
শেভরনের সহযোগিতায় ২০২৪ সালের জন্য সামার স্কুল প্রোগ্রাম শুরু করেছে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন। সম্প্রতি চট্টগ্রামের এই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিথি, শিক্ষার্থী, অভিভাবক, সাংবাদিক ও শেভরন বাংলাদেশের প্রতিনিধিরা।
২০১৯ সালে শেভরন বাংলাদেশ এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের সঙ্গে একটি অগ্রণী পার্টনারশিপ প্রোগ্রাম শুরু করে এবং এরপর থেকে এখন পর্যন্ত এই প্রোগ্রাম চলমান রয়েছে। দেশের বিভিন্ন স্থান থেকে শিক্ষার্থীরা সামার স্কুল প্রোগ্রামে অংশগ্রহণ করছে এবং এসটিইএম (বিজ্ঞান, প্রযুক্তি, ইঞ্জিনিয়ারিং, গণিত) বিষয়ে কর্মক্ষেত্র বেছে নিতে উৎসাহিত হচ্ছে।
এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন সামার স্কুল প্রোগ্রামের লক্ষ্য হলো অনুসন্ধানমূলক বিজ্ঞান-ভিত্তিক অধ্যয়ন এবং ক্যারিয়ার তৈরিতে তরুণ শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধি।
চলতি বছর এই প্রোগ্রামে অংশগ্রহণের জন্য সারা বাংলাদেশ থেকে ৮৯ নারী শিক্ষার্থী নির্বাচন করা হয়েছে যেখানে গণিত, পদার্থবিদ্যা, রসায়ন, কম্পিউটার কোডিং এবং জনস্বাস্থ্যের ওপর জোর দিয়ে চার সপ্তাহের কর্মশালা অনুষ্ঠিত হবে। অসাধারণ অ্যাকাডেমিক ব্যাকগ্রাউন্ড সম্পন্ন আন্তর্জাতিক এবং স্থানীয় অনুষদের নিয়ে গঠিত একটি দল এসব কোর্স পরিচালনা করবে।
সামার স্কুলের পরিচালক মহিউদ্দিন আহসানুল কবির চৌধুরী, গ্রীষ্মকালীন স্কুলের কর্মসূচির বিস্তারিত বিবরণ দিয়েছেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আবু তাহের এবং বিশেষ অতিথি ছিলেন এফবিসিসিআইয়ের পরিচালক মুনাল মাহবুব। তাঁরা নেতৃত্বে নারীদের গুরুত্ব, দলগত কাজকে উৎসাহ, নতুন সব উদ্ভাবন এবং দৃঢ় সম্পর্ক গড়ে তোলার গুরুত্ব তুলে ধরেন।
শেভরন বাংলাদেশের কমিউনিটি এনগেজমেন্ট এবং সোশ্যাল ইনভেস্টমেন্ট ম্যানেজার খন্দকার তুষারুজ্জামান শিক্ষা ও সামাজিক উদ্যোগের প্রতি কোম্পানির অবদানের কথা পুনর্ব্যক্ত করেছেন। তিনি এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের গ্রীষ্মকালীন স্কুলের জন্য শুরু থেকেই শেভরনের অটল সমর্থনের ওপর আলোকপাত করেন।
অনুষ্ঠানে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের রেজিস্ট্রার হিউ মার্টিন, স্টুডেন্ট রিক্রুটমেন্ট ডিরেক্টর সুমন চ্যাটার্জি, গ্রীষ্মকালীন স্কুলের ফ্যাকাল্টি মেম্বার, শিক্ষার্থীদের অভিভাবক এবং শেভরন বাংলাদেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

শেভরনের সহযোগিতায় ২০২৪ সালের জন্য সামার স্কুল প্রোগ্রাম শুরু করেছে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন। সম্প্রতি চট্টগ্রামের এই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিথি, শিক্ষার্থী, অভিভাবক, সাংবাদিক ও শেভরন বাংলাদেশের প্রতিনিধিরা।
২০১৯ সালে শেভরন বাংলাদেশ এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের সঙ্গে একটি অগ্রণী পার্টনারশিপ প্রোগ্রাম শুরু করে এবং এরপর থেকে এখন পর্যন্ত এই প্রোগ্রাম চলমান রয়েছে। দেশের বিভিন্ন স্থান থেকে শিক্ষার্থীরা সামার স্কুল প্রোগ্রামে অংশগ্রহণ করছে এবং এসটিইএম (বিজ্ঞান, প্রযুক্তি, ইঞ্জিনিয়ারিং, গণিত) বিষয়ে কর্মক্ষেত্র বেছে নিতে উৎসাহিত হচ্ছে।
এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন সামার স্কুল প্রোগ্রামের লক্ষ্য হলো অনুসন্ধানমূলক বিজ্ঞান-ভিত্তিক অধ্যয়ন এবং ক্যারিয়ার তৈরিতে তরুণ শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধি।
চলতি বছর এই প্রোগ্রামে অংশগ্রহণের জন্য সারা বাংলাদেশ থেকে ৮৯ নারী শিক্ষার্থী নির্বাচন করা হয়েছে যেখানে গণিত, পদার্থবিদ্যা, রসায়ন, কম্পিউটার কোডিং এবং জনস্বাস্থ্যের ওপর জোর দিয়ে চার সপ্তাহের কর্মশালা অনুষ্ঠিত হবে। অসাধারণ অ্যাকাডেমিক ব্যাকগ্রাউন্ড সম্পন্ন আন্তর্জাতিক এবং স্থানীয় অনুষদের নিয়ে গঠিত একটি দল এসব কোর্স পরিচালনা করবে।
সামার স্কুলের পরিচালক মহিউদ্দিন আহসানুল কবির চৌধুরী, গ্রীষ্মকালীন স্কুলের কর্মসূচির বিস্তারিত বিবরণ দিয়েছেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আবু তাহের এবং বিশেষ অতিথি ছিলেন এফবিসিসিআইয়ের পরিচালক মুনাল মাহবুব। তাঁরা নেতৃত্বে নারীদের গুরুত্ব, দলগত কাজকে উৎসাহ, নতুন সব উদ্ভাবন এবং দৃঢ় সম্পর্ক গড়ে তোলার গুরুত্ব তুলে ধরেন।
শেভরন বাংলাদেশের কমিউনিটি এনগেজমেন্ট এবং সোশ্যাল ইনভেস্টমেন্ট ম্যানেজার খন্দকার তুষারুজ্জামান শিক্ষা ও সামাজিক উদ্যোগের প্রতি কোম্পানির অবদানের কথা পুনর্ব্যক্ত করেছেন। তিনি এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের গ্রীষ্মকালীন স্কুলের জন্য শুরু থেকেই শেভরনের অটল সমর্থনের ওপর আলোকপাত করেন।
অনুষ্ঠানে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের রেজিস্ট্রার হিউ মার্টিন, স্টুডেন্ট রিক্রুটমেন্ট ডিরেক্টর সুমন চ্যাটার্জি, গ্রীষ্মকালীন স্কুলের ফ্যাকাল্টি মেম্বার, শিক্ষার্থীদের অভিভাবক এবং শেভরন বাংলাদেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

রাজধানীর সাত সরকারি কলেজ নিয়ে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ চূড়ান্ত করে মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়েছে। দ্রুততম সময়ে অধ্যাদেশটি যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন পাবে।
৩ ঘণ্টা আগে
প্রস্তাবিত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন-২০২৫’ উপদেষ্টা পরিষদে উঠছে। আগামী বৃহস্পতিবার (২২ জানুয়ারি) এটি অনুমোদনের জন্য তোলা হচ্ছে। সংশ্লিষ্ট একাধিক সূত্রে এই তথ্য জানা গেছে। উপদেষ্টা পরিষদের অনুমোদন পেলে এটি রাষ্ট্রপতির অধ্যাদেশ আকারে জারি হবে।
১০ ঘণ্টা আগে
নর্থ সাউথ ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগ থেকে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছেন মাহিরা ইসলাম আসফি। তিনি তাঁর অসামান্য একাডেমিক ফলাফলের জন্য সম্প্রতি অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়টির ২৬তম সমাবর্তনে চ্যান্সেলর স্বর্ণপদক পেয়েছেন।
১৩ ঘণ্টা আগে
নর্থ সাউথ ইউনিভার্সিটিতে (এনএসইউ) স্প্রিং সেমিস্টার ২০২৬-এর ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতি, একাডেমিক পরিবেশ ও সুযোগ-সুবিধার সঙ্গে পরিচয় করিয়ে দেয়।
১৪ ঘণ্টা আগে