শিক্ষা ডেস্ক
নারী নির্যাতন ও নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ সমাবেশ করেছেন ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) শিক্ষক ও শিক্ষার্থীরা। আজ রোববার ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সামনে আয়োজিত এ বিক্ষোভে শিক্ষার্থীরা প্ল্যাকার্ড ও ফেস্টুন হাতে প্রতিবাদ জানান এবং নারীর প্রতি সহিংসতা বন্ধে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
বিক্ষোভে নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষক ও শিক্ষার্থীরাও সংহতি প্রকাশ করে অংশ নেন। বক্তারা ধর্ষণ, হয়রানি ও নারীর প্রতি চলমান সহিংসতার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান। সমাবেশ শেষে শিক্ষক-শিক্ষার্থীরা মিছিল নিয়ে বসুন্ধরার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।
শিক্ষকেরা বলেন, দেশে নারী নির্যাতনের ঘটনা ভয়াবহ রূপ নিয়েছে। প্রতিদিন কোনো না কোনো নারী ও কন্যাশিশু সহিংসতার শিকার হচ্ছে, যা তাদের নিরাপত্তা ও মৌলিক অধিকারকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে। এই বাস্তবতা বদলাতে হলে দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
আইইউবির ইংলিশ অ্যান্ড মডার্ন ল্যাঙ্গুয়েজেস বিভাগের উপদেষ্টা অধ্যাপক রাজিয়া সুলতানা বলেন, ‘নীরবতা কোনো সমাধান নয়। নারী নির্যাতন বন্ধ করতে ব্যক্তি, প্রতিষ্ঠান, সমাজ ও সরকারকে একসঙ্গে কাজ করতে হবে। এখনই পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠবে। আমাদের প্রত্যেকের দায়িত্ব রয়েছে এবং সেই দায়িত্ব পালনের এখনই সময়।’
নারী নির্যাতন ও নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ সমাবেশ করেছেন ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) শিক্ষক ও শিক্ষার্থীরা। আজ রোববার ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সামনে আয়োজিত এ বিক্ষোভে শিক্ষার্থীরা প্ল্যাকার্ড ও ফেস্টুন হাতে প্রতিবাদ জানান এবং নারীর প্রতি সহিংসতা বন্ধে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
বিক্ষোভে নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষক ও শিক্ষার্থীরাও সংহতি প্রকাশ করে অংশ নেন। বক্তারা ধর্ষণ, হয়রানি ও নারীর প্রতি চলমান সহিংসতার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান। সমাবেশ শেষে শিক্ষক-শিক্ষার্থীরা মিছিল নিয়ে বসুন্ধরার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।
শিক্ষকেরা বলেন, দেশে নারী নির্যাতনের ঘটনা ভয়াবহ রূপ নিয়েছে। প্রতিদিন কোনো না কোনো নারী ও কন্যাশিশু সহিংসতার শিকার হচ্ছে, যা তাদের নিরাপত্তা ও মৌলিক অধিকারকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে। এই বাস্তবতা বদলাতে হলে দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
আইইউবির ইংলিশ অ্যান্ড মডার্ন ল্যাঙ্গুয়েজেস বিভাগের উপদেষ্টা অধ্যাপক রাজিয়া সুলতানা বলেন, ‘নীরবতা কোনো সমাধান নয়। নারী নির্যাতন বন্ধ করতে ব্যক্তি, প্রতিষ্ঠান, সমাজ ও সরকারকে একসঙ্গে কাজ করতে হবে। এখনই পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠবে। আমাদের প্রত্যেকের দায়িত্ব রয়েছে এবং সেই দায়িত্ব পালনের এখনই সময়।’
বক্তা কখন শুরু করছে, কখন বিষয়টি সবিস্তারে মেলে ধরছে, কখন উদাহরণ টানছে, এরপর কী বলবে ইত্যাদি ইত্যাদি। তাতে আমরা সহজেই বুঝতে পারি যে লিসনিংয়ে আমরা কোথায় আছি এবং অব্যহিত পরে কোন দিকে যাচ্ছি।
৩ ঘণ্টা আগেইতালির পাদোয়া বিশ্ববিদ্যালয় বৃত্তি ২০২৫-২৬-এর আবেদনপ্রক্রিয়া শুরু হয়েছে। বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা দেশটির সম্পূর্ণ অর্থায়িত এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।
৩ ঘণ্টা আগেচলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষায় বসছে ১৯ লাখ ২৮ হাজার ১৮১ শিক্ষার্থী। এর মধ্যে নয়টি সাধারণ ধারার শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে ১৪ লাখ ৯০ হাজার ১৪২ জন। আর মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল...
১৪ ঘণ্টা আগেগুচ্ছ পদ্ধতিতে ১৯টি বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে। ১৭ মার্চ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। আজ রোববার গুচ্ছ ভর্তি কমিটির আহ্বায়ক ও মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আনোয়ারুল আজিম আখন্দ এসব তথ্য জানান।
১৮ ঘণ্টা আগে