নিজস্ব প্রতিবেদক, রাজশাহী ও রাবি প্রতিনিধি

ছাত্রদলের দাবির মুখে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের তারিখ পিছিয়ে ১৬ অক্টোবর ধার্য করা হয়েছে।
রাকসু নির্বাচন পেছানোর দাবিতে চলমান বিক্ষোভের মধ্যে আজ সোমবার (২২ সেপ্টেম্বর) রাতে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এফ নজরুল ইসলাম এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানান।
বিজ্ঞপ্তিতে নির্বাচন পেছানোর দুটি কারণ উল্লেখ করা হয়—
১. বিশ্ববিদ্যালয়ে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের ঘোষিত ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি।
২. নির্বাচনে দায়িত্ব পালনে প্রয়োজনীয়সংখ্যক শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীর অংশগ্রহণ নিশ্চিত করতে না পারা।
এতে বলা হয়, উপর্যুক্ত বিবেচনায় রাকসু নির্বাচন উৎসবমুখর, অংশগ্রহণমূলক ও সুষ্ঠুভাবে পরিচালনা করার স্বার্থে কমিশন ২৫ সেপ্টেম্বরের পরিবর্তে আগামী ১৬ অক্টোম্বর (বৃহস্পতিবার) রাকসু নির্বাচন অনুষ্ঠানের সর্বসম্মত সিদ্ধান্ত গ্রহণ করেছে।
রাকসু নির্বাচন নিয়ে কয়েক দিন ধরে মুখোমুখি অবস্থানে রয়েছে ছাত্রদল ও ছাত্রশিবির। ২৫ সেপ্টেম্বর ঘোষিত তারিখেই নির্বাচন চায় শিবির আর ছাত্রদল পূজার ছুটির পরে নির্বাচনের দাবি জানিয়ে আসছিল। এদিকে রাবিতে শিক্ষক লাঞ্ছনা ও প্রাতিষ্ঠানিক সুবিধায় বা পোষ্য কোটা স্থগিতের ঘটনায় শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের কমপ্লিট শাটডাউন চলছে।
এমন পরিস্থিতিতে ঘোষিত তারিখে রাকসু নির্বাচন করা সম্ভব কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নিতে রাকসুর কোষাধ্যক্ষের কার্যালয়ে নির্বাচন কমিশনের সভা বসে। সভা চলার মধ্যে দুপক্ষই রাকসুর কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে পাল্টাপাল্টি স্লোগান দিতে থাকে। সন্ধ্যার পর কমিশন নির্বাচন পেছানোর সিদ্ধান্ত জানায়।
এর আগে আজ দুপুরে বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ছাত্রদলের সহসভাপতি ও ছাত্রদল-সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী শেখ নূর উদ্দিন আবীর। তিনি বলেন, ‘নির্বাচনটা আমি চাই দুর্গাপূজার পরেই হোক।’
এদিকে পোষ্য কোটা নিয়ে শিক্ষক-কর্মকর্তাদের সঙ্গে শিক্ষার্থীদের হাতাহাতি ও ধস্তাধস্তির হয়। এর জেরে লাগাতার কর্মবিরতি পালন করছে শিক্ষক-কর্মচারীদের একটি অংশ। এর জেরে আজ দুপুরে ছাত্রদলসহ পাঁচটি প্যানেল রাকসু নির্বাচনের পরিবেশ নেই বলে সাংবাদিকদের জানিয়েছে। তারা ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করে নির্বাচনের দাবি জানিয়েছে।
অন্যদিকে বেলা ৩টায় শাখা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি ও ভিপি পদপ্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ সাংবাদিকদের বলেন, ২৫ সেপ্টেম্বরই নির্বাচন হতে হবে।

