক কার্যক্রমে যেমন ভালো, তেমনি খেলাধুলাতেও নিজেদের দক্ষতা প্রমাণ করেছে। তিনি পড়াশোনা, খেলাধুলা এবং সামাজিক—এই তিনটি ক্ষেত্রেই সর্বোচ্চ পর্যায়ে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। ক্রিকেট টিমের খেলোয়াড় ও সংশ্লিষ্ট সবাইকে তিনি ধন্যবাদ জানান।
উল্লেখ্য, দেশের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়গুলোকে নিয়ে আয়োজিত ইউল্যাব ফেয়ার প্লে কাপের ১৫তম আসরে প্রথমবারের মতো অংশগ্রহণ করেই ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে। টুর্নামেন্টের গ্রুপপর্বে আইএসইউ ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশ (আইইউবি), ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ), ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) এবং ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজিকে (আইইউবিএটি) পরাজিত করে গ্রুপ চ্যাম্পিয়ন হয়। সেমিফাইনালে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজিকে (বিইউবিটি) হারিয়ে তারা ফাইনালের টিকিট নিশ্চিত করে, যেখানে তাদের প্রতিদ্বন্দ্বী ছিল ইউল্যাব। এই টুর্নামেন্টে আইএসইউ ক্রিকেটার মোহাম্মদ রমজান তার অসাধারণ নৈপুণ্য দেখিয়ে তিনবার ম্যান অব দ্য ম্যাচ এবং টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন।
সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আইএসইউর ট্রেজারার প্রফেসর এইচ টি এম কাদের নেওয়াজ, ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন প্রফেসর ড. মনজুর মোর্শেদ মাহমুদ এবং প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক মো. আবুল কাশেম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আইএসইউ ক্রিকেট টিমের উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ আলী। এ ছাড়া দলের ম্যানেজার মুহাম্মদ আবু নাজিম এবং অধিনায়ক মাজহারুল ইসলাম বক্তব্য দেন। অনুষ্ঠানে বিভিন্ন প্রোগ্রামের চেয়ারপারসন, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও প্রশাসনিক কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

রাজধানীর সাত সরকারি কলেজ নিয়ে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ চূড়ান্ত করে মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়েছে। দ্রুততম সময়ে অধ্যাদেশটি যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন পাবে।
৪ ঘণ্টা আগে
প্রস্তাবিত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন-২০২৫’ উপদেষ্টা পরিষদে উঠছে। আগামী বৃহস্পতিবার (২২ জানুয়ারি) এটি অনুমোদনের জন্য তোলা হচ্ছে। সংশ্লিষ্ট একাধিক সূত্রে এই তথ্য জানা গেছে। উপদেষ্টা পরিষদের অনুমোদন পেলে এটি রাষ্ট্রপতির অধ্যাদেশ আকারে জারি হবে।
১১ ঘণ্টা আগে
নর্থ সাউথ ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগ থেকে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছেন মাহিরা ইসলাম আসফি। তিনি তাঁর অসামান্য একাডেমিক ফলাফলের জন্য সম্প্রতি অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়টির ২৬তম সমাবর্তনে চ্যান্সেলর স্বর্ণপদক পেয়েছেন।
১৪ ঘণ্টা আগে
নর্থ সাউথ ইউনিভার্সিটিতে (এনএসইউ) স্প্রিং সেমিস্টার ২০২৬-এর ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতি, একাডেমিক পরিবেশ ও সুযোগ-সুবিধার সঙ্গে পরিচয় করিয়ে দেয়।
১৫ ঘণ্টা আগে