ছাত্রদলের দাবির মুখে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের তারিখ পিছিয়ে ১৬ অক্টোবর ধার্য করা হয়েছে।
রাকসু নির্বাচন পেছানোর দাবিতে চলমান বিক্ষোভের মধ্যে আজ সোমবার (২২ সেপ্টেম্বর) রাতে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এফ নজরুল ইসলাম এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানান।
বিজ্ঞপ্তিতে নির্বাচন পেছানোর দুটি কারণ উল্লেখ করা হয়—
১. বিশ্ববিদ্যালয়ে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের ঘোষিত ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি।
২. নির্বাচনে দায়িত্ব পালনে প্রয়োজনীয়সংখ্যক শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীর অংশগ্রহণ নিশ্চিত করতে না পারা।
এতে বলা হয়, উপর্যুক্ত বিবেচনায় রাকসু নির্বাচন উৎসবমুখর, অংশগ্রহণমূলক ও সুষ্ঠুভাবে পরিচালনা করার স্বার্থে কমিশন ২৫ সেপ্টেম্বরের পরিবর্তে আগামী ১৬ অক্টোম্বর (বৃহস্পতিবার) রাকসু নির্বাচন অনুষ্ঠানের সর্বসম্মত সিদ্ধান্ত গ্রহণ করেছে।
রাকসু নির্বাচন নিয়ে কয়েক দিন ধরে মুখোমুখি অবস্থানে রয়েছে ছাত্রদল ও ছাত্রশিবির। ২৫ সেপ্টেম্বর ঘোষিত তারিখেই নির্বাচন চায় শিবির আর ছাত্রদল পূজার ছুটির পরে নির্বাচনের দাবি জানিয়ে আসছিল। এদিকে রাবিতে শিক্ষক লাঞ্ছনা ও প্রাতিষ্ঠানিক সুবিধায় বা পোষ্য কোটা স্থগিতের ঘটনায় শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের কমপ্লিট শাটডাউন চলছে।
এমন পরিস্থিতিতে ঘোষিত তারিখে রাকসু নির্বাচন করা সম্ভব কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নিতে রাকসুর কোষাধ্যক্ষের কার্যালয়ে নির্বাচন কমিশনের সভা বসে। সভা চলার মধ্যে দুপক্ষই রাকসুর কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে পাল্টাপাল্টি স্লোগান দিতে থাকে। সন্ধ্যার পর কমিশন নির্বাচন পেছানোর সিদ্ধান্ত জানায়।
এর আগে আজ দুপুরে বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ছাত্রদলের সহসভাপতি ও ছাত্রদল-সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী শেখ নূর উদ্দিন আবীর। তিনি বলেন, ‘নির্বাচনটা আমি চাই দুর্গাপূজার পরেই হোক।’
এদিকে পোষ্য কোটা নিয়ে শিক্ষক-কর্মকর্তাদের সঙ্গে শিক্ষার্থীদের হাতাহাতি ও ধস্তাধস্তির হয়। এর জেরে লাগাতার কর্মবিরতি পালন করছে শিক্ষক-কর্মচারীদের একটি অংশ। এর জেরে আজ দুপুরে ছাত্রদলসহ পাঁচটি প্যানেল রাকসু নির্বাচনের পরিবেশ নেই বলে সাংবাদিকদের জানিয়েছে। তারা ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করে নির্বাচনের দাবি জানিয়েছে।
অন্যদিকে বেলা ৩টায় শাখা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি ও ভিপি পদপ্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ সাংবাদিকদের বলেন, ২৫ সেপ্টেম্বরই নির্বাচন হতে হবে।

মালয়েশিয়ার পুত্রজায়ায় অনুষ্ঠিত ‘আইএইউপি’ এশিয়া প্যাসিফিক আঞ্চলিক সম্মেলন-২০২৬-এ আন্তর্জাতিক উচ্চশিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ বৈশ্বিক দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ড. মো. সবুর খান।
১০ ঘণ্টা আগে
চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা শুরু হবে আগামী ২১ এপ্রিল। এর তত্ত্বীয় পরীক্ষা চলবে ২০ মে পর্যন্ত। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত তিন ঘণ্টার তত্ত্বীয় পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর ৭ থেকে ১৪ জুন পর্যন্ত এসএসসির ব্যবহারিক পরীক্ষা চলবে।
১৩ ঘণ্টা আগে
দেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে ৩৫ বছরে পদার্পণ করেছে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি)। আগামীকাল শুক্রবার বিশ্ববিদ্যালয়টি তাঁর ৩৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করবে।
১৭ ঘণ্টা আগে
ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) পাঠকবন্ধু শাখার নতুন কমিটির কার্যক্রম শুরু করেছে। নতুন বছরে নতুন কমিটির বার্ষিক কর্মপরিকল্পনা সভার মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু হয়। সভায় সদস্যরা নিজেদের দায়িত্বশীল নেতৃত্ব, দক্ষতা ও মানবিক গুণাবলিতে সমৃদ্ধ করে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন।
১ দিন আগে